User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
এরদোয়ান কে জানার জন্য ভালো একটা বই। একের ভিতর সব
Was this review helpful to you?
or
অসাধারণ একটি বই। এরদোয়ানের প্রতি সম্মান আরও বেড়ে গেল। ভবিষ্যতের রাষ্টনায়ক হওয়ার স্বপ্ন দেখা তরুণদের জন্যও বইটি অসাধারণ।
Was this review helpful to you?
or
ভাল লেগেছে বই টা পড়ে
Was this review helpful to you?
or
ইনশাআল্লাহ এরদোয়ানের মাধ্যমে মুসলিমদের নয়া বিপ্লব সাধিত হবে।
Was this review helpful to you?
or
অসাধারণ একটা বই।
Was this review helpful to you?
or
রেজেপ তায়্যিপ এরদোয়ান। একটি নাম। একটি আন্দোলন। একটি সংগ্রাম এবং ভবিষ্যতের একটি ইতিহাস! যদি আমাকে দুটি বাক্য দিয়ে এরদোয়ানকে মূল্যায়ন করতে বলা হয় তাহলে আমি বলব, প্রথমতঃ তিনি আপাদমস্তক একজন ক্যারেশমেটিক রাজনীতিবিদ। দ্বিতীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণঃ তিনি একজন চেঞ্জ মেকার। এই বিশাল মানুষটির জীবনী নিয়ে কাজ করাটা আমার মত একজন ছোট মানুষের জন্য ছিল অনেক দুঃসাহস এবং অলিক কল্পনার। তুরস্কের গাজী ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতে আসি ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর। আসার সম্ভবত একমাসের মাথায়ই এরদোয়ানের একটি প্রোগ্রামে অংশ নেওয়ার সুযোগ হয়েছিল। প্রোগ্রামটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের ২০০ বছর পূর্তিতে চানাক্কালের শহীদদের স্মরণে যুবকদের অংশগ্রহণে একটি প্রোগ্রাম। তখন তার্কিশ ভাষার জ্ঞান বলতে অ..আ..ক.. খ.. পর্যায়ের। কিন্তু এরদোয়ানের প্রায় ৪০ মিনিটের বক্তব্যের সারকথার প্রায় পুরোটাই অনুধাবন করতে পেরেছিলাম। উনার জাগরণময়ী বক্তব্যে হল ভর্তি যুবকদের নাড়িয়ে দিয়েছিল। এরদোয়ানের বক্তব্য যাদুর মত গিলছল। মনে মনে ভাবতেছিলাম নেতাতো এমনই হওয়া দরকার। রিভিউ কারী- আহমাদ আব্দুল্লাহ
Was this review helpful to you?
or
ভালো একটি বই
Was this review helpful to you?
or
বিশ্ব রাজনীতিতে এক সময়ের রুগ্ন দেশের পরিচয় পাওয়া তুরষ্ক এখন অন্যতম শক্তিশালী দেশ। বিশ্ব নেতাদের তালিকা করলে প্রথম কয়েকজনের মধ্যেই এরদোয়ানকে স্থান দিতে হয়। বিশ্ব মানবতার পাশে, মজলুমের পাশে সবচেয়ে আপন বন্ধু হয়ে দাড়িয়েছেন এরদোয়ান। মুসলিম বিশ্ব যখন নেতৃত্ব সংকটে ভুগছে, তখন এরদোয়ানই সবচেয়ে বিশ্বস্ত নেতায় পরিণত হয়েছেন।
Was this review helpful to you?
or
অনেক কিছু জানতে পারলাম।
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
It was good
Was this review helpful to you?
or
Nice
Was this review helpful to you?
or
মাশআল্লাহ অনেক ভালো বই গুলো
Was this review helpful to you?
or
onek shundor Ekta boi
Was this review helpful to you?
or
Highly recommended to all.
Was this review helpful to you?
or
ভালো
Was this review helpful to you?
or
excellent book of Turkey
Was this review helpful to you?
or
???
Was this review helpful to you?
or
EXCELLENT
Was this review helpful to you?
