User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অনেক তথ্যবহুল একটা বই উপহার দেয়ার জন্য লেখককে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন। পার্বত্য চচট্টগ্রামের ইতিহাস, জনজীবন এবং গণ মাধ্যমের অপব্যবহার সম্পর্কে এমন সব দালিলিক তথ্য এখানে তুলে ধরা হয়েছে যে, এই বইটি পড়ার পর যে কোন মানুষের মনে পার্বত্য চট্টগ্রাম সম্বন্ধে একটা পরিস্কার ধারণা জন্মাবে। সেই সাথে মিডিয়াতে প্রচারিত সংবাদগুলো কে অন্ধের মত/ বিনা যাচাইয়ে বিশ্বাস করা থেকেও মানুষ বিরত থাকবে। আশা করি বইটি পড়ার পর অনেকেরই ভুল ধারণা ভেঙে যাবে। ভবিষ্যতে এরকম তথ্যবহুল আরও বই এর জন্য লেখকের কাছে অনুরোধ রইলো।
Was this review helpful to you?
or
An excellent write-up. General people or mostly an individual like me never had a clear idea about what really happened in CHT. Of course there were misconception floated by few syndicate/individual and unfortunately accepted by the mass population. this book is an eye opener for all who tried to propagate some fake/ baseless stories. I , myself is highly benefited with the information staged in a fantastic order. Would be expecting more books from the writer. you deserve a big appreciation. keep it up and for all A MUST READ BOOK, COULD BE USED AS REFERENCE.
Was this review helpful to you?
or
হলুদ সাংবাদিকতার যাতাকলে পিষ্ট পার্বত্য এলাকার প্রকৃত-বাস্তব তথ্যাবলির সমন্বয়ে যুগোপযোগী বই
Was this review helpful to you?
or
পার্বত্য চট্টগ্রাম নিয়ে আলোচনার কোন কমতি নেই। একটা সময় সেখানে সাধারণ মানুষের অবাধ চলাফেরার কোন সুযোগ ছিল না। এখন পর্যটনের অন্যতম আকর্ষণীয় স্থান বলে সবার কাছে বিবেচিত। কত ত্যাগ , আর বলিদান ঘটেছে তার কোন সঠিক হিসাব কখনো পাওয়া যাবে না । পার্বত্য চট্টগ্রাম নিয়ে বাংলাদেশ জন্মের পর থেকে ষড়যন্ত্র শুরু হয়েছে, যা আজও বিদ্যমান। ১৯৯৭ সালের ঐতিহাসিক শান্তি চুক্তির পর থেকে নতুন যাত্রা শুরু হয়। লেখক মাহের ইসলাম , পার্বত্য চট্টগ্রাম নিয়ে তথ্যবহুল এই বইটি উপহার দিয়েছেন। পার্বত্য চট্টগ্রাম কেন বারবার আশান্ত হয় ??? পার্বত্য চট্টগ্রাম নিয়ে কেন এক শ্রেণীর সুশীলরা অযথা উত্তেজনা ছাড়ায় ??/ কল্পনা চাকমার রহস্য , অপহরণ নাকি স্বেচ্ছানির্বাসন ??? পাহাড়ে কেন সেনাবাহিনী ??? এইসব সহ আরও কিছু বিষয়ের বিস্তারিত তুলে ধরেছেন লেখক।
Was this review helpful to you?
or
বইটি পড়লাম। পার্বত্য চট্টগ্রাম নিয়ে আমার অনেক ভুল ধারনার অবসান হয়েছে এই বইটি পড়ে। সমগ্র বইয়ে লেখক অত্যন্ত সুন্দরভাবে রেফারেন্সসহ তার যুক্তি তুলে ধরেছেন। পার্বত্য চট্টগ্রাম নিয়ে লেখা এটি একটি অসাধারন বই। ব্যক্তিগত সংগ্রহে রেখে দিলাম। লেখককে ধন্যবাদ এমন অনবদ্য সৃষ্টির জন্য। যারা পার্বত্য চট্টগ্রাম নিয়ে গবেষনা বা পড়াশুনা করতে আগ্রহী তাদের জন্য এই বইটি বেশ উপকারর আসবে।
Was this review helpful to you?
