User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা ... "দেয়ালে দেয়ালে মনের খেয়ালে লিখি কথা, আমি যে বেকার, পেয়েছি লেখার স্বাধীনতা।" কেজি বোসের বাড়ির নতুন চুনকাম করা সাদা দেয়ালটাতে কয়লা দিয়ে চরণ কয়টি লিখলো একটি কিশোর। কারো কারো মতে, এটাই তাঁর প্রথম কবিতা, কাব্যজগতে তাঁর প্রথম পদার্পণ। তারপর একে একে লেখা হলো আরও। যাই দেখে, তাই নিয়ে কবিতা লেখা হয়ে যায়। ফুটপাতে হাঁটার সময় যে চিল তাঁর হাত থেকে ছোঁ মেরে খাবার নিয়ে যায়, কদিন পরে সেই চিলটাকেই ফুটপাতে মরে পড়ে থাকতে দেখে সে কবিতা লেখে। সব শোষণের বিরুদ্ধে তাঁর কলম ক্ষুব্ধতা প্রকাশ করে। কিন্তু বেশিদিন চলেনি তাঁর কলম। থেমে যেতে হয়েছে ব্যাধির কাছে হার মেনে। তবু যাই লিখেছে এবং যতটুকুই লিখেছে, সবগুলোকে একত্রে পাঠকের কাছে পৌঁছে দেবার প্রয়াস এই সমগ্র বইটি। বইটিতে অন্তর্ভুক্ত রয়েছে কিশোর কবির প্রকাশিত কাব্যগ্রন্থসহ অপ্রচলিত লেখাসমূহও। যার তালিকা নিম্নরূপঃ ১. ছাড়পত্র ২. ঘুম নেই ৩. পূর্বাভাস ৪. গীতিগুচ্ছ ৫. মিঠে কড়া ৬. অভিযান ৭. হরতাল ৮. পত্রগুচ্ছ ৯. অপ্রচলিত রচনাঃ *গল্প *প্রবন্ধ *গান *কবিতা ... "রানার, রানার, কি হবে এ বোঝা ব'য়ে? কি হবে ক্ষুধার ক্লান্তিতে ক্ষয়ে ক্ষয়ে?" কিশোর কবিটা দ্রোহের জন্যই অধিক পরিচিত। কিন্তু পড়ুন তো--- "শয়ন শিয়রে ভোরের পাখির রবে তন্দ্রা টুটিল যবে। দেখিলাম আমি খোলা বাতায়নে তুমি আনমনা কুসুম চয়নে অন্তর মোর ভরে গেল সৌরভে।" প্রেম কি নেই? আবার যদি তাঁর 'সুচিকিৎসা' কবিতাখানা পড়েন, তো হাসতে হাসতে পেটে খিল ধরে যাবে! বাড়াবাড়ি করা চিকিৎসা ব্যবস্থার বারোটা বাজিয়ে ছেড়েছে কবিটা! গল্পগুলো তত ভালো না লাগলেও মন্দ লাগেনি। চিঠিপত্রগুলো তাঁর আশ্চর্য জীবনের অনেক ঘটনার সাক্ষীস্বরূপ। প্রবন্ধগুলোর মধ্যে অতটুকু বয়সেই নিজের উপলব্ধির গভীরতা জানান দিয়ে গেছে সে। নাহ্, বারবার 'অতটুকু বয়স' কথাটা ব্যবহার করা ঠিক হচ্ছে না। কথায় আছে, 'যার হয় নয় তেই হয়, যার হয় না, নব্বুইতেও হয় না।' শরীরের বয়স তাঁর যাই হোক, মনটা তাঁর অর্জন করেছিলো ব্যক্তিত্ব। এমনই আশ্চর্য সে কিশোর, অকালে হারিয়েও কাব্যের মহাকালকে যে জয় করে নিলো! আরো যদি বাঁচতো, আরো কত দুর্দান্তই না লিখতো--- এ ভাবনা বাদ দেয়াই শ্রেয়। কারণ বেঁচে থাকতে যা লিখেছে, তাঁর মাপকাঠিতেই সে অতুলনীয়। কবিতা ভালোবাসে যারা, তারা বারবার তাঁর কবিতায় বুঁদ হতে পারবে... বেঁচে রইবে কাব্যপ্রেমীদের মনে আরও বহুকাল(আমার বিশ্বাস) অকালপ্রয়াত অথচ কালজয়ী এই কিশোর কবি--- "সুকান্ত ভট্টাচার্য" ... বইয়ের নামঃ সুকান্ত রচনাসমগ্র ভূমিকাঃ চৈতন্য চন্দ্র দাস প্রকাশনীঃ জয় প্রকাশন পৃষ্ঠা সংখ্যাঃ ২৫৬ মূল্যঃ ২৫০/- (মলাট মূল্য) রেটিংঃ ৫/৫