User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি এতো সুন্দর, এতো সুন্দর করে লেখা, সাধারণ গল্প তবে ভয়ংকর সুন্দর
Was this review helpful to you?
or
কত সরলভাবে একটা সুন্দর গল্প লিখে ফেললেন লেখক। এক ডিভোর্সি মেয়ে রাত্রি। তার ভাই বাবলু যে কিনা বখাটে ধরনের। তার বাবা এক সরল মানুষ যিনি সব কিছুইতেই খুব কম কথা বলেন। রাত্রির পাশের বাড়ির ভাবী যার রয়েছে স্বামী সন্দেহ বাতিক আর উনার স্বামী যিনি স্ত্রীকে অনেক ভালোবাসে কিন্ত বুঝতে দেয়না। এগুলোই মোটামুটি মূল চরিত্র তবে আরো চরিত্র রয়েছে। এতগুলো জীবন তার সমীকরণ। এই কঠিন সমীকরণগুলোকে ও কত সাধারণভাবে সাজিয়েছে হূমায়ুন আহমেদ। ভালো লেগেছে বেশ উপন্যাসটা।
Was this review helpful to you?
or
গল্পের মূল চরিত্রের নাম রাত্রি। সে একজন ডিভোর্স প্রাপ্ত মেয়ে। ডিভোর্স প্রাপ্ত বললে ভুল হবে। সে নিজেই তার স্বামীর সংসার ছেড়ে চলে এসেছে। সেখানে রেখে এসেছে তার একমাত্র সন্তান টুকুনকে। তার স্বামী অর্থাৎ সাবেক স্বামী মামুন একজন বাস্তববাদী মানুষ। তার কাছে আবেগ-অনুভুতির মূল্য নেই। তিনি সব কিছুকে বাস্তবতার আলোকে দেখেন। তিনবছর একসাথে সংসার করেও রাত্রি বাস্তববাদী হয়ে উঠতে পারে নি। রাত্রির সংসারে তার বাবা এবং ২২/২৩ বছরের একটা উশ্রীঙ্ক্ষল ভাই। যে তিনবার আইএ ফেল করেছে। তার একমাত্র সন্তান টুকুনকে তার বাবা দেশের বাইরে পাঠিয়ে দিয়েছেন। মায়ের সাথে সন্তানের কোনো যোগাযোগ তিনি রাখবেন না। তিনি একজন বাস্তববাদী মানুষ। ঝামেলা পছন্দ করেন না। এভাবেই এগিয়ে চলেছে গল্প। পাঠপ্রতিক্রিয়াঃ হুমায়ূন আহমেদের গল্পের রিভিউ লেখা একটা কষ্টকর ব্যাপার। পাঠপ্রতিক্রিয়া লেখা তো আরও কঠিন। তারপরেও কিছু লিখতে হয়। নবনী ভাইয়ের রিভিউ পড়ে বইটা পড়া শুরু করলাম। শেষ করার পর চমৎকার একটা অনুভুতি। রাত্রি চরিত্রে আবেগ যেমন পাই ঠিক তেমন তার দৃঢ়তা চোখে পড়ার মত। সে মামুনের কাছে প্রতিজ্ঞা করেছিলো সে কাঁদবে না; সে কঠিন মুহুর্তেও হেসেছে। অপরদিকে তার মমতাময়ী হৃদয়ের আবেগ মনকে স্পর্শ করে। কিছু স্থানে চোখ থেকে পানি আসছে। সবশেষে বলতে হবে রাত্রির অভিনয়। জীবনযুদ্ধে টিকে থাকতে হলে আমাদের অনেকেরই এমন অভিনয় অহরহ করতে হয়। অন্ন চরিত্রগুলোও মন ছুয়েঁ যাবার মত। বিশেষ করে বিনু, বাবলু, ইসতিয়াক। সবশেষে নবনীকে ধন্যবাদ এমন একটা বইয়ের রিভিউ লিখে আমাকে পড়ার সুযোগ করে দেওয়ার জন্য
Was this review helpful to you?
or
হয়তো এমনি বলা অত্যুক্তি হবে না যে হুমায়ূন আহমেদ (জন্ম ১৯৪৮) বাংলা ভাষার সবচেয়ে জনপ্রিয় কথাসাহিত্যিক। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের (১৮৭৬-১৯৩৮) চেয়েও তিনি বেশি জনপ্রিয় কি না তা হয়তো গবেষণার দাবি রাখে তবে হুমায়ূন আহমেদের জনপ্রিয়তা যে কোন বাংলাভাষী সাহিত্যিকের জন্য বিস্ময়ের তাতে কোন সন্দেহ নেই। গগনচুম্বী এ জনপ্রিয়তা এর লেখককে অর্থসুবিধা দিলেও সাহিত্য সমালোচককে যে কী অসুবিধায় ফেলেছে তা অননুমেয়। হুমায়ূন আহমেদকে নিয়ে আলোচনা করতে যাওয়ার বড় সমস্যা হল তাঁর রচনার দীর্ঘ তালিকা। সমস্যাটি তীব্রতর হয় যেহেতু আমার অভিজ্ঞতা বলছে তাঁর ভক্তদের কাছে তাঁর রচিত কোন উপন্যাসই সামান্য কমও ভাললাগার নয়। অন্যদিকে বুদ্ধিবৃত্তিক চর্চা যাঁরা কাগজে কলমে করেন তাঁদের মধ্যে দু’একজনের বেশি সমালোচককে পাওয়া যাবে না যিনি ‘নন্দিত নরকে’ এবং ‘শঙ্খনীল কারাগার’-এর পরের জনপ্রিয় হুমায়ূন আহমেদের সাহিত্য কমবেশি পড়েছেন বা স্মরণে রেখেছেন। শ’দেড়েক হুমায়ূন তালিকা থেকে দশ পরেনটি বেছে নিয়ে বর্তমানের অসম্পূর্ণ আলোচনাটি দাঁড় করানো হয়েছে। হয়তো নির্বাচনটি যথাযথ নয়, কিন্তু একজন লেখকের বই-এর সংখ্যা হিসেবেও দশ/পনেরটি নিশ্চয়ই হেলাফেলারও নয়। ‘জয়জয়ন্তী’-র নাজমুল সাহেব ও পান্না ভাবী উপকাহিনী উপন্যাসটির মধ্যে অবিনবত্ব ও রহস্য সৃষ্টির মাধ্যমে একটি ভিন্ন মাত্রা সৃষ্টি হয়েছে। নাজমুল-পান্না দম্পতির আচরণের কোনটি যে প্রকৃত এবং কোনটি বানানো সে রহস্য যেন পুরোপুরিভাবে উপন্যাসের শেষেও উন্মোচিত হয় না। তবে একথা সত্য মূল কাহিনী রাত্রি ও মামুনের প্রসঙ্গে ঐ উপকাহিনীটির উপযোগিতা নিয়ে প্রশ্ন থাকে; দ্বৈরথ’-এর অধ্যাপক-অরুণা দম্পতি যেভাবে উপন্যাসের কেন্দ্রিয় চরিত্র সোমার জীবনের প্রসঙ্গে গুরুত্বপূর্ণ হয়েছিল পান্নাভাবীর ব্যাপারটি তেমনভাবে আসে নি।
Was this review helpful to you?
or
Good book