User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Not fluent
Best book of my life
বই: রবীন্দ্রনাথ এখানে কখনো আসেননি লেখক: মোহাম্মদ নাজিম উদ্দীন প্রকাশনী: বাতিঘর (বইমেলা ২০১৯) সেই যে তিন বছর আগে সুন্দরপুর থেকে উধাও হয়ে গেল মুশকান জুবেরি, এরপর থেকেই তাকে খুঁজে বেড়াচ্ছে নুরে ছফা। ইনভেস্টিগেটর ক্যারিয়ারের এই একটাই কেস অমীমাংসিত রয়ে গেছে তার, ব্যর্থতার আগুন তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে তাকে। এদিকে মুশকানের রহস্যটাও এতটাই উদ্ভট যে তার নামে বিশ্বাসযোগ্য কোন মামলা ও দিতে পারে নি সে। কুল কিনারা পাচ্ছিলো না যখন, তখন দেশের সর্বোচ্চ ক্ষমতাশালী একজন মরিয়া হয়ে উঠলেন, মুশকান জুবেরিকে ধরতেই হবে! ...See More
পাঠপ্রতিক্রিয়া: নির্বাসন লেখক: সাদাত হোসাইন প্রকাশনী: অন্যধারা প্রকাশকাল : #বইমেলা ২০১৯ নির্বাসনে ছিলাম। পড়া শেষ হলো, কিন্তু আমার নির্বাসন থেকে তো মুক্তি হল না। উপন্যাসের শুরু সেই ১৯৮৮ সালে, মুক্তিযুদ্ধ পরবর্তী টালমাটাল সময় দেশে। নবীগঞ্জ এর ব্যবসায়ী আজহার খোন্দকার তার পুত্র মেডিকেল ছাত্র মনসুরকে ঢাকা থেকে জোর করেই নিয়ে এলেন বাড়িতে। এই ছাত্র আন্দোলনের সময়ে ছেলেকে ঢাকায় রাখার ঝুঁকি নিলেন না। কিন্তু অদৃষ্ট কি যে রচনা করে চলেছিল তখন কি তিনি জানতেন! মনসুর দেখা পেল কণার, ভালোবাসল তাকে। কিন্তু গল্পট...See More
লা কথুলহু ফহটাগন! কথুলহু তোমাকে ডাকছে! পড়লাম কথুলহু। লভক্রফটিয়ান ধারাটা সম্পর্কে একেবারেই কোনো ধারণা ছিল না। খুঁজতে গিয়ে দেখি লেখক ইতিমধ্যে এই বিষয়ে অনেকগুলো পোস্ট লিখেছেন। তার বরাতে জানলাম, এই জনরার প্রবক্তা হাওয়ার্ড লিফিপ লভক্রফট। লভক্রফট ধারার মূল পার্থক্য, অন্য হররের সাথে হল এখানে ভয়ের উপজীব্য ভুত, প্রেত নয় - বরং মানুষের ভিতরে লুকিয়ে থাকা অজানার ভয়, fear of the unknown. মানুষ যেটা জানে না, যেটার অস্তিত্ব সম্পর্কে ধারণা করতে পারে না, সেখানেই সে অন্তরের অন্তঃস্থল থেকে সর্বগ্রাসী এক ভয়ের মুখো...See More
আজাইরা
আয়মান ভাইয়ার বইগুলো আমার ভালো লাগে। কিন্তু বইয়ের দাম একটু কম হলে সব গুলোই কিনতে পারতাম ।
সহজ ভাষায় প্রথম বই পেলাম
বইয়ের কোয়ালিটি আমার খুব ভাল লেগেছে। আর গল্প গুলোও যে কয়টা পড়লাম ভাল লেগেছে।
love this