User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Monira Jahan Tania

      04 Mar 2023 07:32 PM

      Was this review helpful to you?

      or

      অনেক দিন পর এক বসায় একটি বই শেষ করলাম। সত্যি বলতে গেলে এতো অবাক লেগেছিলো শেষ মুহুর্তে যে পুরো বাস্তব একটি ঘটনা এত সাবলীল, এতো সহজভাবে তুলে ধরা হয়েছে সেটি সত্যিই অকল্পনীয়। এখানে প্রধান চরিত্র ফরিদ। বাবা মায়ের একমাত্র ছেলে। যে কিনা খুবই অদ্ভুদ একজন মানুষ। প্রায়ই তার অফিসে যেতে দেরি হয় ঘুমের জন্য। যার চাকরির উপর পুরো পরিবার নিরভর করছে। প্রায়ই মোবাইল ফোন বন্ধ করে রেখে দেয়। কোনো এক কারনে মুনার সাথে পরিচয়। মুনা তাকে পেতে চায়। এভাবে ধীরে ধীরে কাহিনী এগিয়ে যায়। তারপর একটি নির্মম ঘটনার উৎপত্তি হয়। অতি অনিশ্চয়তার মাঝেও মুনা ফরিদের জন্য অপেক্ষা করতে থাকে। প্রেম, পারিবারিক বন্ধন, টানাপোড়েন, অনিশ্চয়তা এবং কিছু বাস্তব অবশ্যম্ভাবী ঘটনার মধ্যে দিয়ে শেষ হয় কাহিনী। এই বইটি এতো সাবলীলভাবে উপস্থাপন করা হয়েছে যে পাঠক মনের অজান্তেই একটি ঘোরের মাঝে থাকবেন।

      By Joy Chandra Shill

      19 Feb 2023 02:31 AM

      Was this review helpful to you?

      or

      অনবদ্য

      By Hisham Abrar

      09 Jun 2022 05:22 PM

      Was this review helpful to you?

      or

      ভালো।

      By Md Masum Billah

      15 Feb 2022 04:06 PM

      Was this review helpful to you?

      or

      Nice

      By Abidur Rahman

      10 Dec 2021 10:45 PM

      Was this review helpful to you?

      or

      খুবই বাজে লেগেছে....লেখক এর কাছ থেকে এরকম আশা ছিল। গল্পের ধাচ ধরে রাখতে ব্যার্থ হয়েছে এবং এন্ডিং টাও ভালো হয়নি।

      By zaman cvasu

      10 Jan 2022 02:21 PM

      Was this review helpful to you?

      or

      good

      By K.A.B. Tohin

      09 Nov 2021 08:22 PM

      Was this review helpful to you?

      or

      সুখপাঠ্য

      By Muhammad Faisal Imran Wakib

      20 Oct 2021 11:24 PM

      Was this review helpful to you?

      or

      টাূইম পাস হবে। বইয়ের শেষ অংশ ভালো লাগছে। বই মোটামুটি

      By Shamsujjaman Piash

      25 Jun 2021 02:38 PM

      Was this review helpful to you?

      or

      এক বসাতে শেষ করার মতো বই, পড়া শেষ হবার পর অনেক্ক্ষণ একটা ঘোরের ভিতর ছিলাম।

      By sherif al shayar

      27 Apr 2021 09:51 AM

      Was this review helpful to you?

      or

      আশীফ এন্তাজ রবির লেখার মান যেমন ভালো তেমনই অসাধারণ তার লেখার ঢঙ। তবে এই লেখক কেন যে এতো অল্প বই বের করে তা আমি বুঝি না

      By ripon kumar

      24 Apr 2021 03:36 PM

      Was this review helpful to you?

      or

      সেরা একটি বই

      By Nafisa Tarannum

      23 Apr 2021 05:45 PM

      Was this review helpful to you?

      or

      পূর্ব পুরুষ পড়ে যেমনটা মুগ্ধ হয়েছিলাম চন্দ্রমুখী পড়ে ততটাই হতাশ হলাম। উনার লেখনী সুন্দর তাই পড়া যায় স্বচ্ছন্দে কিন্তু দূর্বন কাহিনী, মেলোড্রামাটিক প্লট।

      By Nahid Chowdhury

      20 Apr 2021 03:44 PM

      Was this review helpful to you?

      or

      খুব ভালো লিখেছেন লেখক

      By Sudipta Kumar Das

      28 Mar 2021 08:53 PM

      Was this review helpful to you?

      or

      Nice.

      By Noman Lam

      17 Jan 2021 03:32 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় দারুণ বই।

      By Kazi Tabassum Ahmed

      24 Jul 2020 12:47 PM

      Was this review helpful to you?

      or

      প্রথমবার rokomari.com এ একটু পড়ুন অপশনে একটু পড়েই আমি বইটা পড়ার জন্য এক ধরণের নেশা অনুভব করলাম... বইয়ের রিভিউ লিখিনা বললেই চলে। অন্যের রিভিউ লেখা দেখে প্রমোট করা মনে হইলেও নিজের কাছে মনে হইতেসে এইটা একান্তই ভালো লাগার ব্যাপার। তো আমি আমার ভালো লাগা বা অতীব ভালো লাগা প্রকাশ করতে যাইতেসি..... চন্দ্রমুখী Ashif Entaz Rabi (আশীফ এন্তাজ রবি) উপন্যাসের নায়ক ফরিদ। মূলত তাকে কেন্দ্র করেই পুরো উপন্যাসটা টানবে। ফরিদকে যে মেয়েটি ভয়াবহ ভালোবাসে তার নাম মুনা। তাদের শুভ প্রণয়ন হবে কি হবে না এটা ভাবতে ভাবতেই চলে যাবেন শেষ পৃষ্ঠায় তবে শেষ পৃষ্ঠায় একটা বড়সড় ধরণের ধাক্কা না খেলেও তব্দা খেয়ে যাবেন সিউর! কী ধরণের তব্দা খাবেন তার জট উন্মুক্ত করলাম না। নিতান্তই প্রেম ভালবাসার কাহিনী মনে হতেই পারে। আজকাল আমাদের কাছে প্রেম ভালবাসার কাহিনী বোরিং লাগে। তবে যুগে যুগে প্রেম ছিল আর থাকবে। রোবোটিকভাবে হইলেও থাকবে। ফরিদ এবং মুনা ছাড়াও ফরিদের পারিবারিক বন্ধনটা ছিল দারুণ। রোজকার মধ্যবিত্ত পরিবার ঠিক যেমন হয়। মুনা নামের মেয়েটি হচ্ছে চন্দ্রমুখী। নামকরণ করেছে ফরিদ। মুন ইংরেজি শব্দ। তাই বাংলায় মুনা হবে চন্দ্রামুখী। ফরিদের জন্য তার অসামান্য ভালোবাসা আমাকে একবিন্দুও অবাক করেনি। কারণ যাপিত জীবনে আমি অনেকাংশে একজন মুনা।

