User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
সুক্ষ আর পরিমিত রসবোধের মধ্য দিয়ে লেখক সাবলীলভাবে উন্নত বিশ্বের সঙ্গে আমাদের দেশের আর্থ সামাজিক এবং রাজনৈতিক জীবনের তুলনা করেছেন I বেজায় লেগেছে পড়তে - দু'ঘন্টা নিমেষেই শেষ!
‘নরম টিটু গরম লিটু’ বইটির লেখক মোস্তফা মামুন । লেখক এর জন্ম মৌলভীবাজার জেলার কুলাউড়ায় । এর পরে তিনি সিলেট ক্যাডেট কলেজে থেকেছেন অনেক দিন । সেখান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এর জীবন শুরু । প্রথম বর্ষ থেকেই ক্রীড়া সাংবাদিক হিসেবে জড়িয়ে পড়েন । তিনি খেলা দেখতে দেখতে আর লিখতে লিখতে ভ্রমন করেছেন অনেক দেশ যার মধ্যে রয়েছে ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, স্পেন, ইতালি , সুইজারল্যান্ড সহ আরো অনেক দেশ । তবে তার বিশ্ববিদ্যালয়ে বিষয় ছিলো আইন । আইনজীবী আর হয়ে উঠেন নি , জড়িয়ে গিয়েছেন লেখালেখির মাঝে । তিনি একজন লেখক ও একজন ...See More
আমার দেখা, বাংলায় লেখা, জাভা শেখার শ্রেষ্ঠ বই এটা, খুব সহজে যে কোন বয়সের মানুষ জাভা শিখতে পারে আমার ধারনা ছিল না কিন্তু বইটি পড়ার পর আমার ধারনা পরিবর্তন হয়েছে কারন আমি কমার্সের ছাত্র কিন্তু বইটি পড়ে আজ আমি একটু হলেও জাভা পারি। লেককের প্রতি অনুরোধ খুব দ্রুত আমাদের জন্য পরবর্তি ভার্শন বের করুন, অধির আগহে আছি, অগ্রিম ধন্যবাদ।
নাম: এই গরবের ধন লেখক: মাওলানা শরীফ মুহাম্মদ প্রকাশনী: মাকতাবাতুল আযহার . . সৈয়দ ইসমাঈল হোসেন সিরাজী—ওয়ান ম্যান আর্মি! তিনি একজন ব্যক্তিমাত্র ছিলেন না—ছিলেন একটি প্রতিষ্ঠান—একটি আন্দোলন। সিরাজগঞ্জের এই কবি কেবল সিরাজগঞ্জের ছিলেন না; পরিণত হয়েছিলেন গোটা বাংলাদেশের কবিতা ও সাহিত্যের প্রাণপুরুষে। অনেকদিন ধরেই ইসমাঈল হোসেন সিরাজী সম্পর্কে জানার আগ্রহ নিয়ে ঘুরছি। একদিন আমাদের মাদরাসা শিক্ষা বোর্ড ‘বেফাক’ এর কোনো এক ক্লাসের বইতে দেখলাম উনার সংক্ষিপ্ত জীবনী যুক্ত করেছে। আগ্রহ আরেকটু বাড়লো কিন্তু বইপত্র...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা রিভিউ: ডিসেম্বর ০১ বইয়ের নাম : নরওয়েজিয়ান উড লেখক : হারুকি মুরাকামি অনুবাদক : কৌশিক জামান প্রচ্ছদ : ডিলান পৃষ্ঠা : ৩৩৪ মুদ্রিত মূল্য : ৩২০ টাকা রকমারি মূল্য : ২২৪ (৩০%) And when I awoke I was alone This bird had flown So I lit a fire Isn't it good Norwegian wood..! হুম,বিটলস এর 'নরওয়েজিয়ান উড' গানটার নামেই এই বই! প্রথমেই একটু নিজের কথা বলা যাক, আমি এই বইটা সম্পর্কে কিছুই জানতাম না। শপিং এর টাকা নিয়ে গিয়েছিলাম বই কিনতে।তাই এত্ত ভেবে কেনার ...See More
৫ স্টারের স্থানে ১০ স্টার দেওয়ার মতো ব্যবস্থা থাকলে খুশি হতাম!
ভালো বই। কিন্তু আরো বিস্তারিত লেখার মতো উপায় ছিলো।
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বই:- লালসালু লেখক:- সৈয়দ ওয়ালীউল্লাহ্ ঘরানা:- চিরায়ত উপন্যাস প্রকাশনী:- মাটিগন্ধা পৃষ্ঠা:- ৮০ রকমারি মূল্য:- ৯০ টাকা সৈয়দ ওয়ালিউল্লাহ "লালসালু" উপন্যাসটি রচনা করেন, ১৯৪০-১৯৫০সালের বাংলাদেশের গ্রামসমাজ জীবন ব্যবস্থাকে কেন্দ্র করে। আমরা অনেকেই হয়তো 'লালসালু' কথাটার মানেই বুঝি না। সালু বলতে বুঝায় মাজারের উপরের কাপড়কে যাকে আমরা 'গিলাপ' বলে চিনি। আর 'লালসালু' বলতে বুঝানো হয়েছে 'লালগিলাপ'কে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ১৯৪৮ সালে ঢাকার কমরেড পাবলিশার্স থে...See More
একজন মানুষ কি নিজে থেকে বদলে যায় ? নাকি আশেপাশের মানুষেরা তাকে বদলে যেতে বাধ্য করে?..... ক্ষেত্র বিশেষে দুটোই ঠিক। সময়ের সাথে সাথে জীবনের গল্পে পরিবর্তন আসে। আর সেটা মেনে নিয়ে নিজেদের বদলে ফেলার নামটাই যেন বেচে থাকা। গল্প পটে সে কথাটাই বলতে চেয়েছে নিঃশব্দ। ওইসব মানুষের প্রতিচ্ছবিই বহন করেছে নিঃশব্দের একেকটা চরিত্র। নিঃশব্দ সাইফুদ্দিন রাজিবের লেখা প্রথম উপন্যাস। পশ্চিমবঙ্গের গোপালনগরে বিভূতিভূষণ স্মৃতি জাদুঘরে বসে, প্রথমবারের মতো নিজের লিখা ছাপার অক্ষরে দেখার টান অনুভব করেন লেখক। যার ফলশ্রুতি...See More
বইয়ের নামঃ অলিভার টুইস্ট লেখকঃ চার্লস ডিকেন্স ধরনঃ শিশু কিশোর উপন্যাস প্রকাশনীঃ ঝিনুক প্রকাশনী প্রথম প্রকাশঃ ১৮৩৮ পৃষ্ঠাঃ ৯৫ রকমারি মুল্যঃ ৯১টা সারা বিশ্বে সাড়া জাগানো একটি কিশোর উপন্যাস অলিভার টুইস্ট । চার্লস ডিকেন্সের প্রায় সব উপন্যাস পাঠক মহলে দারুন সমাদৃত। তবে অলিভার টুইস্টের কথা সম্পুর্ন আলাদা। কেননা তাতে তার বাল্য জীবনে চাপ আছে। চির দুঃখী বালক অলিভারের দুঃখ গাথা পড়ে চোখের পানি ফেলেছেন সব বয়সের পাঠক। সমাজের এমন এক চিত্র বইতে ফুটে উঠেছে যা আমরা প্রতি নিয়ত দেখছি আর অবজ্ঞায় অবহেলায় এ...See More