User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
সুন্দর একটি বই।
Was this review helpful to you?
or
গ্রোথ হ্যাকিং এর ব্যাসিক কিছু বিষয় জানতে পেরেছি এবং ওভারল বইটা পড়ে আনন্দ পেয়েছি
Was this review helpful to you?
or
This book was really good. Some marketing gimmicks were discussed and analyzed by the author. However, if the author had studied some of the marketing strategies used by Bangladeshi businesses, this book may truly be a masterpiece.
Was this review helpful to you?
or
বইটাতে বিভিন্ন স্টার্টআপ, স্টার্টআপের মুশকিল ধাপ ও তার থেকে উত্তরণ, ছোট ছোট কার্যকর পদক্ষেপ তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
sei
Was this review helpful to you?
or
excellent
Was this review helpful to you?
or
I shall give this book 10 out of 10
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
যারা মার্কেটিং বিষয় পড়াশোনা করছেন তাদের জন্য ভালো একটা বই।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
খুবই চমৎকার বই।
Was this review helpful to you?
or
Timely delivered
Was this review helpful to you?
or
মার্কেটিং সম্পর্কে নিজের মধ্যে যেসব ধারণা ছিলো তার বাইরে নতুন কিছু জানতে পারলাম
Was this review helpful to you?
or
Very good
Was this review helpful to you?
or
বইটা দারুণ
Was this review helpful to you?
or
Great book for learning marketing ❤️
Was this review helpful to you?
or
স্যার এর থেকে আরো ভাল আশা করি।এখানে সবই অন্য বই থেকে নেয়া।যারা ইংরেজি বই না নিউজ পরে না তাদের কাছে এটা নতুন লাগবে।
Was this review helpful to you?
or
good
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারন একটি বই!!!
Was this review helpful to you?
or
বইটা ভালো লাগলো পড়ে
Was this review helpful to you?
or
Nice Book
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
This is one of the first books I learned about what is growth hack and how to do it. However, if you add more for mature levels then it would be very helpful for the business-minded people. Hope you will include it in the next edition or release a new book. Loved it.
Was this review helpful to you?
or
গ্রোথ হ্যাকিং নিয়ে বাংলা ভাষায় একটি কার্যকরী বই
Was this review helpful to you?
or
মার্কেটিং এর পুঁথিগত ধারণাকে না টেনে বিভিন্ন ধরনের কোম্পানির উদাহরণ দিয়ে ব্যাখ্যা করা হয়েছে মার্কেটিং এর নানান কৌশল। আর বইটি পড়ার সময় যখন চিন্তা করছিলাম, তখন মনে হয়েছে সবগুলো কৌশলই একটা নতুন বা স্ট্র্যাগলিং কোম্পানির জন্যে গুরুত্বপূর্ণ। গ্রাহককে কিভাবে বানানো যায় পণ্যের এডভার্টাইজার, কিভাবে আকাঙ্খিত গ্রাহককে টেনে আনা যায় আবার ধরেও রাখা যায়, ভাইরাল হওয়া কেন সাইন্স, প্রডাক্টের কোয়ালিটি কেন একটা চিরন্তন উন্নয়নশীল প্রক্রিয়া, নিত্য নতুন গ্রাহকের চেয়ে পুরানো গ্রাহক ধরে রাখা কেন গুরুত্বপূর্ণ - এসব ব্যাপার নিয়ে চমৎকারভাবে আলোচনা করা হয়েছে বইটিতে। ছোট পরিসরে হলেও বইটি অনেক তথ্যবহুল। ব্যবসা যারা করছেন বা, করার কথা ভাবছেন তারা ছাড়াও মার্কেটিং নিয়ে যাদের আগ্রহ তারা বইটি পড়তে পারেন।
Was this review helpful to you?
or
One of the best book on marketing so far
Was this review helpful to you?
or
মার্কেটিং শিখার জন্য খুব ভালো একটি বই
Was this review helpful to you?
or
বেশ ইন্সাইটফুল কিছু তথ্য সমৃদ্ধ
Was this review helpful to you?
or
মার্কেটিং সেক্টরে নিজের গ্রোথ বাড়ানোর জন্য বেশ ভালো একটি বই
Was this review helpful to you?
or
Mediocre book. Besh kichu vlog o boi theke pick kore neya ideas choriye chitiye deya.. Not good read
Was this review helpful to you?
