User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ অতি অসাধারণ বই। এরকম বই আরো বেশি লিখা দরকার। তবে আরো বিস্তারিত ভাবে উপস্থাপন করলে পাঠক উপকৃত হবে।
Was this review helpful to you?
or
লেখকের লেখার ধরণ অসাধারন। একটি ধর্মীয় বই হওয়ার পরেও সম্পূর্ণ বই এক বসাতেই পড়ে ফেলা যায়। অনেক কিছু জানা যায় এই বই থেকে। মিশনারিদের বিষয়ে এত সুন্দর গুছানো বই বাংলায় আর নেই। এতো সুন্দর বই লেখার জন্য লেখককে অসংখ্য ধন্যবাদ জানাই।
Was this review helpful to you?
or
জাযাকুমুল্লাহ
Was this review helpful to you?
or
সাধারণত যে বয়সে তরুণরা কাঁধে ব্যাগ, গলায় ক্যামেরা ও হাতে স্মার্টফোন নিয়ে বন-বাঁদারে ঘুরে বেড়ায়, পাহাড়-পর্বত চষে ফেলে, সমুদ্র-সৈকতে খেলা করে সে বয়সে এ-সব ঠিক রেখেও যে নিজের লক্ষ্যে এগিয়ে যাচ্ছে, আমার দেখা এমন একজন তরুণ হলেন ওমর আলী আশরাফ৷ দীনের দাওয়াত নিয়ে ছুটে যান বান্দরবান, সাহায্যের হাত বাড়িয়ে দেন অসহায়দের পাশে, মিশনারীদের চক্রান্তে ফেঁসে যাওয়া সহজ-সরল মানুষগুলোকে বোঝান তাদের আসল পরিচয়৷ বাংলাদেশকে খ্রিষ্টানরাষ্ট্র ও পার্বত্যাঞ্চলকে জুমল্যান্ড বানানোতে যারা সহায়তা করছে এসব মিশনারীদের অপতৎপরতার মুখোশ উন্মোচনে ও ঘুমিয়ে থাকা বিবেককে নাড়িয়ে দিতে তিনি কলম হাতে নিয়েছেন, যেখানে তার সমবয়সীরা ব্যস্ত আড্ডাবাজি, ফুর্তি-মাস্তি ও ফিল্ম দেখায়, মেয়েবন্ধু নিয়ে ঘুরে বেড়ায়৷ আলোচ্য বইটিতে উঠে এসেছে কীভাবে মানুষকে খ্রিষ্টকরণ করা হচ্ছে, দরিদ্রের কীভাবে ধর্মান্তরিত করা হচ্ছে ইত্যাদি বিষয়ের বিস্তারিত বর্ণনা৷ এ বিষয়ের দারুণ একটা ডকুমেন্টারি এই বইটি৷ সকল চক্রান্তকারীদের কুদৃষ্টি থেকে তিনি হেফাজতে থাকুন ও স্বীয় লক্ষ্যে এগিয়ে যেতে সচেষ্ট হোন এই কামনা করছি৷
Was this review helpful to you?
or
আল-হামদু লিল্লাহ, আল্লাহ আমাকে 'বাংলায় বাজে গির্জার বাঁশি" পড়ার এবং প্রচার করার তৌফিক দিয়েছেন। আল-হামদু লিল্লাহ।
Was this review helpful to you?
or
ভালোবাসার আরেক নাম ওমর আলী আশরাফ। দুটি বই লিখেছেন, প্রত্যেকটাই বেস্ট। এমন লেখক পাঠকদের হৃদয়ে বেঁচে থাকবে হাজার হাজার কোটি বছর। তার দুটি বই ই অসাধারণ। সবার পাঠ উপযোগী।
Was this review helpful to you?
or
Alhamdulillah.... Good Job
Was this review helpful to you?
or
বইটি না পড়লে জানতেই পারতাম না দেশে কি চলছে।
Was this review helpful to you?
or
চমৎকার।
Was this review helpful to you?
or
বাংলায় বাজে গির্জার বাঁশি। অনেক বড় একটি স্পন্দন আমার। আমাদের। 'বাংলায় বাজে গির্জার বাঁশি' নিয়ে মন্তব্য করতে চাই না। আপাতত মন্তব্য গুছানোর কাজে আছি।
Was this review helpful to you?
or
বইটি পড়েছি, খুব ভালো।
Was this review helpful to you?