or
এরদোয়ান সরকার ধর্মীয় শিক্ষা ও ধর্ম সম্পর্কিত বিষয়ে গুরুত্ব দিলেও নিজেদের কখনো ইসলামপন্থী হিসেবে ঘোষণা করেনি। তথাপি সেক্যুলাররা একে পার্টিকে ইসলামপন্থী আখ্যা দিয়ে পার্টি বন্ধে মামলা করে। মামলায় ১১ জনের সাংবিধানিক আদালতের বেঞ্চের ৬ জন একে পার্টি বন্ধের পক্ষে রায় দেয়। ৪ জন একে পার্টির সরকার হতে প্রাপ্ত বাজেট কমানোর কথা বলে। আর সাংবিধানিক আদালতের প্রধান একে পার্টিকে সাবধান করে তাদের বিতর্কিত কর্মকান্ড পরিহারের কথা বলে। উল্লেখ্য, ১১ জনেত বেঞ্চের ৭ জন পার্টি বন্ধের পক্ষে রায় দিলে একে পার্টি আজীবনের জন্য তখনই নিষিদ্ধ হয়ে যেত। এরপর ২০১২ সালের ৭ ফেব্রুয়ারী সরকার পতনের লক্ষে পরোক্ষ ক্যু বা অভ্যুত্থান, গেজি পার্ক মুভমেন্ট, প্যারালাল রাষ্ট্র বা সরকারের ভেতরে আরেক সরকার যার রুপকার ফেতুল্লাহ গুলেন; উক্ত বিষয়গুলো মোকাবিলা করে এরদোয়ান সরকার। এরপর ২০১৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হন এরদোয়ান। তিনি তার নির্বাচনী প্রচারণায় জাগরণী বিজ্ঞাপন প্রচার, জনসংযোগ প্রভৃতির মাধ্যমে সমীহ আদায় করেন। উক্ত প্রেসিডেন্ট নির্বাচনে এরদোয়ান জয়ী হন। তৎকালীন তুরস্কের আইনানুসারে রাষ্ট্রপতি কোন রাজনৈতিক দলের সদস্য হতে পারতেন না। তাই এরদোয়ান একে পার্টির চেয়ারম্যান পদ হারান এবং নতুন চেয়ারম্যান হন আহমদ দাওয়াতুলু। প্রেসিডেন্ট নির্বাচিত হয়েই এরদোয়ান প্রেসিডেন্ট ভবন স্থানান্তর করেন। নিয়মিত সরকারি উন্নয়নের তদারকি করেন। এর বাইরে তখন রাষ্ট্রপতির খুব বেশি দায়িত্ব ছিলও না। এসময়ে এরদোয়ান ৩ বছর একে পার্টির সাথে সম্পর্ক ছিন্ন করে প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন। ২০১৫ সালের জাতীয় নির্বাচনে একে পার্টি প্রথমবারের মত একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করতে পারেনি। জোট বা কোয়ালিশন সরকার গঠনে দলগুলো ব্যার্থ হওয়ায় নতুন করে দ্বিতীয়বার নির্বাচন অনুষ্ঠিত হয় এবং একে পার্টি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। এসময় একে পার্টির চেয়ারম্যান নির্বাচনে না দাড়ানোর আকস্মিক ঘোষণা দেন আহমদ দাওয়াতুলু। যার কারনে বিনালি ইরদিলিমকে প্রধানমন্ত্রী করা হয়। এই সরকার প্রেসিডেন্সিয়াল ব্যাবস্থা প্রবর্তনে কাজ শুরু করে। ২০১৭ সালে প্রেসিডেন্সিয়াল ব্যাবস্থা প্রবর্তনের জন্য গণভোট অনুষ্ঠিত হয় এবং হ্যাঁ এর জয় হয়। পাশাপাশি প্রেসিডেন্ট রাজনৈতিক দলের সাথে সম্পর্ক রাখতে পারবেন ও রাজনৈতিক দলের প্রধান তথা চেয়ারম্যান হতে পারবেন বলে সংবিধানে সংশোধনী গৃহীত হয়। এতে করে ৩ বছর পত এরদোয়ান একে পার্টির অফিসে যান এবং সদস্যপদের জন্য আবেদন করেন। পরবর্তীতে তিনি পুনরায় একে পার্টির চেয়ারম্যান নির্বাচিত হন। ২০১৬ সালের ১৫ জুলাই তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানের রাজনৈতিক অবকাশ যাপন কালীন সময়ের সুযোগ নিয়ে ফেতুল্লাহ গুলেনের নেতৃত্বে তার প্যারালাল রাষ্ট্রের হর্তা-কর্তাদের দ্বারা তুরস্কে সামরিক অভ্যুত্থান