or
really nice
Was this review helpful to you?
or
গ্রোথ হ্যাকিং মার্কেটিং - বই নিয়ে কিছু কথা : • নাম দেখেই বুঝতে পারছেন বইটা কি নিয়ে লেখা | বাংলায় গ্রোথ হ্যাকিং মার্কেটিংয়ের বেসিক দিকগুলো বইতে ফুটে উঠেছে | • বইটি বেশ কিছু গ্রোথ হ্যাকিং মার্কেটিং এর বই , কোর্স আর ওয়েবসাইটের তথ্যের সমষ্টি | • বইতে বেশ কিছু বিদেশি উপাত্ত ফুটে উঠেছে | • যারা গ্রোথ হ্যাকিং মার্কেটিংয়ের বিদেশি বই পড়েছেন তাদের এই বই তেমন ভালো লাগবে না | • Think out of the box বা ট্রাডিশনাল মার্কেটিংয়ের বাহিরে যারা চিন্তা করতে চান বইটা পড়তে পারেন | আমার লেখা "কর্পোরেট হিরো" বইটি পড়তে পারেন |
Was this review helpful to you?
or
বইটি ভালো তবে আশানুরূপ ভালোলাগেনী । ১০০ গ্রেট বইটি চমৎকার লেগেছে ।
Was this review helpful to you?
or
Good book
Was this review helpful to you?
or
যতটা আশা নিয়ে শুরু করেছিলাম তার ধারে কাছেও নাই, গুছানো মনে হয়নি একেবারেই। কয়েকটা ব্লগের যোগফল ছাড়া কিছু মনে হয়নি।
Was this review helpful to you?
or
অসাধারন এক বই।খুব সাবলিল ভাষায় সুন্দর করে বুঝিয়ে দিয়েছেন। যারা নতুন ব্যাবসায় নামবেন তাদের জন্যে খুব উপকারি একটা বই।
Was this review helpful to you?
or
Good book ?
Was this review helpful to you?
or
খুবই ধারুন একটি ডেলিভারি ব্যবস্থা। আর কাষ্টমার সাপোর্ট ও অসাধারণ। অর্ডার করার তিন থেকে চার মিনিটের মধ্যে আমার অর্ডারটি কল করে কনফার্ম করে দেওয়া হয়। আর দুইদিনের মাথায় ডেলিভারি ও পেয়ে গেছি। রকমারির জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
Good
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। মার্কেটিং শেখার জন্য অনেক তথ্য আছে। লেখকপ্রত্যেকটি
Was this review helpful to you?
or
Very Help Full Book.
Was this review helpful to you?
or
Good for to be entrepreneur
Was this review helpful to you?
or
মুনির স্যার বরাবরি আমার একজন পছন্দের লেখক। উনার ফেসবুকের পোস্ট এত ভাললাগে স্যারের বইয়ে তার ব্যতিক্রম হয়নি। সিলিকন ভ্যালির সফল স্টার্টআপ গুলো সহজে তাদের ইক্সপোনেনশিয়াল গ্রোথ হয়েছে গ্রোথ হ্যাক স্ট্রাটেজি ফলো করে। কম খরছে কিভাবে ব্যবসাকে অনেকের মাঝে ছড়িয়ে দেওয়া যায় তার ধারনা এবং বিভিন্ন উদাহরণ তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
Spend quality time with this book.
Was this review helpful to you?
or
Average
Was this review helpful to you?
or
A very Good book, if any one interested to learn ecom business he/ she should read it.
Was this review helpful to you?
or
খুব ভালো লাগলো বইটি পড়ে।
Was this review helpful to you?
or
আসলে অসম্ভব সুন্দর আর সহজ ওমর স্বাভাবিক ভাষায় পুরো জিনিসটা উপস্থাপনা করার জন্য ধন্যবাদ। তাই বুঝতে কোন অসুবিধা হয়নি। Thank You Sir....এতো সুন্দর একটা বই লিখে আমাদের উপহার দেওয়ার জন্য।
Was this review helpful to you?
or
osthir
Was this review helpful to you?
