User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
আমি আপনার আলোচনাকে সমুচ্চ করেছি - আল কুরআন, সূরা ইনশিরাহ : ৪ মুহাম্মদ নামটির অর্থ প্রশংসিত, স্রষ্টা ও সমগ্র সৃষ্টির যিনি প্রশংসা লাভে ধন্য হয়েছেন। তার নাম ও কর্মের সার্থকতার তুলনা তিনি নিজেই। অসভ্য-বর্বর আরব জগতের তীব্র বিরোধিতার মাঝে এসে মাত্র দুই দশকের মধ্যে তিনি তাদের আমূল পরিবর্তনের বরপুরুষ হিসেবে আবির্ভূত হন। যেই আরব সমাজ ছিল তাঁর জনের দুশমন, তারাই অতি অল্প সময় বাদে তার ত্যাগী অনুবতী। বিলিয়ে দিতে দু’বার চিন্তা করত না তার জন্যে। এমনই চরিত্র, এমনই জীবন তার যে, আজো সমগ্র দুনিয়ার সকল দিগন্তে এ নাম উচ্চারিত হয়। কেউ ভক্তি ভালোবাসায়, কেউ নিন্দায় উচ্চারণ করে সেই নাম। নিন্দা যেন প্রকারান্তরে তার মহিমাই বহুগুণ বাড়িয়ে দেয়। একজন অর্বািচীন নিন্দা করে তো দশজন প্রজ্ঞাবান ঘোষণা করে তার অমিয় শান, অপরূপ মহিমা । আল্লাহর বাণী—আমি আপনার স্মরণ ও আলোচনাকে সমুন্নত করেছি—বারবার এটাই সত্য হয়ে ধরা দেয়। ইতিহাসের বিচারে। ঈসায়ী সপ্তম শতাব্দীতে ইসলামের আবির্ভাব ছিল বিশ্ব-ইতিহাসে সর্বাপেক্ষা বিস্ময়কর ঘটনা। অল্প সময়-মাত্র ২৩ বছরে নবীজীবনের ইসলামের মূল কাণ্ডারী হযরত মুহাম্মদ (সা) যে অবিস্মরণীয় সাফল্য লাভ করেছেন, তা যেকোনো বিচারে অনন্যসাধারণ অর্জন। হাজার বছরের ব্যবধানে তাঁর আদর্শের স্থায়িত্ব ও বিশ্বসভ্যতায় তাঁর দুর্দমনীয় প্রভাব, যুগোপযোগিতায় তাঁর সমাধান, আধুনিকতায় তার ব্যাখ্যা, বিজ্ঞানে তার কোনোটাই স্নান হয়ে যায়নি। কী মহিমা ছিল তার জীবনে, কীভাবে তিনি এত শক্তিশালী, কেন তিনি আজো আলোচনার কেন্দ্রবিন্দুতে তা চলমান গবেষণার বিষয়। বিশ্বব্যাপী তাকে নিয়ে যে উৎসাহ ও আলোচনা—তার ধারে কাছেও নেই। অন্য কোনো ঐতিহাসিক ব্যক্তিত্ব। বিশ্ব ইতিহাস ও সাহিত্যালোচনায় স্বাভাবিকভাবেই হযরত মুহাম্মদ (সা) বহুমাত্রিকতার সাথে বিরাজমান। সেরকমই বাংলা ভাষায় আরেকটি প্রয়াস বিশ্বসাহিত্যে বিশ্বনবী।