ঘটানোর চেষ্টা করা হয়। কিছুসংখ্যক বিপথগামী সেনাসদস্য এতে অংশ নেয়। তারা ইস্তাম্বুলে অবস্থিত প্রেসিডেন্ট ভবন, প্রধানমন্ত্রীর বাসভবন, এসেম্বলি ভবন, রাষ্ট্রীয় টেলিভিশন ভবন, আতাতুর্ক এয়ারপোর্ট, বসফরাস ব্রিজ, ফাতিহ সুলতান মাহমুদ ব্রিজ (এশিয়া-ইউরোপের সংযোগকারী ব্রিজ) দখল ও বন্ধ করে দেয়। রাষ্ট্রীয় টেলিভিশন ভবন দখলের কারনে সরকারী কোন বিবৃতি প্রচার সম্ভব হচ্ছিল না। সৈন্যরা জেট ফাইটার ও এট্যাকিং হেলিকপ্টার উড়িয়ে যত্রতত্র বোমাবর্ষণ করছিল এবং ট্যাংক, কামান, সেনা বহনকারী গাড়ি থেকে বেপরোয়াভাগে গুলি চালাচ্ছিল। এতে অনেক হতাহতের ঘটনা ঘটে। এরদোয়ান এই অভ্যুত্থানের খবর জানতে পারেন মারমারিস জেলার একটি হোটেলে বসে। রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলে বক্তব্য দিতে না পেরে মোবাইল ফোন এপ্স "স্কাইপি"-তে এক সংক্ষিপ্ত বক্তব্যে জনগণকে রাস্তায় বেড়িয়ে আসতে বলেন। এরপর তিনি আতাতুর্ক এয়ারপোর্টের দিকে যাত্রা শুরু করেন। এরদোয়ানের এ ঘোষণার পরপর ইস্তাম্বুলের জনগণ ও একে পার্টির নেতৃবৃন্দ রাস্তায় নেমে আসেন। ক্যু সমর্থিত সামরিক বাহিনী জনগণের উপর নির্বিচারে গুলি চালায়। তুরস্কের ৮১ টি প্রদেশের সবগুলো মসজিদ থেকে জনগণকে রাস্তায় নামতে উদ্বুদ্ধ করা হয় ও কিছুক্ষণ পরপ আজান প্রচার করা হয়। পার্লামেন্টের সংক্ষিপ্ত সভায় একে পার্টির মত বিরোধী দল জেহেপে, তৃতীয় দল মেহেপেসহ অন্য সকল রাজনৈতিক দলগুলো ক্যুর বিরুদ্ধে সম্মিলিত ঐক্যমতে আসেন। এতে করে সকল রাজনৈতিক দলের সমর্থকরা রাস্তায় বেড়িয়ে আসে। ১৫ জুলাই রাতের অভ্যুত্থানের বিপরীতে এরদোয়ানের বলিষ্ঠ নেতৃত্ব, নেতাকর্মীদের সঠিক দিকনির্দেশনা, অন্যান্য দলগুলোর ক্যু-র বিরুদ্ধে অবস্থান সর্বোপরি এরদোয়ানের ডাকে ইস্তাম্বুলের রাস্তায় গনবিস্ফোরণে ক্যু ব্যার্থ হয়। পুলিশ বাহিনীর সাথে সাধারণ জনগণ ট্যাংকের সামনে গিয়ে শুয়ে পড়া, ক্যু সমর্থিত সেনাদের পাকরাও করা সবকিছুর নেতৃত্বে তুরস্কের নারী-পুরুষের পাশাপাশি শিশুরাও অংশ নিয়েছিল। সেই রাতে তুরস্কের সাধারণ জনগণ যা করে দেখিয়েছে তা সাম্প্রতিক ও অতীত বিশ্ব রাজনীতির ইতিহাসে নজিরবিহীন।
Was this review helpful to you?
or
very helpfull book for parents. but writing quality is bellow standard. content repetition available.
Was this review helpful to you?
or
এরদোয়ান সম্পর্কে জানবার ইচ্ছা ছিল বইটি পড়ে অনেক টাই জানা হলো
Was this review helpful to you?
or
Best biography book ever I read.
Was this review helpful to you?
or
পেতে একটু দেরি হয়েছে।বাকিসব আলহামদুলিল্লাহ ভালো সার্ভিস। বইটি সত্যিই অসাধারণ।
Was this review helpful to you?
or
বাস্তবভিত্তিক লেখা। বইটি আপনার আগ্রহকে জাগিয়ে তুলবে।
Was this review helpful to you?
or
আমার সেরা ২ জন ব্যাক্তি। মাশাআল্লাহ। গারদাস।
Was this review helpful to you?
or
Good Book
Was this review helpful to you?
or
Brilliant Book.
Was this review helpful to you?