      By Shaheen

      02 Mar 2020 11:45 PM

      Was this review helpful to you?

      or

      prothomot vebeci boi er nam tai sundor kintu nam er sathe kaj o je ato sundor hobe ta vabi ni . purbo purush boi tar review dekhe oita kinar jonno agroho jegecilo pore mone holo ato boro akta boi !! age choto akta boi pore dekhi lekhok er likha valo lage kina . boi j ak bosay pore felbo ta sudhu valo lagar e proman dey . kokhono heseci kokhno cokhe jol asce and sob seshe akta jeno nistobdho hoye giyecilam . mone hoccilo sob kicu chokher samnei ghotece. akhn baki boi gula pore dekhte r kono songkoch nai taka dhar kore holeo baki boi gula pore felbo Ins Shaa Allah

      By Shadin Pranto

      01 Nov 2019 11:39 PM

      Was this review helpful to you?

      or

      ফেসবুক সেলেব্রিটি আশীফ এন্তাজ রবির এই উপন্যাসটি বেশ হাইপ তুলেছিল। মাত্র ৮৭ পাতার উপন্যাস। ফরিদ নামের এক ভবঘুরে ধরনের যুবক এই উপন্যাসের মূল আকর্ষণ। তার আশেপাশের মানুষদের সাথে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার সাথে ফরিদের সম্পৃক্ত হয়ে যাওয়া, মুনার সঙ্গে প্রণয় - সবই পাঠককে ধরে রাখবে। লেখায় বড় বেশি হুমায়ূন আহমেদের প্রভাব। একজন লেখক বড় লেখকদের দ্বারা অনুপ্রাণিত হবেন এটাই স্বাভাবিক। কিন্তু তা বলে নিজের কোনো মৌলিক লেখনশৈলী না থাকাটা অবশ্যই পাঠকের জন্য হতাশার। আশীফ এন্তাজ রবির জন্যও এই কথা সমভাবে প্রযোজ্য।

      By Arif hasan Yean

      04 Nov 2019 06:36 PM

      Was this review helpful to you?

      or

      একবসায় পড়া শেষ করছি শেষে এসে বেশি প্রেমে পরে যাই

      By Rakib ul Hafiz

      23 Feb 2019 01:27 PM

      Was this review helpful to you?

      or

      ভিন্নধর্মী , সাধারণ কিন্তু প্রাণবন্ত ...

      By Tanzila Amin Prima

      04 Feb 2018 01:17 PM

      Was this review helpful to you?

      or

      কতদিন পর এক বসায় কোন উপন্যাস পড়ে শেষ করলাম নিজেও জানি না। প্রতিটা লাইন মনে হচ্ছিল মাথায় গেঁথে গিয়েছে। ফরিদ, মুনা, ফরিদের বাবা মা সব চরিত্রগুলো চোখের সামনে ভাসছিল। আমি বরাবরই হুমায়ূন আহমেদ স্যার এর ভক্ত। আগে বইমেলায় তাঁর বই বের হওয়া মানেই সবার আগে সেটা কিনতে চলে যাওয়া আর বাসায় এনে নাওয়া খাওয়া বাদ দিয়ে সেটা এক বসায় শেষ করা। তুলনা দিচ্ছি না, তুলনা করা যায় ও না। রবি ভাই এর লেখনী এত চমৎকার ছিল যে আমি ঠিক সেই রূপ রস গন্ধটাই পেয়েছি। ভাই এর গল্প বলার ধরণ, কাহিনির বিন্যাস এক কথায় অসাধারণ। চোখের আড়ালে থেকে যাওয়া মানুষের ইমোশনগুলো রবি ভাই যেভাবে ফুটিয়ে তুলেছেন, সেটা বইটি না পড়লে বুঝতে পারবেন না। তাই সবার কাছে অনুরোধ, অবশ্যই বইটি কিনবেন এবং পড়বেন।

    • Was this review helpful to you?

      or

      প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি Rabi ভাই এর কাছে। আমি অতিক্ষুদ্র পাঠক তার তুলনায় তাই আমার কোন কথায় উনি কিছু মনে করবেন না আশা করি। আমি রিভিউ দেবার মত কেউ নই ভেবে আসলে কিছু লিখবোনা ভেবেছিলাম কিন্তু উনার সাহসেই ভাবলাম বইটি সম্পর্কে দুই এক লাইন পাঠকীয় মতামত দেয়া যায়। এক কথায় বললে লেখকের লেখনীশৈলী এবং কাহিনীর গঠন আসলেই অসাধারন। এক বসায় শেষ করেছি বইটি। কেউ কেউ বলেন তার লেখায় হুমায়ুন আহমেদের ছাপ পাওয়া যায় বিষয় টা আরো একবার স্বীকার করলাম। হিউমার এর মাঝ দিয়ে কিছু বড় বিষয় আমাদের মধ্যবিত্ত জীবন থেকে তিনি তুলে এনে প্রকাশ করেছেন যা পাঠক কে হাসাবে এবিং ভাবাবে। কিন্তু উনার অনুমতি নিয়েই দুই একটা অনেস্ট অপিনিয়ন দিচ্ছি। ফরিদ কে মাইক্রোবাসে তুলে নেবার পর থেকে ঘটনাপ্রবাহ অনেক বেশি সংক্ষেপ হয়ে গিয়েছিল। বই এর ক্ষেত্রে যেকোন কাহিনী অতিরিক্ত দীর্ঘ করে ফেলা হলে তার ঘটনাপ্রবাহে কিছুটা একঘেয়েমি চলে আসে আর অতিরিক্ত সংক্ষেপ করা হলে তখন মনে হয় বিষয় টায় কিছুটা ব্যাবসায়িক উদ্যেশ্য চলে এলো কিনা। আশা করবো পরের বই গুলো তে পাঠক আগ্রহের বিষয় মাথায় রেখে রবি ভাই কাহিনী ডিটেইলস আরেকটু দীর্ঘায়িত করবেন। যেমন মুনার হুট করে ফরিদের বাসায় যেয়ে আসন গেড়ে বসার বিষয় টা হয়ত আরেকটু সম্প্রসারন করা যেত। আর হিউমার হয়ত আরেকটু বাড়ানো যেত কিন্তু কাহিনীর মূলভাব করুন হওয়ায় সেটা চোখে পড়ার মত হয়নি। ইন ডিটেইলস বাদ দিয়ে একক কথায় বললে অবশ্যই অধীর আগ্রহে অপেক্ষা করবো ভাইয়ার পরের বই এর জন্য এবং আশা করি এবার আর উনি আগের মত ৪বছর গ্যাপে রাখবেন না আমাদের। কাহিনী দিয়ে পাঠক ধরে রাখার মত সাহিত্যিক আমাদের দেশে খুব বেশি নেই সো চাইবো উনি সেখানে তার আসন টা পাকাপোক্ত করে নিবেন নিয়মিত লেখা দেয়ার মাধ্যমে। বি:দ্র: সবকিছু এখানে আমার নিজস্ব মতামত। রবি ভাই এর কোন ভক্ত আমার ক্ষুদ্র সমালোচনায় রেগে গিয়ে মুন্ডুপাত না করার জন্য অনুরোধ করলাম। আর আশা করি ভাই ও আমার কথাগুলো সিরিয়াস না বরং হিউমার হিসেবেই নিবেন।

