User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
এক কথায় অসাধারণ একটি বই।আমাদের দৈনন্দিন জীবনযাপনের জন্য প্রয়োজনীয় অনেক টিপ্স দেয়া হয়েছে বইটিতে।
'ওরা ডানপিটে' সিরিজের এ পর্ব অনেকটাই ব্যতিক্রম ও ঘটনাবহুল। এতে সুন্দরবনের বনদস্যু গ্রুপের কিছু সদস্যকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ভাবে। যারা এতদিন হত্যা,অপহরণ,লুন্ঠন করে বেড়াচ্ছিল তাদেরকেই বইটিতে মানবিক হতে দেখা যায়। অর্থাৎ অবিশ্বাস্য ভাবে দস্যু ছালামত বন্ধু হতে থাকে। কিন্তু এরপর-ই কী সব বিপদ শেষ হয়,সব সমস্যার সমাধান হয়ে যায়? না বিপদ শেষ হয়ে যায় না বরং ঘটতে থাকে আরও নানাবিধ বিপদজনক সব ঘটনা। সেক্ষেত্রে দস্যু ছালামত ও তার বাহিনীর হাত থেকে অয়নদের ছিনিয়ে নিতে তৎপর হয় সুন্দরবনের অপর দস্যু বাহিনী। ফলশ্রু...See More
'ওরা ডানপিটে' সিরিজের এ বইটিতে বুদ্ধিমান অয়নের মেধা বুদ্ধিমত্তার নানা দিক দেখানো হয়েছে। সুতরাং বইটি পাঠ করলে পাঠকগণ বুঝতে পারবেন কিভাবে সুন্দরবনের বনদস্যূদের হাতে বন্দি থেকেও নিজেকে ও গ্রুপের প্রতিটি সদস্যকে নিরাপদে রাখা যায় সেসব কৌশল ঠিক করা এবং সে কৌশল প্রয়োগ করে জঙ্গলে টিকে থাকা। অর্থাৎ এ পর্বে দেখানো হয়েছে অতি মাত্রায় বুদ্ধিমান এক বালক অয়নকে। যে কিনা তার বুদ্ধিমত্তায় টিকিয়ে রাখবে জঙ্গলে হারিয়ে যাওয়া বিপদগ্রস্থ বন্ধুদের। ফলে সন্দেহাতীত ভাবে বইটিতে প্রতিটি মুহূর্ত যাবে ভয় আর শঙ্কার মধ্য দিয়ে।...See More
'জঙ্গলে ভয়ংকর সাতদিন' ওরা ডানপিটে সিরিজ-র দ্বিতীয় বই। প্রথমটির ধারাবাহিকতায় আসবে দ্বিতীয় বই। বইটির এ পর্যায়ে থাকবে অয়নদের সুন্দরবনের ভয়ংকর বনদস্যু ছালামত ও তার বাহিনীর হাতে বন্দি হওয়ার কথা। ছালামতের অত্যাচার নির্যাতনের ইতিহাস। তবে ছালামত ও তার বাহিনীর ভয়াবহ অত্যাচার নির্যাতনের পরও অয়ন ও তার বন্ধুরা কিভাবে টিকে থাকে তাও নিখুঁত ভাবে দেখানো হয় বইটিতে। পাশাপাশি থাকবে এতোটা প্রতিকূল পরিবেশেও দস্যু ছালামতকে নিয়ে ঝান্টু মামার নানারকম মন্তব্য,হাস্যরস। আমার বিশ্বাস পাঠকদের যথেষ্ট ভাল লাগবে ঝান্টুমামার সে...See More
ছাত্রদের পড়াশোনার পাশাপাশি যে শিক্ষাটুকু আসলে তাদেরকে বাইরের শত প্রতিকূলতার মাঝে টিকে থাকার পথ দেখাবে তা এই বইয়ে তুলে ধরা হয়েছে। আমার কাছে সাধারণ কিন্তু কার্যকরী লেগেছে বইটি।
ওরা ডানপিটে' সিরিজ-র বই মোট চারটি। তমধ্যে 'ওরা ডানপিটে' আমার লেখা কিশোর উপন্যাসটিই পরবর্তীতে ওরা ডানপিটে-১ পরিচয় পায়। সেক্ষেত্রে বলতে হয় বইটির সিরিজ লেখার পরিকল্পনা আসলেই ছিলনা। তবে পাঠকদের আগ্রহ,তাদের ভালবাসা আর আমার লেখার ধৈর্য থাকার জন্যই মূলতঃ ধারাবাহিক উপন্যাসের প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রিয় পাঠক, বইটিতে আপনারা পাবেন মজার কিছু চরিত্র যেমন- অয়ন, মামুন, রিয়াজের মত সাহসী,মেধাবী এ্যাডভেঞ্চার প্রিয় বালক তেমনি পাবেন অয়ন মামুন রিয়াজদের পরিবারের সদস্যসহ অতি ইন্টারেস্টিং চরিত্র ঝ...See More
অনলাইনের মাধ্যমে শিক্ষাকে দেশের প্রত্যেকটি সাধারন শিক্ষার্থীর কাছে পৌঁছে দেওয়া আয়মান সাদিক বর্তমানে হাজারো তরুনের পাশে দাঁড়ানো এক অনুপ্রেরণাকারীর নাম।
আয়মান সাদিক ভাইয়া কে সাধুবাদ এরকম একটা ইনিশিয়েটিভ নেবার জন্য
ছাত্রজীবনের অবশ্যপাঠ্য একটি বই।
অত্যন্ত সততা এবং সরলতার সাথে রচনা করা এই বইটি দৃঢ়প্রত্যয়ী তরুনদের উৎসর্গ করে লেখা হলেও বইটি পড়ে সমাজের সব শ্রেনীর ও সব বয়সের মানুষই উপকৃত হবে।