User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Jhankar mahbub did a very outstanding work by writing this book.This book is very interesting even for them who are not used to read books.Its written in the easy style so that anyone can understand.The nicest thing about this book is when you will be reading this book you feel that you are talking with your imaginary elder brother "Masum bhai".But I request to the writer to use formal language form in his next books.So give a read!Cheers!
ছোটবেলা থেকে এখন পর্যন্ত আমার গল্পের বই পড়ার আগ্রহ বরাবরই কম। এযাবৎ লেখাপড়ার বইয়ের বাইরে গল্পের বই পড়েছি বলতে গেলে হাতে গোনা অল্প। যা পড়েছি তার বেশিরভাগই প্রেমের গল্প বা রোমান্টিক উপন্যাস। ভ্রমণ বিষয়ক বই বলতে জীবনে প্রথম পড়লাম শাহ্ মোস্তফা খালেদ রচিত 'ভারত ভ্রমণের দিনলিপি' বইটি। শাহ্ মোস্তফা খালেদ একজন কর্মঠ, নিষ্ঠাবান, পরিশ্রমী ও কাজের ব্যাপারে আত্ম-নিয়োজিত শিক্ষক। পাশাপাশি একজন উচ্চমানের লেখক। তাঁর লেখার সমালোচনা করার যোগ্যতা আমার মতো সাধারণ মানুষের নাই বললেই চলে। আর আমি তার মতো সাবলীল লেখকও...See More
লেখকের সাথে এখন আর নতুন করে পরিচয় করানোর কিছু নেই। বহু বছর পর্দার অন্তরালে থাকা লতিফুল ইসলাম শিবলী তার প্রথম উপন্যাস 'দারবিশ' দিয়ে গত বইমেলাতেই ঔপন্যাসিক হিসেবে পাঠকের সামনে চলে এসেছেন। যদিও আমি মনে করি ৯০ দশকের এই লিজেন্ডারি গীতিকারের এক প্যারিসের চিঠি কবিতাই তাকে পরিচয় করিয়ে দেয়ার জন্য যথেষ্ট। প্যারিসের চিঠির পরে আর কিছু না লিখলেও তিনি লিজেন্ড রয়ে যেতেন। যা-ই হোক শিবলী ভাইকে নিয়ে বলা শুরু করলে আমাকে থামানো মুশকিল হয়ে যায়। তাই সেদিকে আর না গিয়ে প্রসঙ্গে আসি। দারবিশের পরেই তার দ্বিতীয় উপন্যা...See More
লেখক নিজে কখনো ই-কমার্স নিয়ে কাজ করেন নাই। যা করছেন ফেইল গেছেন। এখন উনি ২৫৬ পাতার বই ও লিখে ফেলেছেম বাহ
যারা বেসিক আলী কমিক্স সিরিজ এর ভক্ত। তাদের এই বই সফল ভাবে নিরাশ করবে। আমি বইটা পড়ে নিরাশ হয়েছি।
#বই:ক্লিওপেট্রা #প্রকাশনী:সেবা #মুদ্রিত_মূল্য:৭৫টাকা #পৃষ্ঠা:২৪৩ #মূল_লেখক: হেনরি রাইডার হ্যাগার্ড #রূপান্তর: সায়েম সোলায়মান #ব্যক্তিগত_রেটিং:৪.৫/৫ প্রথমেই বইএর দুটি বাক্য দিয়ে শুরু করছি। সময়ের চেয়ে বড় চিকিৎসক আর নেই। যেটি আস্তে আস্তে মনের আঘাত আর দেহের আঘাত দুটোই সারিয়ে দেয়। #বইএর ভেতরে যাওয়ার আগে বাইরের কিছু কথা বলি। সেবা প্রকাশনীর বই। ঠিক ছোটবেলা থেকে যেমন দেখে আসছি বা দেখে আসছেন তেমনি। স্পেশাল কিছুই নেই। সেই চিরচেনা নিউজপ্রিন্ট কাগজ। (যার মাঝে আমার আলাদা এক ভাল লাগা কাজ করে।) ...See More
প্রত্যাশা থেকে ভালো লেগেছে
উদ্দ্যেগতা হতে হলে একজন মানুষকে যে সব দিকে নজর দিতে হবে মুনির হাসান স্যার সে বিষয় গুলো এই বইটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, আর নতুনদের জন্য তো অবশ্যই শিক্ষনীয় হবেই।
বইটি পড়তে পড়তে ই সবচেয়ে বড় যে কাজটা করলাম, সেটা হল আমার ৫ মাসের আগের পুরাতন রোগীকে ফোন দিয়ে বললাম, আপনার তো ফলো আপের সময় চলে এসেছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী দেখা দরকার। গ্রোথ হ্যাকিং এর একটা তত্ত্ব হলঃ আপনি সব সময় নতুন গ্রাহক খুজবেন না, বরঞ্চ পুরাতন গ্রাহককেই বেশি সময় দিয়ে অনেক বেশি মুনাফার কাজে লাগাতে পারবেন। মুনির হাসান স্যার এমন একজন লেখক, যার বুদ্ধি গুলো শুনে মনে হল, যে তিনি ক্লাসে বসে লেকচার দিচ্ছেন না। ভাই ব্রাদারের মত পাশে বসে বলছেন আরে এই কর ওই কর। আর বইয়ের বিষয়টাও অন্য রকম। আগে খাল...See More
মোজাফ্ফর হোসেন : আলোচ্য গল্পগ্রন্থের অধিকাংশ গল্প সমসাময়িক প্রেক্ষাপটে লেখা। সচেতনভাবে আগের গল্পগ্রন্থ ‘অতীত একটা ভিনদেশ’ থেকে বের হতে চেয়েছি। নির্মিতি এবং ভাষাতেও কিছু পরিবর্তন এসেছে। গ্রন্থভুক্ত দুটি গল্প বাদে বাকিগুলো গত দুই বছরে লেখা। বিভিন্ন পত্র-পত্রিকায় প্রকাশিত। গ্রন্থভুক্ত করার সময় কয়েকটি গল্পের শিরোনাম পরিবর্তন করা হয়েছে। ‘কড়া নাড়ার শব্দে’ এবং ‘লেখক যখন চরিত্র’ গল্পদুটি অন্য শিরোনামে ‘আদিম বুদবুদ অথবা কাঁচামাটির বিগ্রহ’ শীর্ষক দ্বিতীয় গল্পগ্রন্থে ছিল। পুনলিখন করা হয়েছে বলে প্রাসঙ্গিক শ...See More