User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
সাবলীল ভাষা, লেখক ভাষান্তরে তাঁর দক্ষতার হাত দেখিয়েছেন।
অসাধারণ এক অভিজ্ঞতা...
ঠিক সায়েন্স ফিকশান না। ছোট একটা কিশোর উপন্যাসের মত। প্রতিবছর স্যারের সায়েন্স ফিকশানের জন্য অপেক্ষা করে থাকি । সেদিক থেকে চিন্তা করলে পুরোপুরি হতাশ। ছোট একটা কাহিনী নিয়ে একটা সাধারণ মানের কিশোর উপন্যাস বলা গেলেও কোনোভাবে সায়েন্স ফিকশান বলা যাবেনা। তবে থিমটা ভালো। মানুষের মাঝে বেঁচে থাকার আগ্রহ না থাকলে তাকে আর বাঁচিয়ে রাখা যায় না। হয়ত শরীরটা বেঁচে থাকে,আত্মাটা মারা যায়
হতদরিদ্র শিশুদের বাস্তব পরিণতি মুহম্মদ জাফর ইকবাল তুলে ধরেছেন তার ইস্টিশন উপন্যাসে । প্রধান জালাল কে কেন্দ্র করে আগাতে থাকে ইস্টিশন এর গল্প । ভিত্তিহীন ছোট ছোট ছেলে মেয়েরা যারা স্টেশনে নিজেদের জগত তৈরি করে ফেলে তাদের কথা চিন্তা করার সময় কারোর হয়ে উঠে না । দানবিক বিকার গ্রস্ত কিছু মানুষ এই বাচ্চা গুলোকে ব্যবহার করে তাদের অপরাধের জগত কে প্রশমিত করতে । তবে একটু ভালোবাসা দিলে এই বাচ্চা গুলো যে সাধারণ জীবনকাল অতিবাহিত করতে পারে ইস্টিশন তারই উদাহরণ । মাদক , চোরা চালান এই ধরনের অপরাধ রোধ করতে এবং এদের ...See More
এরকম ভিত্তিহীন কাল্পনিক গল্প শিশুদের না পড়াই ভালো।
আলহামদুলিল্লাহ, আল্লাহ তায়ালা আরিফ আজাদ ভাইকে আরো সুন্দর সুন্দর বই লেখার তওফিক দান করুক, আমিন।
nice book
waiting for it
VERY FINE BOOK OF CHINMOY SIR. #BNMPC
প্যারা হলে নিরাময় লাইফ হবে মধুময়!!! # ________ঝংকার মাহবুব। একজন আদর্শ লেখক ও বড় ভাইয়ের মতো মানুষটি, সুদূর আমেরিকা থেকে নিজের দেশের জন্য যেভাবে কাজ করে যাচ্ছেন, সেটা আসলেই প্রসংশার দাবিদার! আয়ত্ব উন্নয়নের সেরা বইগুলোর মধ্যে #রিচার্জ_ইউর_ডাউন_ব্যাটারি ও #প্যারাময়_লাইফের_প্যারাসিটামল সবার উপরে অবস্থান করবে বোধয়। উনার লেখা বই গুলো পড়ার সময় মনে হবে না যে বই পড়ছি। মনে হবে যে, দায়িত্বশীল কোনো বড় ভাই তার ছোট ভাইদেরকে দিকনির্দেশনা ও জাগিয়ে তুলছেন। তেমনি ভাবে যুগোপযোগী বইগুলোর মধ্যে ...See More