      By Kajal Abdullah

      04 Feb 2018 08:05 PM

      Was this review helpful to you?

      or

      বহুদিন পর একবসায় এক বই শেষ করলাম। বইয়ের নাম 'চন্দ্রমুখী'। ফর্মুলা ওয়ান চালকরা যেমন নিপুণ হাতে গিয়ার শিফট করে, রবি ভাইয়ের লেখাও তেমন পরীক্ষিত ও ঝরঝরে। গল্পের স্রোত কিভাবে কৈলাস সরোবর থেকে নেমে কীভাবে যে আনন্দ, বিষাদে প্রবাহিত হয় সেটা অনুভব করা যায়, কিন্তু, বোঝা যায় না! সব কিছু বাদ দিয়ে তিনি শুধু লিখুন, ফল্গুধারার মতো।

      By raisa chowdhury

      26 Mar 2018 05:33 PM

      Was this review helpful to you?

      or

      অনেক ভালো লেগেছে বইটি।

      By maruf morshed

      02 Mar 2018 10:34 PM

      Was this review helpful to you?

      or

      চন্দ্রমুখী-আশীফ এন্তাজ রবি। বুক মিভিউ কে জানি আমাকে বলেছিল যে এই লেখক হুমায়ুন আহমেদ এর মত লেখে। বলেছিল গত বইমেলায়, সেই হিসেবে এই বই মেলায় কিনলাম। এই বইটা পড়ে তারে যে কি করতে ইচ্ছে করছে-বলা মুশকিল। লেখক পরিচিতিতে তার বিড়ি বা সিগ্রেট খাওয়া ছবি একদম বেমানান। একটানেই শেষ করা গিয়েছে। কিছু কিছু ক্ষেত্রে ফরিদ চরিত্রকে ভালো না বেসে পারা যায়নি। তবে বিদেশে থেকে দেশের এরকম গল্প না লিখে, বরঞ্চ বিদেশ স্থানে প্রবাসীদের নিয়ে লিখলে আমরা নতুন স্বাদ পেতাম।

      By Jannat Mojumdar

      02 Mar 2018 12:42 PM

      Was this review helpful to you?

      or

      বইটার রিভিয়্যূ পড়েছিলাম বইমেলার শুরুর দিকেই। রিভিয়্যূগুলোই যথেষ্ট ছিল বইটার প্রতি আকর্ষণ সৃষ্টি করতে। বইমেলায় গিয়েই তাই প্রথমেই কিনে ফেলেছি বইটা, আর পড়েই ফেলেছি সবার প্রথমে। তবে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে বইটা পড়ার পর। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে বইটা কেমন, তবে আমি এক কথায় তাকে বলে দেব, "জানি না" কিংবা "বুঝতে পারছি না।" এর কারণ এমন না যে আমি জানি না আমার কেমন লেগেছে। এর কারণ অন্য। অনেক সময় আমরা জানি আমাদের মধ্যে একটা অনুভূতি কাজ করে, কিন্তু আমরা সেই অনুভূতির নাম জানি না। কিংবা অনুভূতি পাওয়ার ক্ষমতা থাকলেও তা যথাযথভাবে প্রকাশ করার ক্ষমতা হয়তো সবসময় হয়তো আমাদের থাকে না! আমার ক্ষেত্রে আজ সেটাই হয়েছে। নামবিহীন এক অনুভূতিতে আক্রান্ত আমি। বইটির কাহিনী ফরিদ নামের এক যুবকের জীবন ঘিরে। সাধারণ যুবক, তার সাধারণ জীবন। তবে উদাসীন ভাব তার মধ্যে প্রবল। তার সাধারণ জীবনেই অদ্ভুত এক ঘটনা ঘটলো। সেই অদ্ভুত ঘটনায় তার জীবন, তার আশেপাশের মানুষগুলোর জীবন একেবারে এলোমেলো হয়ে গেল। কিন্তু তার চেয়েও অদ্ভুত ঘটনা, এতে পুরো পৃথিবীর কিছু এলো-গেল না! বইটির ভাষা খুবই চমৎকার। তবে কিছু ক্ষেত্রে কেন যেন হুমায়ূন আহমেদের সাথে মিল পেয়েছি ভাষাগত দিক থেকে। সমস্যাটা আমারও হতে পারে। পুরো বই এতটা সহজ-সাবলীল ভাবে লেখা যে এরচেয়ে সুন্দরভাবে পাঠককে আটকে রাখার আর কোনো কৌশল আছে বলে আমার জানা নেই! বইটি পড়ে শেষের দুই অধ্যায়ে আমি শক খেয়েছি। এই শকটা এখন বেশি বই পড়ে পাই না আমি। লেখকের কাছে আমি কৃতজ্ঞ, আমাকে এই অদ্ভুত শকটার ভেতর দিয়ে নেয়ার জন্য। তবে আরও একটা ব্যাপার আছে, এতে কৃতজ্ঞ হওয়া উচিত কিনা বুঝতে পারছি না;শকটার কারণে মনেহয় না রাতে ঘুম আর হবে। আমার কি এর জন্যেও কৃতজ্ঞ হওয়া উচিত? (ব্যক্তিগত রেটিংঃ ৯/১০)

