User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
'জঙ্গলে ভয়ংকর সাতদিন' বইটি ওরা ডানপিটে সিরিজের দ্বিতীয় বই। এ সিরিজের আরও তিনটি বই হল 1)ওরা ডানপিটে 2) বনদস্যুদের মুখোমুখি 3)দস্যু ছালামত বন্ধু ছালামত। এটি একটি এ্যডভেঞ্চার সিরিজ। এতে খুব সাহসি তিন বালককে দেখানো হয়েছে যারা সুন্দরবন এ্যডভেঞ্চারে গিয়ে নানাবিধ বিপদে পরে যায়। তাদের শেষ পরিণতি জানার জন্য প্রিয় পাঠকগণ সিরিজের বইগুলি একে একে পাঠ করতে পারেন।
Was this review helpful to you?
or
'জঙ্গলে ভয়ংকর সাতদিন' ওরা ডানপিটে সিরিজ-র দ্বিতীয় বই। প্রথমটির ধারাবাহিকতায় আসবে দ্বিতীয় বই। বইটির এ পর্যায়ে থাকবে অয়নদের সুন্দরবনের ভয়ংকর বনদস্যু ছালামত ও তার বাহিনীর হাতে বন্দি হওয়ার কথা। ছালামতের অত্যাচার নির্যাতনের ইতিহাস। তবে ছালামত ও তার বাহিনীর ভয়াবহ অত্যাচার নির্যাতনের পরও অয়ন ও তার বন্ধুরা কিভাবে টিকে থাকে তাও নিখুঁত ভাবে দেখানো হয় বইটিতে। পাশাপাশি থাকবে এতোটা প্রতিকূল পরিবেশেও দস্যু ছালামতকে নিয়ে ঝান্টু মামার নানারকম মন্তব্য,হাস্যরস। আমার বিশ্বাস পাঠকদের যথেষ্ট ভাল লাগবে ঝান্টুমামার সেসব মজাদার কর্মকাণ্ড। সেইসাথে মামুনদের উদ্ধারে বাংলাদেশ পুলিশের তৎপর হওয়ার বিষয়টিও থাকবে। তাছাড়া মামুনের বাবা বাংলাদেশ পুলিশের ডিআইজি হওয়ায় নানাবিধ অভিযানে তৎপর থাকতে দেখা যাবে পুলিশকে। সুতরাং পড়তে থাকুন ওরা ডানপিটে সিরিজের বই...