User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
বইটি আমার কাছে এতো ভাল লেগেছে, আমি ভাষায় প্রকাশ করতে পারবো না । আমি অনেক দিন ধরে গণিত শেখার জন্য ভাল কোন বই খুঁজতে ছিলাম । এই বইটা পেয়ে আমার মনের আশা পুর্ণ হয়েছে । সুবিন ভাই, আশা করি আপনি আমাদের এরকম আরও অনেক বই উপহার দিবেন । যাতে করে আমরা শিক্ষার রস উপভোগ করতে পারি । সুবিন ভাই আপনি দীর্ঘজীবী হউন ।
বইঃ বিয়ন্ড দ্য ম্যানমেইড ইউনিভার্স লেখকঃ তাসরুজ্জামান বাবু ধরণঃ সায়েন্স ফিকশন পৃষ্ঠাঃ ১১২ মূল্যঃ ১৭৬টাকা প্রকাশনঃ সময় প্রকাশন কাহিনী সংক্ষেপঃ বিজ্ঞানী জ্যাকব শ্যারন হঠাৎ করে এক বিস্ময়কর আবিষ্কার করেন। তিন বছর আগে মহাকাশে ছুড়ে দেওয়া তার দ্রুততম স্পেসশিপ হেলেন-৮ খুঁজে বের করে অন্য আরেকটি মহাবিশ্ব। সে মহাবিশ্বে থিয়ান নামের একটি গ্রহে খুঁজে পায় প্রাণের অস্তিত্ব। এত কম সময়ে একটি মহাবিশ্ব পাড়ি দিয়ে আরেকটি মহাবিশ্ব আবিষ্কার সত্যিই এক বিস্ময়কর ঘটনা। এই খবর জানাজানি হলে বিশ্ববাসীর কাছে রাতারাতি তিনি সের...See More
#রকমারি_রিভিউ_প্রতিযোগ ডিসেম্বর বইঃ দ্য এন্ড লেখকঃ আবুল ফাতাহ পৃষ্ঠাঃ ৩১৯ মুদ্রিত মূল্যঃ ৩৮০টাকা ধরণঃ হিস্টোরিক্যাল থ্রিলার প্রকাশনীঃ রোদেলা প্রথম প্রকাশঃ বইমেলা ২০১৮ রেটিং:- ৪/৫ কাহিনী সংক্ষেপঃ বাংলাদেশের বিখ্যাত পর্যটন এলাকা কক্সবাজারে হঠাৎ করেই এক অজ্ঞাতনামা ব্যক্তির লাশ পাওয়া গেলো। হত্যা নাকি আত্মহত্যা? এই নিয়ে বেশ দোটানায় পরতে হলো সবাইকে। পোস্টমর্টেম রিপোর্টেও মৃত্যুর সঠিক কারণ পাওয়া যায়নি। কেসটা পুলিশের হাত ঘুরে ডিবির কাছে যায়। ডিবি পুলিশ জাহিদ লাশের জামা থেকে একটা কাগজ পায় যেখানে অপরিচিত...See More
It is little bit hard to understand but I know about my problems.
