User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
"পার্থিব" নিয়ে পাঠকের কথা
প্রায় দশ হাজার বছর পূর্বে কৃষিজীবী সমাজব্যবস্থার গোড়াপত্তন থেকে শুরু করে আজকের একবিংশ শতাব্দীর নগরকেন্দ্রিক যান্ত্রিক সভ্যতার যুগে পদার্পণ পর্যন্ত মানব সভ্যতাকে অনেক ঘাত-প্রতিঘাত, ঝঞ্জা-বিক্ষুব্ধ প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করতে হয়েছে। সমাজে এসেছে অনেক মৌলিক পরিবর্তন, মানুষের বিশ্বজনীন দৃষ্টিভংগিতেও এসেছে নতুনত্ব। পরিবার, সমাজকাঠামো, উৎপাদনব্যবস্থাতে এসেছে আমূল পরিবর্তন। কিন্তু আজকের যুগেও সমাজে কিছু প্রাচীন কিছু রীতিনীতি, মিথ, প্রথা, বিশ্বাস, সংস্কার, আচারব্যবস্থা রয়ে গেছে যেগুলো এখনও জীবনধারণের...See More
'কবিতা একাত্তর' অনুপ্রেরনার আরেকটি নাম
হেলাল হাফিজ এমন একটা নাম বাংলা সাহিত্যের প্রতি যে নামটি তরুনদের যুগে যুগে আকৃষ্ট করবে। আমি নিজের কথাই বলতে পারি। কখনো কবিতা পড়তামনা। ইচ্ছে হতনা। বিরক্তিকর লাগত। কিন্তু এই কবিতা একাত্তর পড়েই আমি কবিতার প্রেমে পড়েছি। এখন রুদ্র মোহাম্মাদ শহিদুল্লাহর কবিতা পড়ছি। এইযে মানুষকে লেখনী শক্তি দিয়ে কবিতার প্রতি আকৃষ্ট করা এই গুনটি কজনের আছে? হেলাল হাফিজের আছে। কবিতা একাত্তর একটি অনন্য সাধারন বই। দীর্ঘ ২৫ বছর বের হলো হেলাল হাফিজের দ্বিতীয় কবিতার বই। প্রথম বই ছিলো 'যে জলে আগুন জ্বলে'। প্রতিটি কবিতাই ...See More
joyous youth
i would to love my country.i wanna do something by my creativity. i wanna be a film maker. contradiction of family, life of farmer, behind of society,going youth with aspects,constructive country and so on. i believe that what i have dream into my heart,i have to explore.show yourself.asses yourself. thanks.
অসাধারন
বইটা পড়ার সময় শুধু একটা কথাই মনে হয়েছে - আমাদের সময় যদি এমন একটা বই থাকতো তাহলে প্রোগ্রামিং শেখাটা অনেক সহজ হয়ে যেত। বাংলা মিডিয়ামে পড়ে প্রথম বর্ষে এসেই ইংরেজি বই পড়ে পড়ে প্রোগ্রামিং শেখাটা আমার মত অনেকের জন্য বেশ কষ্টকর ব্যাপার হয়ে যায়। অনেকেই হতাশ হয়ে হাল ছেড়ে দেয়। প্রোগ্রামিং শেখাটা আসলে অন্য বিষয় পড়ার মত নয়। এখানে বেসিক জ্ঞানটা ভাল করে বোঝা খুব জরুরী। পুরোপুরি না হোক অন্তত বেসিক বিষয়গুলো বাংলায় শিখতে পারলে প্রোগ্রামিং শেখাটা অনেক বেশী সহজ হয়ে যায়। আশা করি লেখকের কাছ...See More
Heart-warming
College-going Shama's father fixes her marriage with a young man from his office.But soon afterwards, Shaama's father himself breaks off the marriage.By then,Shaama is already in love with the young man.The reason for breaking off the marriage is a mystery.The truth is revealed in letter which Ataur(the young man) sends to Shaama at the end of the book.
স্টুপিড বই :@
চরমতম ফালতু বই। আমার টাকাটা নষ্ট :@ শুধু 'কুদ্দুস' নামের অতিরিক্ত ব্যবহার আর মাঝে মাঝে কাতুকুতু দিয়ে হাসানোর সস্তা চেষ্টা ছাড়া আর কিছুই চোখে পড়লো না।
অসাধারণ গ্রন্থ
মুক্তিযুদ্ধের বাস্তব ঘটনা ও চরিত্রের সমন্বয়ে অভিনব, সুখপাঠ্য, হৃদয়ছোয়া ভাষা শৈলীর এক অসাধারণ উপন্যাস।
FOYSAL SHAHRIAR
শাহরিয়ার ভাই এর আরেকটা সাংঘাতিক গ্রাফিক নভেল। আর রেজাউল করিম ভাইঃ গল্পটা সামাজিক-ঈ বলা চলে ৯৬ পৃষ্ঠার চার রঙা কমিক্স
FOYSAL SHAHRIAR
মুখলেস ভাই নিয়ে গল্প গুলু আমি পরেছিলাম রহস্য পত্রিকা তে, গল্প গুলো পড়ে না হেশে পারি নি। জারা গল্প গুলো পড়েন নি। তারা অবশ্যই বইটা পড়বেন। বিশ্বজিত দাস কে ধন্যবাদ জানাই বইটা প্রকাশের জন্য।