User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
science fictional book
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই । যেখানে সুন্দর ভাবে সব কিছু উপস্থাপন করা হয়েছে । এমন একটি বল সবার পরা উচিত, বিশেষ করে যারা মহাকাশের কিছুই বুঝেন না ।
Was this review helpful to you?
or
মানব সভ্যতার শুরু থেকেই মানুষরা আকাশকে নিয়ে কৌতুহলী ছিলো। আকাশকে জানার বোঝার জন্য তাদের প্রচেষ্টা আজ আবধি বিদ্যমান। কিন্তু এ সকল বিষয়ে যে সকল বিষয়াদি লেখা হয় তা লেখা হয় জটিল বৈজ্ঞানিক ব্যাখ্যা দ্বারা। শিশুদের জন্য এ টাইপের বই হয় না। তবে দ্যু প্রকাশন রাশিয়ান এ বইটির বাংলা অনুবাদ করে ব্যপক সারা ফেলেছে। এ বইটি শিশু কিশোর বৃদ্ধ সকল বয়সের মানুষের জন্য লেখা হয়েছে। জটিল ব্যাখ্যার দিকে না গিয়ে তা সহজ সরল ভাষায় ব্যখ্যা করা হয়েছে। এ বইয়ের আরেকটি ভালো দিক হলো এদের ছবির ইলাস্ট্রেশান। ছবিগুলোকে খুবই আকর্ষণীয় করা হয়েছে। বইয়ের পেইজগুলোর মানও ভালো। সর্বোপরি আমি বলতে চাই, বইটিকে আপনার পছন্দের বইয়ের তালিকায় রাখতে পারেন। বইয়ের পছন্দের একটি যুক্তি, ফ্ল্যাট আর্থারদের জন্য: পৃথিবী সমতল হতে পারে না। কারণ, জাহাজকে যদি বন্দর থেকে পর্যবেক্ষণ করা হয় তাহলে সবার আগে জাহাজের নিচের অংশ অদৃশ্য হয়ে যায়, পরে জাহাজের পাল। যদি পৃথিবী সমতল হত তবে সম্পুর্ণ জাহাজটা একসময় আকারে ছোট হতে হতে অদৃশ্য হয়ে যেত।
Was this review helpful to you?
or
একটা বিশাল ছাউনি। দিনের বেলায় ছাউনিটা দেখায় নীল, রাতের বেলায়- কালো। আর তার গায়ে একে একে জ্বলে ওঠে তারা- যেন দূরের বাতি। থিয়েটার-হলের মাথার ওপরকার ছাদটা বড় বটে। কিন্তু তার সঙ্গে এ ছাউনিটার কোন তুলনাই চলে না। এটা হাজার-হাজার গুন বড় আর উঁচু। এ ছাউনিটা দেখে মনে হয় যেন গোল, একটা বিশাল গম্বুজের মতো । যেন এর কানাগুলো সোজা এসে স্পর্শ করেছে এই চ্যাপ্টা রুটিটাকে- আমাদের পৃথিবীকে। আর পৃথিবীর বুকে যদি একটা দিক ধরে খুব বেশিক্ষন হাঁটা যায় তাহলে বুঝি এক সময় আমরা সেই জায়গাটায় পৌছে যেতে পারব যেখানে আকাশ পৃথিবীর সঙ্গে এসে মিলেছে। আহা, সত্যি যদি এমন হতো ! এমনই সব রহস্যের তথ্য এবং সমাধান যানতে ইচ্ছে করে তোমাদের? বইটি তাহলে তোমাদের জন্য.........।
Was this review helpful to you?
or
চমৎকার সব রঙিন ছবি আর সাবলীল অনুবাদ, সব মিলিয়ে শিশুর কল্পনার মহাকাশে ঘুড়ে আসাটা খুব কঠিন হবে না। হ্যা রুশ লেখক পাভেল ক্লুশান্ৎসেভ তার এই বইয়ে একই সাথে যেমনি বিজ্ঞানের খুটিনাটি বিস্তারিত আলোচনা করেছেন তেমনি গল্পের ছলে সেই আলোচনায় রসবোধের অভাব ছিল না মোটেও। তাই আনন্দ নিয়ে মহাকাশকে জানতে ছোট বড় সবার জন্যেই ভালো লাগার বই হবে 'টেলিস্কোপ কী বলে'।
Was this review helpful to you?
or
'পাভেল ক্লুশানৎসেভ' লেখকের নাম খটমটে হলেও বইটি কিন্তু মোটেও খটমটে নয়। মূল ভাষা রুশ থেকে চমৎকারভাবে বাংলায় শিশু কিশোরদের জন্য অনুবাদ করেছেন অরুণ সোম। শিশু কিশোরদের বিজ্ঞান মনষ্ক মনকে আরো একটু জাগ্রত করতে বইটির জুড়ি নেই। গল্পের মত করে লেখা হয়েছে মহাকাশের বিভিন্ন জটিল বিষয়গুলো। তবে শুধু শিশু কিশোর নয় বড়রাও পড়ে মজা পাবেন।
Was this review helpful to you?
or
পৃথিবীর শেষ কোথায়, পৃথিবীর চারধারে কী আছে, চাঁদ আর তারা - এরা কি অনেক দূরে, তারাগুলো এত সুন্দর কেন, বল কেন মাটিতে এসে পড়ে, গ্রীষ্মকালে সূর্যের তাপ কেন বেশি হয়, চাঁদ কেন একটা ফালির মতো দেখায় বা পৃথিবীর বাইরে আর কী কী জগৎ আছে- এই রকম নানা কথা তোমাদের নিশ্চয় জানতে ইচ্ছে হয়।
Was this review helpful to you?
or
ক্লাস ফাইভ থেকে শুরু করে যে কোন বয়সের জন্য বইটা ভালো লাগবে। এতো মজার বই কেউ বুড়ো বয়সে পড়ে আফসোস এ ভেসে যাবেন। যারা সন্তানদের নিয়ে ভাবেন, তাদের জন্য এই বইটা বেস্ট। বইটার ইলাস্ট্রেশন বেশ ভালো।