User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
মাত্র ৫৪ টাকার মধ্যে ভালো একটি বই। বইটি পড়ে অনেক ভালো লেগেছে। বইটিতে কঠিন কথাগুলো খুব সাবলীলভাবে লেখা হয়েছে।
আমি এ পর্যন্ত যতগুলো আত্মউন্নয়নমূলক বই পড়েছি তার মধ্যে সবচেয়ে ফালতু মনে হয়েছে এই বইটি পড়ে। প্রশ্ন হতে পারে বই আবার ফালতু হয় কিভাবে? এর উত্তর হচ্ছেঃ যদি কোন আত্মউন্নয়নমূলক বইয়ে আত্মজীবনী লেখা থাকে তবে সেটাকে ফালতু না বলার উপায় নেই। বলতে পারেন, "একজন মানুষের জীবনের গল্পের মধ্যেও তো প্রেরনা আছে"। কিন্তু আমি বলবো, " প্রেরনা থাকুক বা নাই থাকুক, তাই বলে তো আত্মজীবনী কে আত্মউন্নয়ন বলে চালানো যায় না,"। তাছাড়া যখন বইয়ের নাম "রিচার্জ ইয়োর ডাউন ব্যাটারি" সেখানে বইয়ের ভিতরে তো একটি অসমাপ্ত ...See More
Josh!
বৃহদা এই পৃথিবীর অল্প কিছুই জানি। মার্কেটিং তাতো আরো বিকট বিষয়। শেয়ার বাজার মিচুয়াল ফান্ড ইত্যাদি পড়ার নিয়তে বইটি নিয়েছিলাম, তা পুরন না হলেও যা জেনেছি- তাতে আরো জানবার আরো প্যাচ বুঝার ইচ্ছা থাকে বৈকি। মুনির হাসানের গ্রোথ হ্যাকিং এরকম বই ছিল বেশ উপভোগ্য। আশা করি সামনের সিরিজ আরো আমাদের বুঝার উপযোগী হবে
#বুক_রিভিউ ক্রীতদাসের হাসি-শওকত ওসমান বাগদাদ অধীপতি খলিফা হারুনর রশীদ। স্বেচ্ছাচারী,নিষ্ঠুর শাসকরূপে তুলে ধরা হয়েছে এই উপন্যাসে।ইতিহাসের চেয়ে কল্পনার উপস্থিতি বেশি এখানে।হারুনর রশীদ জাত্যাভিমানে এতটাই অন্ধ যে নিজের বোন আব্বাসাকে হত্যা করতে কুন্ঠাবোধ করেননি।পরে অবশ্য অনুতাপেও ভুগেছেন।নিজ হাতে যাদের প্রাণ নিয়েছিলেন,তাদেরই স্মৃতির জালে বন্দি হয়ে খলিফা কোথাও শান্তি পাচ্ছিলেন না।হাসি কী জিনিস-যেন ভুলতেই বসেছিলেন। একদিন নিজের প্রাসাদের বাগানে জল্লাদ মশরুরের সাথে,যাকে খলিফা নিজের বন্ধু মনে করেন, পা...See More
স্টিভ জবস এর বায়োগ্রাফী বইটা পড়ে শেষ করলাম। নাম না বলে তাঁকে জিনিয়াস বলাটাই ভাল। ১৯৫৫ সালে জন্ম নেওয়া ছেলেটিকে এক আশ্রিত ডাক্তারের কাছ থেকে দত্ত্বক নেয় এক শখের ম্যাকানিক ও তার বউ। স্টিভ তাদের কাছেই বড় হয়। স্কুলে পড়ার সময় থেকেই ইলেক্ট্রনিক্সের প্রতি আগ্রহ ছিল বেশী। প্রথম কয়েকটা বছর স্কুলকে বোরিং একটা জিনিস মনে হত। স্টিভের ভাষায়, আমার মনে হত, আমাকে স্কুলের সবাই মিলে বন্দি করে রেখেছে। স্কুলের পাঠ চুকিয়েই স্টিভ একটা প্ল্যান্টে যোগ দেয়। প্ল্যান্টে ওর কাজ ছিল তৈরী জিনিসগুলো জুড়ে দেয়া। সেখানে কাজ করার ...See More
বইয়ের ভূমিকায় লেখক সদম্ভে জানিয়েছেন, তার গল্পগুলো জীবনঘনিষ্ঠ। বইয়ের ভেতরে একের পর এক গল্পে তিনি তা দেখিয়েছেন। . বইয়ের প্রথম পাতায় মোটা অক্ষরের শিরোনাম- 'কাক ও কাকতাল'। গল্পে কাক হয়ে উঠেছে প্রেমের প্রারম্ভিক মজুদ। কাক প্রেম গড়ায়, প্রেম ভাঙ্গায়। কাকের ডাকে অর্ণা, জামিলের ভাঙ্গা ঘুম বারান্দায় এসে পূর্ণতা পায় দিনের পর দিন। ওরা তা জানে না, জানতেও পারে না! কাকতাল বলে হয়তবা... . যেমনটা বলিউড হিরোইন মাধুরী দীক্ষিতের প্রেমে শেষ পর্যন্ত মানসিক হাসপাতালের রোগী বনে যাওয়া সুরুজ আলীর খবর পাবে না মাধুরী। তাতে...See More
২৪ ঘন্টার আগেই হাতে পেয়েছি, মান ভাল, পুরোটা পড়া হয়নি তবে মনে হচ্ছে ভালভাবে গুছিয়ে লিখা হয়েছে, বাংলা ভাষায় ব্যাপার টা আরও সহজ হয়ে গেল, আশা করি পুরোটা শেষ করব শীঘ্রই। ধন্যবাদ শাহরিয়ার সুবিন ভাই কে বই টির জন্য
i don't like it very much. but not bad also.
it's not helpful for me.shitty book.