or
বিখ্যাত বিখ্যাত কোম্পানিরা যেমন উবার,এআরএনবি,ড্রপবক্স ইত্যাদি কোম্পানিগুলো তাদের মার্কেটিং কৌশল কীভাবে করেন তা খুব সহজ করে এই বইয়ে বুঝিয়েছেন মুনির স্যার। বইটি পড়লে মার্কেটিং , ব্র্যান্ডিং, সেলিং সম্পর্কে বেশ কিছু দারুণ ধারণা পাওয়া যাবে। যারা ভাবছে যে কী করে কার্যকরী মার্কেটিং করা যায় তাদের জন্য উপকারী বই হবে এটা। কম খরচে মার্কেটিং করার কৌশল এর কথা লিখা আছে এখানে। নবীন উদ্যোক্তাদের জন্য বইটি খুবই ভাল হবে। অনেক উদ্যোক্তার কাছে গ্রোথ হ্যাকিং বিষয়টি খুব সহজ এবং পরিষ্কার হবে এই বইয়ের মাধ্যমে। কী করে কাজের জিনিষ বানানো যায়, কোথা থেকে এসব পেতে পারি, কী করে গ্রোথ হ্যাক খোঁজা যায়, কী করে সঠিক মানুষকে খোঁজা যায়, কি করে একজন ব্যবহারকারীকে দিয়ে নিজের পণ্যের মার্কেটিং ফ্রিতে করানো যায় ইত্যাদি বিষয়সমূহ জানা যাবে এই বই পড়ে। বইয়ের শেষে পরিশিষ্টতে বিভিন্ন আন্তর্জাতিক বই, ব্লগ, অনলাইন কোর্স, ক্লাস, ওয়েবসাইটের তথ্য এক অন্য মাত্রা যোগ করেছে বইটিতে। এই বইয়ের মাধ্যমে মুনির স্যারকে অন্যভাবে জানলাম। স্যারের কাছে এরকম বই আরও আশা করছি।
Was this review helpful to you?
or
মার্কেটিং সম্পর্কে সহজ সাপ্টা ভাবে অনেক বিষয়ই জানতে পেরেছি।
Was this review helpful to you?
or
তরুণ উদ্যোক্তাদের জন্য খুবই হেল্পফুল একটা বই। রায়ান হলিডের 'Growth Hacker Marketeging ' বই থেকে অণুপ্রাণিত হয়ে ও লেখকের নিজের অভিজ্ঞতার মিশেলে লেখা বইটিতে অনেক দারুণ ভাবে মার্কেটিং এর নতুন একটা দিক তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গ্রোথ হ্যাকিং মার্কেটিং এ প্রত্যেক ব্যবহারকারীই পণ্যটির একেক জন মার্কেটিং সোর্স হিসেবে কাজ করবে। পুরো বইটি তে এই ব্যাপার টিই দারুণ ভাবে তুলে ধরা হয়েছে।
Was this review helpful to you?
or
বইটির ভাষা সহজ এবং প্রাঞ্জল। খুব কম সময়েই বইটি পরে গ্রোথ হ্যাকিং সম্পর্কে ধারণা পাওয়া যাবে।
Was this review helpful to you?
or
বইটি স্কিল ডেভলপমেন্টের সোর্স হিসেবে বেশ কার্যকর
Was this review helpful to you?
or
বইটি পড়তে পড়তে দীর্ঘদিন ধরে প্ল্যান করতে থাকা প্রজেক্টে নতুনভাবে শুরু করলাম। লেখককে অসংখ্য ধন্যবাদ।
Was this review helpful to you?
or
Not a bad one. Found interesting. Relevant example makes the topic much engaging.
Was this review helpful to you?
or
Very nicely described the growth hack technique of marketing. Worth reading
Was this review helpful to you?
or
মার্কেটিং এর জন্য সেরা একটি বই। তবে, লেখাগুলো আরো বর্ণনামূলক করা যেতে বলে মনে হয়। লেখকের জন্য শুভকামনা।
Was this review helpful to you?
or
Ami rokomari theke onek book buy korechi.mojar kotha holo ja chai tai pai nai bole kon kotha nai...love for rokomari ..
