User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এক ফোঁটা পানি! এক ফোঁটা পানি! শাহানার মনে হচ্ছে এই এক ফোঁটা পানির জন্যে সে জীবনের সব কিছু বিসর্জন দিতে পারবে। মৃত্যুর আগে যেভাবেই হোক এক ফোঁটা পানি তার চাই ই চাই! ধসে পরা হিমালয় নামক নয় তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে আটকে থেকে এমনটাই ভাবছেন শাহানা। তার বর্তমান অবস্থা সম্পর্কে কেউ জানে না, অন্ধকার আন্ডারগ্রাউন্ডে তিলে তিলে ভয়ানক মৃত্যু কষ্ট অনুভব করছে। সবচেয়ে বেশী মন কাঁদছে তার সাথে তার পেটে ঠাই করে নেয়া অনাগত শিশুটির কথা ভেবে। বাচ্চাটাকে সে কোন ভাবেই বাঁচাতে পারবে না, অথচ সে তাকে প্রাণপণ বাঁচাতে চায়। শেষ পর্যন্ত সে ফোন করলো রিবিটকে। কিন্তু বাস্তবতা যে বড় কঠিন। কারন শাহানাকে উদ্ধার করতে হলে তাকে প্রবেশ করতে হবে মৃত্যু কূপে, যেখানে এরই মধ্যে শত শত মানুষের মৃত্যু ঘটেছে। শেষ পর্যন্ত রিবিট কি উদ্ধার করতে পেরেছিল শাহানাকে? রহস্য আর থ্রিলারে পরিপূর্ণ “হিমালয়ে রিবিট (সিটি-আনন্দ আলো সাহিত্য পুরস্কারপ্রাপ্ত”।
Was this review helpful to you?
or
এক ফোঁটা পানি! এক ফোঁটা পানি! শাহানার মনে হচ্ছে এক ফোঁটা পানির জন্য তাঁর জীবন ফেটে যাচ্ছে। এর জন্য সে জীবনের সব কিছু বিসর্জন দিতে পারবে। মৃত্যুর আগে যেভাবেই হোক, এক ফোঁটা পানি তাঁর চাই ই চাই। কিন্তু কীভাবে পাবে? জানে না সে, জানার কোন উপায় নেই। কারন সে আটকে পরে আছে ধসে পড়া হিমালয় নামে ১০ তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে। তাঁর বর্তমান অবস্থা সম্পর্কে কেউ জানেনা। সম্পূর্ণ পৃথিবী থেকে সে বিচ্ছিন্ন, একেবারেই বিচ্ছিন্ন। অন্ধকার আন্ডারগ্রাউন্ডে তাকে তিলে তিলে মৃত্যুবরণ করতে হবে। এরকম ভাবতেই বার বার শিউরে উঠছে সে। খুব মন খারাপ হচ্ছে ভেবে যে, তাঁর সাথে তাঁর পেটের বাচ্চারও মৃত্যু হবে। বাচ্চাটাকে সে কোনভাবেই বাঁচাতে পারবেনা। অথচ সে তাকে বাঁচাতে চায়। যেভাবেই হোক বাঁচাতে চায়। তাই শেষ প্রচেষ্টা হিসেবে সে ফোন করলো রিবিট কে। কিন্তু রিবিট তাকে সেরকম কোন আশার কথা শোনাতে পারলোনা। কারন অতিরিক্ত ঝুঁকির কারনে কোন উদ্ধারকর্মী ই উদ্ধারকাজে অংশ নিতে চাইছে না। শেষে রিবিট একাই সিদ্ধান্ত নেয়, সে নিজেই উদ্ধারকাজে অংশ নেবে। কিন্তু বাস্তবতা যে বড় কঠিন। কারন শাহানাকে উদ্ধার করতে হলে তাকে প্রবেশ করতে হবে এক অন্ধকার মৃত্যুকূপে। যেখানে এরই মাঝে শত শত মানুষের মৃত্যু ঘটেছে। এরপর শুরু হলো শ্বাসরুদ্ধকর অভিযান। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে রিবিট একাই উদ্ধারে অংশ নিলো। সন্ত্রাসী জলিল আর তার গুন্ডাবাহিনী ও কিন্তু থেমে থাকলো না। তারাও শেষ মুহূর্ত পর্যন্ত বাধা দিলো রিবিটকে। শেষে শাহানা, সবুজ আর রিবিট কে নিয়ে তৈরি হলো এক অসাধারণ আখ্যান। এক টানে পড়ার মতো বইটির শেষ পর্যন্ত না গেলে মিস হয়ে যাবে অসাধারণ একটি গল্পের।
Was this review helpful to you?
or
মোশতাক আহমেদ উপন্যাস, ভৌতিক, প্যারাসাইকোলজি ও সায়েন্স ফিকশনসহ সাহিত্যের বিভিন্ন শাখায় বিচরণ করেন। তবে সায়েন্স ফিকশন লেখক হিসেবে ইতিমধ্যে পাঠকের হূদয় জয় করে নিয়েছেন। কিশোরদের কাছে তাঁর লেখা রিবিট সিরিজটি ব্যাপকভাবে জনপ্রিয়। এ বছরও রিবিট সিরিজের একটি বই প্রকাশিত হয়েছে ‘হিমালয়ে রিবিট’। পুরান ঢাকার আজিমপুরে একটি নয়তলা বিল্ডিং ধসে পড়েছে। সেই ফ্ল্যাটে ৬৪টি পরিবার থাকে। সেই বিল্ডিংয়ের ষষ্ঠ ফ্লোরে থাকে শাহানা। সে এক ফোঁটা পানি বলে হাহাকার করছে। তার মনে হচ্ছে, এক ফোটা পানির জন্য সে জীবনের সবকিছু বিসর্জন দিতে পারবে। মৃত্যুর আগে যেভাবেই হোক এক ফোঁটা পানি তার চাই, কিন্তু কীভাবে? সে আটকা পড়ে আছে ধসে পড়া হিমালয় নামক নয়তলা ভবনের আন্ডারগ্রাউন্ডে। তার বর্তমান অবস্থা সর্ম্পকে কেউ জানে না। অন্ধকার আন্ডারগ্রাউন্ডে তাকে তিলে তিলে ভয়ানক কষ্ট ভোগ করে মৃত্যুবরণ করতে হবে। এরকম ভাবতেই তার গা শিউরে উঠছে। শেষ পর্যন্ত রিবিট কি উদ্ধার করতে পেরেছিল শাহানাকে?