User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগীতা বইয়ের নামঃ লেয়ার অভ দ্য হোয়াইট ওঅর্ম বইয়ের ধরণঃ হরর / ভৌতিক উপন্যাস লেখকঃ ব্রাম স্টোকার রূপান্তরঃ ইসমাইল আরমান প্রচ্ছদঃ ইসমাইল আরমান প্রকাশনীঃ সেবা প্রকাশনী প্রকাশকালঃ ২০১০ পৃষ্ঠাঃ ২২০ মুল্যঃ ৭৬ টাকা (মুদ্রিত মূল্য); ৬৮ টাকা (রকমারি মূল্য) লেখক পরিচিতিঃ ব্রাম স্টোকার ১৮৪৭ সালে আয়ারল্যান্ডে জন্মগ্রহণ করেন। সাত ভাই-বোনের মধ্যে তিনি ছিলেন তৃতীয়। কর্মজীবনে তিনি লেখালেখিতে মনোনিবেশ করেন। ১৮৮২ সালে তাঁর লেখা প্রথম গ্রন্থ “আন্ডার দ্য সানসেট” প্রকাশিত হয়।...See More
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা #বুকরিভিউ_ত্রিনিত্রি_রাশিমালা জানরাঃ সায়েন্স ফিকশন, ফিলসফিক্যাল . সপ্তম শ্রেণীতে থাকতে পড়া সায়েন্স ফিকশনটা একটু অন্যরকম ছিল। মানে অন্যান্য বইয়ে যেমন, স্পেস এডভেঞ্চার কিংবা মানব ক্লোনিং অথবা পোস্ট-এপক্যালিপ্টিক সেট আপ নিয়ে কিছু একটা হতো, এটাতে তেমনটা ছিল না। কিন্তু এটাও বলতে রাজি না যে, তখন এক বার পড়েই বুঝেছি বইটা, এলজেবরা কম বুঝতাম কিনা তাই। কিশোরী বয়স পার হবার বিরহে একবার সমস্ত পড়া বই আবার পড়েছিলাম। তখন বুঝেছি এই গল্পের ত্রিনিত্রি রাশিমালাটা আসলে কি জিনিস। ...See More
চমৎকার সব রঙিন ছবি আর সাবলীল অনুবাদ, সব মিলিয়ে শিশুর কল্পনার মহাকাশে ঘুড়ে আসাটা খুব কঠিন হবে না। হ্যা রুশ লেখক পাভেল ক্লুশান্ৎসেভ তার এই বইয়ে একই সাথে যেমনি বিজ্ঞানের খুটিনাটি বিস্তারিত আলোচনা করেছেন তেমনি গল্পের ছলে সেই আলোচনায় রসবোধের অভাব ছিল না মোটেও। তাই আনন্দ নিয়ে মহাকাশকে জানতে ছোট বড় সবার জন্যেই ভালো লাগার বই হবে 'টেলিস্কোপ কী বলে'।
বইটি মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস ও সংস্কৃতির এক অসামান্য দলিল। মুজিব পর্ব, জিয়া পর্ব ও এরশাদ পর্ব -এই তিনটি অধ্যায়ে বাংলাদেশের রাজনীতির ভিত্তিকাল ও সামরিক শাসনকালের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে ষড়যন্ত্র প্রবিষ্ট ছিল তা সবিস্তারে বর্ণিত রয়েছে।
একটা বিশাল ছাউনি। দিনের বেলায় ছাউনিটা দেখায় নীল, রাতের বেলায়- কালো। আর তার গায়ে একে একে জ্বলে ওঠে তারা- যেন দূরের বাতি। থিয়েটার-হলের মাথার ওপরকার ছাদটা বড় বটে। কিন্তু তার সঙ্গে এ ছাউনিটার কোন তুলনাই চলে না। এটা হাজার-হাজার গুন বড় আর উঁচু। এ ছাউনিটা দেখে মনে হয় যেন গোল, একটা বিশাল গম্বুজের মতো । যেন এর কানাগুলো সোজা এসে স্পর্শ করেছে এই চ্যাপ্টা রুটিটাকে- আমাদের পৃথিবীকে। আর পৃথিবীর বুকে যদি একটা দিক ধরে খুব বেশিক্ষন হাঁটা যায় তাহলে বুঝি এক সময় আমরা সেই জায়গাটায় পৌছে যেতে পারব যেখানে আকাশ পৃথিব...See More
এই বইটি রোহিঙ্গাদের সম্পর্কে জানতে একটি পরিষ্কার ধারণা জোগাতে সক্ষম হবে ,আমি আশা করি।
'পাভেল ক্লুশানৎসেভ' লেখকের নাম খটমটে হলেও বইটি কিন্তু মোটেও খটমটে নয়। মূল ভাষা রুশ থেকে চমৎকারভাবে বাংলায় শিশু কিশোরদের জন্য অনুবাদ করেছেন অরুণ সোম। শিশু কিশোরদের বিজ্ঞান মনষ্ক মনকে আরো একটু জাগ্রত করতে বইটির জুড়ি নেই। গল্পের মত করে লেখা হয়েছে মহাকাশের বিভিন্ন জটিল বিষয়গুলো। তবে শুধু শিশু কিশোর নয় বড়রাও পড়ে মজা পাবেন।
রোহিঙ্গা জাতির ইতিহাস বিষয়ক জ্ঞান আমাদের উচ্চ মর্যাদা সম্পন্ন একটি জাতি হিসেবে ভাবতে উজীবিত করবে।.বাংলার সোলতান জালালউদ্দিন শাহ (মতান্তরে নাসিরুদ্দিন শাহ) এক বিরাট । সৈন্যবাহিনী (কিছু কিছু তথ্যমতে পঞ্চাশ হাজার সৈন্য) নিয়ে আরাকানের রাজাকে স্বদেশের স্বাধীনতা উদ্ধারে সাহায্য করেন এবং এ সৈন্যবাহিনীকে | স্বাধীন আরাকানের নিরাপত্তার জন্য স্থায়ীভাবে আরাকানের রাজার অধীনে ন্যস্ত করেন। এমন মহানুভবতার নজির পৃথিবীর ইতিহাসে খুব কম দেখা যায়। বাংলাদেশের ইতিহাস চর্চায় আরাকানের ইতিহাসও অন্তর্ভুক্ত করা প্রয়...See More
ক্লাস ফাইভ থেকে শুরু করে যে কোন বয়সের জন্য বইটা ভালো লাগবে। এতো মজার বই কেউ বুড়ো বয়সে পড়ে আফসোস এ ভেসে যাবেন। যারা সন্তানদের নিয়ে ভাবেন, তাদের জন্য এই বইটা বেস্ট। বইটার ইলাস্ট্রেশন বেশ ভালো।
পৃথিবীর শেষ কোথায়, পৃথিবীর চারধারে কী আছে, চাঁদ আর তারা - এরা কি অনেক দূরে, তারাগুলো এত সুন্দর কেন, বল কেন মাটিতে এসে পড়ে, গ্রীষ্মকালে সূর্যের তাপ কেন বেশি হয়, চাঁদ কেন একটা ফালির মতো দেখায় বা পৃথিবীর বাইরে আর কী কী জগৎ আছে- এই রকম নানা কথা তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে হয়।