or
#bookreviewguardian বই - এরদোয়ান : দ্যা চেঞ্জ মেকার ক্যাটাগরি -রাজনৈতিক ব্যক্তিত্ব লেখক - হাফিজুর রহমান [ পি এইচ ডি-(গাজি ইউনিভার্সিটি, তুরস্ক; অনার্স,মাস্টার্স -ঢাকা বিশ্ববিদ্যালয় (লোকপ্রশাসন বিভাগ)] পৃষ্ঠা - ৩১৮ মুদ্রিত মূল্য - ৪৫০ (হার্ডকভার) প্রকাশনী : গার্ডিয়ান পাবলিকেশন্স অনলাইন পরিবেশক : www.rokomari.com "এরদোয়ান-দ্যা চেঞ্জ মেকার " বইটির নাম ই বলে দেয়, কে সে, কিসের জন্য তাঁর আগমন। ' মিনার আমাদের বেয়নেট, গম্বুজ আমাদের শিরস্ত্রাণ মসজিদ আমাদের ব্যারাক, মুমিনরা আমাদের সৈনিক।' এই চারটি লাইন ই বলে দেয়, এরদোয়ান কে, কী তার মিশন। ঘুণধরা এ সমাজ,দেশের পরিবর্তন চাচ্ছেন,অথচ আপনি রাজনীতি বিমুখ,ভালো নেতৃত্ব দেয়ার কেউ নেই,তাহলে সেখানে পরিবর্তন আসবেনা,সম্ভব ও নয়। রাজনীতি ই সব কিছুর নিয়ন্ত্রক। একটি দেশ কিংবা জাতি কতটা এগোবে,তা নির্ভর করে রাজনীতিবিদদের উপর। আর এক্ষেত্রে তুরস্ক এবং তুরস্কের জনগণ সত্যি ই আশির্বাদপুষ্ট। এমন একজন তাকওয়াপূর্ণ,সৎ,নিষ্ঠাবান, পরিশ্রমী নেতা পেয়েছেন যিনি বর্তমানে শুধু তুরস্কের ই নয়,পুরো মুসলিম বিশ্বের একজন আদর্শবান,অনুকরণীয় নেতা। "এরদোয়ান-দ্যা চেঞ্জ মেকার " এমন একটি বই যেখানে এই ক্যারিশম্যাটিক লিডার, হারিয়ে যাওয়া সেই বিখ্যাত উসমানী খেলাফত এর ঐতিহ্যের অনুসরণে,সেক্যুলারিজমের নামে অাতাতুর্কের ইসলাম বিদ্বেষী তুরস্ক থেকে কিভাবে নতুন এক সমৃদ্ধশালী তুরস্কের বিনির্মাণ করেছেন তার বর্ণনা দিয়েছেন। *** বইয়ের মূল আলোচ্য বিষয় সমূহ : -প্রাথমিক আলোচনায় এরদোয়ানের প্রাথমিক জীবনের চিত্র তুলে ধরা হয়েছে,যাতে দেখা যায় নানা প্রতিকূলতার মধ্যে ও শিক্ষা , সাহিত্য,খেলাধুলায় এরদোয়ানের অসামান্য প্রতিভা এখানে দৃশ্যমান। -পর্যায়ক্রমে অাধুনিক তুরস্কের রাজনৈতিক ইতিহাস, - শূন্য থেকে হিরো বনে যাওয়া অসাধারণ বুদ্ধিমত্তার অধিকারী এ নেতার রাজনৈতিক জীবন যাপন,নানা উত্থান- পতনের মধ্য দিয়ে যাওয়া রোমাঞ্চকর এক সময়। 'Erdogan is a man who never gave up' বইটি পড়ে ই এ কথার যথার্থতা অনুধাবন করা যাবে। রাজনৈতিক মাঠকর্মী থেকে প্রধানমন্ত্রী, পরবর্তীকালে প্রেসিডেন্ট হওয়ার জার্নি টা নিতান্তই সহজ ছিলোনা। এক আল্লাহর উপর বিশ্বাস,তিনি ছাড়া আর কারো কাছে মাথা নত না করার সংকল্প সত্যিই তাকে অদম্য করে তুলে। - তুরস্কের অবকাঠামো, শিক্ষা,স্বাস্থ্য, সামাজিক,অর্থনৈতিক, কূটনৈতিক ক্ষেত্রে একে পার্টির (এরদোয়ানের পার্টি) যে আমূল পরিবর্তন ও উন্নয়ন ঘটিয়েছে তা বিশ্বের যে কোনো দেশের (বিশেষত মুসলিম) জন্য তা নিঃ সন্দেহে চমৎকার রুল মডেল হিসেবে কাজ করতে পারে। ***Breathtaking moment : ২০১৬ এর ১৫ ই জুলাই এর শ্বাসরুদ্ধকর সেই ব্যর্থ ক্যু, জনগন যে ক্যু কে ব্যর্থ করে দিয়ে নতুন ইতিহাসের সূচনা করে,তার বিস্তারিত, লোমহর্ষক বর্ণনা ও এই বই এ দেয়া আছে। এরদোয়ান কতটা জনগনের ভালবাসার আর আস্থার প্রতীক হলে সাধারন জনগন একটি সামরিক ক্যু কে ব্যর্থ করে দিতে পারে? বই এ এর জবাব অত্যন্ত চমৎকার ভাবে দেয়া আছে। পরিশেষে বলতে চাই, বর্তমান প্রেক্ষাপটে,একজন মুসলিম হিসেবে, এখন পর্যন্ত আর কেউ স্বতন্ত্র ব্যক্তি হিসেবে,/ নেতৃত্বগুণে এতোটা মুগ্ধ আমাকে করেনি। বর্তমান বিশ্বে মুসলিমদের মাথা তুলে দাঁড়াতে প্রতিটা দেশে ই এরদোয়ানের মতো এক একজন নেতা থাকা চাই। (nb: যারা নেতৃত্বে আছেন/ ভবিষ্যতে দেশ ও জাতির জন্য কিছু করার কথা ভাবছেন, তাদের অন্তত একবার হলে ও বইটি পড়া উচিৎ বলে আমি মনে করি) পারসোনাল রেটিং - ৯.৫/১০।
Was this review helpful to you?
or
Those books are amazing ?