Was this review helpful to you?
or
oshadharon akti boi
Was this review helpful to you?
or
This book is based on Ryan Holiday's Growth hacking marketing. Ryan's book was based on US market. It described all examples based on US and international market. I always admire the book for learning marketing. Munir hasan wrote the book to target Bangladeshi market. Although the book title is same but its not the exact translation of the original book. Rather he made a lot of modification specially the examples. He made the whole book for bangladeshi reader friendly. Simply Brilliant
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই। আধুনিকযুগে এই ধরনের বই বেশি বেশি পড়া উচিত।
Was this review helpful to you?
or
বইটি গতানুগতিক মার্কেটিং পলিসি থেকে ভিন্ন|নতুন কিছু ইনোভেটিভ আইডিয়া পাওয়া যাবে বইটি পরলে|বইটিতে বিস্তারিত বিবরণ আরো কিছু থাকলে ভালো লাগত |নতুনদের বা যারা ভালো ভাবে মার্কেটিং পলিসি নিয়ে কাজ করতে চায় তারা বইটি পরে উপকার পাবে বলে আশাকরি|
Was this review helpful to you?
or
lifetime ai rokom akta book kenar jonno website cai....amar dekha fast
Was this review helpful to you?
or
শুধু ব্যবসায়ীদের জন্য না যারা আসলেই ভাল করতে চায় এবং নতুন পৃথিবীতে ব্যবসা প্রসারের জন্য নতুন নতুন আইডিয়া চায় তাদের জন্য বেশ উপকারী । টাকা ছাড়াও যে মার্কেটিং করা সম্ভব এটা এই বই না পরলে বুঝে আসবে না । সবচেয়ে ভাল লাগছে যে বইয়ের ভাষা আমাকে মুগ্ধ করছে কারণ পড়তে অস্বস্তি লাগে নাই । টাকা দিয়ে কিনলে উপকার ছাড়া ক্ষতি হবে না ।
Was this review helpful to you?
or
মূলত রায়ানের গ্রোথ হ্যাকার মার্কেটিং এর উপর ভিত্তি করে এবং লেখকের নিজস্ব রিসার্চের ফলাফল থেকে বইটি লেখা । এটা সত্যি যে প্রতিটা উদ্যোক্তার জন্যে তার পণ্যের বিপণন এবং মার্কেটিং খুবই বিড়ম্বনার ব্যাপার হয়ে দাঁড়ায় । লেখক চেষ্টা করেছেন প্রতিটা টিপস এবং হ্যাক্স উদাহরণের মাধ্যমে পাঠকের কাছে উপস্থাপন করতে । আপনি যদি উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখে থাকেন তাহলে বইটি অবশ্যই পড়তে ভুলবেন না ।
Was this review helpful to you?
or
কয়েকদিনের অপেক্ষার পর বইটি হাতে পেলাম। তারপর গোগ্রাসে গিলতে শুরু করলাম। শেষ করার পর অনেক ধারণা পাল্টে গেল। আগে ভাবতাম কোন কাজে আগ্রহীদের খুজে পেতে হলে তাদের পেছনে ঘুরতে হবে। পুরাতনদের থেকে নতুনদের খোজার পেছনে বেশি সময় দিতে হবে। পরে বুঝলাম আগ্রহীদের না খুজে এমন কিছু করা উচিত যাতে আগ্রহীরা আসার জন্য উন্মুখ হয়ে থাকে। পুরাতনদের এমন সার্ভিস দিতে হবে যাতে তারা নতুনদের আগ্রহী করে তোলে। এমন আরো অনেক আইডিয়া পেলাম বইটি থেকে। নতুন উদ্যোক্তাদের বা যারা হতে চাই তাদের অনেক ভাল লাগবে এই বইটি।
Was this review helpful to you?
or
বইটা অনেক ভালো লাগছে ।
Was this review helpful to you?
or
ভাল বই
Was this review helpful to you?
or
Very helpful book for marketers. :)
Was this review helpful to you?
or
মুনির হাসান স্যার এর, বইটি অসম্ভব সুন্দর সাবলীল, ও পাঠকউজ্জল বই এর একটি." এটি মুলত তরুন উদ্দক্তাদের অনেক সাহায্য করবে নিজের গ্রোথ খুজতে, এটা আসলেই একটি আত্বঅনুপ্রেরনা মুলক বই.! বইটি আমার অনেক ভালো লেগেছে,.!
