User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মাশাআল্লাহ। খুব গুরুত্বপূর্ণ এবং মানবজীবনে অতি প্রয়োজনীয় একটি বই। আলহামদুলিল্লাহ্ আমি প্রি-অর্ডার করেছি। আপনারাও বই অর্ডার করুন অনেক উপকৃত হবেন ইনশাআল্লাহ
Was this review helpful to you?
or
কিনব, ইনশাআল্লাহ।
Was this review helpful to you?
or
আশা রাখি কথা গোলা মূল্যবান হবে।
Was this review helpful to you?
or
অমায়িক একটা বই
Was this review helpful to you?
or
Alhamdulillah, from what I have seen, it is very beautiful. Go ahead, Sheikh, Insha Allah, we are by your side. Prayers and love for you.
Was this review helpful to you?
or
MashaAllah this is a truly amazing book.
Was this review helpful to you?
or
খুব ভালো
Was this review helpful to you?
or
মাশা আল্লাহ ❤️❤️❤️
Was this review helpful to you?
or
ماشاء الله
Was this review helpful to you?
or
এক কথায় অসাধারণ
Was this review helpful to you?
or
সত্যিই এই বছরে ‘এক নজরে কুরআন’ এর থেকে চমৎকার বই আর নেই। আমি মিজানুর রহমান আজহারি'র—“রিফ্লেকশন ফ্রম সূরা ইউসুফ” বইটি পড়েছি, রকমারি থেকেই নিয়েছিলাম ২০২৩ সালে। বইটি যত পড়ি, পড়ার আগ্রহ কখনো কমেনি বরং বেড়েছে। বার বার পড়তে মন চায়। সূরা ইউসুফ আমার খুব পছন্দের একটি সূরা। আল্লাহ আমাদেরকে সূরা ইউসুফ এ নবি ইউসুফ (আঃ) ও তার পিতা ইয়াকুব (আঃ) এর সবরের গল্প বলেছেন। যতবার বইটি পড়ি ততবার আমার চোখ দুটো অশ্রুসিক্ত হয়ে যায়, কখনো আনন্দে আবার কখনো বিচ্ছেদে। নবি'দের কান্নায় খুব কষ্ট অনুভব করি আবার নবি (আঃ)-দের আনন্দে মন ভালো হয়ে যায় আমার। এক নজরে কুরআন -- এই বইটি অনেক তথ্যবহুল একটা বই হতে পারে। এখানে কুরআনের প্রতিটি সূরার মেইন থিম সুন্দর ভাবে সাজানো হয়েছে। কিন্তু বইটি পড়ার ইচ্ছে থাকলেও এখন কেনা সম্ভব হবে না। ইন শা আল্লাহ যেদিন সুযোগ হবে, সেদিন অর্ডার দিয়ে ফেলবো। ততদিন আমাকে সবর করতে হবে।
Was this review helpful to you?
or
Dr. Mizanur Rahman Azhari is a renowned scholar. He is playing a significant role in promoting and spreading Islam worldwide. The book 'Ek Najare Al-Quran' written by him will gain acceptance among readers of all ages.❤️
Was this review helpful to you?
or
স্যারের, আগের লেখা চারটি বইয়ের মত সুন্দর এবং গোছানো হবে আশা করা যায়,,, ইনশাআল্লাহ্। বইটি নিবো ইনশাআল্লাহ্
Was this review helpful to you?
or
In sha allah boita order dibo kicu din por?
Was this review helpful to you?
or
বইটি কালার কমিয়ে ৭০০/- টাকার মধ্যে দাম নির্ধারণ উচিত ছিল।
Was this review helpful to you?
or
অনেক সুন্দর করে সূরা গুলো কেইস স্টাডি করা হয়েছে।
Was this review helpful to you?
or
বিসমিল্লাহ্, খুব প্রয়োজনীয় বই । আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন আমীন।
Was this review helpful to you?
or
অসাধারণ
Was this review helpful to you?
or
দেখে মনে হচ্ছে অনেক ভালো হবে বইটি। কুরআনকে অনুধাবন করা জানা আমাদের জন্য খুবই জরুরী। আমার মনে হচ্ছে এই বইটার মাধ্যমে অনেকটা কুরআনকে বুঝতে পারবো। অনেক বেশি গুরুত্বপূর্ণ শিক্ষণীয় বিষয় জানা যাবে। আমরা সাধারণত কোরআনকে নিয়ে পড়ালেখা করি না। এই বইটার মাধ্যমে কুরআনের প্রতি ভালোবাসা তৈরি হয়ে যাবে আরো বেশি। আরো জানতে ইচ্ছা করবে। আল্লাহ হুজুরের জ্ঞানে বরকত দান করুক। আরো শিক্ষণীয় কিছু আমাদেরকে উপহার দেয় সেই তৌফিক দান করুক। কিন্তু দামটা একটু কমালে ভালো হতো , নিতে সুবিধা হতো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক।
Was this review helpful to you?
or
মানুষ টা কতটা মেধাবী হলে এই ধরনের বই লেখতে পারে। কোরআন সম্পর্কে বিশ্লেষণ ধর্মী এই ধরনের লেখা সহজ কাজ নয়। এত ব্যস্ততা মাঝেও যে প্রচুর পড়াশোনা করে তা বই দেখে বুঝা যাচ্ছে। মিজানুর আজাহারি সম্পর্কে পূর্বে থেকেও ধারনা উচ্চতর হলো।।
Was this review helpful to you?
or
কাগজের দামে নয়, লেখার দামে বই কিনুন। বাংলাদেশে বইয়ের দাম সাধারণত কাগজ, মুদ্রণ, বাঁধাই ও প্রচ্ছদের খরচের ভিত্তিতে নির্ধারণ করা হয়, অথচ বিশ্বের অন্যান্য দেশে মূল গুরুত্ব দেওয়া হয় লেখার মানকে। ফলে আমাদের দেশে পাঠক বই কেনার সময় আসল কন্টেন্টের মানের চেয়ে বাইরের ঝকঝকে ছাপা ও বাঁধাইকেই বেশি গুরুত্ব দেন। কিন্তু বই তো শুধু কাগজের মলাটবদ্ধ কোনো বস্তু নয়—এর প্রকৃত মূল্য এর ভেতরের লেখা। যদি বইয়ের দাম লেখার মান অনুযায়ী নির্ধারণ হতো, তবে পাঠক সত্যিকারের মূল্য দিতে শিখতেন, লেখকরাও ন্যায্য স্বীকৃতি পেতেন, আর মানসম্মত লেখা উঠে আসত। আমাদের দৃষ্টিভঙ্গি বদলাতে হবে—আমরা কাগজ কিনি না, লেখা কিনি।
Was this review helpful to you?
or
দাম অনেক বেশি চাওয়ার কারনে রেটিং 1Star দিয়েছিলাম ? কিন্তু যখন বইয়ের ভিতরের কিছু পেইজ রিভিউ করলাম তখন আমার কাছে মূল্যটা অযৌক্তিক মনে হয় নি। যাইহোক আশা করি লেখকের লেখনীতে বরাবরের মত নতুনত্ব আসবে ইনশা আল্লাহ ❤️ 5Star Rating Done for This Book ?.
Was this review helpful to you?
or
এত দাম,? সাধারন মানুষের কথাও একটু চিন্তা করা দরকার ছিল । দাম কমানোর দাবি জানাচ্ছি