User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আমার পড়া সবচেয়ে ভাল বই।
আমি কাইকর হতে চাই। বহুরূপী কাইকর। ভাই রক্ত আর রক্ত। এতো খুন কেমনে করলেন। পুলিশের পুরুষাঙ্গ কেটে ফেললেন। আপনাকে জেলে ঢোকাবে পুলিশ দেখলে। তবে অস্থির ছিল ভাইজান।
ভাই এইভাবে কেউ কাটাকাটি করে। মাথা ঘুরাইতেছে। তবে, বানান ভুল অনেক জুস ছিল
nice
ও আমার খোদা, বই লেখা তো দেখি এখন নিজের প্রচারনা আর চেহারাটাকে আরো বেশি পরিচিত করাবার একটা ধান্ধায় পরিনিত হয়ে গেছে। আয়মান ভাইয়ার দেখা দেখি এবার আরো দুইজন বই নিয়ে আসছে, তাদের বইয়ে পড়ার মত তেমন কিছু আছে বলে মনে হল না। এখন আবার রাবা খান বই লিখছে। ভাল ভাল, সামনের বছর সালমান মুক্তাদির, সৌমিক, সৌভিক রাও বই লিখবে, আর ছোট আজাদও কেন বাদ যাবে? সেও বই লিখবে। বাংলা একাডেমির উচিত কে বই লিখছে আর কি লিখছে এ বিষয়টা খেয়াল করা।
দেশের ইতিহাসে এই লেখক বা বইয়ের স্থান কোথায় সে সম্পর্কে বিন্দুমাত্র ধারনা নেই। তবে পড়ে ফেলেছি রুদ্ধশ্বাসে! বঙ্গবন্ধু কিংবদন্তি, তাকে নিয়ে জানার শেষ নেই। কিন্তু সবসময়ই আমার কেন যেন তাজউদ্দীনকে নিয়েও জানতে অনেক ইচ্ছে হয়। দেশের অবিসংবাদিত নেতা বন্দী শত্রু শিবিরে, সে অবস্থা থেকে দেশকে রাজনৈতিকভাবে যুদ্ধে নেতৃত্ব দেয়া এবং বিজয়ীর বেশে তার সমাপ্তি ঘটানো, কিছুটা হলেও সক্ষমতার ধারণা পাওয়া যায়। আহারে, মানুষগুলা বেচে থাকলে কি না জানি হতে পারতো! যাই হোক, বইয়ের প্রসংগে ফিরি। এই বইয়ের যা ভাল লেগেছে তার মাঝে আছ...See More
Allah bless you
অসাধারণ সুন্দর ইসলামী বই
This book is so amazing about since related topics. I had no interest in since. But,by reading this book my curiosity is being increased. After all this book is so mind blowing.
লেখক অল্প কথায় বর্ণনা করেছেন কিন্তু ভীষণ অগোছালো এবং খাপছাড়া। এত অযত্নে লেখা গল্প কেউ পছন্দ করবে না, সরি।