Was this review helpful to you?
or
শরবতে বাজিমাত বইটি যেমন ধীরে ধীরে একটি প্রতিষ্ঠানের শুরু থেকে বড় হওয়া পর্যন্ত এগিয়ে যাওয়া হয়েছে, এই বইটিতে তার বিপরীত। ভেঙ্গে ভেঙ্গে বিভিন্ন কম্পানি কিভাবে তাদের গ্রাহক যোগাড় করেছে সেটার ব্যাখ্যা দেওয়া হয়েছে। ফেসবুক, টুইটার, এয়ারবিএনবি, উবার.... বেশ সব সাড়া জাগানো প্রতিষ্ঠান কিভাবে তাদের গ্রাহকের কাছে পৌছেছে, কিভাবে নিজেদের উন্নত করেছে তার সুন্দর ধাপে ধাপে বর্ণনা বইটা পড়বার সময় পরের পৃষ্ঠায় যাওয়ার আগ্রহটা জাগিয়েই রেখেছে। বইয়ের শুরুর দিকে বাংলাদেশী স্টার্টআপ গুলির বড় একটি সমস্যা চিণ্হিত করা হয়েছে, কেন তারা টাকা পায় না; বা কেন ইনভেষ্টররা টাকা দেয় না। এত গভীরে গিয়ে বিষয়টা কখনও ভেবে দেখি নি। এমনকি আগে এক সময় মনে হতো যে ইনভেষ্টরদের মাথায় সমস্যা আছে। কিন্তু সমস্যা যে গোড়াতে, সেটা কখনও বুঝে উঠতে পারিনি। কাজের জিনিষ বানানোর কথা এখানে বেশ জোরালো ভাবে বলা হয়েছে, যেটাকে যথেষ্ট যুগোপোযোগী মনে হয়েছে, কারণ আমাদের আশেপাশে বেশীরভাগ স্টার্টআপই মূলত মানুষের সাথে তাদের কাজকে সম্পৃক্ত করতে পারে না; অর্থাৎ কাজের জিনিষ বানাতে পারে না। উদাহরণ এবং ব্যাখ্যায় ঠাসা এই বইটি ব্যবসা যারা করতে চায়, তাদের জন্য বেশ ভালো লক্ষ করে পড়বার মত বই। আবারও বলতে বাধ্য হচ্ছি, বাংলাভাষায় রচিত ব্যবসা রিলেটেড বই গুলির মধ্যে এটিকে অন্যতম জায়গা দিতেই হবে।
Was this review helpful to you?
or
বইটি পড়ে বেশ ভালোই লাগলো। মার্কেটিং এ কিভাবে গ্রোথ আনা যায় তা খুব সুন্দর ভাবে বুজানো হয়েছে। ওয়ার্ড অফ মাউথ এর ইমফেক্টটা ভালোভাবে উপস্থাপন করা হয়েছে। এক কথায় মার্কেটিং এর জন্য ভালো একটি বই যা না পড়লে বুজানো যাবে না
Was this review helpful to you?
or
ফালতু
Was this review helpful to you?
or
স্যারের বই গুলো সত্যিই অসাধারণ
Was this review helpful to you?
or
বই রিভিউ- ২০১৯, বইয়ের নামঃ গ্রোথ হ্যাকিং মার্কেটিং , রেটিংঃ ৫/৫ মার্কেটিং মানেই প্রথমে যে জিনিষ আমাদের মাথায় আসে বিলবোর্ডে সুবিশাল বিজ্ঞাপন কিংবা পত্রিকায় ইয়া বড় জায়গা জুড়ে এড কিংবা টিভিতে বিজ্ঞাপন। কিন্তু মুনির হাসান এই বইয়ের মাধ্যেমে পুরো সংজ্ঞা পালটে দিয়েছে। মার্কেটিং মানেই টাকা নয়। জিমেইল কিভাবে মার্কেটিং করেছে, কিভাবে বা কোন মার্কেটিংয়ের সূত্র ধরে ৭ই মার্চ এতো লক্ষ মানুষের জমায়েত হয়েছিল। এহাই হচ্ছে গ্রোথ হ্যাকিং মার্কেটিং। মেধা, বুদ্ধি, বিবেবকে কাজে লাগিয়ে ক্রেতাকেই মার্কেটার বানিয়ে ফেলা। ক্রেতাই পণ্যের মার্কেটিং করবে কিন্তু সে নিজেও বুঝবে না কিভাবে তা করছে।
Was this review helpful to you?
or
উদ্যোক্তাদের জন্য চমৎকার একটি বই। একবার পড়তে শুরু করলে শেষ না হওয়া পর্যন্ত ছাড়া যায় না। একাধিক বার পড়া উচিত। লেখককে ধন্যবাদ অসাধারণ এই বইটির জন্য।
Was this review helpful to you?