Was this review helpful to you?
or
অনেক সুন্দর একটি বই।আমার এখন ও পরা হয় নি কিন্তুু জানি অনেক ভাল?
Was this review helpful to you?
or
একটি জীবন্ত, বই। বইটিতে রিসেপ তৈয়ব এরদোগান এর সফলতার পিছনের পরিশ্রম আর ত্যাগগুলোকে যেভাবে ফুটিয়ে তুলা হয়েছে তেমনি বাদ দেয়া হয়নি তর্্কি জাতির সত্য আর ন্যায়ের পক্ষে অবস্থানকে। বইটি এক আলোকবর্তিকা হিসেবে রূপ নিয়েছে।
Was this review helpful to you?
or
একজন নেতা কিভাবে তার দেশকে ইসলামিক রেখে এতোটুকু উন্নতিসাধন করতে পারে তার জ্বলন্ত দৃষ্টান্ত আর রিসেপ তাইয়েপ এরদোগান এবং অন্যান্য মুসলিম বিশ্ব তাকে দেখে শিখে নেওয়া উচিত। একজন তরুণ মুসলিমের জন্য আদর্শ। অসাধারণ বইটি। আল্লাহ বইটির লেখক এর উত্তম প্রতিদান দান করুক।
Was this review helpful to you?
or
Excellent book. Consist with a enriched history of Ottoman Empire. Thanks a lot to writter for this Excellent Book- Erdogan The Change Maker.
Was this review helpful to you?
or
একটা দেশকে শত প্রতিকূলতার মাঝে যেভাবে পরিবর্তন করেছেন এরদোয়ান, তা এই বইতে স্পষ্ট করে উল্লেখ আছে। ধন্যবাদ হাফিজুর রহমানকে এবং রকমারিকে।
Was this review helpful to you?
or
History proves that the most famous, revolutionary, true leaders have been creating by the struggle of life, not by a silver spoon or aristocratic palace. Recep Tayyip Erdoğan is a Turkish politician serving as President of Turkey who also came from a normal family with full of life struggle. Thanks to writer of this book Hafizur Rahman for describing president Erdogan's life very precisely. Even a military coup was happened to deposed him but, he along with Turkey people failed their coup. You can learn many new information of this pious Muslim leader by reading this biography.
Was this review helpful to you?
or
এককথায় অসাধারণ একটি বই। এরদোগান ও বর্তমান তুরস্কের চমৎকার স্ক্রেচ এঁকেছেন লেখক। বইটির প্রচ্ছদ এবং বাচনভঙ্গি যার তুলনা হয় না।
Was this review helpful to you?
or
ইতিহাস আর ভ্রমণ কাহিনী আমার খুবই প্রিয়। আর এ দুটো ক্যাটাগেরিতে ফেলানো যায়। আর বাংলা ভাষায় পছন্দের একজন বিশ্ব নেতার বই পড়তে খুব ভালো লাগলো। সব চেয়ে ভালো লাগছে ভাষার সুন্দর ব্যবহার। সাবলীল সুন্দর শব্দ চয়ন। বই টা সরাসরি নিজের সংগৃহিত সোর্স থেকে লেখায় এটা অনেক বেশি ভালো হয়েছে।
Was this review helpful to you?
or
one of the best book of the life
Was this review helpful to you?
or
এরদোগানকে জানার জন্য অনেকগুলো বইয়ের মধ্যে একটি। তথ্যের বিচারেতো অবশ্যই, সাহিত্যিক মানেও বইটি সুন্দর হয়েছে। হ্যাপি রিডিং
Was this review helpful to you?
or
কোন একজন রাষ্ট্রনায়ক কতটা চৌকস হলে দীর্ঘদিন যাবত একটা দেশকে নেতৃত্ব দিচ্ছেন তা এরদোয়ান সম্পর্কে না পড়লে বুঝা যাবে না । লেখক অত্যন্ত পরিশ্রম করে সকল তথ্যের রেফারেন্স দিয়েছেন যা তথ্যের ভিত্তিকে পাঠকের মনে শক্ত জায়গা দান করবে ।
Was this review helpful to you?