    • Was this review helpful to you?

      or

      প্রিয় রবি ভাই, আপনার উপন্যাস চন্দ্রমুখী নেয়ার জন্যেই এবার ঢাকার বইমেলায় যাওয়া। আমার জীবনের প্রথম বারের মত। থাকি সিলেটে, ঢাকায় তাই একটা হোটেলে উঠেছিলাম। রুমে ফিরেই গোসল করে ভাবলাম এক দুই পেইজ পড়ি; তারপর খেতে যাব... ওপরেই রেস্টুরেন্ট; সমস্যা হবার কথা না। ....যখন উঠলাম রাত বাজে আড়াইটা...এক বসায় পুরো বই শেষ....মনের ভেতরের যে অনুভবটুকু তা ব্যাখ্যা করা আপনার জন্যে যতটা সহজ, আমার পক্ষে ততোটা না। হোটেলের রেস্টুরেন্ট বন্ধ; পেটে প্রচন্ড ক্ষুধা নিয়ে সে রাতে আমি চুপচাপ বসে ছিলাম অনেকটা সময়। কেন? তা জানি না। ....অনেক ভালবাসা প্রিয় রবি ভাই; আপনি লিখে যান; আমরা খেয়ে না খেয়ে হলেও ভালবেসে যাব; কথা দিলাম। ❤️❤️

      By Kajol Ahmed

      20 Feb 2018 11:21 PM

      Was this review helpful to you?

      or

      উপন্যাস : চন্দ্রমুখী লেখক :আসিফ এন্তাজ রবি । বাংলা সাহিত্যের কালজয়ী লেখক আসিফ এন্তাজ রবির লিখা চন্দ্র মুখী উপন্যাসটি অনবদ্য সৃষ্টি।মাত্র ৮৭ পৃষ্ঠার উপন্যাস টি আমার পড়তে দুই ঘন্টা সময় লেগেছে ,এবং প্রতিটা লাইন পড়ার সময় চরিত্র গুলু আমার চোখের সামনে ভেসে ওঠেছে এতটাই সহজ সরল সাবলীল ছিল লিখা।কিন্তু মন টা খারাপ হয়ে গেসে কারণ আমি চাইনি গল্প টা এত্তো তাড়াতাড়ি শেষ হোক।বাস্তব সম্মত ৩ টা লাইন আমার বেশি ভালো লেগেছে "চাকরির পাশাপাশি ব্যবসা জমেনা।চাকরি হচ্ছে স্ত্রী, আর ব্যবসা নতুন প্রেমিকার মতো।একটাতে লাগে দায়িত্ব,আরেকটাতে লাগে নিবিষ্ট মনোযোগ " শিক্ষণীয় বিষয় এর মধ্যে ইমন নামের কথিত হলুদ সাংবাদিক থেকে আমাদের সাবধানে থাকা উচিৎ। ফরিদের চরিত্রটি বেশ হাস্যরস ছিল ,হেসেছি প্রাণ খুলে যখন সে খিচুড়ি খাওয়ার জন্য নতুন গল্প বানিয়েছিল। মুনার বাবা খালেকুজ্জামান এর চরিত্র খুব বাস্তব বুদ্ধিমান এবং সুন্দর ভাবে উপস্থাপন করা হয়েছে । ফরিদ এর বলা কথা "তুমিতো কালো ,তোমার আবার চোখে কাজল দিয়ার দরকার কি?কাজল ফর্সা মেয়েদের জন্য ।এটা বলেও আবার আড়চোখে মনার দিকে তাকিয়ে থাকা ভালোবাসার চূড়ান্ত বহিঃপ্রকাশ । মুনা ফরিদের মা বাবার মন জয় করলো এখানে একটু বেশি তাড়াহুড়া ছিল গল্পে,এখানে আর একটু সুন্দর করে বর্ণনা করা যেত তাইলে আর ও বেশি ভালো লাগতো। আসিফ এন্তাজ রবি ভাই আপনার কাছে অনুরোধ লিখাটা চালিয়ে যান আর ও বেশি বই চাই অন্তত বছরে দুই তিন টা।কাগজের নৌকো লিখার চার বছর পর আসলো চন্দ্রমুখী ।তাই আমরা পাঠকরা একটু হতাশ। ব্যক্তিগত রেটিং ৯.৫/১০ পুনশ্চঃ চন্দ্র মুখী উপন্যাস বইমেলার ৩২৬-৩২৮ নম্বর আদর্শ স্টলে পাওয়া যাচ্ছে ।

      By Osman Gani Shahed

      14 Feb 2018 10:32 AM

      Was this review helpful to you?

