User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
The Power Of Habit (Why we do what we do and how to change)
চার্লস ডুহিগ
Human brain is the most spectacular thing on earth. You can read this book to improve yourself but even if you don't I think this is a must read book for everyone. We got only one life and if we don't how our brains, HABITS to be more specific is playing with us. We are in deeo denial. Happy reading. :)
ভাই সাইকো থ্রিলার হিসেবে অনেক ভালো লেগেছে
কোনোকিছু চাওয়া না চাওয়ার কনফিউশন থেকেই ভাল্লাগেনা'র উৎপত্তি। বইটিতে রয়েছে ভাল্লাগেনা কে বৃদ্ধাগুলি দেখানোর কিছু কার্যকরী আইডিয়া। দৈনন্দিন জীবনের বিভিন্ন সমস্যা থেকে নিজেকে বাঁচাতে আমরা নিত্য নতুন অজুহাত দাড় করাই । বইটির মূল উদ্দেশ্য সেসব ভূল-ত্রুটির জন্য নিজের মধ্যে অপরাধবোধ তৈরী করা এবং সেগুলো পরিহার করে জীবন বদলে দেওয়া। বইটির কমিক, কার্টুন আর লিখন কৌশল এতটাই চিত্তাকর্ষক ছিলো যে প্রথম বসাতেই বইটা শেষ করে ফেলতাম যদি না আয়মান ভাই শুরুতেই অনুভূতি শেষ হওয়ার ভয় না দেখাতেন। ? অন্যান্য আত্মউন্নয়ন মূলক...See More
পলায়ন মূলত মানুষকে সৃষ্টিকর্তার পথ দেখানোর একটি উপন্যাস। চিন্তাশীল পাঠকরা এই উপন্যাসের চরিত্রের ভিতর দিয়ে নিজেকে নিয়ে যেতে পারবেন স্রষ্ঠার পৃথিবীতে মানুষ সৃষ্টির আসল উদিশ্যের আসল পথে।
মানুষের চিন্তা শক্তির পরিবর্তন করে জীবনকে পাল্টে দেয়ার মতো কবিতাগুলো পড়ে দেখতে পারেন। রকমারী ডটকম থেকে বই কেনার আগে একটু পড়েও দেখতে পারেন।
মানুষের চিন্তা শক্তির পরিবর্তন করে জীবনকে পাল্টে দেয়ার মতো কবিতাগুলো পড়ে দেখতে পারেন। রকমারী ডটকম থেকে বই কেনার আগে একটু পড়েও দেখতে পারেন।
nice book
অসাধারন একটি উপন্যাস। অনেক অনেক লেখক ও বইয়ের ভীড়ে এই উপন্যাসটি মনে এক অপূর্ব ভালো লাগিয়ে দিয়েছে। সুন্দর গোছানো পরিপাটি লেখা ও চরিত্রের ছন্দতা ! Highly entertaining and recommended book of the years and forever . Thanks to the author. Good luck
আমি আজকে পেলাম , প্যারাডক্সিক্যাল সাজিদ-০১ বই টা পড়া শেষ,যখন ই দেখলাম এর পার্ট-০২ দেখেই Pre-Order দিয়ে ছিলাম , আজকে পেলাম । ইন্নশাআল্লা এই বই টা আরও বেশি স্রষ্টার উপর বিশ্বাস স্থাপণ করবে
awesome...