or
এরদোয়ানের রাজনৈতিক জীবনের সূচনা, উত্থান-পতন ও একে পার্টির আদ্যোপান্ত এই বই পড়লে জানা যাবে। তবে এই বইয়ে লেখক অন্ধ ভাবে একে পার্টি বা এরদোয়ানের সাফাই গেয়েছেন যা কিছুটা দৃষ্টিকটু। কেননা, যেকোনো সরকারেরই ভালো খারাপ দুটো থেকেই শিক্ষনীয় ব্যাপার থাকে। সেদিক থেকে এই বই হতে একে পার্টির কেবল সুনাম ই দেখা যায়, গাঠনিক কোন সমালোচনা চোখে পড়েনা। এই ব্যাপার টা বাদ দিলে বইটি অন্যসব দিক থেকে বেশ ভালো।
Was this review helpful to you?
or
গোটা বিশ্বে যখন দ্রুত গতিতে সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতা ছড়িয়ে পড়েছিল তখন অটোমানদের রাজ্যের এর অনেক প্রভাব পরে।এর মূলে ছিল শাসকদের জ্ঞান চর্চার অভাব।অটোমানদের ঐতিহ্যকে ভুলে, পশ্চিমা সংস্কৃতি চালু করা হয়। পশ্চিমা সংস্কৃতির নামে নারীদেরকে নগ্ন করে(হিজাব নিষিদ্ধ, হাফ প্যান্ট পড়তে বাধ্য করা ইত্যাদি),ইসলামের সবকিছু বিধিনিষেধ আরোপ করা হয়। এককথায় পশ্চিমা সংস্কৃতি পালনের জন্য ইসলামকে নিশ্চিহ্ন করার চেষ্টা করা হয়।মানুষ প্রায় ইসলাম ভুলেই গেছিল। আর এগুলো সুচনা করেছিল তুরস্কের জাতির জনক খ্যাত কামাল আতাতুর্ক। শতভাগ মুসলিম দেশ হয়েও ইসলামের সবকিছু নিষিদ্ধ করেছিল। এমন চিত্র মুসলিম সমাজের জন্য মেনে নেওয়া কঠিন ছিল। তাই যারা এর বিরোধীতা করে তাদেরকে হত্যা করাও হয়েছিল। অটোমান সাম্রাজ্যের শেষ স্মৃতিটুকুও তুরস্ক থেকে মুছে দেওয়া হয়েছিল। শত শত বছর যারা ইসলামী শাসন মেনে চলেছে তাদের রক্তই তো ছিল এদের শরীরে। আর এই রক্তই আবার তাদের নতুন রূপে জাগিয়ে তুলে। তাঁদের অতীতকে জাগিয়ে দিতেই যে মানুষটির কাজ করেছেন তিনি হল রেজেপ তায়্যেপ এরদোয়ান। এরদোয়ান এমন একজন ক্যারিশমাটিক নেতা যিনি তুরস্ক বাসীকে তাদের সকল অধিকার ফিরিয়ে দিয়েছে। আর জায়গায় করে নিয়েছে মানুষের অন্তরে। মানুষগুলো তাকেই এতই ভালবাসে যার জন্য সেনাদের ট্যাঙ্ক এর সামনে শুয়ে পড়েছিল। এত ভালবাসার বিনিময়ে তিনি মানুষকে বর্তমান তুরস্ক উপহার দিয়েছে। আর সেই বিখ্যাত কবিতার বাস্তব চিত্র এখন তুরস্ক। কবিতাটি হল- "মিনার আমাদের বেয়নেট, গম্বুজ আমাদের শিরস্ত্রাণ, মসজিদ আমাদের ব্যারক, মুমিনরা আমাদের সৈনিক। " এক কথায় , বর্তমান মুসলিম বিশ্বের জন্য অনুকরণীয় নেতা হল -দ্যা চেঞ্জ মেকার এরদোয়ান ।
Was this review helpful to you?
or
রেজেপ তায়্যিপ এরদোয়ান। একটি নাম। একটি আন্দোলন। একটি সংগ্রাম এবং ভবিষ্যতের একটি ইতিহাস! যদি আমাকে দুটি বাক্য দিয়ে এরদোয়ানকে মূল্যায়ন করতে বলা হয় তাহলে আমি বলব, প্রথমঃ তিনি আপাদমস্তক একজন ক্যারেশমেটিক রাজনীতিবিদ, দিত্বীয়ত ও সবচেয়ে গুরুত্বপূর্ণঃ তিনি একজন চেঞ্জ মেকার। এই বিশাল মানুষটির জীবনী নিয়ে কাজ করাটা আমার মত একজন ছোট মানুষের জন্য ছিল অনেক দুঃসাহস এবং অলিক কল্পনার। তুরস্কের গাজী ইউনিভার্সিটিতে আমি পিএইচডি করতে আসি ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর। আসার সম্ভবত একমাসের মাথায়ই এরদোয়ানের একটি প্রোগ্রামে আংশ নেওয়ার সুযোগ হয়েছিল। প্রোগ্রামটি ছিল প্রথম বিশ্বযুদ্ধের ২০০ বছর পূর্তিতে চানাক্কালের শহীদদের স্মরণে যুবকদের অংশগ্রহণে একটি প্রোগ্রাম। তখন তুর্কিশ ভাষার জ্ঞান বলতে অ..আ..ক.. খ.. পর্যায়ের। কিন্তু এরদোয়ানের প্রায় ৪০ মিনিটের বক্তব্যের সারকথার প্রায় পুরোটাই অনুধাবন করতে পেরেছিলাম। উনার জাগরণময়ী বক্তব্যে হল ভর্তি যুবকদের নাড়িয়ে দিয়েছিল। এরদোয়ানের বক্তব্য যাদুর মত গিলছল। মনে মনে ভাবতেছিলাম নেতাতো এমনই হওয়া দরকার।
Was this review helpful to you?
