User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
Best
Was this review helpful to you?
or
চলে
Was this review helpful to you?
or
নাস্তিকতার ভিত্তি যে কতটা দূর্বল ও অবৈজ্ঞানিক এবং ভ্রান্ত তার একাডেমিক প্রমাণ
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো।বইটি ছোট হলেও খুবই উপকারী
Was this review helpful to you?
or
বইটা ভালই আলহামদুলিল্লাহ ❤️
Was this review helpful to you?
or
"বিজ্ঞানের মধ্যে ধর্ম ঢুকাতে চান" টাইপ হাস্যকর একটা লেখা পড়েছিলাম কিছুদিন আগে। আচ্ছা বিজ্ঞানের মধ্যে ধর্ম কেন ঢুকানো হবে? বিজ্ঞান তো স্বয়ংসম্পূর্ণ না।এটা নিজেই প্রশ্নবিদ্ধ। শুধুমাত্ত ঐশ্বরিক পদক্ষেপ কে অনুমোদন না দেওয়ার উদ্দেশ্যে তারা বস্তুবাদ বা Naturalism এর মতো হাস্যকর, অবান্তর একটা থিউরি কে স্ট্যান্ডার্ড মানে। বিজ্ঞানকে প্রায় ঈশ্বরের পর্যায়ে গন্য করার পরও মুক্ত চিন্তার চর্চাকারী এদেশের জনপ্রিয় সাহিত্যকও পদার্থবিদ অকপটে স্বীকার করেছেন, এই প্রকৃতির সব কিছু বিজ্ঞান কখনোই জানতে পারবে না। ধর্মের(অবশ্যই ইসলাম) এমন সুশৃঙ্খল, স্বতন্ত্র সূত্র বা নিয়মের সমাহার এর মধ্যে কেন তারা বিজ্ঞান ঢুকায়? এরচেয়ে যৌক্তিক চিন্তাশক্তি সম্পন্ন সত্তা হিসেবে আল্লাহ আমাদের সৃষ্টি করার কারণে আমরা অনুধাবন করি তিনি কত মহান,আর আমরা কত তুচ্ছ। স্বভাবতই আমাদের উচিত তার নিকট আত্মসমর্পন করা এবং এত চেতনা,মুক্ত চিন্তা বাদ দিয়ে তার উপাসনা করা #বুক রিভিউ বই-বিশ্বাসের যৌক্তিকতা লেখক-রাফান আহমেদ
Was this review helpful to you?
or
asadharon
Was this review helpful to you?
or
Amazing
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই_
Was this review helpful to you?
or
One of the Best Book amr kase.
Was this review helpful to you?
or
Great book for beginners...... though its a little book but has some thoughtful content.
Was this review helpful to you?
or
Onek sundhor akti boi,,sokole prte paren.
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই. এত ছোট্ট পরিসরে অনেক টপিক এক সাথে সুন্দর করে সাজানো. এক টানা 5 ঘন্টায় শেষ করেছি .... অবশ্যই কিনবেন. must recommend
Was this review helpful to you?
or
GOOD
Was this review helpful to you?
or
আল্লাহ পাক আপনাকে আরো তোউফিক দিক ভাইয়া মানুষের চোখের সামনে এভাবে সত্য কে তুলে ধরার এবং সেটাকে ভালভাবে উপলব্ধি করতে সাহায্য করার...আমীন...
Was this review helpful to you?
or
অবস্যই একটি ভালো বই।
Was this review helpful to you?
or
terrorizes their falsehood
Was this review helpful to you?
or
হয়ায়ুন আহমেদ, আর্নেস্ট হেমিংওয়ে, চার্লস ডিকেন্স এর বই গুলো অসাধারন,,,,,,
Was this review helpful to you?
or
বিশ্বাসের যৌক্তিকতা বইটা অনেক তথ্যসমৃদ্ধ আপাতদৃষ্টিতে। তবে সত্যতা যাচাই করলে তখন বার বার মনে হয়েছে টাকা নষ্ট করে ফেললাম।আত্মগৌরব বাড়বে অনেকের বইটা পড়ে তবে আসলে সত্যতা যাচাই করতে গেলে নিজেই লজ্জিত হতে হয়।
Was this review helpful to you?
or
Alhamdulillah It's really an Awesome book
Was this review helpful to you?
or
gd
Was this review helpful to you?
or
ভালো একটা বই বিশ্বাস নিয়ে নাস্তিকতার গোড়াপত্তন হবে
Was this review helpful to you?