      or

      আশীফ এন্তাজ রবির "চন্দ্রমুখী"!! . উপন্যাসের কেন্দ্রীয় চরিত্র ফরিদ! শশব্যস্ত নাগরিক কোলাহলে নিজের অস্তিত্বের জানান দিতে ছুটে চলেন অফিস পানে। কিন্তু, ফরিদপুরের ফরিদ স্বভাবগতভাবে কিছুটা আলসে এবং রহস্যময় চরিত্রের। প্রায়শই তার অফিসে যেতে লেট হয়ে যায়! তিনি সেখানটায় বসকে গল্প বানিয়ে বলেন, তাই তো রবি ভাইয়ের উক্তি "বাঙালি যুক্তিতে বশ মানে না, তবে গল্পে ঘায়েল হয়। সেই গল্পে অল্প একটু সত্যের সাথে অনেকখানি মিথ্যা মিশিয়ে দিতে হয়, তাতেই কাজ হয়। পুরো মিথ্যায় গল্প যেমন জমে না, তেমনি পুরোপুরি সত্য গল্পেও মানুষের আস্থা কম।" উপন্যাসের একটি অংশ ছিল ফরিদ আর ফরিদের মা ফরিদা আক্তারের নিবিড় সম্পর্কের কথা! ফরিদ দুপুরে টেলিফোনে কি খেতে চায় সেটা বলতে গিয়ে চেপে গেলেও ফরিদা আক্তার ঠিকই ফরদিকে বুঝে ফেলতে পারেন। যা হয়ত প্রতিটি মা-ছেলে সম্পর্কের ক্ষেত্রেই সত্যি। কিন্তু এখানটায় রবি ভাইয়ের বিরুদ্ধে অনুযোগ, ফরিদের মা যেহেতু বিবাহিতা উনি ফরিদা আক্তার না হয়ে বেগম হতে পারতেন কিনা? উপন্যাসের শুরুতে ইভার সাথে প্রেম থাকলেও ক্রমান্বয়ে সম্পর্কটি ধুলার পাহাড়ে চাপা পড়ে যায় মুনার কারণে। যা সরাসরি দেবদাসের চন্দ্রমুখী না হলেও কিঞ্চিৎ সেটার কাছাকাছি! উপন্যাসে মুনার বাবা খালেকুজ্জামানের সুদীপ্ত উপস্থিতি উপন্যাসকে আরও প্রাণবন্ত করছে। উনার প্রেসে ম্যাগাজিনের পাতায় নেতার উল্টো ছবি হস্যরসের উদ্রেক করে। ফরিদের রহস্যময় চরিত্রের প্রতি মুনার নিবেদন সত্যিই মুগ্ধতা জাগানিয়া। শশব্যস্ত ফরিদ মুনার কল রিসিভ না করলেও মুনা ফরিদের সাথে দেখা করতে মুখিয়ে থাকে। কিন্তু দেখা করার দিনই বাধে যত বিপত্তি। বাংলাদেশের অন্য দশ-বিশটা ঘটনার মতোই রাজপথ থেকে গুম হয়ে যায় ফরিদ। বাংলাদেশের সমসাময়িক প্রেক্ষাপটে একটি গুম হয়ে যাওয়া মানুষের পরিবার এবং প্রেয়সীর আকুলতা কেউ এতো সুচারুরূপে তুলে ধরতে পারতেন না। পুলিশের দায়িত্বে চরম হেয়ালীপনা এবং দায় এড়ানোর অপচেষ্টাও রবি ভাই তুলে এনেছেন ফরিদের পরিবারকে এক থানা থেকে অন্য থানায় ছুটে যেতে গলদঘর্মের মাধ্যমে। মুনা ফরিদের সন্ধানে যেখানেই আশার প্রদীপ দেখেছেন সেখানেই ছুটে গেছেন। অনেকটা ডুবে যাওয়া মানুষের খড়কুটা আঁকড়ে ধরে বাঁচার মতন। পীরের আধ্যাত্মিক সংযোগের আড়ালে রবি ভাই দেখিয়েছেন গুমকারীদের সাথে আঁতাত। মুনা ব্যগ্র হয়ে ভুয়া অপহরণকারীদের ফোনে টাকা পাঠালে খালেকুজ্জামানের চাতুর্যে পুলিশ তাদের গ্রেপ্তার করে। তখনি রবি ভাইয়ের উক্তি, বাংলাদেশ হচ্ছে অর্ধেক ইতিহাসের দেশ। ইতিহাসের যে অংশটা অপ্রয়োজনীয়, সেটা খুব গুরুত্ব দিয়ে লিখা হয়! বাদ পড়ে যায় আসল অংশ। বইটির নামকরণ অসাধারণ ছিল মুনার নামে, যাকে লেখক চন্দ্রমুখী পরিচয় করিয়ে দেন এক চিত্তাকর্ষক ব্যাখায় যা সত্যিই আমায় মুগ্ধ করেছে। বইটির পরিশিষ্টও গায়ে কাঁটা দেয়ার মতন ছিল। সার্বিকভাবে বলা যায় প্রেম, পারিবারিক বন্ধন, রসবোধ আর অনিশ্চয়তার চাদরে একখানা সরেস বই চন্দ্রমুখী! তবে রবি ভাইয়ের বিরুদ্ধে আমার অভিযোগ আছে! উনি উপন্যাসটি খুব দ্রুত সমাপ্তি টেনে দিয়েছেন। এটা লেখক হিসেবে উনার সফলতা বা ব্যর্থতা দুটোই বলা যায়। ৮৮ পৃষ্ঠার বইটি মাত্র ১ ঘন্টায় পড়া হয়ে গেছে। অন্তত এই বইটা আরও ঘন্টা পাঁচেক পড়লেও বিরক্তি কিংবা একঘেয়ামী আসত না। রবি ভাই, আমার মতো পাঠকদের বঞ্চিত করেছেন। আশাকরি, খুব দ্রুত আরেকটি বই দিয়ে সেই বাঞ্চনার প্রায়শ্চিত্ত করবেন।।

      By Toufiqul Islam Khan

      10 Feb 2018 02:34 AM

      Was this review helpful to you?

