User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
জোছনা রাতে একদিন মাধবী নদীতে ঘুরতে ঘুরতে হঠাই মাঝ নদীতে রেনুর মনে হলাে রেদোয়ান চৌধুরী পানির উপর দিয়ে হেঁটে বেড়াচ্ছে। ভয়ে চিৎকার করে উঠলাে রেনু, জোছনার আলাে ম্লান হলাে, রেনু জোরে চিৎকার করে কাদছে, সকলে অবাক হয়ে জিজ্ঞেস করলাে রেনু কি হয়েছে? রেনু নিজেকে সামলে উত্তর দিলাে, একটা কবিতা ও তার সত্ত্বাকে মনে পড়লাে যে। বয়স এমন একটা জিনিস যার নাম দেওয়া যায় সময়। সেই সময় পার করছে আনােয়ারুল হক, তিনি জোছনা রাতে শীতল বাতাসের ঘ্রাণ নিতে নিতেই রেনুকে জিজ্ঞেস করলাে, তা প্রফেসর সাহেব কি কখনাে, আন্ধকারক...See More
অসাধারণ একটি বই...
তারুণ্যের প্রতি হৃদয়ের তপ্ত আহবান
মুফাক্কিরে ইসলাম হযরত মাওলানা সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
রকমারি পরিচালনাকারী ভাইদের ববলছি এ বইটি কি পাবো।
বইটি পড়লাম। অনেক অজানা প্রশ্নের উত্তর পেলাম যা জানার জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করছি। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটনে বইটি পাথেয় হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। দেশের অখন্ডতা রক্ষায় আমাদের সেনাবাহিনী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার মূল্যায়ন আমরা করতে পারিনি কিছু কুচক্রীদের অবিরাম কুদসা আর ষড়যন্ত্রের কারনে। অবিশ্বাস আর অন্ধকার হতে সত্য অন্নেষণে লেখকের এ মহৎ প্রচেষ্টা বহুলাংশে সফল হয়েছে বলে আমি মনে করি। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বস্তুনিষ্ঠ ও সঠিক ইতিহাস তুলে ধরার জন্য লেখক...See More
ক্যারিয়ারের শুরুতে নামের পাশে দগদগে কালো দাগ নিয়ে এ থানা থেকে ও থানা ঘুরে বেড়ানো এসআই সাব্বিরের পোস্টিং এখন ব্রাহ্মণবাড়িয়ায়। এই শহরের মত একটা একঘেয়ে শহরে মাথা খাটানোর মত কেস কোথায়? কিন্তু এই মফস্বলে ঘটে গেলো এক বিভৎস খুন। লাশের শরীরকে নিয়ে যা ইচ্ছা তাই করেছে খুনি। হাত ও পায়ের সব আঙুল কেটে ফেলেছে। পেটের ও পিঠের বিভিন্ন স্থানের চামড়া তুলে ফেলেছে। চোখ দুটো উপড়ে গেলে দিয়েছে। অণ্ডোকোষ কেটে সেটাকে থেতলে দিয়েছে। সব শেষে পুরুষাঙ্গ কেটে তিন টুকরো করে দু টুকরো দুই কানের পাশে আর এক টুকরো কপালে রেখে গেছে। ...See More
ধন্যবাদ
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত বলছি ক্রিকেট এবং আত্মকথা
চৌধুরী জাফরউল্লাহ শারাফাত
এগিয়ে যান, চৌধুরী জাফরউল্লাহ শারাফাত। ক্রিকেট নিয়ে আপনার কাছ থেকে আরো অনেক ডিপ ফিলোসফিক্যাল বই চাই। সাথে এটাও চাই ক্রিকেট নিয়ে আপনি পত্রিকায় রেগুলার লেখেন।
আমরা ইনডিপেনডেন্ট টিভিতে দেখি খালেদ মহিউদ্দিন অনেক মিস্ট্রিয়াস টকশো নিচ্ছেন, অতিথিদের সাথে পাল্লা দিয়ে যাননিজের সেন্স অব হিউমারের জোরে। আশাকরি, এই বইটিতে আমরা এক ভিন্ন খালেদ মহিউদ্দিনকে পাব, ব্যক্তি খালেদ মুহিউদ্দিনকে পাব।
আমি রিভিউ লিখতে পারিনা। তবে, অসাধারণ লেগেছে বইটা। আর প্রচুর বানান ভুল তাই পড়তে একটু অসুবিধে হয়েছে। তবে, সাইকো থ্রিলার হিসেবে বেস্ট। আমিও কাইকর। Onk Nice vai
সবার পড়া উচিত(মুসলিম)