or
উদ্দ্যেগতা হতে হলে একজন মানুষকে যে সব দিকে নজর দিতে হবে মুনির হাসান স্যার সে বিষয় গুলো এই বইটির মাধ্যমে বোঝাতে চেয়েছেন, আর নতুনদের জন্য তো অবশ্যই শিক্ষনীয় হবেই।
Was this review helpful to you?
or
বোরিং পুরাই।নতুন কিছু শিখার মত পাই নাই
Was this review helpful to you?
or
যেকোনো নতুন উদ্যোক্তার যন্ত্রণার আরেক নাম মার্কেটিং। আমাদের দেশে এটি অনেক বড় সমস্যা। কারণ আমাদের উদ্যোক্তারা কষ্টেসৃষ্টে নিজের পণ্য বা সেবাটি কোনো রকমে তৈরি করতে পারেন। বেশির ভাগ বিনিয়োগকারীই তাকে ফিরিয়ে দেন, একটি পর্যায় পর্যন্ত যেতে না পারলে। আবার একটা নির্দিষ্ট মাত্রায় যেতে হলেও তার বিপণনের ব্যাপক প্রয়োজন। মার্কেটিংয়ের ফান্ডের অভাবে বেচারা তখন পড়ে যান বিপদে। এ থেকে উত্তরণের একটা উপায় হলো মার্কেটিংয়ের ব্যাপারটাকে নিজের পণ্য বা সেবার সাথে যুক্ত করে ফেলা। এমনভাবে কাজটা করা, যাতে কম খরচে, এমনকি ন্যূনতম খরচে যেন মার্কেটিং করা যায়। গ্রোথ হ্যাকিং হলো এমন একটি মার্কেটিং-পদ্ধতি, যার সঠিক ব্যবহার, শুধু নবীন উদ্যোক্তা নন, প্রতিষ্ঠিত উদ্যোক্তাদেরও গ্রোথ বাড়াতে সহায়তা করে। কোনো কোনো সময় এটি একেবারে নিঃখরচায়ও করা যায়। এ বইটি সে রকম মার্কেটিং-পদ্ধতির একটা বই। দেশ-বিদেশের নানান উদাহরণ দিয়ে এখানে ব্যাখ্যা করা হয়েছে কীভাবে একজন উদ্যোক্তা তার উদ্যোগের সম্প্রসারণে এই পদ্ধতি ব্যবহার করতে পারবেন। বইটির কলেবর খুবই ছোট। কিন্তু কাজে লাগাতে পারলে এ বইটি হয়ে উঠবে উদ্যোক্তার মার্কেটিংয়ের অব্যর্থ অস্ত্র।
Was this review helpful to you?
or
আগে ব্যবসা নিয়ে পড়ে আসেন এরপর ব্যবসা শিখান। ইঞ্জিনিয়ার হয়ে এই পাকনামিটা না করলেও হতো। অনেক বাজে বই।
Was this review helpful to you?
or
Read it in one sitting. Very simple language
Was this review helpful to you?
or
A very good book. Well crafted for beginners and advanced readers on growth marketing. Also very useful for readers who are looking for overall idea on digital marketing. It's a "how to book" rather than just theories.
Was this review helpful to you?
or
বইটাকে যদি তিনটা ভাগে ভাগ করি তবে বলব প্রথম ভাগ খুবই ভালো হয়েছে। বাকী দ্বিতীয় ও তৃতীয় ভাগের গাথুনিটা আরো ভালো হওয়া দরকার ছিল। সব মিলিয়ে বলব বইটি সকলের পড়া উচিৎ । যারা নতুন করে কিছু গড়তে ও সাজাতে চান।
Was this review helpful to you?