      or

      প্রথমেই বলে রাখি খুব সহজ সরল ভাষা, প্রচন্ড হিউমার আর হালকা গিমিকের কারণে রবি ভাইয়ের লেখা আমার বরাবরই ভালো লাগে।। যার অন্যতম একটি উদাহরণ "চন্দ্রমুখী" উপন্যাসটি। বইমেলা থেকে আমার এবারের কেনা প্রথম বই চন্দ্রমুখী। মাত্র ৮৮ পৃষ্ঠার একটি উপন্যাস। প্রথমে ভেবেছিলাম ১ ঘন্টার মধ্যে শেষ হয়ে যাবে। কিন্তু সেটা আর হয়নি। রাত ১.৩০ এ শুরু করেছিলাম। সেই বই শেষ করতে ৪ টা বাজছে। প্রথম ৪৫ পৃষ্ঠা একটানা পড়েছিলাম কিন্তু ৪৬ পৃষ্ঠা থেকে শুরু করার পর আর একটানা পড়তে পারিনি। এখান থেকেই মূলত আসল গল্পটা শুরু। এতো এক্সাইটমেন্ট আর গল্পের এতো গতির কারণে দুইবার বই রেখে ঘর দিয়ে পায়চারি করেছি আর ভেবেছি এর পর গল্পটা কোনদিকে যেতে পারে। এই গল্পের মূল চরিত্র ফরিদ। এই চরিত্রটি একাধারে সহজ সরল, একটু বোকা আর ইন্টারেস্টিং। এই গল্পের আরেকটি মূল চরিত্র মুনা। যে কিনা ফরিদের প্রেমে একেবারে অন্ধ। একটু ঘুরিয়ে ফিরিয়ে এই নায়িকার নামেই গল্পের নামকরণ। এই উপন্যাসের অন্যতম প্রধান এবং আমার প্রিয় চরিত্র মুনার বাবা, জনাব খালেকুজ্জামান। যিনি একাধারে রিয়ালিস্টিক, হিউমারাস এবং যথেষ্ট ইন্টারেস্টিং। নায়ক নায়িকার মিলন না হলেও যে একটা গল্প অসাধারণ হয়ে উঠতে পারে তার অন্যতম একটি উৎকৃষ্ট উদাহরণ "চন্দ্রমুখী" উপন্যাসটি।। "বাংলাদেশ হচ্ছে অর্ধেক ইতিহাসের দেশ। ইতিহাসের যে অংশটা অপ্রয়োজনীয়, সেটা খুব গুরুত্ব দিয়ে লেখা হয়। বাদ পড়ে যায় আসল অংশ।।" শুধুমাত্র এই তিনটা লাইনের কারণে চন্দ্রমুখী আমার কাছে অমর হয়ে থাকবে।। দুইটা জায়গায় আমার ছোট্ট দুইটা অবজারভেশন আছে। ফরিদের মায়ের আকস্মিক মৃত্যুটা আমার কাছে একটু অবাক লেগেছে। মৃত্যুর আগ পর্যন্ত তিনি মোটামুটি ঠিকঠাক এবং সুস্থ ছিলেন। এই জায়গাটা একটু অন্যরকম হলেও হতে পারতো। এছাড়া মুনা যেভাবে এসে ফরিদের বাসায় এবং ফরিদের বাবা মায়ের মনে অবস্থান নেয় এই অংশটায় একটু তাড়াহুড়ো মনে হয়ে। এই অংশটুকু আরেকটু বিস্তারিত হলে হয়তো ভালো হতো।। "চন্দ্রমুখী উপন্যাসটি বইমেলার ৩২৬-৩২৮ নং স্টল "আদর্শ প্রকাশনী" তে পাওয়া যাচ্ছে।। এরকম একটা বই কালেকশনে থাকায় লাভ ছাড়া এক ফোটা লস নেই।। রবি ভাই, একটা কথা বলি, বেয়াদবি নিয়েন না। ২০১৩ তে "কাগজের নৌকা"র চার বছর পরে "চন্দ্রমুখী" উপন্যাসটি পেলাম। বছরে অন্তত একটা করে এই চার বছরে চারটি উপন্যাস আমাদের দিতে পারতেন। সেই পাওয়া থেকে হয়তো আমরা বঞ্চিত হয়েছি। আশা করি পরের বছরগুলোতে আমাদের আর বঞ্চিত করবেন না।। ভালো থাকবেন রবি ভাই, অনেক অনেক ভালবাসা আর শুভকামনা রইলো।।

      By Halima Zaman

      08 Feb 2018 01:56 AM

      Was this review helpful to you?

      or

      বিগত ২০ মিনিট যাবত মোটামুটি তব্দা হয়ে আছি। খুব বিশ্লেষণমূলক সমালোচনা করা আমার পক্ষে সম্ভব না। রবি দা, একেবারে মন থেকে যদি বলি আমি কখনও কল্পনাও করতে পারি নাই এত সহজভাবে এমন কঠিন আর বাস্তব চিত্র আপনি উপন্যাসে তুলে ধরবেন। উপন্যাসটার একেবারে শেষ অংশটুকু মনে হয় খুব বেশি ছুঁয়ে গেছে। একেবারে শেষের কয়েকটা লাইনআমার ব্যক্তিগত ভাবে খুব বেশি মনে ধরেছে। "এই অনিশ্চিত শহরে কেউ সহজে আসতে চায় না। গর্ভের শিশুটি এত খবর জানে না। সে ব্যাগ্র হয়ে আছে পৃথিবীর আলো গায়ে মাখার অপেক্ষায়।" ব্যক্তিগত ভাবে আমি রবি ভাইকে যতটুক চিনি উনার লেখালেখির মূল আকর্ষণ মোটামুটি হাসি ঠাট্টা করা যায় এ সমস্ত বিষয়। তাই কেন যেন রাজনৈতিক একটা ইস্যু হলেও উপন্যাসটার প্রতিটা প্লটে ব্যক্তিগত অনুভূতির ব্যাপারগুল এত বেশি মাত্রায় ছিল যে একবারের জন্য ও মনে হয়নি খুব গুরু গম্ভীর কোন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। উপন্যাসটা টা একই সাথে অসম্ভব কষ্টের, কিন্তু একই সাথে খুব হালকা ভাবে আমাদের চারপাশের একেবারে সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর ত্রুটি বা সিস্টেম যা ই বলেন না কেন সব ই ধরা পড়েছে। দিনশেষে কাঠখোট্টা শব্দের লেখা পড়তে কারও ভালো লাগেনা, বিশেষ করে বর্তমান সময়ে। এত সহজ সুন্দর কিন্তু বাস্তবিক রূপে তুলে ধরে একটা গল্প বলার জন্য লেখককে মন থেকে ধন্যবাদ। আর Ashif Entaz Rabi ভাই আপনার লেখার নিজস্ব ভঙ্গিটা এই উপন্যাসে মনে হয় আরও বেশি পাকাপোক্ত হয়েছে। আমার ধারণা আজ অবধি যত লেখা লিখেছেন তার মাঝে আপনার "চন্দ্রমুখী " টাই মুখর হয়ে আছে। আমি আবার ও বলি আমি চিন্তাও করি নাই আমার এত ভালো লাগবে। আর সবচেয়ে বড় কথা আপনার নিজস্ব লেখার ভঙ্গিটা একান্তই স্রষ্টা প্রদত্ত আপনার আশীর্বাদ। আশা করি যে দেশে , যে অবস্থায় ই থাকেন না কেন ঠিক আপনার মত করে গল্পগুলো লিখে যাবেন ,

      By H.M. Fayequzzaman Fahad

      05 Feb 2018 09:54 AM

      Was this review helpful to you?

