User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ধরেন দুই বন্ধু মিলে ঘুরতে যাচ্ছেন অন্য কোনো দেশে। আর যদি সেই দেশে পৌঁছানোর আগে মাঝামাঝি পথে অন্য একটি দেশে ফ্রিতে একরাত থাকা-খাওয়ার ব্যবস্থা হয়ে যায় তবে কেমন হয় ! অবশ্যই এক ঢিলে দুই পাখি মারার মত কাজ, তাই না? আর সেই একরাত থাকার কারনেই যদি এ দেশে আরও কিছুদিন থাকার ব্যবস্থা হয়ে যায় তবে ! তবে তো আরও ভালো, তাই কি না ? কিন্তু সেটা যদি হয় পাসর্পোট হারিয়ে, অন্য কারো নজর বন্দী হয়ে তবে ! তবে বিপত্তি তো ঘঠবে সেখানেই। #সারসংক্ষেপ ঃ তেমনি দুই বন্ধু রনি ও সজীব বোয়িং ৭৮৭ তে করে যাচ্ছিল মাঙ্গোলিয়া, ক...See More
অন্যতম একটি গ্রন্থ
বুক রিভিউ সরকারি, বেসরকারি, কর্পোরেট, কোম্পানি, এনজিওসহ বিভিন্ন পেশার বিভিন্ন পদের ইন্টারভিউ পরীক্ষা জয় করার জন্য বইটি যাদুকরি ভূমিকা পালন করবে। বইটিতে একটি সফল ইন্টারভিউ এর প্রতিটা অংশ তুলে ধরা হয়েছে। যাতে একজন চাকরিপ্রার্থী বইটি পড়ে ইন্টারভিউ এর পূর্ণ প্রস্তুতি নিয়ে খুব সহজেই ইন্টারভিউ বোর্ড জয় করতে পারবে। অপরদিকে চাকরিদাতাদের ইন্টারভিউ গ্রহণ করার বিভিন্ন প্রফেশনাল দিক নির্দেশনা দেওয়া হয়েছে। যাতে ইন্টারভিউ গ্রহণকারীরা একটি মানসম্মত ইন্টারভিউ গ্রহণ করতে পারবে।
ধন্যবাদ বইটি আনার জন্য
সুন্দর
চমতকার, এবং সাড়া জাগানো বই।
বই রিভিউঃ ★কোথা থেকে কি জানি হয়ে যাচ্ছে!!! বর্তমানে দেশের সবচেয়ে ভয়াবহ ফিতনাহ হলে খ্রীস্টান মিশনারি ও এনজিওরা। মানবতার মুখোস পরে তার তাদের কার্যসম্পাদনে তৎপর।তারা এদেশের মানুষকে খ্রীস্ট ধর্মে দীক্ষিত ও দেশকে খ্রীস্টান রাষ্ট্র বানানোর চেষ্টায় কোমর বেঁধে নেমেছে। যার ফলে মুসলমান ভাইবোনেরা ইসলামে সুশীতল আশ্রয় থেকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে।আমাদের ইবাদাত আজ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ।আমরা গো-রক্ষার আন্দোলন হচ্ছে কিন্তু ধর্মের খবর নাই।মসজিদে আমিন বলা,হাত বাধা নিয়ে তর্কাতর্কি চলছে কিন্তু ...See More
হাইস্যকর
তার লেখা প্রথম আরবী বই। প্রকাশের জন্য পাঠিয়েছেন মিশরে। তখন মিশর থেকে বই বের হওয়া চাট্টিখানি কথা নয়। ইসলামী সাহিত্যের প্রাণকেন্দ্র মিশর। সেখান থেকে যে বই বের হয় সেটার গ্রহণযোগ্যতা, জনপ্রিয়তা থাকে প্রশ্নাতীত। একটু বেশী ভালো মানের হলে পাঠকপ্রিয়তাও বেড়ে যায়। লেখক অনারব। প্রকাশক বই বের করা নিয়ে দ্বিধান্বিত । এই দ্বিধাদ্বন্দ্বের মাঝে তিনি বইটি প্রকাশ করলেন ৷ পৌঁছে গেল বিদ্বান মহলের কাছে। সবারই এককথা, অনারবী হয়েও এতো সুন্দর সাহিত্যপূর্ণ আরবীতে কিভাবে লিখলেন?! কে তিনি? অল্প সময়ের ব্যবধানে তিনি মুসলিম ব...See More
#রকমারি_রিভিউ_প্রতিযোগ_জানুয়ারি বইয়ের নামঃ আরশিনগর লেখকঃ সাদাত হোসাইন প্রকাশনীঃ ভাষাচিত্র প্রচ্ছদঃ মোস্তাফিজ কারিগর গায়ের মূল্যঃ ৪৫০ টাকা এক সন্ধ্যায় মারা গেলো মজিবর মিয়ার স্ত্রী নিলুফা বেগম, রেখে গেলো তার সদ্যোজাত শিশু কন্যা কে। মৃত্যুর পূর্বেও তার জ্ঞান ছিলো স্পষ্ট। সে দেখলো তার মেয়ের গায়ের রঙ কালো কিন্তু মৃত্যুর পূর্বে সে ছিলো নিশ্চিত কারণ সে দেখলো তার মেয়ের দুই চোখ ভর্তি মায়া, এই মায়াই তাকে জীবনের সব বিপদ থেকে রক্ষা করবে। নিলুফা বেগম দেখলো স্বচ্ছ আয়নার মতো দুটো চোখ, যেখানে তার মুখ স্...See More