or
ধূর্ত মিশনারীদের মুখশ খুলে দিয়েছে বইটি।
Was this review helpful to you?
or
ছেলেটির নাম কল্লোল দাশ। দশম শ্রেণিতে উঠবে। জানার প্রবল আগ্রহ। বেশি আগ্রহ হযরত ওমর রাযি.-কে নিয়ে। ইসলামের সবচেয়ে বড় শত্রুদের একজন কী করে খলিফাতুল মুসলিমিন হয়ে গেলেন, "আল্লাহ যদি আমার পরে আর কাউকে নবী বানাতেন, তা হলে ওমরকেই নবী বানিয়ে পাঠাতেন" হাদিসের মিসদাক হলেন কোন মহত্ত্বে, যার মনের মানসা অনুযায়ী পবিত্র কুরআনের সতেরোটি আয়াত নাযিল হয়েছে!? ওমর রাযিয়াল্লাহুতালা আনহুর ইতিহাস বলে বলে আমরা কল্লোলকে ইসলামের সৌন্দর্য বলছি। মেঘের থলেটা ফুটো হয়ে গেল। বৃষ্টি নামছে ঝমঝমিয়ে। আমরা ছাউনির তলে আশ্রয় নিতে চাইলাম, কল্লোল অনুরোধ করে তার বাড়িতে নিয়ে গেল। কল্লোলের মা হুড়োহুড়ি করে বসার ব্যবস্থা করলেন। নাশতা তৈরিতে ব্যস্ত হয়ে গেলেন। কাছে বসেই নারকোল কোড়াচ্ছেন। আমাদের কথায় অবাক হয়ে মাঝেমধ্যে মাথা তুলে তাকাচ্ছেন। মসজিদে আসরের আযান হয়ে গেল। বৃষ্টির তোলপাড়ে আযানের আওয়াজ এ পর্যন্ত আসেনি। আমরা চলে যেতে উদ্যত হলাম। কিন্তু কল্লোল আর তার মা পণ করেছে, আমাদের ভিজতে দেবে না। "আমাদের এখানে আযান দিয়ে নামায পড়েন।" কল্লোলের মার দৃঢ় কণ্ঠ। "আপনারা চলে গেলে তো এত সুন্দর সুন্দর কথা আর শুনতে পাব না! পবিত্র জায়গার ব্যবস্থা করে দিই। আমাদের ঘরেই নামাযটা পড়েন। আপনারা যতক্ষণ থাকছেন, খুব ভালো লাগছে।" কল্লোল আওড়ে গেল তার অভিব্যক্তি। কল্লোল ছাতা ধরল। আমরা নলকূপে অযু করে নিলাম। কল্লোলের মা পশ্চিম দেখিয়ে দিলেন। আমি উচ্চস্বরে আযান ফুঁকে দিলাম। হিন্দুবাড়িতে আল্লাহকে সিজদার আহ্বান : আশপাশের ঘরের বাসিন্দারা উঁকিঝুঁকি দিতে লাগল। কল্লোলের আব্বা এবং চাচা গোয়ালঘর থেকে হেঁকে তার মাকে আমাদের নামাযের জন্য পবিত্র স্থানের ব্যবস্থা করে দিতে বললেন। রুমের চারপাশে প্রতিমার প্রতিমূর্তি টাঙানো ছিল। পশ্চিম, উত্তর আর দক্ষিণ দেয়ালের ছবিগুলো খুলে ফেলা হয়েছে। নিচের মেঝেয় সাফ সুতরো করে একটা পরিষ্কার মাদুর কেবলামুখি করে পেতে দেওয়া হয়েছে। আমরা সেটি তুলে দিয়ে পাগড়ি বিছিয়ে জামাতে দাঁড়িয়ে গেলাম। প্রবল আবেগের প্রকম্পনে একটি হিন্দু ধার্মিকদের ঘরে বারবার ধ্বনি-প্রতিধ্বনিত হতে লাগল, "আল্লাহু আকবর! আল্লাহু আকবর!" - বই : বাংলায় বাজে গির্জার বাঁশি
Was this review helpful to you?
or
বইটি আমাদের উম্মাতে মোহাম্মদির জন্য।। বাংলার মুসলমানের ইমান বাচাতে হবে।
Was this review helpful to you?
or
ভালো বই
Was this review helpful to you?
or
অর্ডার করলাম আজ।
Was this review helpful to you?