or
yes
Was this review helpful to you?
or
ব্যাপক তথ্যবহুল বই। অনেক কিছু জানতে পারলাম। এমনিতে এরদোয়ান এর প্রতি আমার অনেক দুর্বলতা কাজ করে।
Was this review helpful to you?
or
ধন্যবাদ এই সুন্দর বই লেখার জন্য।
Was this review helpful to you?
or
|এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার| এরদোয়ান একটি নাম, একটি আন্দোলন, একটি ইতিহাস, একটি জাতির মহা নায়ক, মুসলিম বিশ্বের আশ্রয়স্থল, যিনি মজলুমের বন্ধু হিসাবে নিজেকে সঁপে দিয়েছেন। আগে ইউরোপের রূগ্ন ব্যক্তি বলা হত তুরস্ককে। এরদোয়ানের ক্যারিশম্যাটিক নেতৃত্বে তুরস্ক আজ অর্থনৈতিক ও শিল্প-সাংস্কৃতিতে পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মানুষ জন ফিরে পেয়েছে তাদের ধর্মীয় নিয়মনীতি, তাদের অধিকার। ফিরে এসেছে মুসলমানদের হারানো সেই উসমানি সাম্রাজ্য। ''মিনার আমাদের বেয়নেট গম্বুজ আমাদের শিরস্ত্রাণ মসজিদ আমাদের ব্যারাক মুমিনরা আমাদের সৈনিক।'' তুরস্কের অন্যতম কবি 'জিয়া গোকালপের' কবিতার চারটি লাইন আবৃত্তির জন্য জেল যান এরদোয়ান।মোটা অংকের অর্থ জরিমানা করা হয়, মেয়রপদ বাতিল করা হয়, আরো কতশত নির্যাতন করা হয়! আবার কবিতার এই চারটি লাইনই এরদোয়ানকে করেছে নতুন তরস্কের কান্ডারী। বইঃ এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার লেখকঃ হাফিজুর রহমান প্রকাশনিঃ গার্ডিয়ান #এরদোয়ান_দ্যা_চেঞ্জ_মেকার_হাফিজুর_রহমান
Was this review helpful to you?
or
Work is massive. Some maps, photos would have added a lot value to the subject. Also, the arrangement of topics seemed bit disgruntled. but above all, its a masterpiece to summarize the ambition
Was this review helpful to you?
or
বইঃ এরদোয়ানঃ দ্যা চেঞ্জ মেকার লেখকঃ হাফিজুর রহমান ধরনঃ রাজনৈতিক ব্যক্তিত্ব দামঃ৩০০ ইস্তাম্বুলের রাস্তায় রুটি আর শরবত ফেরী করে বিক্রি করছে এক সুদর্শন যুবক। বিক্রির এই টাকা দিয়ে নিজের পড়াশুনার খরচ সাথে ছোট ভাইদের পড়ার খরচ চলবে। তারপরও যদি সেখানে কিছু টাকা বেঁচেই যায়, তবে সেই টাকা দিয়ে বই কেনা হবে। নিজের ব্যক্তিগত লাইব্রেরীর জন্য বই। একসময় এই ফেরীর টাকা দিয়েই, সেই যুবক সমৃদ্ধ এক পাঠাগার তৈরী করে ফেলেন। সেই ফেরী করে শরবত বিক্রি করা ছেলেটি কে জানেন? সেই ছেলেটিই আজকের তুরষ্কের প্রেসিডেন্ট রিজেব তাইয়্যেপ এরদোয়ান। ছাত্র জীবনে তিনি তুখোড় মেধাবী ছাত্র ছিলেন, এমন গতবাধা কথা আমি বলব না। তবে তরুণ বয়সে তিনি যে একজন তুখোড় ফুটবলার ছিলেন, তা বলতে পারি। তাঁকে দলে নেবার জন্য তুরষ্কের সেসময়ের অনেক ক্লাবই ভালো রকমের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এরদোয়ানের বাবা চান নি বলে, এরদোয়ানের ইচ্ছে থাকা স্বত্বেও ফুটবল জগতে ক্যারিয়ার গড়া হয় নি। কে জানে, তিনি যদি ফুটবলার হতেন তবে ইতিহাস হয়তো ভিন্নভাবে রচিত হত... বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি