User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বই এর নাম - বিষাদসিন্ধু লেখক - মীর মশাররফ হোসেন ক্যাটাগরি - উপন্যাস প্রকাশনী - দি ইউনিভার্সেল একাডেমি মুদ্রিত মূল্য - চারশত টাকা বিষাদ-সিন্ধু মীর মশাররফ হোসেন রচিত একটি কালজয়ী ঐতিহাসিক উপন্যাস। বলা যায় মীর মশাররফ হোসেনের অনবদ্য সৃষ্টি বিষাদ-সিন্ধু।এটি ১৮৮৮ থেকে ১৮৯০ সালের মধ্যে রচিত হয়। অন্যান্য উপন্যাসের মধ্যে এটি একটি অন্যতম উপন্যাস। ইমাম হাসানকে বিষপান করানো, কারবালার ঐতিহাসিক কাহিনী ফোরাৎ নদীতীরে রক্তস্রোতে বহমান ঘটনাকে কেন্দ্র করে এটি রচিত হলেও ঐতিহাসিক তথ্যে অনেক ভুল রয়েছে। যেহেতু আমি...See More
বইটি অনেক ভালো লেগেছে! ব্যাবসা নিয়ে বাংলায় অসাধারণ বই। বইটির মূল কানিহী টি Innocent drinks এর startup story। এবং লেখকের নিজের কিছু সুজ্জেশন।
অসাধারণ বই।
বই এর নাম - মেজদিদি 'মেজদিদি' শরৎচন্দ্র চট্টোপাধ্যায় রচিত গল্প।মেজদিদি সহ আরো দুটো গল্প দর্পচূর্ণ ও আঁধারে আলো গ্রন্থাগারে প্রকাশিত হওয়ার আগে ১৩২১ সালের ভারতবর্ষ পত্রিকায় ধারাবাহিকভাবে কার্তিক,মাঘ ও ভাদ্র সংখ্যায় প্রকাশিত হয়েছিল।পরে ১৯১৫ খ্রীঃ ১২ ডিসেম্বর প্রথম গ্রন্থাকারে প্রকাশিত হয়। কাহিনী সংক্ষেপ: গল্পের একটি প্রধান চরিত্র কেষ্টা ১৪ বছর বয়সে মা হারিয়ে একা হয়ে যায়।বাবা অনেক আগেই গত হয়েছেন।বৈমাত্র বড় বোন কাদম্বিনী তার একমাত্র ভরসা এখন।ভিক্ষা করে মায়ের শ্রাদ্ধ শেষে ছোট একটা পুটলি নিয়ে সে কাদ...See More
মানুষের কল্পনার জগত বিশাল। আর সেই কল্পনার জগতে দেখা হয়ে যায় সেই মানুষের সাথে যাকে সে লালন করে নিজের ভেতর নিভৃতে কোথাও। মূর্ছনা পাগলের মত ভালোবাসে এমনি একজন মানুষকে যার বাস এমনি কোনো এক নিভৃতে কোথাও। আদিত্য রায়হান মানেই মূর্ছনার সেই কল্পনার জগত। যার লেখা বার বার পড়তে গিয়ে একসময় মূর্ছনা ভালোবেসে ফেলে সেই মানুষটিকেই। কিন্তু তার জানা নেই লেখক শুধু লিখেই চলে পাঠকের আবেগ সব সময় তাকে ছুঁতে পারে না। মূর্ছনা আর আদিত্য রায়হানের এই অসম প্রেম কখনো তাই ভাঙতে পারবে না বাস্তবতার দেয়াল, যেখানে অনেক আগেই দাঁড়িয়ে...See More
Khub valo book
দি অটোমান সেঞ্চুরিস : দ্য রাইজ অ্যান্ড ফল অব দ্য তার্কিশ এম্পায়ার
লর্ড কিনরস
আমার জীবনে এত বাজে অনুবাদের কোন বই আমি পড়ি নাই। পুরো টাকা টাই জলে। অনুবাদটা কতোটা বাজে তার একটা উদাহরন দেই। একটা লাইন এমন “ঈশ্বর অর্খানের ওসমানের ছেলে, সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করুন।” অথচ লাইনটা হওয়ার কথা ঈশ্বর ওসমানের ছেলে অর্খানের ছেলের সাম্রাজ্যকে দীর্ঘস্থায়ী করুন।
ভালো বই, মনের অনেক অজানা কথা জানা যায়
বইটি মুসলিম জ্ঞান পিপাসু সকল ভাই বোনদের পড়া উচিত,আরিফ ভাইকে আল্লাহতালা আরো বিশ্লেষণধর্মি বই লেখার তৌফিক দান করুক
বই মোটামুটি ভালো বলা যায়, নিজের উপর আস্থা রাখতে ও সিদ্ধান্তের উপর দৃড় থাকতে অনুপ্রেরণা দেয় তবে কিছু কথা বারবার রিপিট করা হয়েছে