or
❤️
Was this review helpful to you?
or
A must read book gor students
Was this review helpful to you?
or
sooo good
Was this review helpful to you?
or
জীবন গড়ার উপাদান
Was this review helpful to you?
or
সুন্নাহ পালনের নামে কোন বিদ’আত করছেন না তো? আমাদের জানার বাইরেও থাকে অনেক কিছু। কারণ শয়তান প্রতিনিয়ত আমাদের পথভ্রষ্ট করার চেষ্টা করে। তখন নানান ছলে মনের ভেতর দ্বিধা দ্বন্দ্বের সৃষ্টি করে। তখন মানুষ সুন্নাহ আদায় করছে ভেবে অনেক ভুল কাজ করে ফেলে। ভাবুনতো সালাতে দাড়িয়ে কখনো এমন হয়েছে যে বার বার মনে হচ্ছে ঠিকমত সূরা পড়া হল না। এসবই কিন্তু ওয়াসওয়াসা বা শয়তানের কুমন্ত্রণা। আর এই বিষয়টি নিয়েই বিস্তারিত বলা হয়েছে বইটিতে।
Was this review helpful to you?
or
অত্যন্ত ভাল একটা বই।
Was this review helpful to you?
or
sera
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহঅনেক ভালো ছিল
Was this review helpful to you?
or
Valo boi
Was this review helpful to you?
or
Loved reading the book. The author explained complex stuff in a brilliantly simplified way.
Was this review helpful to you?
or
jazak Allah khair
Was this review helpful to you?
or
সুন্দর বই
Was this review helpful to you?
or
Valo ekti boi,Alhamdulillah, Pore besh upokrito hoiyeci...
Was this review helpful to you?
or
সেরা
Was this review helpful to you?
or
বইটি অনেক সুন্দর, ধাপে ধাপে মূল বিষয় গুলো তুলে ধরেছে। কথাগুলো অনেক ভালো লাগছে। অসাধারণ
Was this review helpful to you?
or
The book ends before starting. Great book mashallah
Was this review helpful to you?
or
very Inspiring book... I love this book, i alwys looking for motivational and self improvemnt books. This book in my area of interest. I belive this "The first and foremost benefit of reading self-help books is the experience puts the reader on a path to where they can read, practice the strategies learned, and make improvements in their lives without having to ask others for help."
Was this review helpful to you?
or
প্রিয় Rafan Ahmed লিখিত ‘বিশ্বাসের যৌক্তিকতা’ গ্রন্থটি পড়লাম। প্রিয় বললাম, যদিও তাঁকে কখনো দেখিনি, কথা বলিনি, এমনকি এর আগে কোনো লেখাও পড়িনি। তিনি এই ছোট্ট একটি বইয়ের মধ্যে যে পরিমাণ ডকুমেন্ট সংগ্রহ করেছেন তা সত্যিই অনেক শ্রমসাধ্য ব্যপার, পাশাপাশি বিশ্বাসের পক্ষে যুক্তিগুলো যেভাবে তিনি সাবলীল ও আকর্ষণীয় ভঙ্গিতে তুলে ধরেছেন তা পাঠকের আগ্রহকে ভিন্ন মাত্রা দেবে এমনটাই মনে করি। বিশেষত সাম্প্রতিক সময়ের দ্বীনি গ্রন্থগুলিতে যে দিকটা ভালো লাগে তা হলো জেনারেল শিক্ষিত ধার্মিক ভাইগণ এবং উলামাগণের সমন্বিত প্রক্রিয়া। বাস্তবতা এটাই, একজন মানুষ অনেক কিছু জানতে পারেন কিন্তু প্রতিটি বিষয়ে বিশেষজ্ঞ হবেন এমনটি অসম্ভব। একজন ব্যক্তি বিজ্ঞানের দস্তাবেজ ওল্টান, গবেষণা করেন, অত:পর প্রশ্ন উত্থাপন করেন। আরেকজন এইসব প্রক্রিয়ায় ধর্মীয় দৃষ্টিকোণ থেকে অসঙ্গতি ও ত্রুটিপূর্ণ বিষয়ের খোঁজ করে প্রক্রিয়াকে গ্রহণযোগ্য মানে উন্নিত করেন। এই সমন্বয় ‘বিশ্বাসের যৌক্তিকতা’ বইটিতেও দেখে অনেক ভালো লাগলো। . কথিত বিজ্ঞানমনস্ক লোকেরা দাবী করে থাকে ‘আমরা প্রমাণিত বিষয়ের উপরই ভিত্তি করে কথা বলি, আর ধার্মিকদের সবই কেবল অন্ধবিশ্বাস, যার বাস্তবতা নাই’ তাদের এই মিথ্যা অহমিকা চূর্ণবিচূর্ণ করে লেখক চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন আসলে ইসলামের মৌলিক বিষয়াদি বিজ্ঞান অকপটে স্বীকার করতে বাধ্য হয়েছে। আর নাস্তিক্যবাদী বস্তুবাদীরা অনেক অপ্রমাণিত বিষয়কে যে প্রমাণিত সত্য বলে চাপিয়ে দিয়েছে লেখক তাও দেখিয়ে দিয়েছেন তাদের ঘরাণার বিজ্ঞানীদের উদ্ধৃতি থেকে। জাযাকাল্লাহ ||
Was this review helpful to you?