or
দেরিতে হলেও বইটা আজ কিনলাম আর একবারে পড়ে শেষ করলাম। বই নিয়ে মন্তব্য লিখছি আমার ব্লগ জুড়ে কিন্তু এখানে কিছু বলে যাই যাতে আমার মত পাতি উদ্যোক্তাদের কাজে লাগে। আপনি যদি মাকেটিং এর ছাত্র না হন তাহলে ব্যবসা শুরু করার আগে অবশ্যই পড়বেন। আর যদি শুরু করেছেন কিন্তু এখনও পড়েন নি তাহলে আজই পড়ে ফেলুন। আমি পড়েছি ও আমাদের ব্যবসার বই পড়ার সময় যে লাল নীল কলম দিয়ে দাগাইতাম সেটাই করেছি আজ। আর আমার ব্যবসার সেসব জায়গায় সমস্যা ছিল আশা করি স্যার এর বইএর উদাহরন থেকে ঠিক করায় চেষ্টা করব। অবশেষে বলতে চাই "স্যার এরকম আরও আরও বই চাই" ।
Was this review helpful to you?
or
From Page 42: "নিজেই ফেইক অ্যাকাউন্ট খুলতে পারেন; যাতে আপনার পণ্য 'জনপ্রিয়' দেখায়" Serously? Shame. Are you doing the same thing for your book here?
Was this review helpful to you?
or
বইটি পড়তে পড়তে ই সবচেয়ে বড় যে কাজটা করলাম, সেটা হল আমার ৫ মাসের আগের পুরাতন রোগীকে ফোন দিয়ে বললাম, আপনার তো ফলো আপের সময় চলে এসেছে। রিউমাটয়েড আর্থ্রাইটিসের রোগী দেখা দরকার। গ্রোথ হ্যাকিং এর একটা তত্ত্ব হলঃ আপনি সব সময় নতুন গ্রাহক খুজবেন না, বরঞ্চ পুরাতন গ্রাহককেই বেশি সময় দিয়ে অনেক বেশি মুনাফার কাজে লাগাতে পারবেন। মুনির হাসান স্যার এমন একজন লেখক, যার বুদ্ধি গুলো শুনে মনে হল, যে তিনি ক্লাসে বসে লেকচার দিচ্ছেন না। ভাই ব্রাদারের মত পাশে বসে বলছেন আরে এই কর ওই কর। আর বইয়ের বিষয়টাও অন্য রকম। আগে খালি লেখক বলতে গল্প উপন্যাস, প্রবন্ধ কবিতা ইত্যাদি মনে হত। আজকাল ভালো ভালো লেখক অন্যরকম লেখা লিখছেন। উনি উনার আগের বই ‘পড়ো পড়ো পড়ো’ এর বিক্রির পিছনের রহস্য যেমন উন্মোচন করেছেন। বলেছেন না মার্কেট হ্যাকিং পদ্ধতি। রকমারিতে আগে বইয়ের প্রথম অংশ দেখা যেত না, এখন একটু পড়ে দেখুন এর কল্যানে কিছু তো বিক্রি বাড়ছে। এটা অনেকটা অনলাইনে গুড় চাটার মত। ব্লগ, প্রি অর্ডার ফিচার একটা হ্যাকিং ও বটে। মানে এই পদ্ধতি মার্কেটিং পড়ে হোক না পড়ে হোক অনেকেই ব্যবহার করছেন। বইমেলায় অনেক লেখক বসে থাকেন পাঠকের কাছে অটোগ্রাগ দেবার জন্য। বিক্রিত বইয়ে তারা স্বাক্ষর দিচ্ছেন। এখন নতুন ভাবে যোগ হয়েছে-লেখকের সাথে সেলফি। অটোগ্রাফ ওয়ালা বই- একজন এর কাছে থাকত। কিন্তু সেলফি ছড়িয়ে যাচ্ছে তার সকল ফ্রেন্ডদের কাছে। একজন গ্রাহক নিজেই মার্কেটিয়ার হয়ে যাচ্ছেন। একটি ছবি, একটি রিভিউ কিন্তু অনেক গ্রাহক কে টেনে নিয়ে আসতে পারে। তবে নেটওয়ার্কিং এর যুগে বইয়ের নিচে খালি পাঠক কেন, লেখকদের ও ধন্যবাদ বা মন্তব্য ফিচার যোগ থাকলে মন্দ হয় না। যেটা কিছু কিছু ক্ষেত্রে বই পোকা গ্রুপে হয়ে থাকে। তাও এক ধরনের গ্রোথ হ্যাকিং মার্কেটিং। আমিও বই পড়ে গ্রুপে পোস্ট দিয়ে দিলাম। আগে শুধু নিজের ওয়ালে, রকমারিতে দিতাম। সবার সেকেন্ড ডিফারেন্সিয়াল শুভ হোক।