জোছনারাতে মানুষের একটি ছায়া থাকে। কিন্তু ইলার ক্ষেত্রে ব্যতিক্রম, তার ছায়া দুটি। তাও একটি পুরুষের এবং একটি নারীর। ইলার এই দুই ছায়ার রহস্য উন্মোচনে তার হতবিহ্বল বাবা মা এলেন ডক্টর তরফদার কাছে। পুরুষ ছায়ার উৎস খুঁজতে গিয়ে ইমন নামের এক যুবকের সন্ধান পান। এই যুবক জোছনারাতে ছায়া হয়ে ইলার কাছে আসে, তাকে সম্মোহিত করে এবং ফিসফিস করে কথা বলে। অথচ বাস্তবে ইলার সাথে তার কিভাবে পরিচয় হল, বা আদৌ তাকে চেনে কিনা তার কিছুই তা ইলা বলতে পারে না। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে তার বিয়ে ভেঙ্গে যায়। এতে অবশি ইলার কোন ভ...See More
নাজমুল ও শিখার একমাত্র সন্তান অনিক। আট বছরের এই ছেলেটিকে একদিন রাতে হঠাৎ খুঁজে পাওয়া গেলনা, শেষ পর্যন্ত বাড়ির বাগানের মধ্যে, জোছনা রাতে আকাশের দিকে তাকিয়ে চাঁদ দেখছে আর কার সাথে যেন কথা বলছে। অথচ পাশে কেউ নেই। জানতে চাইলে বলে তার মায়ের সাথে কথা বলছে। শিখা আর নাজমুল তো ছেলের কথা শুনে বিস্ময়ে বাকরুদ্ধ! শেষ পর্যন্ত অনিক তাদের জানালো তার বাবা মৃত আর তার মা অসুস্থ্য। সুযোগ পেলে সে তার মায়ের কাছে চলে যায়। ছেলের এ কথা শুনে মা শিখার শয্যাশায়ী অবস্থা, যে ছেলেকে নিজে পেটে ধরেছেন সেই কিনা বলে তার মা অন্য এ...See More
জিনিয়া নামের মেয়েটি। সাদা শাড়িতে আরো সুন্দর লাগে দেখতে। যে কেউ প্রথম দর্শনেই পছন্দ করার মত সৌন্দর্য। পাভেল ও মুগ্ধ ছিল জিনিয়ার সৌন্দর্যে। তবে এখন যে রূপে জিনিয়াকে দেখছে তা শুধুই চরম ভয়ংকর আর আতংকের। একটু আগে জিনিয়াকে দেখেছে দারোয়ানের কাটা মাথা হাতে বাসার মধ্যে প্রবেশ করতে। তারপর রক্ত পান করছে নীলার। এখন এগিয়ে আসছে তারই দিকে। পাভেল স্পষ্ট বুঝতে পারছে জিনিয়ার হাতে তার মৃত্যু হবে, ভয়ংকর যন্ত্রণাদায়ক মৃত্যু। যা সে কোন ভাবেই কামনা করে না। তাই সবটুকু চেষ্টা করে এখন বুঝতে পারছে আর বাঁচার উপায় নাই। কারন...See More
এক ফোঁটা পানি! এক ফোঁটা পানি! শাহানার মনে হচ্ছে এই এক ফোঁটা পানির জন্যে সে জীবনের সব কিছু বিসর্জন দিতে পারবে। মৃত্যুর আগে যেভাবেই হোক এক ফোঁটা পানি তার চাই ই চাই! ধসে পরা হিমালয় নামক নয় তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আটকে থেকে এমনটাই ভাবছেন শাহানা। তার বর্তমান অবস্থা সম্পর্কে কেউ জানে না, অন্ধকার আন্ডারগ্রাউন্ডে তিলে তিলে ভয়ানক মৃত্যু কষ্ট অনুভব করছে। সবচেয়ে বেশী মন কাঁদছে তার সাথে তার পেটে ঠাই করে নেয়া অনাগত শিশুটির কথা ভেবে। বাচ্চাটাকে সে কোন ভাবেই বাঁচাতে পারবে না, অথচ সে তাকে প্রাণপণ বাঁচাতে চায়।...See More
বাংলাদেশ ক্রিকেট জগতের এক অনন্য নক্ষত্র মাশরাফী। একনিষ্ঠ একাগ্রতা আর দৃঢ়তায় এগিয়ে নিয়ে চলেছেন আমাদের ক্রিকেটাঙ্গনকে। ক্রিকেট যতদিন থাকবে বাঙালির ঘরে ঘরে থাকবে মাশরাফীর নামটাও। সাহসিকতা ও অটুট মনোবলে খেলে চলেছেন, সেই সাথে আলোকিত করেছেন বাংলাদেশকে বহির বিশ্বে। নিজের সবটা সেই সাথে সেরাটা দিয়ে সাপোর্ট দিয়ে গেছেন পুরোটিমকে। নবীনদের জন্য, তরুণদের জন্য এক স্মরণীয় আদর্শ মাশরাফী। ভক্তমনে চির জাগরূক আইডল। যেভাবেই বলা হোকনা কেন আসলে হয়তো খামতি রয়েই যাবে। তাকে নিয়েই লিখা মাশরাফীর জন্য ভালোবাসা। অনেক অজানা ব...See More
Thanks Emon for publish this book. Yes this not a book this is totally living.