User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
২০০৪ সালে শেখ মুজিবুর রহমানের লেখা চারটি খাতা আকস্মিকভাবে তাঁর কন্যা শেখ হাসিনার হস্তগত হয়। খাতাগুলি অতি পুরানো, পাতাগুলি জীর্ণপ্রায় এবং লেখা প্রায়শ অস্পষ্ট। মূল্যবান সেই খাতাগুলি পাঠ করে জানা গেল এটি বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, যা তিনি ১৯৬৭ সালের মাঝামাঝি সময়ে ঢাকা সেন্ট্রাল জেলে অন্তরীণ অবস্থায় লেখা শুরু করেছিলেন, কিন্তু শেষ করতে পারেননি। জেল-জুলুম, নিগ্রহ-নিপীড়ন যাঁকে সদা তাড়া করে ফিরেছে, রাজনৈতিক কর্মকাণ্ডে উৎসর্গীকৃত-প্রাণ, সদাব্যস্ত বঙ্গবন্ধু যে আত্মজীবনী লেখায় হাত দিয়েছিলেন এবং...See More
অসাধারন শিল্প!! লেখকের জন্য অনেক অনেক শুভকামনা।
ভাল লেগেছে
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা বই:- হিটলার লেখক:- শেখর সেনগুপ্ত ঘরানা:- ঐতিহাসিক ব্যক্তিত্ব প্রকাশনি:-:আসির্বাদ প্রকাশনি মূল্য:- ১৫০ টাকা মাত্র। রকমারি মূল্য:- ২১৩ টাকা। রেটিং:- ৪/৫ ইন নদীর কিনারায় জমাট অন্ধকার। ১৮৮৯ খ্রিঃ এমন এক বিষন্ন সন্ধ্যায় জন্মগ্রহণ করেন হের হিটলার। প্রাথমিক বিদ্যালয়ের গন্ডি পেরিয়ে যখন মাধ্যমিকে পদার্পণ করেন তখন তার বাবাকে হারান এবং ছাত্র জীবনের পরিসমাপ্তি ঘটে। তারপর ঘরবাড়ি বিক্রি করে, ১৯০৫ সালে এক বিষন্ন সকালে হিটলার মায়ের হাত ধরে রাস্তায় নেমে আসে। নিজমনে ত...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা ... "দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা।" কেজি বোসের বাড়ির নতুন চুনকাম করা সাদা দেয়ালটাতে কয়লা দিয়ে চরণ কয়টি লিখলো একটি কিশোর। কারো কারো মতে, এটাই তাঁর প্রথম কবিতা, কাব্যজগতে তাঁর প্রথম পদার্পণ। তারপর একে একে লেখা হলো আরও। যাই দেখে, তাই নিয়ে কবিতা লেখা হয়ে যায়। ফুটপাতে হাঁটার সময় যে চিল তাঁর হাত থেকে ছোঁ মেরে খাবার নিয়ে যায়, কদিন পরে সেই চিলটাকেই ফুটপাতে মরে পড়ে থাকতে দেখে সে কবিতা লেখে। সব শোষণের বিরুদ্ধে তাঁর কলম...See More
জীবনের ওপর নেমে আসা কুয়াশার অন্ধকার মানব যাত্রার গতিকে সাময়িক রোধ করলেও সময়ান্তরে তার অবসান ঘটবেই। অন্ধকারের শেষে আলো আসবে। রুদ্ধ পথ মুক্ত হবে। মানবিক জীবনের নতুন উত্তরণের কথাই মানব সমাজের চিরন্তন ইতিহাস। ‘...কেয়ই ভালো নাই। আইজ আর কাইল হগলেই চইলা যাইবো। আমি দুর্বল মানুষ, আমারে সাহায্য করণের কেউই আছিল না। তাই জুলুমটা পরথম আমার উপুর আইছে। আমার জমিজমার উপুর লোভ থিকাই এই জুলুম। একদিন যখন এই জুলমের রাজ কায়েম হইয়া যাইব, তখন সগলের উপুর তা হইব। তারপর যখন আর হিন্দুরা থাকব না, এই জুলুম হইব দুব্বল মোছলমান...See More
একদিন পিপাসায় পানির মূল্য কমে যাবে শারাবেই সভ্যতার ছোয়া থাকবে সমাজের ক্ষেতে সকলের অধিকার সমান বলে অবাধ করা হবে চলাফেরা সেদিন পিতা-মাতা হবে কুকুর-গরু-ছাগলের মতো জন্ম দিয়ে দায়সারা প্ৰাণীর মতো। অতঃপর অবাধে চলবে যৌনলীলা- ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে সভ্যতার পাল তুলে।
জমিদার হরবল্লভের পুত্রবধু প্রফুল্ল। বিয়ের সময় প্রফুল্লকে প্রতিবেশীরা জাতিভ্রষ্টা হিসেবে ঘোষণা করেন। ফলাফল, হরভল্লব বাবু পুত্রবধুকে ঘরে তুলতে অস্বীকৃত জানান। বিয়ের দিন মেয়েরা শ্বশুরালয়ে যায়; প্রফুল্লর দূর্ভাগ্য, তাকে চলে আসতে হল পিত্রালয়ে। প্রফুল্লরা অত্যন্ত গরীব। যতটুকু গরীব হলে দুইবেলা খাবার জোটেনা ততটুকুই গরীব। খাবারের যন্ত্রণায় প্রফুল্লর মা প্রফুল্লকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিতে চান। জমিদার বাড়ির বউয়ের এমন কষ্ট মায়ের সহ্য হয়না। কিন্তু যাকে একবার হরভল্লব বাবু বাড়িছাড়া করেছেন তাকে আবার ঘরে তুল...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা ::::::::::::::::05::::::::::::: বই:- কুটু মিয়া লেখক হুমায়ূন আহমেদ ঘরানা:- সমকালীন উপন্যাস রকমারি মূল্য:- ১৭৬ টাকা আলাউদ্দিন সাহেব শিক্ষক ছিলেন। বিয়ে করেন নি, একা থাকতে থাকতে অভস্থ হয়ে গেছেন। কাছের মানুষ বলতে বিশেষ কেউ নেই। সাবলেটে একটি রুম নিয়ে তিনি থাকেন। বর্তমানে হাজী সাহেবের প্রকাশনির লেখক। স্বনাম ধন্য কোন লেখক নয়। হাজী সাহেব কোন একটা নির্দিষ্ঠ বিষয়ের উপরে কিছু বই দিলে সেই বইগুলো থেকে কপি করে নতুন একটি পান্ডুলিপী তৈরি করে দিলেই তার কাজ শেষ। পরে হাজী সা...See More
অনেক ভালো