or
বইটি অন্যরকম,তবে অনেক ভালো।ধাপে ধাপে এগিয়ে বইটি অনেক সুন্দর ভাবে লিখেছে রেফারেন্স সহ।
Was this review helpful to you?
or
"বিশ্বাসের যৌক্তিকতা " এটা এমন বই যেটা আপনাকে যুক্তি প্রয়োগ করে স্রষ্টা বিষয়ে আপনার বিদ্যমান ধারণাকে চ্যালেঞ্জ জানাবে না। নাহ, আসলেই জানাবেনা। এই বই আসলে আপনার চিন্তাকে চ্যালেঞ্জ জানানোর পরিবর্তে আপনার চিন্তাগুলো ভুল নাকি শুদ্ধ তার সমাধান দিবে। স্রষ্টার ধারণা আসলেই পরিবার বা সমাজ কর্তৃক চাপিয়ে দেয়া কি না - এই বই পড়লে আপনি এই প্রশ্নের উত্তরের সত্যকে আবিষ্কার করতে পারবেন। এই বইটির সহজবোধ্যতা শুধু বিজ্ঞানের ছাত্রদের নয় বাকিদেরও বইটি বুঝতে সাহায্য করবে। আপনি হয়তো এই বইকে পড়ার আগে মনে-মনে ধরে বসে আছেন-"ধ্যাৎ, স্রষ্টার অস্তিত্বের পক্ষের বই নিশ্চয়ই সিউডোসাইন্সে ভরপুর!" তাহলে বলবো একাডেমিক সাইন্স যদি আপনার কাছে সিউডোসাইন্স হয় তাহলে আপনি কলা ভবনের বই-ই পড়েন; এই বই আপনার জন্যে নয়! যাইহোক বইটি পড়ে আপনি যা পাবেন- ১. এই যে "আপনি এই মুহুর্তে আমার লেখাটা পড়ছেন" কি পড়ছেন না? হ্যাঁ, আপনি পড়ছেন। কিন্তু এটা কি জানেন? এটা হলো "মৌলিক-বিশ্বাস" (Basic Belief)। অবাক হচ্ছেন? বলছেন এটা কীভাবে বিশ্বাস হতে পারে? জ্বী, এই ব্যাপারটিই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন। স্রষ্টার প্রতি বিশ্বাসটাও ঠিক এমন মৌলিক বিশ্বাস। আপনি যেমন এই মৌলিক বিশ্বাসকে অস্বীকার করলে আপনার নিজের অস্তিত্বকেই অস্বীকার করা হবে তেমনি স্রষ্টাকে অবিশ্বাস করার অর্থও আপনি নিজের অস্তিত্বকেই অস্বীকার করা! কারণ স্রষ্টার প্রতি বিশ্বাসটা একটা "মৌলিক-বিশ্বাস"। এটা সহজাত ( natural)। কোনো পরিবার বা সমাজ কর্তৃক চাপিয়ে দেয়া কিছু নয়। লেখক অনেক একাডেমীক রেফারেন্স প্লাস অনেক পিয়ার রিভিউড রিসার্চ পেপারের রেফারেন্স টেনে বিষয়টা খুব সুন্দর ভাবে বুঝিয়ে দিয়েছেন। ২. আমার কাছে এই বইয়ের সবচেয়ে শক্তিশালী দিক যেটা মনে হয়েছে সেটা হলো এই বইয়ে যুক্তির চাইতে রিসার্চধর্মী আলোচনার দিকে বেশি মনোযোগ দেয়া হয়েছে। কারণ অবিশ্বাসীরা যুক্তির ক্ষেত্রে সুপিরিয়র অথবা ইনফেরিয়র একটা রিফিউটেশন দাঁড় করা-ই কিন্তু রিসার্চ টাইপ আলোচনায় সেটা সম্ভব হয়না। তাই বইটা এই দিক দিয়ে অনন্য। ৩. আপনি যদি বিশ্বাসী হোন তাহলে "বইটা বিশ্বাসের পক্ষে লিখা বলে শুধু পড়ে আনন্দ পাবেন তা না" বইটা আপনার জ্ঞানের