or
বাংলায় বাজে গির্জার বাঁশি লেখকঃ ওমর আলী আশরাফ একজন মুসলিম হিসেবে আমরা শুধু নিজেদের কে সামান্য ইবাদত করেই তুপ্ত করে রাখি, দ্বীনের পরিপূর্ণতা খুঁজি। আমরা অনেক দুরে সরে আছি আমাদের আদর্শ থেকে। একজন মুসলিম হবে আনুগত বান্দা, দেশপ্রেমিক, মানবতাবোধ সম্পন্ন সর্বগুনে গুনান্বিত ব্যক্তি। অথচ আমরা কতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছি। আমরা আমাদের নিজের বাহিরে কারো খোঁজ নেইনা নিতে চাইনা। আমরা জানিও না আমাদের মুসলিম ভাইদের দুঃখ, কষ্ট, আর্তনাদের কথা। যারা কেবল ৫০০০ টাকা ঋনের দায়মুক্ত হতে অজান্তেই ধর্মান্তরিত হয়ে যায়। যাদের কে ক্ষত বিক্ষত এমনকি গ্রাস করে ফেলেছে মিশনারীরা। তারা অনন্তকালের কাঠগড়ায় দাড়াবে ধর্মান্তরের অপরাধে অপরাধী হয়ে কিন্তু আমরা যে খোঁজ নেইনি, সাহায্য করিনি,দ্বীনের দাওয়াত পৌছাইনি, কী জবাব দেবো আমরা? লেখক ওমর আলী আশরাফ রচিত এই বইটি পড়লে পাঠক আপনারাও দিশেহারা হয়ে যাবেন দরিদ্র-নিপীড়িত মুসলিমদের আর্তনাদেে কথা পড়ে। ভাববেন, কাঁদবেন, ভাসবেন আপনিও। জানতে পারবেন আপনার অবস্থান তাদের দুরবস্থা। যদি আপনার মধ্যে বিন্দুমাত্র মনুষত্ব্য থেকে থাকে আপনিও ছুটে যাবেন তাদের প্রাণে। বইটিতে আপনি পাবেন কী করে দারিদ্র্যতার সুযোগ নিয়ে আমাদের মুসলিম ভাইদের খ্রিষ্টান করে ফেলা হচ্ছে, কী করে তাদেরকে বিচ্ছিন্ন করা হচ্ছে আমাদের দেশ,জাতি সংস্কৃতি থেকে যা আমাদের এবং আমাদের দেশের জন্য হুমকীস্বরুপ। আরো জানতে পারবেন আমরা ইমান রক্ষার ব্যাপারে কতটা উদাসীন হয়ে পড়েছি যার ফলে উদাসীনতার সুযোগ নিয়ে ধর্মের অপপ্রচার করে তাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে তারা।
Was this review helpful to you?
or
ভালো লেখকের ভালো বই।
Was this review helpful to you?
or
বাংলাদেশে খ্রিস্টান মিশনারি দের অপতৎপরতার স্বরূপ জানতে অবশ্য পাঠ্য একটি বই....
Was this review helpful to you?
or
ধন্যবাদ বইটি লেখার জন্য। এই বইটি প্রতিটি মুসলমানের পড়া উচিত। বইটি না পড়লে আমি জানতামই না বাংলাদেশে এখনো সেই আদিম যুগের গুহার মানুষের মত মানুষ আছে। যেখানে এখনো ধর্মের দাওয়াত পৌছায়নি। আমাদের দেশের সরকার আলেম সমাজের ব্যর্থতার সুযোগ নিয়ে মিশনারি গুলো বছরের পর বছর চেষ্টা করে কিভাবে তাদের ধর্ম প্রচার করতেছে। মানুষদের ধর্মান্তর করে খ্রীষ্টান বানাচ্ছে। সবাইকে বইটি পড়ার অনুরোধ করব।
Was this review helpful to you?
or
বইটির খুব প্রশংসা শুনছি। এখনও পড়িনি।
Was this review helpful to you?
or
এদেশের প্রত্যেক সচেতন নাগরিকের অবশ্যপাঠ্য একটি বই। ধন্যবাদ রকমারিকে। ধন্যবাদ বইকেন্দ্র পাবলিকেশনকে।
Was this review helpful to you?
or
ভালো বই।
Was this review helpful to you?
or
সত্যিই অসাধারন একটি বই। প্রত্যেক মুসলিম দরদীর জন্য পড়া অতি জরুরী। লেখক এমনভাবে তার কাহিনী বইয়ের পাতায় তুলে এনেছেন মনে হবে যেন সব চোখের সামনেই ঘটছে। বইটি পড়ার পর এই পথহারা উম্মতে মুহাম্মদের প্রতি আপনার অন্তর বিগলিত হবে আমি নিশ্চিত। Happy Reading?
