User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
অসাধারণ একটা বই। বইটির বিশেষত্ব হচ্ছে বইতে উল্লিখিত বিভিন্ন স্থান আর ব্যক্তিবর্গ এর অস্থিত্ব বাস্তব জীবনে রয়েছেন।
জেমস রলিন্সের ব্যতিক্রমধর্মী থ্রিলার
Good
অসাধারণ
বাস্তবতা রয়েছে বইতে
১০৩ নং পৃষ্ঠার কথাগুলো জীবন বদলে দেওয়ার মত বাণী
আমার মনের মত বই। I am sure this book will change my lifestyle. উপদেশমূলক বই অনেক আছে কিন্তু এমন কার্যকরী বই আর দ্বিতীয়টা হয় না। Special thanks Jhanker Mahbub Vai.
কবিতা খুববেশী পড়া হয়না। খুববেশী লিখতে ও পড়তেও জানিনা তবে এই বইয়ের কয়েকটা কবিতাই আমাকে মুগ্ধ করেছে, টেনে নিয়েছে কবিতার বইয়ের শেষ প্রান্তে। মুনাজাত থেকে মোবাইল অব্দি। ছন্দের যাদুতে হারিয়ে ছিলাম বারবার। কাব্যের ধারায় এমন কবিতা বারবার আসুক সহজ ও সরল ভাষায়। হারিয়ে যাক কবিতার প্রতি সকলের অনীহা। উত্তোরিত হোক লেখকের প্রতিটি সত্য ও ন্যায়ের ম্যাসেজ। নতুন কিছুর অপেক্ষায় রইলাম। অনেক অনেক শুভ কামনা ভাইজানের জন্য
অনেক আগ্রহ করে পড়লাম এই লেখকের বই এর এতো প্রশংসা শুনে। কি কাণ্ড রে বাবা। একেবারে ছেলেমানুষি ধরণের লেখা। প্রেম ভালবাসা কেন্দ্রিক কষ্ট, অভিমান, অপেক্ষা এইসব কথায় ভর্তি একটা বই। একই জিনিস বার বার লেখা। অনেকের রিভিউ পড়লাম। মনে হয় বইটা শুধু এদের জন্য লেখা হয়েছে অথবা এদের মানসিকতা এমন। প্রেম ভালবাসার বাইরেও জীবন আছে, সেখানে অন্য বিষয় আছে। বোঝা যায় লেখকের জ্ঞানের বহর এই বিষয়ে সীমাবদ্ধ। একদম বাজে একটা বই। সময় নষ্ট মনে হয়েছে।
ইদানীং পড়া বইগুলোর মধ্যে নাফ নদীর তীরে ছিল। বুকক্লাবের কেউ একজন নামটা দিয়েছিল। অন্বেষা থেকে এক বন্ধুকে দিয়ে আনিয়ে পড়া শুরু করলাম রাতের খাবার পর। এরপর আর উঠতে পারিনা বই ছেড়ে। চুম্বকের মতো আমাকে ধরে রাখলো শেষ পর্যন্ত। বই শেষ করার পর দেখি ভোর, বাবা উঠলেন ঘুম থেকে। ঘরের লাইট জ্বালানো দেখে উঁকি দিতেই দেখেন আমি বইটা বুকের পরে রেখে হাসছি। বাবা জানতেই চাইলেন কি বই? বললাম, এটা না পড়লে তোমার জীবন বৃথা। এত সুন্দর বর্ননা, লেখার ধাঁচ, কাহিনী! উফ! দারুন দারুন। আরও এমন বই পড়তে চাই। রহস্যে ভরা একদম শেষ ...See More