সীমাকে অনেক সমৃদ্ধ করবে ইনশাআল্লাহ। বইটিতে ব্যাপক রেফারেন্সের ছড়াছড়িও আপনাকে মুগ্ধ করবে। আর বইটার ক্রিটিসিজমের বিষয়ে যদি বলি তাহলে বলবো বইটাতে ক্রিটিসিজম করার মত কিছু আছে বলে আমার মনে হয়নি। তবে বইটা খুবই ছোট আকারে , যদিও মাস্টারপিস! তবে একটা কথা বলি সেটা হলো এটা ঠিক বইটার ব্যাপক রেফারেন্স বইটাকে অনন্য করে তুললেও বইটাতে কুরআন বা হাদিসের কথা আরেকটু আসতে পারতো। যদিও প্রয়োজন যতটুকু ততটুকু আনা হয়েছে, তবুও...। সর্বশেষ এইকথা বলে আমার আলোচনা শেষ করছি যে এই বই আপনাকে সত্য জানার জন্যে বলবেনা বা সত্য নিয়ে ভাবাবেও না, সরাসরি সত্যকে চিনিয়ে দিবে। বইটা পড়ে আমার তেমনটিই মনে হয়েছে। আল্লাহ লেখককে "বিশ্বাসের যৌক্তিকতা" ও তাঁর আরেকটি বই "অবিশ্বাসী কাঠগড়ায়" এর মত আরো প্রচুর বই লেখার তৌফিক দিন সেই দোয়া করি...।
Was this review helpful to you?
or
বর্তমানে নাস্তিক্য ভন্ডামির বিরুদ্ধে যৌক্তিক যে কয়টি বই/লেখা আমাদের ভাইয়েরা লিখেছেন তার মধ্যে এই বইটি অসাধারণ। অত্যন্ত এক্সেপশনাল বই যাকে অন্যসব বই এর থেকে আলাদা লেগেছে। এটি কথোপকথনমূলক গল্পে গল্পে বলা নয় বরং লেখক এমন ভাবে সব কিছু উপস্থাপন করেছেন যেন কেউ আপনাকেই বিষয়গুলো হাতে ধরে দেখিয়ে ও বুঝিয়ে দিচ্ছেন।
Was this review helpful to you?
or
“নাস্তিক্যবাদ পুরােই নির্বুদ্ধিতার শামিল। সৌরজগতের দিকে গিয়ে আমি দেখতে পাই—আমাদের পৃথিবী সূর্য থেকে একদম যথার্থ দূরত্বে অবস্থিত। ফলে সঠিক পরিমাণে আলাে ও তাপ আসে এই ধরায়। এমন সজ্জা হঠাৎ করে হয়ে যেতে পারে না। - আইজ্যাক নিউটন। তাত্ত্বিক পদার্থবিদ।
Was this review helpful to you?
or
Khubi valo legeche. Nastik/Astik/Muslim/Non-Muslim shobari pora uchit. Khubi Simple vashae choto ekti boiyer moddhe oshadar jukti torko tule dhoreche lekhokh.
Was this review helpful to you?
or
"মিথ্যার দাপট ক্ষণস্থায়ী, সত্যের জয় চিরস্থায়ী " বিজ্ঞানের এই উৎকর্ষতার যুগে সত্যকে গোপন কিংবা নীরবতার অন্তরালে মিথ্যার আশ্রয় নিয়ে বিশ্বব্যাপী ইসলামপোবিয়া ছড়িয়ে দিচ্ছে। অথচ বাস্তবতা আর বিজ্ঞান অন্যকথা বলে, প্রতিটি গবেষণাই ইসলামের সৌন্দর্যতা ও তাঁর দাবিগুলোর সত্যতা প্রমাণিত হচ্ছে। এই বই মূলত রেফারেন্স বই, যাতে প্রমাণসহ নানা নাস্তিক্যতার প্রশ্নের জবাব ছুড়ে দিয়েছে মহা চ্যালেঞ্জ।
Was this review helpful to you?
