User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
#বড়দিদি_শরৎচন্দ্র_চট্টোপাধ্যায় - প্রধান চরিত্র (সুরেন্দ্রনাথ ও মাধবী)। বছর খানেক আগে একখানা বাচ্চা টিয়া পাখি কিনিয়া খাচায় পুরিয়াছিলাম পোষ মানাইবার জন্য। এক বছরে পোষ মানিয়াছিলো ঠিকই। কিন্তু হঠাৎ শুভ বুদ্ধির উদয় হইলো তাই পাখিটাকে বন্ধি জীবন হইতে মুক্ত করিতে চাহিলাম। খাচার দ্বার খুলিয়া তাহাকে মুক্ত করিয়া দিলাম। কিন্তু যাহাকে স্বাধ করিয়া মুক্ত করিলাম, মুক্ত হইবার আনন্দের লেশমাত্র তাহার মধ্যে লক্ষ করিলাম না। একটিবার উরিবার চেষ্টাও করিলোনা। ইহাই বোধকরি বোঝাইতে চাহিলো যে জন্মের পর হইতে একটিবারের জন্যে ...See More
#পল্লীসমাজ_শরৎচন্দ্র_চট্টোপাধ্যায় - প্রধান চরিত্র (রমা, রমেশ, বেনী ও মা বিশ্বেশ্বরী) ছোট বেলায় স্কুলে যখন রচনা লিখিতাম অনেক সময় লিখিতে হইতো মানুষ সামাজিক জীব, কোন মানুষ একা বাস করিতে পাড়েনা তাই সমাজ কে লইয়াই মানুষের জীবন অতিবাহিত হয়। তখন ইহার মানে বোধগম্য ছিলো না শুধু মুখস্ত পড়িয়া এবং লিখিয়া যাইতাম। কিন্তু সময়ের সংজ্ঞে সেই সমাজ, সেই জীবন কে উপলব্ধি করিতে শিখিতেছি। যাই হোক শরৎ বাবুর ভাবনা হইতে একটু ঘুরিয়া আসি। বইখানি পড়িতে শুরু করিলে পাঠকগন হয়তো নাম করনের স্বার্থকতা খুজিতে চাহিবেন (আমি চাহিয়াছি...See More
#চন্দ্রনাথ_শরৎচনদ্র_চট্টপাধ্যায় - প্রধান চরিত্র (চন্দ্রনাথ ও সরযূ) পৃথিবীর বিচিত্র এই সকল নিয়মাবলির কাছে মানুষ সত্যি কি অসহায়? নাকি সকল কিছু বুঝিতে পারিয়াও চুপ করিয়া থাকাটা অভ্যাসে পরিনিত করিয়া লইয়াছে? কিছুদিন আগে একখানা কথা ভাবিয়া লিখিয়া রাখিয়াছিলাম। "পর কে আপন করিয়া লইয়া তাহারা নিকট হইতে যন্ত্রনা পাওয়া যে কত কষ্টের তা কেবল যে পাইয়াছে সেই বলিতে পারে"। কথাখানা যে এমন করিয়া মিলিয়া যাইবে বুঝিতে পারিনাই। এখন মুল কথায় আসি। শরৎচন্দ্রের যে কয়খানা বই পড়িয়াছি প্রত্যেকটি বইতে একটা বিষয় লক্ষ্য করিয়াছি তাহ...See More
#বই - বামুনের মেয়ে #লেখক - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় #প্রধান_চরিত্র - প্রিয়, জগদ্ধাত্রী, অরুন, সন্ধ্যা #ধরন - চিরায়ত উপন্যাস #প্রকাশনায় - দে’জ পাবলিশিং (ভারত) #মুদ্রিত_মূল্য - ৫০ টাকা প্রত্যেক লেখার পেছনেই লেখকের একটা উদ্দেশ্য থাকে। সেই উদ্দেশ্য খানা পাঠক বুঝিতে পারিলেই লেখকের রচনা সার্থক। সরাসরি মুল কথায় চলিয়া যাই। পারার বামুন পারায় প্রিয় ও জগদ্ধাত্রীর সাজানো সংসার। তাদের একটা কন্যাও রহিয়াছে সন্ধ্যা। নাম খানার ন্যায় রুপে গুনে সে অতুলনীয়। গোত্রে বামুন হওয়ায় যেমন সুবিধা ছিলো তেমনি ছিলো অসুবিধাও।...See More
শুভদা - শরৎচন্দ্র চট্টপাধ্যায় - প্রধান চরিত্র (শুভদা, হারাণ মুখুজ্যি, ললনা, সদানন্দ ও সুরেন্দ্রবাবু) নাম খানা দেখিয়া শুভদা কে একবার কল্পনা করিয়া লইয়াছিলাম। কোন একগ্রামের এক বলিষ্ঠ যুবক যে হয়তো কাউকে ভালোদাসিত অথবা এমন এক চরিত্র যে কিনা গ্রাম সুদ্ধু লোককে ভালোবাসিত, কিন্তু আমার এই কল্পনার মুখে ঝামা ঘসিয়া লেখক শুভদা তুলিয়া ধরিলেন একজন নারী হিসাবে। বুঝিতে পারিলাম আমার কল্পনা যেখানে শেষ লেখক সেখান থেকে শুরু করেন। ছোট বেলায় একখানা বাংলা ছবি দেখিয়াছিলাম "ভাত দে" তখন একটু বুঝিয়াছিলাম ক্ষুদার যন্ত্রনা ক...See More