or
বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চলনাম অসংগতির বিষয়কে উপজীব্য করে লেখা মাহের ইসলাম সত্যকে সহজ ভাষায় এই বইটিতে আমাদের সামনে যেভাবে তুলে ধরেছেন তা এক দুঃসাহসিক কাজ বলে আমার মনে হয়েছে। বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ হিসেবে হিল ট্র্যাকসের ব্যাপারে দেশের সব সচেতন নাগরিকের অনিসন্ধিতসু মন এমন একটি বই হাতের নাগালে পেতে চেয়েছিল, মাহের ইসলাম তা পূরণ করেছে। ডিজিটাল মিডিয়ার যুগে যেখানে ফেইক নিউজের ডামাডোলে অস্থির, সেখানে মাহের ইসলামের এ মহান উদ্যোগ আমার কাছে মনে হয়েছে এক অর্জুন লড়ে চলেছে লক্ষ্য কোরভদের সাথে। বইটির ইংরেজি পরিচ্ছেদ আন্তর্জাতিক মানের লেখা, যা ভিন্নভাষী পাঠকের একাডেমিক চাহিদা পূরণে খুবই সহায়ক হবে। তথ্যে পরিপুর্ন এ বইটি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চলনাম অসংগতির বিষয় নিয়ে আগ্রহী সকল পাঠকের জন্য এ বই এক টেক্সট বুক হয়ে থাকবে। প্রিয় লেখককে অন্তর থেকে আমার সাধুবাদ জানায় । একজন লেখকের লক্ষ্য হওয়া উচিত সত্যের প্রতি পক্ষপাতী হওয়া। সেই কঠিন কাজটি এ বইয়ে সহজে সম্পন্ন করেছেন আমাদের মাহের ইসলাম।
Was this review helpful to you?
or
শক্তিমান লেখক। তাঁর সাবলীল বর্ননায় পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সমস্যা, কারন ও রাজনৈতিক বিষয়াবলী সুন্দরভাবে উঠে এসেছে। পাতায় পাতায় লেখকের গভীর গবেষনার প্রমান পাওয়া যায়। পার্বত্য চট্টগ্রাম নিয়ে বস্তনিষ্ঠ ও নিরপেক্ষ লেখনি এবং অবশ্য পাঠ্য। লেখকের তথ্যানুসন্ধান, সমস্যার ভেতরে দেখার গভীর অন্তরদৃষ্টি এবং তাঁর গবেষনালব্ধ বিষয় সংশ্লিষ্ঠ উপসংহার বইটিতে ভিন্নমাত্রা যোগ করেছে। যে কোন গবেষক, সত্যানুসন্ধানী অথবা সাধারন পাঠকের জন্য অবশ্য পাঠ্য একটি বই।
Was this review helpful to you?
or
বইটি পড়লাম। অনেক অজানা প্রশ্নের উত্তর পেলাম যা জানার জন্য অনেকদিন যাবৎ চেষ্টা করছি। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে প্রকৃত সত্য উদঘাটনে বইটি পাথেয় হিসাবে কাজ করবে বলে আমার বিশ্বাস। দেশের অখন্ডতা রক্ষায় আমাদের সেনাবাহিনী যে অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে তার মূল্যায়ন আমরা করতে পারিনি কিছু কুচক্রীদের অবিরাম কুদসা আর ষড়যন্ত্রের কারনে। অবিশ্বাস আর অন্ধকার হতে সত্য অন্নেষণে লেখকের এ মহৎ প্রচেষ্টা বহুলাংশে সফল হয়েছে বলে আমি মনে করি। পার্বত্য চট্টগ্রাম সম্পর্কে বস্তুনিষ্ঠ ও সঠিক ইতিহাস তুলে ধরার জন্য লেখককে ধন্যবাদ। এ ধরনের অনুসন্ধিৎসূ লিখা আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানতে সাহায্য করবে। লেখককে ধন্যবাদ।
Was this review helpful to you?
or
চমৎকার সম্পাদনা! অভিন্দন এবং লেখকের জন্য রইল অশেষ শুভ কামনা রইল। শীর্ষ চুড়ার সোপান হোক মসৃন। মুঠোভরে সাফল্য আসুক প্রতি পদক্ষেপে।
Was this review helpful to you?
or
I am working in hill tracts. I was searching for some valid information/documentation to know the fact of time. Now I got that. Thanks to the writer who explained beyond my expectation. Splendid work.
Was this review helpful to you?
or
যারা পার্বত্য চট্টগ্রামের বর্তমান ঘটনাপঞ্জি সম্পর্কে জানতে আগ্রহী, পার্বত্য চট্টগ্রাম নিয়ে সত্য মিথ্যা অপপ্রচারের নানা দিক নিয়ে এই বইটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রামানিক দলিল। বিশেষ করে পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক ঘটনা প্রবাহ ও গণমাধ্যমের ভূমিকা নিয়ে আগ্রহী লেখকগণ, গবেষকগণ ও অনুসন্ধিৎসু পাঠকগণ এর জন্য এই বইটি একটি মূল্যবান আকর গ্রন্থ। পার্বত্য চট্টগ্রাম কে ভালবাসেন এমন পাঠকদের জন্য এই বইটি মূল্যবান সংগ্রহ হতে পারে। সূচিপত্রে রায়েছে,নির্দোষ না দোষী,মিথ্যা অপবাদের দায়মুক্তি, সোনার ডিমপাড়া হাঁস,মারমা দুই বোন, অপপ্রচার এবং ডিজিটাল যুগের দুর্বলতা,পার্বত্য চট্টগ্রামে অপপ্রচারঃ অমানবিক, বানিজ্যিক, না রাজনৈতিক? এ সব চমৎকার বিষয় সমূহ। ছাপা -বাঁধা -কাগজ আকর্ষণীয়।