User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক অনেক ভাল বই......
Was this review helpful to you?
or
বইয়ের ভূমিকায় লেখক সদম্ভে জানিয়েছেন, তার গল্পগুলো জীবনঘনিষ্ঠ। বইয়ের ভেতরে একের পর এক গল্পে তিনি তা দেখিয়েছেন। . বইয়ের প্রথম পাতায় মোটা অক্ষরের শিরোনাম- 'কাক ও কাকতাল'। গল্পে কাক হয়ে উঠেছে প্রেমের প্রারম্ভিক মজুদ। কাক প্রেম গড়ায়, প্রেম ভাঙ্গায়। কাকের ডাকে অর্ণা, জামিলের ভাঙ্গা ঘুম বারান্দায় এসে পূর্ণতা পায় দিনের পর দিন। ওরা তা জানে না, জানতেও পারে না! কাকতাল বলে হয়তবা... . যেমনটা বলিউড হিরোইন মাধুরী দীক্ষিতের প্রেমে শেষ পর্যন্ত মানসিক হাসপাতালের রোগী বনে যাওয়া সুরুজ আলীর খবর পাবে না মাধুরী। তাতে প্রেমিকের কি আসে যায়! সে বরং মাধুরীর কাছে যায়, পাশের রুম থেকে ডাকলো বলে! . সুরুজ আলী তার প্রিয়াকে দেখতে পাশের রুমে গেলেও আরেক গল্পের শাকিল সোজা নুসরাতের ফ্ল্যাটে চলে যায়। একেকদিন একেক বাহানায়। নুসরাতের তা ভাল্লাগে না। চুলায় 'শিং মাছের ঝোল' শুকিয়ে যাচ্ছে বলে দরজা আটকে দেয়। আটকে দিতে দিতে একদিন নিজেরাই আটকে যায় প্রেমের মায়ায়। . সব মায়া সবার জন্য শাপেবর নয়। মায়া' নামক গল্পে রেলস্টেশনে আমাদের কয়েকঘন্টার জীবনচিত্র ফুঁটে উঠে। এটি অবশ্য অবাধ্য প্রেমের গল্প। গল্পের দশটাকার বাদামের ন্যায়। খোসাগুলি যেমন না চাইলেও হাওয়ার তোড়ে ভেসে আলাদা হয় তেমনি ট্রেন এসে আলাদা করে দেয় স্টেশনে অপেক্ষারত দুই তরুণ তরুণীকে। কিন্তু, থেকে যায় মায়া, মায়াবী সময়। . প্রেমিকাকে ভালবাসি কথাটা বলতে কত কিই না করি, কত কিছুরই আশ্রয় নেই। বেলা বোসকে দেয়া অঞ্জন দত্তের বিখ্যাত ফোনকলের আদলে একবার চেষ্টা করা যেতে পারে। পুরো কথোপকথনে অঞ্জন দত্ত ভালবাসার কথা বলেননি। সে ভুলের পুনরাবৃত্তি না করে ভালবাসি বলে ফেলুন। শেষে অবশ্য পুনরাবৃত্তি করবেন! জিজ্ঞেস করে নিয়েন, 'তুমি শুনতে পাচ্ছো কি'? . সবার প্রেম সফল হয় না। বিয়ের রাতে মেয়েরা পুরনো জনের কথা ভাবতে থাকে। রাতটা তখন দীর্ঘ মনে হয়। কি যে একা দীর্ঘ রাত... আবার অনেকে পুরনো প্রেমিকাকে ভিন্নরূপে দেখেন। ভিন্ন আঙ্গিকে, অপ্রত্যাশিত সারপ্রাইজে। তার সাথে সুযোগ থাকলেও কথার ঝাঁপি খুলে দেয়া যায় না। তবে, আরেকটা চান্স চেয়ে জিজ্ঞেস করা যেতেই পারে- 'আবার কবে ডাকবেন'? . ঢাকা হচ্ছে নিঃসঙ্গতা আর একাকীত্বের শহর। এখানে চাকরি মানে সোনার হরিণ। পাবার পর মানুষের ঝিমিয়ে পড়া স্বপ্নগুলো যতটা দ্রুত দানা বাঁধে, হারাবার পর ওরা আরো দ্রুত পালিয়ে বাঁচতে চায়। যেমনটা আট বছরের 'জুতাচোর' ছোট্ট শিশু মসজিদ থেকে নতুন জুতা চুরি করে পালায়। কিন্তু এই বয়সে চুরি কেন? তাও আবার নতুন জুতা! নেপথ্যের গল্পটা নির্মম নিয়তি। নিয়তির উপর কারো হাত থাকে না। তাই তো প্রিয় মানুষ বই গিফট করে বইগুলির 'রিভিউ' চাইলেও হৈমকে দিতে পারে না শীতল! . কেবল কাঁদবেন? লেখক অতটা নির্দয় নয়। এক অপরিচিতার সঙ্গে কথা বলতে বলতে বুকের ব্যথাটা বাড়বে। ডাক্তারের কাছে গেলেন। ডাক্তার আবার বহুদিনের পরিচিতা। স্টেথোস্কোপ দিয়ে ব্লাডপ্রেসার মাপবেন। প্রেসার ঠিকই আছে। তবু, বারবার ডাক্তারের চেম্বারে কেন? স্টেথোস্কোপ ধরলে উলটো ব্যথা আরো বাড়ে! তবুও, তারপরও... . কিছু গল্পের শিরোনাম পড়ে হয়ত অার গল্প পড়তে চাইবেন না অাপনি! কিন্তু, ইচ্ছার বিরুদ্ধে পড়ে ফেলুন। পড়ার পর কি ভাববেন জানেন? 'অাপনার সাথে লেখকের চিন্তার ফারাক'! এখানেই লেখক অনবদ্য। সাধারণ জিনিসকে সাধারণের চিন্তার বাইরে নিয়ে অসাধারণ করে তুলেছেন তাও অাবার সাবলীল ভাষ্যে! . টাইটেল গল্প পড়ে অাপনি হাসবেন, অাবার পড়বেন, তারপর ভাববেন! কয়েকবার এই চক্র চলার পর অবাক হবেন। তৃপ্তির ঢেঁকুর তুলবেন। 'দূরত্বমা'র সার্থক প্রতিচ্ছবির দেখা পাবেন। . গল্প শেষ নয়। ২৫টি গল্প। গল্পের মাঝে নিজেকে, কখনো অতীতকে, কখনো বাস্তবতাকে দেখবেন। অনেকে দেখে ফেলেছে। অনেকে দেখবে। দেখতে হলে পাতা ওল্টাতে হবে। দূরত্বমার একেকটি পাতায় দূরত্ব বাড়ার ভয় নেই, যা আছে তা সম্ভাবনা। স্বপ্নপূরণের। বইয়েরই এক গল্পের একজোড়া চরিত্র সিয়াম আর ক্যামেলিয়ার মত... • বই : 'দূরত্বমা' • ধরণ : সমকালীন গল্প • লেখক : রাকিব আল হাসান • প্রচ্ছদ : সাজু • পৃষ্ঠা : ৭২ • মূল্য : ১৪১ টাকা মাত্র • প্রকাশনী : বর্ষাদুপুর • স্টল নং : ৬৪০, ৬৪১।