User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'দস্যু ছালামত বন্ধু ছালামত' হল ওরা ডানপিটে নামক কিশোর এ্যাডভেঞ্চার সিরিজের চতুর্থ বই। যারা এ বইটি ইতিমধ্যে পড়েছেন। তাদের জন্য আসছে সিরিজের আরও একটি বই।
Was this review helpful to you?
or
'ওরা ডানপিটে' সিরিজের এ পর্ব অনেকটাই ব্যতিক্রম ও ঘটনাবহুল। এতে সুন্দরবনের বনদস্যু গ্রুপের কিছু সদস্যকে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ভাবে। যারা এতদিন হত্যা,অপহরণ,লুন্ঠন করে বেড়াচ্ছিল তাদেরকেই বইটিতে মানবিক হতে দেখা যায়। অর্থাৎ অবিশ্বাস্য ভাবে দস্যু ছালামত বন্ধু হতে থাকে। কিন্তু এরপর-ই কী সব বিপদ শেষ হয়,সব সমস্যার সমাধান হয়ে যায়? না বিপদ শেষ হয়ে যায় না বরং ঘটতে থাকে আরও নানাবিধ বিপদজনক সব ঘটনা। সেক্ষেত্রে দস্যু ছালামত ও তার বাহিনীর হাত থেকে অয়নদের ছিনিয়ে নিতে তৎপর হয় সুন্দরবনের অপর দস্যু বাহিনী। ফলশ্রুতিতে শুরু হয়ে যায় প্রচন্ড গোলাগুলি। এভাবেই দস্যু ছালামত বন্ধু ছালামত-র গল্প এগিয়ে যেতে থাকে...