User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
যারা ইতিমধ্যেই ফ্রিলেন্সিং করছেন বা শুরু করার প্ল্যান করছেন, তাদের একবার হলেও এ বই পড়া উচিৎ। . আমিনুর রহমান ভাইয়ের জন্য রইলো অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা। :)
not that much good as expected from ragib.
আমি বইটি পড়েছি। বলা যেতে পারে লেখকের লেখার হাত সম্পর্কে পূর্বেকার ধারণা থাকায় বেশ আগ্রহ নিয়েই বইটি পড়েছি। বইটি যখন কিনি, আমার সাথে যিনি ছিলেন, তিনি বলছিলেন, --ভ্রমণকাহিনী পড়াটা তার জন্যে খানিকটা কষ্টকর। তা এরকম যাদের অবস্থা, তাদের জন্য বলতে চাই, বইটি শুধুমাত্র একটি ভ্রমণকাহিনী নয়, এর প্রত্যেকটি পাতায় সুচারুরূপে যেভাবে ভারতের নানান দর্শনীয় স্থানের এবং স্থাপত্যের বর্ণনা রয়েছে, তার পাশাপাশি যেভাবে উঠে এসেছে এদের প্রত্যেকটির ব্যাপারে নাম না জানা বিভিন্ন তথ্য, তাতে এটি খুব স্পষ্ট যে, এটি লেখকের প্রচু...See More
পাভেল ভাইয়ের লেখা কবিতা গুলো সব সময়ই অসাধারণ। কল্পলোকের রাজ্যে বিচারন করতে গ্যালিতওয়ার প্রেমিক হতে পড়ুন সুভাইট গ্যালিতিয়া।
জীবনের প্রথম কোন উপন্যসের রিভিও লিখতে বসেছি। ২০১৫ সালে 'কাগজের নৌকা' পড়েই রবি ভাইকে লেখক হিসাবে চিনি। আরজে হিসাবে চিনতাম ২০১৩ সাল থেকে। কাজের কথায় আসি- ৮৭ পৃষ্ঠা শেষ করে থ মেরে বসে আছি। মাথার উপর দিয়ে গেল পরিশিষ্টের ২ পাতা। আরো দুই বার পড়ে নিউট্রাল হলাম। মাঝামাঝি কোন একটা সময় ফরিদ ও মুনার সংসারটা দেখতে খুব ইচ্ছা করছিল।মনে হচ্ছিল, এই মুহুর্তে তাদের মিলন হোক, বিয়ে হোক, ১০০০ পাতা না হোক অন্তত ৮৭ পাতা পর্যন্ত তাদের সূখের সংসার হোক। কিন্তু লেখকরা তা করেন না, তারা পাঠকদের আরো সাহিত্যরস দিয়ে দে...See More
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে লেখা একটি তথ্যবহুল এবং সুপাঠেয় বই। বইটি পড়ার আগে ভেবেছিলাম যে, ইতিহাসের বই কেমন হবে পড়তে!! কিন্তু প্রথম কয়েক পৃষ্টা পড়ার পড়েই মজা পেতে শুরু করলাম। ইতিহাসের কিংবা রাজনীতির বই হলেও আমার কাছে তেমনটা মনে হয়নি অনেকটা গল্পের মতই মজা পেয়েছি। এরদোয়ানের মত একজন নেতার জীবনের খুটিনাটি বিষয়গুলো জানতে পেরে ভাল লেগেছে। কিছু বিষয় বেশ আবেগময় বিশেষ করে এরদোয়ানের কারগারের জীবন ও ক্যুয়ের ঘটনাগুলো পড়ে অশ্রুশিক্ত হয়েছি। পাশাপাশি তুরস্কের রাজনীতির আদ্যেপা্ন্তও রয়েছে বইটিতে। সংগ্রহে...See More
Awesome
খুব ভাল।
#রকমারি_বইপোকা_রিভিউ_প্রতিযোগিতা বইয়ের নামঃ টেল নো ওয়ান লেখকঃ হারলান কোবেন অনুবাদকঃ তানজীরুল ইসলাম ধরনঃ থ্রিলার, রহস্য, মার্ডার পৃষ্ঠাসংখ্যাঃ ৩৩৩ প্রকাশনীঃ বাতিঘর গায়ের মূল্যঃ ৩২০ টাকা । । ড. ডেভিড বেক এবং এলিজাবেথ খুব সুখী বিবাহিত দম্পতি। তারা প্রতি বছর একটা বিশেষ দিনে লেক চারমেইনে যায়। এই বিশেষ দিনেই তারা জীবনে প্রথম কিসটি করেছিল। আর এরপর থেকেই ১৩ বছর যাবত তারা এটি পালন করে আসে। তাদের জীবনে এই দিনটি সর্বশেষ পালন করা হয়েছিল ৮ বছর আগে। আর সেই দিনটি ছিল ড. ডেভিড বেকের জন্য সব থেকে দুঃখ...See More
১৩০ টাকার বই তে এত টাকার সুবিধা!!!!!!! ব্যাটারি রিচার্জ কইরা ফালাইছি ্, ইসসসসসসসসস আর কয় এক টা দিন আগে বই টা পাইলে আরো তারাতারি ব্যাটারি ফুল রিচার্জ করতে পারতাম...............।অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানালাম এত সুন্দর বই লেখার জন্য ...।। " Jhanker Mahbub " ভাই (স্যার না বলার কারনে ক্ষ্মা চাই, কারন আপনারে বড় ভাই এর মতই মনে হয়) আপনাকে আল্লাহ অনেক দিন সুস্থ ভাবে আমাদের মাঝে বাচিয়ে রাখুক যেন আপনার দ্বারা সকলের ইঞ্জিন চালু থাক পুরো দমে।