      or

      #বই_রিভিউঃ #বইয়ের_নামঃ চন্দ্রমুখী #লেখকঃ আশিফ এন্তাজ রবি #প্রকাশনাঃ আদর্শ প্রকাশনী #প্রথম_প্রকাশঃ অমর একুশে গ্রন্থমেলা ২০১৮ #পৃষ্ঠা_সংখ্যাঃ ৮৭ #মুদ্রিত_মূল্যঃ ২০০টাকা। ২৫% ডিসকাউন্টে ১৫০ টাকা। #কাহিনী_সক্ষেপঃ কাহিনীটা মূলত সংক্ষেপে বলার মত না। তবুও রিভিউ এর খাতিরে সামান্য তো বলতেই হয়! আইটি ফার্মের একজন সাধারণ কর্মকর্তা ফরিদ। প্রতিদিন সকালে ঘুম থেকে দেরি করে ওঠা তার অভ্যাস বলা চলে। প্রকৃত অর্থে একজন পূর্ণ অগোছালো মানুষ বলতে যাদের বুঝি তাদেরই প্রতিচ্ছবি ধরা যায় ফরিদকে। এরকম একজন মানুষের প্রেমে একেবারে একাকার অবস্থা হয়ে যায় মুনা নামের একটা মেয়ের। প্রথম দিকে সামান্য বেখাপ্পাভাবে কাহিনী বাড়তে থাকে। একটা সময় গিয়ে কাহিনী মোড় নেয় একটা গুমের ঘটনায়। এরপর পুলিশের আগমন। ফরিদের বাবা-মার অস্থিরতা। ফরিদকে অপহরণ করে নিয়ে যাওয়া হয় কোথাও। কারা এই কাজ করলো, কেন করলো এর সন্ধান করতে তদন্ত হয় অনেক। ৩ মাস কেঁটে যায় এরই মাঝে। ঘটে বেশ কিছু অপ্রীতিকর ঘটনা। ফরিদকে কি ফিরিয়ে আনতে পারবে পুলিশ? এই প্রশ্নের উত্তর আমি দিচ্ছি না অবশ্যই। জানতে হলে পড়তে হবে ‘চন্দ্রমুখী'। পাওয়া যাচ্ছে ৩২৬-৩২৮ নম্বর স্টলে। #পাঠ_প্রতিক্রিয়াঃ প্রথমত এর প্রতিক্রিয়া জানাতে গেলে শব্দভাণ্ডার শূণ্য হয়ে যাওয়ার সম্ভাবনা ব্যাপক। রবি ভাইয়ের লেখার সাথে পরিচয় ‘কাগজের নৌকা' দিয়ে। ওটাও চমৎকার পর্যায়ের বই ছিল। এটা আগেরটা থেকে অনেক গুণে বেশি ভালো। বিরতিহীন বই পড়ে যাওয়াটা আমার জন্য বেশ কষ্টসাধ্য ব্যাপার। তবুও কিভাবে যেন এটা পড়ে ফেললাম। অবিশ্বাস্য একেবারেই। আমি কোথাও যেন হুমায়ূন আহমেদ স্যারের অনুভূতি পাচ্ছিলাম। ঠিক একই রকমভাবে গল্পের বিস্তার। বর্ণনার চোখটাও কেন যেন মিলে যাচ্ছিলো। হয়তো আমার দৃষ্টির ভুল। হতেও পারে। বইটির এবছরের সেরাদের তালিকায় থাকার যোগ্য বলে আমি ব্যাক্তিগতভাবে মনে করি। #বাকিসবঃ একটা বানা ভুল ধরা পড়েছিল, পড়ার সময়। এখন খুঁজে পাচ্ছি না কোন পৃষ্ঠায়। এছাড়া বাকিসব সন্তোষজনক ছিল বেশ। #ব্যাক্তিগত_রেটিংঃ ৪/৫ (আমি কিপটা মানুষ। বেশি মার্ক দিতে পারি না।)

      By Masud

      05 Feb 2018 06:01 AM

      Was this review helpful to you?

      or

      এই লেখকের বই আগে পড়িনি। একটু দোনোমোনো করে বইটা হাতে নেই, কিন্তু তারপর এক নিঃশ্বাসে বইটা পড়ে ফেলি। দারুণ লিখেছেন আশীফ এন্তাজ রবি। হুমায়ুন আহমেদের লেখার সাথে আপনার লেখার অনেক মিল, সেইটা খুবই উপভোগ্য। আপনি আরো লিখুন, আমি আপনার পরের বইটার জন্যে অপেক্ষায় থাকবো।

      By Nuhiatul islam labib

      05 Feb 2018 10:13 AM

      Was this review helpful to you?

      or

      বুক রিভিউঃ ‘চন্দ্রমুখী' (আশীফ এন্তাজ রবি) এই বইয়ের বর্ণনা দেবার জন্য পর্যাপ্ত পরিমানে শব্দ আমার শব্দভান্ডারে রয়েছে কি না তা নিয়ে আমি যথেষ্ট চিন্তিত। শুধু চিন্তিতই নয় আমি রীতিমতো ভয়ে রয়েছি। আমার ভয়টা মূলত আমার রিভিউ পড়ে এতো অসাধারণ বইটি সম্পর্কে যদি কেউ মনে ভুল ধারণা গেঁথে নেয় সে নিয়েই। তাই দয়া করে একবার হলেও বইটি পড়ে নিয়ে তারপর বিচার করবেন। কাগজের নৌকা উপন্যাসটির পর চন্দ্রমুখী উপন্যাসটি বের করতে লেখক সময় নিয়েছেন চার বছর। তাই কৌতুহলবশত এবারের বইমেলার প্রথম বইটি আমি ‘চন্দ্রমুখী' দিয়েই শুরু করেছি। উপন্যাসটির আকৃতি কেবল ৮৮ পৃষ্ঠা। দেখেই মন খারাপ হয়ে যাওয়ার মতো কথা। তার উপর এক পৃষ্ঠায় লাইনের সংখ্যাও আহামরি বেশি নয়। বলতে গেলে এক রাশ হতাশা নিয়েই বইটি পড়া শুরু করেছিলাম। কিন্তু উপন্যাসটি পড়ে সত্যিই আমার সমস্ত হতাশা উবে গিয়ে চোখ থেকে বেয়ে আসা সুখের জলে পরিনত হয়েছে। সত্যিই, দীর্ঘদিন পর একটি সুন্দর উপন্যাস পড়বার সুখ পেলাম। চন্দ্রমুখী উপন্যাসের মূল চরিত্র ফরিদ। ফরিদ বেশ সাদামাটা চরিত্র ,তবে ইন্টারেস্টিং। উপন্যাসের আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্র হলো মুনা। যে কি না ফরিদের প্রেমে একেবারে হাবুডুবু। গল্প বেশ সাদামাটা ভাবেই এগোচ্ছিল। বই যতোই পড়ছি ততোই মনে হচ্ছিল এতো ছোট উপন্যাসে বুঝি তৃপ্তি পাবো না। দেখতে দেখতে অর্ধেক উপন্যাস শেষ । উপন্যাসের মূল গল্প শুরু হয় ৪৬ পৃষ্ঠার পর থেকে। গুলশানে এক ভয়াবহ ঘটনা ঘটে। আর এরপর থেকেই প্রতি মুহূর্তেই আপনার মনে এক ধরণের উৎকণ্ঠা সৃষ্টি হবে। মনে হবে উপন্যাসটা আরেকটু ছোট হলেই পারতো। তাহলে অন্তত এতোটা উত্তেজনার মধ্য দিয়ে যেতে হতো না। উপন্যাসের আরেকটি ইন্টারেস্টিং চরিত্র হচ্ছে ‘ইমন’। লেখক যে কতোটা অসাধারণ করে এই চরিত্র ফুটিয়ে তুলেছেন তা সত্যিই অবাক করা ব্যাপার। উপন্যাসটির ফিনিশিং ছিল সবথেকে বেশি আকর্ষণীয়। গল্পের সমাপ্তি যে কোন ঘটনা দিয়ে শেষ হতে চলেছে তা বুঝতে আপনার শেষ পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। আর বিশ্বাস করুন গল্পের সমাপ্তি আপনাকে মুগ্ধ করতে করতে ক্লান্ত করে দেবে। এই উপন্যাসের ব্যাপারে লেখক আশীফ এন্তাজ রবি একটি কথা বলেছিলেন ‘চন্দ্রমুখী উপন্যাসে একটা লাইন আছে: বাংলাদেশ হচ্ছে অর্ধেক ইতিহাসের দেশ। ইতিহাসের যে অংশটা অপ্রয়োজনীয়, সেটা খুব গুরুত্ব দিয়ে লেখা হয়। বাদ পড়ে যায় আসল অংশ। আমি সেই আসল অংশ বলার চেষ্টা করেছি'। এক কথায় অসাধারণ একটি বই। আমার পড়া সেরাদের তালিকায় থাকবে বইটি। যদি নম্বর দিতে হয় আমি ১০/১০ দিব উপন্যাসটিকে। আমি একটা দশমিক নাম্বারও বাড়িয়ে দিচ্ছি না। পড়লেই বুঝতে পারবেন এই বইটির আবেদন কতখানি। আশা করছি বইটি কিনতে কেউ কার্পণ্যতা করবেন না।