Was this review helpful to you?
or
বইটি খুঁজছিলাম। নিয়ে নিলাম গতকাল। ধন্যবাদ।
Was this review helpful to you?
or
সচেতনতা বৃদ্ধি করবে বইটি। ঘুম ভাঙ্গানি আওয়াজ নিয়ে এসেছে।
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই। সবার জন্য উপকারী হবে বইটি।
Was this review helpful to you?
or
ওয়াও আগের পড়েছিলাম খুব ভালো একটি বই, এবার টা তো বোধহয় আরো বেশি ভালো হবে।
Was this review helpful to you?
or
সময়োপযোগী বই, সবার পড়া উচিত। এবং সচেতন হওয়া উচিত। সময় গেলে এসব বিষয়ে বলে লাভ হবেনা। দেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষা করতে হলে এখনি মিশনারিগুলোকে নজরদারির আওতায় আনা উচিত।
Was this review helpful to you?
or
একটি সেরা বই। সুখপাঠ্য এবং অনবদ্য।
Was this review helpful to you?
or
রকমারিকে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
চিন্তার খুরাক আছে বইতে। খৃষ্টান মিশনারি গোপন পর্দা ফাঁস করে দিয়েছেন লেখক। বইটি হাতে পেয়েই পড়তে বসে গেলাম।
Was this review helpful to you?
or
খ্রিস্টান মিশনারি এবং এনজিও সংস্থাগুলো কীভাবে মানুষকে ধর্মান্তরিত করে খ্রিস্টান বানাচ্ছে, নিজে স্বয়ং কাজ করার অভিজ্ঞতা এবং তথ্য প্রমাণের সন্নিবেশনে বাংলাদেশে মিশনারিদের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে এ বইতে। বিশেষ করে পাহাড়ি উপজাতিদের খ্রিস্টান বানিয়ে পার্বত্য চট্টগ্রাম যে আলাদা খ্রিস্টরাজ্য বানাবার ষড়যন্ত্র চলছে, উত্তরবঙ্গে দরিদ্র মানুষদের ভুলভাল বুঝিয়ে খ্রিস্টান বানিয়ে ফেলা হচ্ছে, এই বইটি তার ডকুমেন্টারি হিসেবে দাবি করা যায়। গল্পের ভঙ্গিমায়, উপন্যাসের রহস্য মেখে, বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে উদ্ধৃতি এনে, নানান সোর্স থেকে রেফারেন্স টেনে সাবলীল ভাষায় লেখা হয়েছে বইটি।
Was this review helpful to you?
or
ভালো বই ছোট বড় সবার পড়া উচিত।
Was this review helpful to you?
or
মিশনারি গুলো আসল চেহারা প্রকাশ করে দিয়েছে বইটি।
Was this review helpful to you?
or
ধন্যবাদ বইটি আনার জন্য
Was this review helpful to you?