or
আলহামদুলিল্লাহ! এ বছরের নতুন উপহার.....আল্লাহ যেন আপনার কলমকে ইসলামের জন্য কবুল করেন
Was this review helpful to you?
or
বইটা ভালই লেগেছে বলতে হবে। সংক্ষিপ্ত পরিসরে মোটামুটি মূল বিষয়গুলো আলোচনার চেষ্টা করা হয়েছে। বই প্রসঙ্গে এক লেখকের রিভিউ দেখলাম তার ফেবুতে। পড়ার পর মনে হয়েছে নিজে আর রিভিউ না লিখে তারটাই কপি-পেস্ট করে দিই। সেটাই ভালো হবে- " পড়ার আগেই যেন বইটা শেষ হয়ে গেলো। শুরুটা হয়েছিল দারুণভাবে। যাকে বলা যায় 'হ্যাপি বিগেনিং'। আমি বেশ নড়েচড়ে বসলাম। লেখক যুক্তির পর যুক্তি পেশ করার তুলনায় মানুষের ফিতরাহ বা স্বভাবজাত প্রকৃতিকে জাগিয়ে তুলে তারপর স্রষ্টার বিদ্যমানতা-অবিদ্যমানতা প্রশ্নের সমাধানে যাবার প্রতি জোর দিয়েছেন। এটি বেশ গুরুত্বপূর্ণও। কারণ স্রষ্টা যতোটা যুক্তির, তারচে বেশি যুক্তিহীন-শর্তহীন বিশ্বাসের। লেখকের ভাষায়: "স্রষ্টার অস্তিত্ব আমাদেরকে যুক্তি খাটিয়েই বের করতে হবে এরকম একটা প্রবণতা আমাদের মধ্যে গড়ে উঠেছে। এরূপ চিন্তাধারা পুরোপুরি ত্রুটিযুক্ত। আমরা স্রষ্টায় এ কারণে বিশ্বাস করি না যে আমরা যুক্তি খাটিয়ে তা বের করতে পারি। যৌক্তিক চিন্তা করার ক্ষমতার কাজ হল, ফিতরাহকে জাগিয়ে তোলা। যাদের এই প্রকৃতি ঘোলাটে বা বিক্ষিপ্ত হয়ে গেছে, তাদের মাঝে বিদ্যমান এই সহজাত প্রকৃতিকে আবারও প্রজ্জ্বলিত করা।" এরপর লেখক পুরো বইতে এই প্রজ্জ্বলনের পেছনেই খাটাখাটনি করেছেন। চেষ্টা করেছেন নানাভাবে ফিতরাহকে জাগিয়ে তুলতে। বিজ্ঞান কেন স্রষ্টার থাকা-নাথাকার প্রশ্ন নিয়ে মাথা ঘামানোর অধিকার রাখে না সেই জবাবটা সুন্দরভারে দেওয়া হয়েছে। এই জায়গাটাকে ক্লিয়ার করতে গিয়ে লেখক বলছেন : "স্রষ্টায় বিশ্বাস অধিবিদ্যার (Metaphysical) বিষয়, যা বস্তুগত সীমার বাইরে। আর অন্যদিকে বিজ্ঞান বস্তুজগতের পর্যবেক্ষণেই সীমাবদ্ধ, এখানেই আমাদের সমস্যা; এ কারণেই বিজ্ঞান কখনোই প্রত্যক্ষ্যভাবে স্রষ্টার অস্তিত্ব প্রমাণ বা বাতিল করতে পারে না। স্রষ্টার অস্তিত্বের প্রশ্ন বিজ্ঞানের আওতার বাইরে।" মাঝেমাঝেই লেখক বিভিন্ন জনের উদ্ধৃতি এনেছেন। সেই 'বিভিন্নজন' আবার মুক্তমনা আর নাস্তিকমনাদের কাছে গুরুতূল্য। গুরুর কথা দিয়েই শিষ্যদের দিকে ঢিল ছুঁড়েছেন। ঢিলের আঘাতেও যদি তাদের বোধোদয় ঘটে এই আশায়! গুরুদের তালিকায় বিদেশীরা যেমন আছেন তেমন আছেন দেশীরাও। কোথাও কোথাও মনে হয়েছে লেখক হাত ধরে আমাকে চিনিয়ে দিচ্ছেন- এই যে, এটা হল এই এই। বুঝেছেন তো? তাহলে চলেন আরেকটু সামনে পা ফেলি। ওই যে দেখেন ওটা। ওটা হল এই এই। এভাবে বলে বলে তিনি পাঠককে সামনে নিয়ে যেতে থাকেন। যেতে যেতে এক সময় দেখা যায় বইয়ের পাতা শেষ। বইটির প্রচ্ছদ, কাগজ, ছাপা সবই সুন্দর লেগেছে। যেটা বেশি ভালো লেগেছে তা হল, সবশেষে দুইটা পৃষ্ঠা দেওয়া হয়েছে নোট করার জন্য। আমার মতো যেসব পাঠকের পঠিত তথ্য নোট করার দরকার পড়ে তাদের জন্য এটা বেশ সুবিধাজন। তাছাড়া শরঈ সম্পাদনার বিষয়টিও ছিল প্রশংসাযোগ্য। অন্যান্য প্রকাশনীও এটাকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে পারেন। যাতে শরঈ কোন বিষয়ে আপত্তির সুযোগ না থাকে। " - আব্দুল্লাহ আল মাসুদ, 'নাস্তিকতার স্বরুপ সন্ধান' এর লেখক
Was this review helpful to you?