      By Simul Parvez

      23 Feb 2018 08:36 AM

      Was this review helpful to you?

      or

      জীবনের প্রথম কোন উপন্যসের রিভিও লিখতে বসেছি। ২০১৫ সালে 'কাগজের নৌকা' পড়েই রবি ভাইকে লেখক হিসাবে চিনি। আরজে হিসাবে চিনতাম ২০১৩ সাল থেকে। কাজের কথায় আসি- ৮৭ পৃষ্ঠা শেষ করে থ মেরে বসে আছি। মাথার উপর দিয়ে গেল পরিশিষ্টের ২ পাতা। আরো দুই বার পড়ে নিউট্রাল হলাম। মাঝামাঝি কোন একটা সময় ফরিদ ও মুনার সংসারটা দেখতে খুব ইচ্ছা করছিল।মনে হচ্ছিল, এই মুহুর্তে তাদের মিলন হোক, বিয়ে হোক, ১০০০ পাতা না হোক অন্তত ৮৭ পাতা পর্যন্ত তাদের সূখের সংসার হোক। কিন্তু লেখকরা তা করেন না, তারা পাঠকদের আরো সাহিত্যরস দিয়ে দেন,যেটা তাদের কল্পনাতীত। পাঠকরা মুনার মত অজস্র দীর্ঘশ্বাস চেপে রাখে। লিখনির প্রতিটা ভাজে ভাজে ঢুকিয়ে দেন পৃথক পৃথক শিহরন। রবি ভাইও তাই করলেন - ফরিদের জীবনের গাঢ় কালো তিমিরে তিনি কখনো নিয়ে এসেছেন স্বচ্ছ আলো, কখনো এনেছেন নাইট গার্ডদের হাতের টর্চ লাইট, কখনো নিয়ে এসেছেন টাইটানিকের হেড লাইট। কিন্তু যখন একটা অধ্যায় শেষ করে নতুন অধ্যায় ধরি, আবার কালোতে ডুবিয়ে দেন ফরিদকে, যেন- দূরপাল্লার কোন বাস রাস্তার পাশে পড়ে থাকা ফরিদের গায়ে অনিচ্ছাকৃত ভাবে ঝলকানি দিয়ে গেল। . চট্টগ্রামে কিভাবে বইটা পাবো, এটা জানতে চেয়ে ভাইয়ের কাছে ইনবক্স করেছিলাম।তিনি রকমারি থাকে সংগ্রহ করার পরামর্শ দিলেন। বই হাতে পাওয়ার পর জানালে তিনি বললেন -পড়ে জানাতে! তাই এই লিখনি। . রবি ভাই, শেষ করার পর মাথা হ্যাং হয়ে আছে, কাজ করছে না।কেমন লাগলো বলতে পারবো না।

      By zahidur rahman

      22 Feb 2018 09:57 PM

      Was this review helpful to you?

      or

      Ashif Entaz Rabi রচিত "চন্দ্রমুখী" বইটা আমার কাছে এক নতুন দিনের রচনা বলে মনে হয়েছে। এক নগণ্য পাঠক হিসেবে যাচাই করতে বললে আমি বলব বাংলা সাহিত্যে এই লেখকের অনেক কিছু দেবার আছে (ভিন্নমত থাকতেই পারে, তাতে আমার কিছু যায় আসে না)। অসম্ভব প্রতিভাবান এই লেখকের লেখার ধরনটাই আলাদা। হয়তো অনেকে বলবেন কিছুটা হুমায়ন আহমেদ টাইপ হয়েছে কিন্তু আমি যেহেতু ব্যক্তিগতভাবে লেখক কে চিনি তাই বলছি এটা তার সরল একটা প্রকাশ। "হুমায়নিজম" বলতে পারেন তাতে ক্ষতি কি? গল্পের অবকাঠামো অতুলনীয়। এখানে গুম হবার ঘটনা লেখক এমন ভাবে এনেছেন যে পাঠক হটাত গুম হয়ে যাবেন। গল্পের সাথে এমন সম্পর্ক স্থাপন করাটাই প্রতিভাবান লেখকের প্রতিভা। আমি এই লেখকের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং ভবিতষ্যতে আরও লেখা চাইছি। দীর্ঘ ও মঙ্গলময় হোক লেখকের জীবন :)

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!