বৈকুন্ঠের উইল - শরৎচন্দ্র চট্টোপাধ্যয় - প্রধান চরিত্র (গোকুল, ছোটভাই বিনোদ ও মা ভবানি) । বইখানা খুলিয়া অল্প একটু পড়িবার পড়েই বুঝিতে পারিলাম ইহা অবলম্বন করিয়া ইতিমধ্যেই ভারত ও বাংলাদেশ মিলিয়া ৩ খানা পূর্ণদৈরঘ বাংলা ছবি তৈরী হইয়া গিয়াছে। ছবিগুলি দেখিবার সৌভাগ্য হইয়াছে বৈকি কিন্তু বইখানা পড়িবার আগ পর্যন্ত বুঝিতে পারিনাই বৈকুন্ঠের উইল অবলম্বন করিয়া তৈরী হইয়াছে । মূলকথায় আসি, বইটি পড়িয়া যাহা বুঝিতে পাড়িয়াছি তাহা তুলিয়া ধরিলাম। বিশ্বাস, মমতা শ্রদ্ধা ও ভালোবাসা লইয়া বৈকুণ্ঠ মজুমদারের পরিবার। এই পর...See More
গৃহদাহ - শরৎচন্দ্র চট্টোপাধ্যায় - প্রধান চরিত্র ( মহিম,অচলা,সুরেশ ও মৃনাল ) সমস্ত বই শেষ করিবার পড়েও বুঝিতে পারিলাম না অচলা কি সত্যি সুরেশ কে ভালোবাসিত কি না। এই চরিত্র গুলি সম্পর্কে এই যে রুপ ধারনা জন্মাইয়াছে তাহা তুলিয়া ধরিবার চেষ্টা করিলাম। মহিম- গৃহদাহ উপন্যাসে মহিম এক অনবদ্য চরিত্র, যে মহৎ, স্বল্পভাষী, এবং ক্ষমার এক মহান দৃষ্টান্ত। যা উপন্যাস খানি পড়িবা মাত্র বোঝা যায়। কিন্তু উপন্যাসের শেষের দিকে গেলেই তাহার এই অহংকার ধূলিসাৎ হইয়া যায়। কেননা সকল সত্য জানিবার পরেও অচলা কে প্রত্যাক্ষান করিয়া...See More
শাপ মোচন Ñ ফাল্গুনী মুখোপাধ্যয় Ñ প্রধান চরিত্র Ñ (মহেন্দ্র ও মাধুরি) র্বতমান জগত যুদ্ধরে বর্পিযয়ে ব্যাধগ্রিস্থ জগত শুধু বলষ্ঠি আর বচিত্রি সাহত্যিই চাইছনো, বহর্মিুখী চন্তিাকে আজ আবার কনে অর্ন্তমুখী করার জন্য ইকটা অনুপ্ররেোনা জগেছেে মানুষরে। নর্জিন গৃহ কোনরে শুদ্ধ ধ্যান মোহতার যে শান্ত,ি যে সুরভ,ি যে শুখাবশে তাকে মানুষ উপক্ষো করছে বলষ্ঠি আর বহর্মিুখী বচৈত্রি দয়ি,ে কন্তিু যুদ্ধ বদ্ধিস্ত পৃথবিী আজ যনে আবার অন্তররে আত্নচত্নোকে জাগয়িে তুলতে চায়। মানুষরে মনরে এই দাবীকে মটিাতে হলে শুধু বলষ্ঠি আর বচিত্র...See More
টপিকঃ আলোচনা এবং সমালোচনা আলোচনাঃ সুনীল গঙ্গোপাধ্যায় এর মনের মানুষ লালন সাইজীর জীবনাদর্শের উপর ভিত্তি করে রচনা করেন। লালন সাই এর জীবনে একটাই ধর্ম পালন করেছে তা হলো মানব ধর্ম, একটাই উদ্দেশ্য জীবন অতিবাহিত করেছেন তা হলো আত্নউপলব্ধি বা পরম স্রষ্টার খোজ যাকে তিনি "মনের মানুষ" বলে পরিচিতি দিয়েছেন। দেখিয়েছেন মানব সেবার মাধ্যমে স্রষ্টাকে খুশি করা, এখানে বই থেকে একটা লাইন তুলে ধরি, "মানুষের সেবা করাও এক প্রকার নেশা। যাদের এই নেশা থাকে তারা একজন মৃতপ্রাইয় লোককে বাছিয়ে তুলে যে আনন্দ পায় তার সঙ্গে আর ক...See More
এই বইটাতে প্রচুর বানানেও সমস্যা আছে ।জানিনা এইটা শুধুমাত্র রকমারির সংকলনের ক্ষেত্রেই হয়েছে কিনা । তবে স্যার এর বই এর সংকলন করার ক্ষেত্রে আরো সতর্ক হওয়া উচিত ছিল । সত্যি বলতে যথেষ্ট রাগ লাগতেছে ।