User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
মুটামুটি ভালো লেগেছে। তবে 34 পৃষ্ঠার টাইপিং ২টি ভুল পেয়েছি আর 45,57,67,75 পৃষ্ঠায় একটি ভুল পেয়েছি।
Was this review helpful to you?
or
মোশতাক আহমেদ স্যার এর লেখা বরাবরই সাবলীল। সুন্দর একটি বই। এটি আপনাকে মনোজগৎ এর ঐশ্বর্যের সন্ধ্যার দিতে পারবে ঠিকই, কিন্তু বইটা পড়ার পর আহামরি ভয় পাবেন বলে মনে হয় না।
Was this review helpful to you?
or
মনপুত
Was this review helpful to you?
or
The book was great
Was this review helpful to you?
or
Recomend to buy this book
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
it's very nice book
Was this review helpful to you?
or
অনিন্দ্য প্রকাশনী থেকে প্রকাশিত মোশতাক আহমেদ রচিত ভৌতিক উপন্যাস ‘অশুভ আত্মা’। বইটির প্রচ্ছদ করেছেন বিপ্লব দেব। <br> মেয়েটির নাম জিনিয়া দেখতে অপূর্ব সুন্দর। পাভেল মুগ্ধ ছিল জিনিয়ার রূপে। তবে জিনিয়ার যে রূপ এখন সে দেখতে পাচ্ছে তা চরম ভয়ংকর আর আতঙ্কের। একটু আগে সে জিনিয়াকে দেখেছে দারোয়ানের কাটা মাথা হাতে বাসার মধ্যে প্রবেশ করতে । তারপর রক্ত পান করেছে নীলার । পাভেল বুঝতে পারছে জিনিয়ার হাতে তার মৃত্যু আছে, সে মৃত্যু হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। কিছুদিন ধরেই সে চেষ্টা করছিল জিনিয়ার কাছ থেকে দূরে থাকতে । কেউ জিনিয়ার অস্তিত্তের বিষয়টা স্বীকার করতে চায়নি। তবে পাভেল বিশ্বাস করত জিনিয়া আচে।জিনিয়া ইতিমধ্যে হত্যা করেছে কয়েকজনকে... এখন হত্যা করতে চাচ্ছে পাভেলকে। শেষ পর্যন্ত কি পাভেল নিজেকে বাঁচাতে পেরেছিল অপূর্ব সুন্দর আর ভয়ংকর জিনিয়ার হাত থেকে। এভাবেই এগিয়ে গেছে কাহিনী।
Was this review helpful to you?
or
জিনিয়া নামের মেয়েটি। সাদা শাড়িতে আরো সুন্দর লাগে দেখতে। যে কেউ প্রথম দর্শনেই পছন্দ করার মত সৌন্দর্য। পাভেল ও মুগ্ধ ছিল জিনিয়ার সৌন্দর্যে। তবে এখন যে রূপে জিনিয়াকে দেখছে তা শুধুই চরম ভয়ংকর আর আতংকের। একটু আগে জিনিয়াকে দেখেছে দারোয়ানের কাটা মাথা হাতে বাসার মধ্যে প্রবেশ করতে। তারপর রক্ত পান করছে নীলার। এখন এগিয়ে আসছে তারই দিকে। পাভেল স্পষ্ট বুঝতে পারছে জিনিয়ার হাতে তার মৃত্যু হবে, ভয়ংকর যন্ত্রণাদায়ক মৃত্যু। যা সে কোন ভাবেই কামনা করে না। তাই সবটুকু চেষ্টা করে এখন বুঝতে পারছে আর বাঁচার উপায় নাই। কারন জিনিয়া এখন তার বুকের উপর চরে বসে আছে, হয়তো এখনি তার হাতের লম্বা নখ দিয়ে তাজা কলিজাটা বের করে আনবে। শেষ পর্যন্ত পাভেল কি নিজেকে বাঁচাতে পেরেছিল এই ভয়ংকর অপূর্ব সুন্দরীর হাত থেকে?
Was this review helpful to you?
or
মেয়েটির নাম জিনিয়া দেখতে অপূর্ব সুন্দর। পাভেল মুগ্ধ ছিল জিনিয়ার রূপে। তবে জিনিয়ার যে রূপ এখন সে দেখতে পাচ্ছে তা চরম ভয়ংকর আর আতঙ্কের। একটু আগে সে জিনিয়াকে দেখেছে দারোয়ানের কাটা মাথা হাতে বাসার মধ্যে প্রবেশ করতে । তারপর রক্ত পান করেছে নীলার । পাভেল বুঝতে পারছে জিনিয়ার হাতে তার মৃত্যু আছে, সে মৃত্যু হবে যন্ত্রণাদায়ক মৃত্যু। কিছুদিন ধরেই সে চেষ্টা করছিল জিনিয়ার কাছ থেকে দূরে থাকতে । কেউ জিনিয়ার অস্তিত্তের বিষয়টা স্বীকার করতে চায়নি। তবে পাভেল বিশ্বাস করত জিনিয়া আচে।জিনিয়া ইতিমধ্যে হত্যা করেছে কয়েকজনকে... এখন হত্যা করতে চাচ্ছে পাভেলকে। শেষ পর্যন্ত কি পাভেল নিজেকে বাঁচাতে পেরেছিল অপূর্ব সুন্দর আর ভয়ংকর জিনিয়ার হাত থেকে। এভাবেই এগিয়ে গেছে কাহিনী। বইটি নিঃসন্দেহে ভালো। বিশেষ করে ভাষার কারুকার্জ কোনো ভাবেই উপেক্ষা করার মতো নয়। কিছু কিছু অংশের শব্দচয়ন এবং বাক্যচয়ন বইটির আবেদনকে আরো তীব্র করেছে। লেখা শৈল্পিক হলেও ভাব প্রকাশে লেখক ছিলেন সাবলীল। বইটির প্রথমদিকে মুল কাহিনীতে প্রবেশের আগে লেখক যেভাবে গল্পের আদলে ভূমিকা টেনে গেছেন তা যে কাউকে মুগ্ধ করবে। পড়ে মনেই হবে না গল্পের চরিত্রগুলো কাল্পনিক। বরং মনে হবে এগুলো আমাদেরই গল্প, আমরাই এ গল্পের চরিত্র। শেষের দিকের কাহিনীগুলো জটিল হলেও উপভোগ্য।আরোপিতও মনে হয়েছে কিছুটা। পরের বইয়ে লেখক নিশ্চয়ই এই যায়গাগুলোতে আরো যত্নশীল হবেন। সব মিলিয়ে বলা যায় লেখকের এই অনবদ্য সৃষ্টি পাঠকের মনে সাড়া দেবেই।