or
এই বইটা নিয়ে বিস্তারিত একটু না বললেই হচ্ছেনা। আমার সবচেয়ে ভাল লেগেছে লেখকের ‘অ্যাপ্রোচ’ টা। এর তিনটি দিক আমার অসাধারণ লেগেছে – ১) লেখক শুরু করেছেন ওনার ‘দৃষ্টিভঙ্গি’ স্পষ্টভাবে বুঝিয়ে দিয়ে। আমার মতে এটা খুবই জরুরী। অনেক সময়েই পাঠকরা যেকোনো লেখাকে face value তে বিচার করেই গ্রহন করে নেয়; লেখকের perspective টা লক্ষ্য করেনা। এতে দুটো গুরুতর ক্ষতি হয়- প্রথমত, অনেক বক্তব্যের সূক্ষ্ম ইঙ্গিত বোঝা যায়না দ্বিতীয়ত, লেখনীর প্রভাব টা তার উপর ঠিকই পড়ে সেটা সচেতন / অবচেতন যেভাবেই হোক না কেন যদিও পাঠক তা ধরতে পারেনা। এছাড়া, লেখক অনেক বিজ্ঞানীকে উদ্ধৃত করবার সময় তাদের নামের পাশে বন্ধনীতে তাদের বিশ্বাস/ জীবনদর্শন উল্লেখ করেছেন। আমি এটাকে বক্তব্যের দাবী প্রমাণে খুবই প্রয়োজনীয় একটা কাজ বলেই মনে করি। ২) লেখক পাঠককে আর্গুমেন্টটা পেশ করেছেন সহজবোধ্য ‘বেসিক বিলিফ’ আর ‘ফাংশনাল রিজনিং’ দিয়ে গ্রহণ করার আহ্বান জানিয়ে । আর এর কারণটাও উনি উল্লেখ করেছেন খুব সুন্দর করে – “সত্য এমন হওয়া প্রয়োজন যা সকলেই বুঝতে পারে”। এই ব্যাপারটা আমিও ভাবতাম। আপনাকে ব্যক্তিগত অভিজ্ঞতা বলি, যখন আমি ‘স্রষ্টা’-র অস্তিত্ব অস্বীকার করা শুরু করেছিলাম, তখন আমি অযথা কমপ্লিকেট চিন্তাভাবনা করে বাস্তবতা এড়িয়ে গিয়ে জ্ঞানীর ভান করছিলাম। নিজের মনে ‘ভান’ টা টের পেলেও বাস্তবতা এড়ানোটা টের পেয়েছিলাম আরও পরে। আরেকটা ব্যাপার আমার মধ্যে অস্বস্তি তৈরি করত- ‘সত্য’ কেন এমন হবে যে কিছু বিশেষ শ্রেণীর মানুষ না হলে তা বুঝা যাবেনা। কেন পৃথিবীর মহাসত্য কেবল কিছু মানুষ অনুধাবন করবে আর বাকিরা এই জায়গায় এসে নগন্য অবুঝ হয়ে যাবে। সেই ভাবনার ব্যক্তিগত সমাধান আমি পেয়েছিলাম ‘the God question’ -এর উত্তরে। বইটি পড়ে তাই আরও আশ্বস্ত হলাম। এরপর, ডিডাকটিভ রিজনিং/ সিলজিসম আমাদের মাঝে যারা বুঝবেনা, ‘অস্তিত্বের সত্যতা’ যে কোনরকম পর্যবেক্ষণের প্রয়োজন ছাড়াই একদম মৌলিক সহজ একটা সত্য- এটা তাদের কাছে কিভাবে তুলে আনা যেতে পারে- এই ব্যাপারে আমার প্রশ্ন ছিল। এই বইয়ের ‘ফাংশনাল রিজনিং’ অধ্যায়ে এসে আমি উত্তরটা