or
বই রিভিউঃ ★কোথা থেকে কি জানি হয়ে যাচ্ছে!!! বর্তমানে দেশের সবচেয়ে ভয়াবহ ফিতনাহ হলে খ্রীস্টান মিশনারি ও এনজিওরা। মানবতার মুখোস পরে তার তাদের কার্যসম্পাদনে তৎপর।তারা এদেশের মানুষকে খ্রীস্ট ধর্মে দীক্ষিত ও দেশকে খ্রীস্টান রাষ্ট্র বানানোর চেষ্টায় কোমর বেঁধে নেমেছে। যার ফলে মুসলমান ভাইবোনেরা ইসলামে সুশীতল আশ্রয় থেকে চিরস্থায়ী জাহান্নামের দিকে ধাবিত হচ্ছে।আমাদের ইবাদাত আজ শুধু আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ।আমরা গো-রক্ষার আন্দোলন হচ্ছে কিন্তু ধর্মের খবর নাই।মসজিদে আমিন বলা,হাত বাধা নিয়ে তর্কাতর্কি চলছে কিন্তু ইসলাম থেকে দূরে সরে যাওয়া ভাইবোনদের খবর করা হচ্ছে না। বাংলাদেশের সবচেয়ে দরিদ্র প্রবণ এলাকা উত্তরবঙ্গ।সেখানে এমন মানুষওও আছে যারা কিনা সকাল-বিকাল শুধু কাঠাল খেয়ে বেঁচে থাকে।আর এর সুযোগ নিচ্ছে খ্রীস্টানরা ও তাদের দোসর বহুরূপী এনজিওরা। এসব এলাকার মানুষররা যেমন দরিদ্র তেমনি সরল। বাংলাদেশের রাজনীতিতে উত্তরবঙ্গকে জাতীয় পার্টির দুর্গ বলা হয়।তারা চলমান পৃথিবী থেকে অনেক পিছিয়ে।যেখানে মানুষেরা অন্ন,বস্ত্র,বাসস্থান,শিক্ষায় মারাত্মকভাবে পিছিয়ে। বর্তমানেও অনেক বৃদ্ধের ধারণা এরশাদ এখনো দেশের প্রেসিডেন্ট।আবার অনেকে বঙ্গবন্ধুর নাম মুখে নিলে শ্রদ্ধায় বিনীত হয়।এমনকি এক বৃদ্ধকে জিজ্ঞাস করা হলো,"আমাদের নবীর নাম কি"? উত্তরে বৃদ্ধ কতক্ষণ মাথা চুলকে বলল;"আর কে হবে,শেখ সাবই তো"। এগুলো শুধু অতিভক্তিতেই না।তিনি মনে হয় নবীজির নামই শুনেননি,আর শুনলে মনে গাঁথেনি।তারা মনে করে নবী মানে মহান কিছু। বঙ্গবন্ধুও তাই হতে পারে। এরকম ভাবনার লোকও নেহাত কম নয়। তাই খ্রীস্টানরা এসব জায়গাতে তাদের ধর্মের বীজ বপন করছে। সেখানে নানবিধ প্রলোবনের শিকার হচ্ছে মুসলমানরা।একবেলা পেট পুরে খাবারে আশায় নিজের মহামূল্যবান ঈমান বিকিয়ে দিতেও পিছ পা হচ্ছে না। এসবের মূল্য কারণ হলো আমরা আমাদের উদ্দেশ্য থেকে বিচ্যুত হয়েগেছি।আমরা দায়ি থেকে মাদউ' হয়ে গেছি। তাই বিধর্মী শত্রুরা আমাদের উপর সর্বোচ্চ প্রভাব বিস্তার করছে। তাইতো আজ বাংলা গির্জার বাঁশির শব্দে প্রকম্পিত হচ্ছে।খ্রীস্টবাদের অশুভ দাবায়া বাংলা জর্জরিত। এসবের বাস্তর উদাহরণ রয়েছে আমাদের আশেপাশে।আমাদের প্রতিবেশী দেশ ভারতে। ১৯৪৭ সালে ভারতের স্বাধীনতাকালে কোনো খ্রীস্টান অধ্যুষিত প্রদেশ ছিল না।কিন্তু বর্তমানে ন্যাগাল্যান্ড,মিজোরাম,অরুনাচল,মেঘালয় খ্রীস্টান অধ্যুষিত প্রদেশে পরিণত হয়েছে। এমনকি তারা এসব প্রদেশ নিয়ে আলাদা রাষ্ট্র গঠনের তারা অগ্রগামী। বাংলাদেশেও এই পরিকল্পনা থেকে মুক্ত নয়। খ্রিস্টান মিশনারি ও এনজিও সংস্থাগুলো সাধারণ মুসলমানদের ধর্মান্তর করে খ্রিস্টান বানিয়ে ফেলছে, সেবার আড়ালে চালিয়ে যাচ্ছে ষড়যন্ত্র, এগিয়ে নিচ্ছে পার্বত্য চট্টগ্রামকে 'জুমল্যান্ড' বানাবার পরিকল্পনা। তাই বাংলাদেশের স্বাধীনতা ও মুসলিম ভাইবোনদের ঈমান-ইজ্জত-আব্রু রক্ষার করা তো আমাদের উপর আবশ্যক। বইটি পড়লে ভেসে উঠবে বাংলায় ভয়াবহ রূপ, যা কখনো কল্পনাও করি না আমরা। এসব সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে "বাংলায় বাজে গির্জার বাঁশি" বইতে। বইটি প্রচলিত বইগুললো মতো না। এটি একটি দাওয়াতি বইও।
Was this review helpful to you?
or
চমতকার, এবং সাড়া জাগানো বই।