User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি - আল কুরআন, সূরা ইনশিরাহ : ৪ মুহাম্মদ নামটির অর্থ প্রশংসিত, স্রষ্টা ও সমগ্র সৃষ্টির যিনি প্রশংসা লাভে ধন্য হয়েছেন। তার নাম ও কর্মের সার্থকতার তুলনা তিনি নিজেই। অসভ্য-বর্বর আরব জগতের তীব্র বিরোধিতার মাঝে এসে মাত্র দুই দশকের মধ্যে তিনি তাদের আমূল পরিবর্তনের বরপুরুষ হিসেবে আবির্ভূত হন। যেই আরব সমাজ ছিল তাঁর জনের দুশমন, তারাই অতি অল্প সময় বাদে তার ত্যাগী অনুবতী। বিলিয়ে দিতে দু’বার চিন্তা করত না তার জন্যে। এমনই চরিত্র, এমনই জীবন তার যে, আজো সমগ্র দুনিয়ার সকল দিগন্...See More
বইটা ভালই লেগেছে বলতে হবে। সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি মূল বিষয়গুলো আলোচনার চেষ্টা করা হয়েছে। বই প্রসঙ্গে এক লেখকের রিভিউ দেখলাম তার ফেবুতে। পড়ার পর মনে হয়েছে নিজে আর রিভিউ না লিখে তারটাই কপি-পেস্ট করে দিই। সেটাই ভালো হবে- " পড়ার আগেই যেন বইটা শেষ হয়ে গেলো। শুরুটা হয়েছিল দারুণভাবে। যাকে বলা যায় 'হ্যাপি বিগেনিং'। আমি বেশ নড়েচড়ে বসলাম। লেখক যুক্তির পর যুক্তি পেশ করার তুলনায় মানুষের ফিতরাহ বা স্বভাবজাত প্রকৃতিকে জাগিয়ে তুলে তারপর স্রষ্টার বিদ্যমানতা-অবিদ্যমানতা প্রশ্নের সমাধানে যাবার প্রতি জোর দিয়...See More
অসম্ভব সুন্দর একটি বই।
আমাদের সমাজের প্রায় প্রতিটি পরিবারে আজকাল শোনা যায় স্বামী-স্ত্রীর দাম্পত্য কলহ, পরস্পরের বিশ্বাসহীনতা, সংসার ভাঙ্গার করুন সুর। দাম্পত্য কলহের বিষবাষ্প যেন ধীরে ধীরে গ্রাস করে নিচ্ছে আমাদের চারপাশ। কিন্তু আমরা নিজেদের কি কখনো রাসূল ও তাাঁর স্ত্রীদের মুখোমুখি দাড় করিয়েছি? কখনো কি তাঁদের সংসারের আদলে আমাদের সাংসারিক সমস্যাগুলো মোকাবেলা করার চেষ্টা করেছি? অথচ তাঁদের জীবনে রয়েছে প্রেম আর ভালোবাসায় পূর্ণ এক সংসারের ছায়াছবি। তাঁদের দাম্পত্যজীবনের অসংখ্য অনুপম শিক্ষা সমগ্র পৃথিবীর জন্য শিক্ষণীয়। যে ...See More
Hub valo lagche
‘মোমের লাবন্য’ বইটির লেখিকা জাকিয়া সুলতানা শিরীন । লেখিকার জন্ম ২১ আগস্ট । তিনি বরগুনা জেলায় বেড়ে উঠেছেন । জাকিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগ থেকে এম এ পাশ করেন । এর পরে তিনি বারো বছর সুনাম ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন । তার লেখালেখির মধ্যে দেখা যায় হৃদয়বৃত্তির সমান্তরালে সমাজের নানা দুর্নীতি, অসঙ্গতি , ও গোড়ামির বিরুদ্ধে মুক্তচিন্তা । বর্তমানে তিনি জাকিয়া’স ডিজাইন ও বুটিকস হাউজ নিয়ে কাজ করছেন । তার লেখা প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায়...See More
বিশ্বাসের যৌক্তিকতা, ২০১৭ তে পাওয়া শেষ বই। শেষটা খুব একটা মন্দ হয় নি। সংক্ষিপ্ত পরিসরের তথ্যবহুল বই। প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে। তবে ১ম প্রকাশের ব্যাক কাভারের ডিজাইন আরো সুন্দর করা যেত। ভিতরের পৃষ্টা বিন্যাস, কাগজের মান, ছোট ছোট ছবি বেশ ভালো লেগেছে। তাকালেই সহজে বুঝা যায় কোনটা কোটেশন, কোনটা মূল লেখা। ছবিগুলোও ভিজুয়াল একটা ইম্প্রেশন দেওয়ার পাশাপাশি কিছু বার্তা বহন করছে বোঝা যায়। পিচ্চি বইতে আলোচ্য টপিকের বন্যা বয়ে গেছে। তথ্যসূত্রের ছড়াছড়ি। সেক্যুলার মহলের এত বিজ্ঞানী, দার্শনিকদের কোটেশন শেষ কোন...See More
বুক রিভিউ : মুক্তিযুদ্ধের বয়ানে ইসলাম
লেখককে ধন্যবাদ এইরকম সুন্দর একটি চিন্তা নিয়ে বাস্তবে সবার সামনে তুলে ধরার জন্য। আশাকরি এই বইটি সকল ছাত্র - ছাত্রিদের কাজে লাগবে। এই বইটি পড়ে আমার যা মনে হয়েছে তা যদি প্রকাশ করি তা হলে মনে হই প্রকাশক ও লেখকের এই বইটি সম্বন্ধে আরো যত্ন বাড়বে। এই বইটি প্রকাশে বানান গত দিকে লেখকের/ প্রকাশকের কোনো মনোনিবেশ ছিলো না। এর বানানগত ভুল এতই বেশি যা আমার মনে এই বইয়ের তথ্য বিষয়ে সন্দেহ জন্ম দিয়েছে। আশা করি পরবর্তি সংস্করণে এই ধরনের ভুল মুক্ত বই পাব যা একটি সুন্দর আগামির জন্ম দিবে। ধন্যবাদ।
"কয়েকটা বই পোড়ালেই আইয়ুব খান মরে না, আইয়ুব খান গেলে আরেক আইয়ুব খান আসবে। ওয়েস্ট পাকিস্তানের সব আইয়ুব খানকে শেষ করলে বাঙালীদের মধ্যে এক নতুন আইয়ুব খান এমার্জ করবে"। ১৯৬৯। স্বাধীনতাপূর্ব পূর্ব বাঙলা। স্বাধীনতার লোভে মাতাল মানুষ। কি এক অত্যুচ্চ স্পর্ধায় জেগে উঠলো বাঙালী জাতি। ঢাকা শহর যেন আগ্নেয়গিরির এক উত্তপ্ত জ্বালামুখ। গোটা শহর জ্বলছে দাবানলে। বুড়িগঙ্গা যেন নিজের গতিপথ বদলে শহরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে আরো বেশী করে উস্কে দেয় সেই দাবানলের আগুনকে। সর্বত্রই মানুষ। নিজেদের নেতার মুক্তির লক্ষ্য...See More