পেলাম পাশাপাশি এই স্বতঃস্ফূর্ত সত্যগুলো কেমন ধরণের বিশ্বাস এবং এগুলোর একাডেমিক সঙ্গায়নের ব্যাপারেও স্পষ্ট ধারণা পেলাম। ৩) তাছাড়া লেখক সবচেয়ে বেশি ফোকাস রেখেছেন- ‘স্রষ্টায় বিশ্বাস মানুষের সহজাত বৈশিষ্ট্য এবং এটা খুবই যৌক্তিক' এই দাবির উপর। ফোকাস স্থির রেখেই লেখক এই দাবিকে কেন্দ্র করে প্রচলিত science আর scientism এর ব্যবধান তুলে ধরেছেন। একইসাথে উনি বিজ্ঞানের প্রকৃতি ও সীমাবদ্ধতার উপরও মোটামুটি আলোকপাত করেছেন। আর প্রাসঙ্গিকভাবে বিবর্তনের ব্যাপারে scientism -এ আক্রান্ত অপপ্রচারকারিদের ইচ্ছাকৃত লুকোছাপাগুলো -ও তুলে ধরেছেন। সত্যিই scienceএর জগতে সত্য এক রকম, আর প্রচলিত সাধারণ বিশ্বাস সর্বগ্রাসী মিডিয়া প্রচারণায় দুম্ড়ে-মুচড়ে scientism এর জগতে এনে সেটাকে কতটা বিকৃত আর ক্ষতিকর করে তুলে, তা অবাক করার মত। আর পুরো কাজটি লেখক যেসব বিজ্ঞানীদের উদ্ধৃত করে করেছেন, তাদের বক্তব্যগুলোই এদেশের তথাকথিত 'বিজ্ঞানমনস্ক/ মুক্তমনা/ মুক্তচিন্তা' ট্যাগ নিয়ে চলা scientism আক্রান্ত intellectually dishonest লোকেদের চিন্তার পক্ষপাতিত্ব, বিজ্ঞানীদের বক্তব্যকে আংশিক করে তুলে এনে ভুলভাবে উপস্থাপন করা এবং বিজ্ঞানের কর্মপ্রকৃতি ও সীমাবদ্ধতা এড়িয়ে যাওয়ার যে অসৎ প্রবণতা- সেই মিথ্যাশ্রয়ী বিবেককে সত্য দিয়ে চপেটাঘাত করার জন্য যথেষ্ট। আর দিনশেষে যদি তবুও কারো ভাবনার উদ্রেক না হয়, তাহলে এই বইয়ের 'ফিরে দেখা' অধ্যায়ের শেষ লাইনটির মতই লেখকের সুরে বলতে হয়- ''আপনি নিজেকে ছাড়া আর কাউকে বোকা বানাচ্ছেন না'' আমার কাছে বইটা সত্যিই অনেক ভালো লেগেছে। আশা করছি লেখক philosophy of natural science, limitations of science এবং scientism – এই বিষয়গুলো নিয়ে আরও সুন্দর কিছু লেখা উপহার দিবেন। পরিশেষে যারা সততার সাথে সত্যিসত্যি ‘সত্য’ কে খুঁজে পেতে চায়, এই পৃথিবীতে নিজের অস্তিত্ব আর বিশ্ব-মহাবিশ্বের সুনিপুণ বিশালতার মাঝে জীবনের উদ্দেশ্যের সমীকরণ খুঁজতে চায়, তাদের সেই অনুসন্ধানের পথে এই দারুণ বইটি একটা মাইলফলক হবে। সত্যের স্বার্থেই বইটি পড়া প্রয়োজন।
Was this review helpful to you?
