User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আশাকরি বইটি পাঠক প্রিয়তা পাবে
Was this review helpful to you?
or
বাংলাদেশে কিশোর উপন্যাসের অনেক ঘাটতি আছে। লেখককে ধন্যবাদ কিশোর উপন্যাস লেখার জন্য। আমার কাছে দুলাল এই উপন্যাসের নায়ক। অনেক যত্ন দিয়ে লেখক এই চরিত্রকে তৈরি করেছেন। দস্যিপনায় মেতে থেকেও কিভাবে একটি আন্দোলনের নেতৃত্ব দেয়া যায় তা চমৎকারভাবে ফুটে উঠেছে। কিশোর বয়সের প্রেম ও ভাবনাগুলো পড়ে নস্টালজিক হচ্ছিলাম। লেখাটি আরও বড় হলে বেশি ভালো লাগত। হঠাৎ করে শেষ হয়েছে এমন লাগলো। একটা আইডিয়া- গান্ধী স্যারের ধারাবাহিক লেখা যেতে পারে। আরও কিশোর উপন্যাস নিয়ে লেখক হাজির হবেন এই কামনা রইলো।
Was this review helpful to you?
or
গান্ধী স্যার বইটি পড়ে যেন অসহযোগ আন্দোলনের চেতনা মনের মাঝে আরও একবার উকি দিল। ইতিহাসের ছাত্র হওয়ায় অসহযোগ আন্দোলনের পটভূমি সম্পর্কে অবগত ছিলাম। দুলাল আইসক্রিম লেখকের এক অনবদ্য সৃষ্টি। শ্রাবণ যেন ভবিষ্যতে বাংলদেশ ক্রিকেট কে নেতৃত্ব দেওয়ার ইঙ্গিত বহন করে। চেয়ারম্যান চরিত্রকে লেখক যেন বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট হিসাবে তুলে ধরেছেন। দুলালের দাদার আত্মাহুতি সমাজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একজন জাতির জনকের স্থান আমাদের জীবনে কোথায় রাখা উচিত। বঙ্গবন্ধুর মৃত্যুর দায়ভার আমরা কেউই এড়িয়ে যেতে পারি না। সব কিছু মিলিয়ে গান্ধী স্যার লেখকের এক অনন্য সৃষ্টি। শুভ কামনা রইল শ্রদ্ধেয় লেখকের প্রতি।
Was this review helpful to you?
or
আমাদের দেশে যথার্থ কিশোর উপন্যাসের ঘাটতি আছে, সেখানে লেখকের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। বই টির শুরু থেকে শেষ পর্যন্ত কিছু বিষয়কে বেশ সুন্দর ভাবে প্রকাশ করেছে, তা হলো ইতিবাচক মনোভাব এবং ল অফ এট্রাকশন। যেনো মহাত্ন্যা গান্ধীর ৩ জ্ঞ্যানী বানরের কথাই মনে করিয়ে দেয়। See no evil, hear no evil, speak no evil”। অর্থাৎ, “খারাপ কিছু দেখো না, খারাপ কিছু শুনো না, খারাপ কিছু বলো না”। স্কুলের ছাত্রদের মধ্যে দুষ্টুমী, ঝগড়া, মনোমালিন্য সব কিছুই মনে করিয়ে দিচ্ছিলো, নিজের স্কুল জীবনের কথা। গ্রামের অসৎ চরিত্রের চেয়ারম্যান যেনো আমাদের বর্তমান রাজনৈতিক অবস্থার প্রতিচ্ছবি। তারই স্কুলের ছাত্রদের মধ্যে, রাজনৈতিক মনোভাব, তার যথার্থ এবং সঠিক প্রয়োগ এর মাধ্যমে যে একটি সুন্দর সমাধান আসতে পারে, তাই যেনো আমাদের পরিষ্কার ভাবে বুঝিয়ে দিলেন। সংঘাত নয়, হানাহানি নয়, সত্য আর ন্যায়ের পথে অবিচল থেকেই লড়াই করা যায়। গল্পে দুলাল, শ্রাবণ, আর নিপার সাধারন ছাত্র জীবন গুলো বদলে গিয়ে কীভাবে নিজেদের মধ্যে নৈতিক মনোভাব ফুটে উঠেছে তা শিক্ষনীয়। লেখক কে আবারো ধন্যবাদ কিশোরদের জন্য এত সুন্দর একটি লেখা উপহার দেবার জন্য। আশা করবো, বর্তমান কিশোর দের মধ্যে নিজেদের ব্যাপারে, নিজের দেশ ও পরিবারে প্রতি দায়িত্বশীলতা ও মুল্যবোধ তৈরী করতে সহায়ক হবে। গল্পটি পরে মনে হলো, লেখাটি আরো বড় হলে ভালো হতো, গান্ধী স্যারের সিক্যুয়েল বের করার অনুরোধ থাকলো। এইভাবে কিশোর দের জন্য, তাদের চিন্তা ভাবনার বিকাশের জন্য এ ধরনের লেখা আরো লিখবার জন্য অনুরোধ জানাচ্ছি।