User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
মানুষের কল্পনার জগত বিশাল। আর সেই কল্পনার জগতে দেখা হয়ে যায় সেই মানুষের সাথে যাকে সে লালন করে নিজের ভেতর নিভৃতে কোথাও। মূর্ছনা পাগলের মত ভালোবাসে এমনি একজন মানুষকে যার বাস এমনি কোনো এক নিভৃতে কোথাও। আদিত্য রায়হান মানেই মূর্ছনার সেই কল্পনার জগত। যার লেখা বার বার পড়তে গিয়ে একসময় মূর্ছনা ভালোবেসে ফেলে সেই মানুষটিকেই। কিন্তু তার জানা নেই লেখক শুধু লিখেই চলে পাঠকের আবেগ সব সময় তাকে ছুঁতে পারে না। মূর্ছনা আর আদিত্য রায়হানের এই অসম প্রেম কখনো তাই ভাঙতে পারবে না বাস্তবতার দেয়াল, যেখানে অনেক আগেই দাঁড়িয়ে...See More
5
জোছনা ও জননীর গল্প বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে হুমায়ুন আহমেদ রচিত একটি উপন্যাস। মুক্তির মন্দির সোপানতলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রুজলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা, বন্দিশালার ঐ শিকলভাঙা তারা কি ফিরিবে আর সুপ্রভাতে ? যত তরুণ অরুণ গেছে অস্তাচলে যারা স্বর্গগত তারা এখনো জানে, স্বর্গের চেয়ে প্রিয় জন্মভুমি এসো স্বদেশ ব্রতের মহাদীক্ষা লভি, সেই মৃত্যুঞ্জয়ীদের চরণ চুমি। যারা জীর্ণ জাতির বুকে জাগালো আশা, মৌন মলিন মুখে জাগালো ভাষা। সেই রক্তকমলে গাঁথা মাল্যখানি, বিজয়লক্ষ্যি দেব তা...See More
এই বইয়ের অনুবাদ টি অন্যান্য বই থেকে ভাল আমার কাছে মনে হয়েছে।
ঠিক কী হয় প্রেমে। বুকের ভেতর প্রায়ই কিচিরমিচির। ছটফটানি। যেভাবে কথারা আসে যায়। নব্য সখ্যে ইচ্ছেমতন, দিগ্িিবদিক। প্রাণের মানুষটিকে কাছে পাওয়ার উদ্বেলতা। শুধুই কী তাই। আধুনিক সময়ে এসে রঙ বদলেছে ভালােবাসার। প্রেম, যৌনতা, আউটিং এর ফাকে সেখানে জায়গা করে নিয়েছে দেশ, সমাজ ও রাষ্ট্রচিন্তা। সেখানে সানি লিওন আছে, আছে সমকামিতা, বিষমকাম ও কামনাহীনতার গল্প, সিনেমার কথা, ধর্মের কথা, কামের প্রবলতার কথা, পরকীয়ার কথা, সাহস আর বৈরিতার গল্প। ক্রিকেট বা ফুটবল নিয়ে আলােচনা। পিল, কনডম, ভায়াগ্রা কিংবা পােশা...See More
"কেবল মুঠোয় বন্দি কফির একলা কাপ, ডিপ্রেশনের বাংলা জানি । মনখারাপ ।"-শ্রীজাত কফি আর কফিশপ নিয়েই বইটিতে ৯টি কবিতা আছে। চমৎকার লেগেছে। শুরুরদিককার ইচ্ছেমত পদ্য গুলো আসলেই ইচ্ছেমত সাজানো, যদিও অনেক গুলো বুঝতে পারিনি, তবে যেগুলো এই ছোট মগজে ধরেছে সেগুলো বেশ লেগেছে। হ্যাপি রিডিং......।।
library te price onek kom but apnader ato beshi kno?? ai book ta library te 400-450 tk
Poor quality. Feels flimsy when writing. Pen writes. Not the ECONO that we remember from years ago.
Not the Econo that we remember from years ago.
Muhammad Zafar Iqbal sir is a favorite writer of mine, but this is the worst book I've ever read by him. No, probably the worst book I've ever read! Yes, it's THAT bad. No depth in story, no details. The characters speak like robots, no depth in dialogues. The whole thing is a mess! It's like the publisher was holding a gun and telling him to write a book. I do not recommend this at all. But if you want to read a bad book, and experience the bitter, zero depth side of Muhammad Zafar Iqbal, read ...See More