User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
‘মোমের লাবন্য’ বইটির লেখিকা জাকিয়া সুলতানা শিরীন । লেখিকার জন্ম ২১ আগস্ট । তিনি বরগুনা জেলায় বেড়ে উঠেছেন । জাকিয়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ব বিভাগ থেকে এম এ পাশ করেন । এর পরে তিনি বারো বছর সুনাম ও নিষ্ঠার সাথে পেশাগত দায়িত্ব পালন করে আসছেন । তার লেখালেখির মধ্যে দেখা যায় হৃদয়বৃত্তির সমান্তরালে সমাজের নানা দুর্নীতি, অসঙ্গতি , ও গোড়ামির বিরুদ্ধে মুক্তচিন্তা । বর্তমানে তিনি জাকিয়া’স ডিজাইন ও বুটিকস হাউজ নিয়ে কাজ করছেন । তার লেখা প্রথম কাব্যগ্রন্থ প্রথম প্রকাশিত হয় ২০১৬ সালের অমর একুশে গ্রন্থমেলায় যার নাম চিলেকোঠার ছাদে জোছনা আঁধারে মাখামাখি এবং এর প্রএ ২০১৭ সালে প্রকাশিত হয় কাব্যগ্রন্থ ধূসর মলাটে বন্দি সময় । মোমের লাবন্য বইটি প্রথম প্রকাশিত হয় ২০১৭ সালের অমর একুশে বইমেলায় । বইটি প্রকাশিত হয় নন্দিতা প্রকাশ প্রকাশনী থেকে এবং এর প্রকাশক ভবো রঞ্জন বেপারী । প্রচ্ছদ করেছেন অনুপম কর । জয়িতা , সে একজন দত্তক কন্যা । সে এক বিরঙ্গনার জঠরে জন্ম নেওয়া যুদ্ধশিশু । নিজের জন্মপরিচয় না জানা জয়িতা বিশ্ববিদ্যালয় জীবনে এর সহপাঠী অনিকেত এর সাথে ভালোবাসার বন্ধনে আবদ্ধ হয় । অনিকেতের বাবা জয়িতার পালক বাবার সহকর্মী হওয়ায় সে জয়িতার সম্পর্কে জানে এবং তাদের বিয়েতে বাধা হয়ে দাঁড়ায় । থেমে যায় তাদের সম্পর্কের পথ ।তিন বছর পরে বাচ্চা প্রসব করতে গিয়ে মারা যায় অনিকেত এর স্ত্রী । অপরদিকে জয়িতার জীবনেও চলতে থাকে নানান কাহিনী । এদের জীবন কে নিয়েই লেখা হয়েছে এই উপন্যাস টি যা সকল শ্রেনীর পাঠকদের নিকট অনেক ভালো লাগবে তা নির্দিধায় বলা যায় ।