or
বিশ্বাসের যৌক্তিকতা, ২০১৭ তে পাওয়া শেষ বই। শেষটা খুব একটা মন্দ হয় নি। সংক্ষিপ্ত পরিসরের তথ্যবহুল বই। প্রচ্ছদটা বেশ ভালো লেগেছে। তবে ১ম প্রকাশের ব্যাক কাভারের ডিজাইন আরো সুন্দর করা যেত। ভিতরের পৃষ্টা বিন্যাস, কাগজের মান, ছোট ছোট ছবি বেশ ভালো লেগেছে। তাকালেই সহজে বুঝা যায় কোনটা কোটেশন, কোনটা মূল লেখা। ছবিগুলোও ভিজুয়াল একটা ইম্প্রেশন দেওয়ার পাশাপাশি কিছু বার্তা বহন করছে বোঝা যায়। পিচ্চি বইতে আলোচ্য টপিকের বন্যা বয়ে গেছে। তথ্যসূত্রের ছড়াছড়ি। সেক্যুলার মহলের এত বিজ্ঞানী, দার্শনিকদের কোটেশন শেষ কোন বাংলা বইয়ে পড়েছি মনে পড়ছে না। প্রচলিত ধারা থেকে লেখার ধাঁচ খানিকটা ভিন্ন বলতে হবে। তাত্ত্বিক ঘরানার বলা যায়। বক্তব্য এগিয়ে নিয়ে যাওয়ার ভঙ্গিটাও ভিন্ন লেগেছে। ম্যাট্রিক্সের বিষয়টা নতুনই বলতে হবে। জগত যে কোন সিমুলেশন না তা প্রমাণ করা অসম্ভব। এর বাস্তব অস্তিত্ব আছে এমন অন্ধবিশ্বাস করে নিয়ে বিজ্ঞান-বিজ্ঞানীদের যাত্রা। অথচ বিজ্ঞানমনস্ক নামধারী বিকৃতমনারা খালি এদিকে অন্ধবিশ্বাসের আঙ্গুল তুলে বেড়ায়। ওরা এটা আদৌ জানে কিনা তা সন্দেহ। ফিতরাহ এর কনসেপ্ট নানা দৃষ্টিভঙ্গি থেকে আলোচিত হয়েছে। তারপর এই ফিতরাহকে ধাক্কাধাক্কি করে জাগিয়ে তোলার চেষ্টাই করা হয়েছে বাকি আলোচনায়। যে হারে নাস্তিক বিজ্ঞানী আর দার্শনিকদের কোট করা হয়েছে তা আসলেই চমকপ্রদ। পাঠকরা ভিন্ন স্বাদ পাবেন সন্দেহ নেই। তবে... ভাষা আরও সহজ করা যেত। সাধারণ পাঠককে বুঝতে গেলে মাথা চুলকানো লাগতে পারে। কিছু টপিকও আবার এরকম যে একে বুঝানোও খুব কঠিন, যেমন - Consciousness এর কনসেপ্ট। তবে সব লাইনই যে বুঝা লাগবে তা জরুরি নয়। কোর মেসেজটা পেলেই চলবে। বিবর্তনের অংশটা পুরোই ভিন্ন ধারায় লেখা। লেখক এখানে ফিলোসফার অফ সাইন্সের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। দেশি-বিদেশি নাস্তিকদের কাড়ি-কাড়ি বই, জার্নাল ঘেঁটে পুরো ভিন্ন একটা চিত্র তুলে ধরেছেন। বিবর্তন সত্য না মিথ্যা প্রমাণ করার দিকে এক পাও বাড়ান নি। বরং বিজ্ঞান কী বুঝিয়েছেন, এর এপিস্টেমিক ভ্যালু বুঝিয়েছেন। তারপর নাস্তিকদের বই, জার্নাল পেপার থেকে কথা টেনে এনে দেখিয়ে দিয়েছেন 'বিবর্তন চোখ বুঝে নিশ্চিতভাবে সত্য মনে করার কোন বিষয় নয়'। এখানে নানা মুনির নানা মত আছে। সেক্যুলার বৈজ্ঞানিক মহলেই ব্যাপক ঝগড়া আছে। বিবর্তনের অংশটা আমার মতে অবশ্য পাঠ্য। লেখককে আহ্বান জানাব, শুধু বিবর্তনের অংশটাকে বুকলেট আকারে বের করা যায় কিনা। মানুষে হাতে হাতে পৌঁছে দেওয়া দরকার সন্দেহ নেই, বিশেষ করে SSC, HSC পড়ুয়া শিক্ষার্থীদের হাতের নাগালে এটা থাকা দরকার। আল্লাহ সংশ্লিষ্ট সকলকে জাযায়ে খায়ের দান করুন।