User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
ওরা ডানপিটে' সিরিজ-র বই মোট চারটি। তমধ্যে 'ওরা ডানপিটে' আমার লেখা কিশোর উপন্যাসটিই পরবর্তীতে ওরা ডানপিটে-১ পরিচয় পায়। সেক্ষেত্রে বলতে হয় বইটির সিরিজ লেখার পরিকল্পনা আসলেই ছিলনা। তবে পাঠকদের আগ্রহ,তাদের ভালবাসা আর আমার লেখার ধৈর্য থাকার জন্যই মূলতঃ ধারাবাহিক উপন্যাসের প্রেক্ষাপট তৈরি হয়েছে। প্রিয় পাঠক, বইটিতে আপনারা পাবেন মজার কিছু চরিত্র যেমন- অয়ন, মামুন, রিয়াজের মত সাহসী,মেধাবী এ্যাডভেঞ্চার প্রিয় বালক তেমনি পাবেন অয়ন মামুন রিয়াজদের পরিবারের সদস্যসহ অতি ইন্টারেস্টিং চরিত্র ঝান্টু মামাকে। সিরিজের ১ম বইটিতে মূলতঃ অয়নের নেতৃত্বে তিন বালক ও অয়নের মামাকে (ঝান্টু মামা) সুন্দরবনের গভীর অরণ্যে প্রবেশ করে মহা বিপদে পড়তে দেখা যাবে। বইটির ওই পর্যায়ে শেষ করতে না পারার কষ্ট থেকেই চলে আসে সিরিজের দ্বিতীয় বই লেখার প্রাসঙ্গিকতা। বইটিতে একদিকে দেখানো হবে এ্যাডভেঞ্চারের পূর্বে বা শুরুতে সুন্দরবনের সৌন্দর্য্য। পরক্ষণেই এর বদলে যাওয়া ও ভয়ংকর হয়ে উঠার এক সুনিপুন উপস্থাপন। বইটি পাঠ করে কিশোর পাঠকগন পাবে একাধারে সুন্দরবন ভ্রমন ও অভিযানের স্বাদ। পাশাপাশি থাকবে ভয় শঙ্কাও। তাহলে আসুন আমরা শুরু করি ওরা ডানপিটে সিরিজের বই পড়া এবং মুহূর্তেই চলে যাই সুন্দরবনের গভীর অরণ্যে...
Was this review helpful to you?
or
এই বইটি 'ওরা ডানপিটে' সিরিজের প্রথম বই। এরপর এ সিরিজের আরও তিনটি বই অলরেডি হয়ে গেছে। এখন পঞ্চম বইয়ের কাজ চলছে। কিশোরদের পাঠ উপযোগি বইটিতে বেশ সাহসি তিন বালককে(অয়ন,মামুন,রিয়াজদের ) দেখানো হয়েছে যারা সুন্দরবনে এক বিশেষ অভিযানে অংশ নেয়। এবং সেথায় গিয়ে হারিয়ে যায়। বইটিতে আরও একটি মজার চরিত্র হল ঝান্টুমামা যার কারনে অয়ন ও তার বন্ধুরা মাঝেমধ্যেই বিপদে পড়লেও ধৈর্যহারা হয় না বরং নতুন উদ্দোমে অধিক সাহসিকতার সহিত এগিয়ে যায়। আমার লেখা কিশোর সিরিজের এ বইটিসহ সিরিজের অপর বইগুলি পাঠকদের ভাল লাগবে বলে আমার বিশ্বাস। প্রিয় পাঠক ও রকমারির জন্য আমার শুভকামনা,শুভেচ্ছা,ভালোবাসা !!