User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
গান্ধী স্যার বইটি পড়ে যেন অসহযোগ আন্দোলনের চেতনা মনের মাঝে আরও একবার উকি দিল। ইতিহাসের ছাত্র হওয়ায় অসহযোগ আন্দোলনের পটভূমি সম্পর্কে অবগত ছিলাম। দুলাল আইসক্রিম লেখকের এক অনবদ্য সৃষ্টি। শ্রাবণ যেন ভবিষ্যতে বাংলদেশ ক্রিকেট কে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত বহন করে। চেয়ারম্যান চরিত্রকে লেখক যেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে তুলে ধরেছেন। দুলালের দাদার আত্মাহুতি সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একজন জাতির জনকের স্থান আমাদের জীবনে কোথায় রাখা উচিত। বঙ্গবন্ধুর মৃত্যুর দায়ভার আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। স...See More
Dale carnegie is best yet
অল্প লেখা ,পাতা বেশী।
#বই_রিভিউঃ #বইয়ের_নামঃ চন্দ্রমুখী #লেখকঃ আশিফ এন্তাজ রবি #প্রকাশনাঃ আদর্শ প্রকাশনী #প্রথম_প্রকাশঃ অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ #পৃষ্ঠা_সংখ্যাঃ ৮৭ #মুদ্রিত_মূল্যঃ ২০০টাকা। ২৫% ডিসকাউন্টে ১৫০ টাকা। #কাহিনী_সক্ষেপঃ কাহিনীটা মূলত সংক্ষেপে বলার মত না। তবুও রিভিউ এর খাতিরে সামান্য তো বলতেই হয়! আইটি ফার্মের একজন সাধারণ কর্মকর্তা ফরিদ। প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠা তার অভ্যাস বলা চলে। প্রকৃত অর্থে একজন পূর্ণ অগোছালো মানুষ বলতে যাদের বুঝি তাদেরই প্রতিচ্ছবি ধরা যায় ফরিদকে। এরকম একজন ম...See More
ফেইসবুকে মাঝে মধ্যে পড়েছি। এক মলাটের ভিতরে পেয়ে এক টানে পড়ে ফেলেছি। একটা জীবনকে পরিবর্তন করে দেয়ার অনেক কিছু এই বইতে।
এই লেখকের বই আগে পড়িনি। একটু দোনোমোনো করে বইটা হাতে নেই, কিন্তু তারপর এক নিঃশ্বাসে বইটা পড়ে ফেলি। দারুণ লিখেছেন আশীফ এন্তাজ রবি। হুমায়ুন আহমেদের লেখার সাথে আপনার লেখার অনেক মিল, সেইটা খুবই উপভোগ্য। আপনি আরো লিখুন, আমি আপনার পরের বইটার জন্যে অপেক্ষায় থাকবো।
"অন্ধকারের জমিনে আলোর খেলা দেখছি। অন্ধকারের মাঝে যেন আলোর গান শুনতে পাচ্ছি। ধ্বংসের গান, সৃষ্টির গান। আলোর গান, অন্ধকারেরও গান। একই গান। রেলগাড়ির গতির কারণেই অনুভূতিটা আরো প্রগাঢ় হচ্ছে বোধকরি। বাতাস যেন আলদের গায়ে- অন্ধকারের গায়ে বাড়ি খেতে খেতে মূর্ছনা তুলছে। আমি জানালার পাশে বসে অন্ধকারের গান শুনি।" - ভারত ভ্রমণের দিনলিপি মন্ত্রমুগ্ধের মতো নিখুঁত হাতের লেখা ভ্রমণকাহিনী পড়তে পড়তে প্রকৃতি আর সাহিত্যের গভীরে চলে যেতে চান? ভালোবাসেন ভ্রমণ করতে ও ভ্রমণের গল্প শুনতে? তাহলে এই বইটা আপনাকে পড়তেই হ...See More
বই : বিয়ন্ড দ্য ম্যানমেইড ইউনিভার্স লেখক : তাসরুজ্জামান বাবু ঘরানা : কল্পবৈজ্ঞানিক থ্রিলার প্রকাশনী : সময় প্রকাশন প্রথম প্রকাশ : বইমেলা ২০১৮ পৃষ্ঠা সংখ্যা : ১১২ তিন বছর আগে জ্যাকব শ্যারন এর ছুঁড়ে দেওয়া দ্রুততম স্পেসশিপ হেলেন-৮ মহাবিশ্বে খুঁজে পেয়েছে প্রাণের অস্তিত্ব। কিন্তু সে খবর অন্য কেউ জানার আগেই আন্তর্জাতিক গণমাধ্যম তোলপাড় করা খবর- 'নিখোঁজ হয়েছেন ইসরাইলের স্পেস রিসার্চ ইন্সটিটিউট এর ডিরেক্টর জ্যাকব শ্যারন ও তার সহকারী থমাস জিগজ্যাগ।' তবে সেই নিখোঁজ সংবাদকে শেষ পাতায় পাঠ...See More
প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি Rabi ভাই এর কাছে। আমি অতিক্ষুদ্র পাঠক তার তুলনায় তাই আমার কোন কথায় উনি কিছু মনে করবেন না আশা করি। আমি রিভিউ দেবার মত কেউ নই ভেবে আসলে কিছু লিখবোনা ভেবেছিলাম কিন্তু উনার সাহসেই ভাবলাম বইটি সম্পর্কে দুই এক লাইন পাঠকীয় মতামত দেয়া যায়। এক কথায় বললে লেখকের লেখনীশৈলী এবং কাহিনীর গঠন আসলেই অসাধারন। এক বসায় শেষ করেছি বইটি। কেউ কেউ বলেন তার লেখায় হুমায়ুন আহমেদের ছাপ পাওয়া যায় বিষয় টা আরো একবার স্বীকার করলাম। হিউমার এর মাঝ দিয়ে কিছু বড় বিষয় আমাদের মধ্যবিত্ত জীবন থেকে তিনি তুলে ...See More
"মৃত্যু আস্তে আস্তে ছায়া ফেলে জীবনের অংশ খেতে থাকবে। তুমি বুঝে উঠার আগেই চারপাশ অন্ধকার, কিছু আর দেখতে পাবে না, আর লোকজন মনে করবে তুমি জীবিত'র চেয়েও মৃতই বেশী"......!! বয়োঃসন্ধিকাল। জীবনের খুব গুরুত্বপূর্ণ একটা সময়। নিজেকে গঠন করার, নিজেকে জানার, নিজেকে বোঝার বয়স। বেশীরভাগ মানুষের এই সময়টাতে যৌবনের তাড়নায় প্রেম আসে জীবনে। তখন নিত্যদিন অনেক সুন্দর মনে হলেও আস্তে আস্তে সম্পর্কের জটিলতায় জীবন হয়ে উঠে অতিষ্ঠ। রাগ, মান-অভিমান, দুঃখ থেকে মনে জমে ক্ষোভ। ক্ষোভ নিয়ে চলে প্রতিশোধের দিকে আর তাই মনের দি...See More