User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
চরম
আসলেই চরম একটা বই...সুবিন ভাই কে অনেক অনেক ধন্যবাদ এরকম একটা বই উপহার দেয়ার জন্ন...সেই সাথে rokomari.com-কেও অনেক ধন্যবাদ এরকম একটা দরকারি website এর জন্য...আপনাদের অগ্রযাত্রা শুভ হোক ।।
জবাব নেহি
অসাধারন এই বইটি। বইিট পড়ে মনে এক দারুন অনুভুত হল
জ্যামিতির জন্য ভালোবাসা প্রাণের মাঝে গণিত বাজে
সৌমিত্র চক্রবর্তী
অসাধারণ একটা বই
গণিত নিয়ে অসাধারণ একটা বই। চিন্তার গভীরতা এবং বহিঃপ্রকাশ - দুটোই মুগ্ধ করার মত।
:O
দেখে অবাক হলাম খুব। ফেসবুক থেকে!!!! Book Summary টা পড়ে ভালো লেগেছে। ঢাকার বাইরে থাকি। তাই খুব শীঘ্রই রকমারির মাধ্যমে কিনে ফেলব :D
অসাধারণ একটা বই
ফেসবুক থেকেও যে এত দারুন কিছু হতে পারে তা বিশ্বাসযোগ্য ছিলনা। গল্পগুলো অদ্ভুত সুন্দর। সব লেখক-লেখিকা কে ধন্যবাদ।
পাঠকের কথা
গতকাল মেলা থেকে বইটি কিনেছি। সারা রাতে জেগে পড়লাম। সাধারন কথায় অসধারণ কিছু অনুভূতির প্রকাশ। আসা করি এমন উদ্যোগ ভবিষ্যতে আরও নেওয়া হবে। বইয়ের জন্য অনেক অনেক শুভকামনা।
মুক্ত সফটওয়্যার নিয়ে বই
এবারের বইমেলায় নানা ধরনের বই দেখলাম। পছন্দসই কয়েকটা কিনলাম। সফটওয়্যারের উপর আমার আগ্রহ একটু বেশিই। তাই কিনলাম 'নানা কাজের মুক্ত সফটওয়্যার' বইটি। পুরো পড়তে পারিনি তবে প্রথম আলোর কম্পিউটার প্রতিদিনে প্রকাশনা বিভাগে প্রকাশিত 'মুক্ত সফটওয়্যার নিয়ে বই' (http://www.prothom-alo.com/detail/date/2012-02-13/news/224198) শিরোনামে বইটির বিস্তারিত পড়ে ভালো লাগলো। মনে হলো ভালো এবং কাজেরই একটা বই কিনলাম..ধন্যবাদ বইয়ের লেখক নুরুন্নবী হাছিব-কে..