ইস্তাম্বুলের মেয়র হলেন। তিনি যখন মেয়রের দায়িত্ব গ্রহণ করেন, তখন ইস্তাম্বুল শহরটির ভগ্ন দশা। শহরের মোড়ে মোড়ে ময়লার স্তুপ, পানি সরবরাহ প্রায় বন্ধ। সেসময় অবস্থাটি এমন ছিল যে, ইস্তাম্বুলের মানুষরা পানির অভাবে সপ্তাহে মাত্র একদিন গোসল করতে পারতেন! এরদোয়ান রাষ্ট্রিয় কর্মচারী, দলের কর্মী এবং স্বয়ং নিজেই রাস্তায় নেমে গেলেন। প্রথমেই পয়:নিষ্কাশন ব্যবস্থার সমাধান করলেন। তারপর পানি। বছর খানিকের মধ্যে এরদোয়ান ইস্তাম্বুলের চেহারা প্রায় রাতারাতি পরিবর্তন করে ফেললেন। এরদোয়ানের এই সফলতার পিছনের কারণটি হল জবাবদিহিতা। এরদোয়ান তাঁর অফিস স্টাফদের সাথে নিয়ে পার্টি অফিসে উপস্থিত হতেন। তারপর সেখানে পার্টির শীর্ষস্থানীয় নেতাদের কাছে নিজের সহকর্মীরাসহ জবাব প্রদান করতেন। এভাবেই ধীরে ধীরে এরদোয়ান ইস্তাম্বুলকে অন্যতম পরিষ্কার শহরের রূপান্তর করলেন এবং পর্যটন খাতে ব্যাপক উন্নতি সাধন করলেন। উল্লেখ্য, পৃথিবীর পর্যটন প্রধান শহরগুলোর মধ্যে ইস্তাম্বুল অন্যতম। ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’ বই থেকে প্রথম তিনটি অধ্যায় লিখতেই লেখাটি বিরাট বড় হয়ে গেল। আর দির্ঘ করব না, শুধু একটি অধ্যায় নিয়ে বলি। এই অধ্যায়টি পড়তে গিয়ে আমি অনেকবার শিহরিত হয়েছি, কখনো মনের অজান্তেই চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়েছে। আর খুব সম্ভবত এই অধ্যায়টিই বইটির অন্যতম স্পর্শকাতর অধ্যায়। ২০১৬ সালের ব্যর্থ সেনা কূয়্যে শহীদ এবং গাজীদের ঘটনা পড়তে গিয়ে আমি হতভম্ব হয়েছি। যে জাতির বাবারা তাঁদের সন্তানকে সাথে নিয়ে শহীদ হয়, যে জাতির মায়েরা দুধের শিশুকে ঘরে রেখে জালিমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে যায়, সেই জাতি সত্যিই মহান। এই জাতির সার্বভৌমত্ব কেয়ামতের আগ পর্যন্ত অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি। লেখক হাফিজুর রহমান ভাই রচিত ‘এরদায়ান দ্যা চেঞ্জ মেকার’ বইটি পড়ে কিন্তু একবারের জন্যও মনে হয় নি, এটিই লেখকের প্রথম বই। মনে হচ্ছিল, এ বহু অভিজ্ঞ এক শানিত হাতের লেখা। আল্লাহ আপনার লেখার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন। আর বই এর প্রচ্ছদ,গেটআপ,মেকআপ এবং বাইন্ডিং নিয়ে শুধু একটা কথাই বলব- গার্ডিয়ান থেকে প্রকাশিত এ যাবতকালে সব বইয়ের চেয়ে এই বইটির প্রচ্ছদ এবং বাইন্ডিং চোখে পড়ার মত হয়েছে। তবে তাতেও আমি সন্তুষ্ট নই। এর চেয়ে আরো ভালো কাজ হওয়া উচিত
Was this review helpful to you?
or
এরদোয়ান, তুরস্কের প্রেসিডেন্ট। শুধুই কি তাই? নাকি এক ভালোবাসার নাম। এই বই পড়েই জানা যাবে তার আসল পরিচয়। বইটির শুরু হয় উসমানী খেলাফতের পতনের পরের ইতিহাস দিয়ে। তুরস্কের সেই সময়ের সরকার ব্যবস্থা, বিভিন্ন সমস্যা, ইসলামী জীবন ব্যবস্থার উপর নিষেধাজ্ঞা, রাজনৈতিক দলগুলোর বতিলকরন ইত্যাদি স্বল্প পরিসরে আলোচনা এবং সেখান থেকে উঠে আসা এক নেতার গল্প। যিনি তুরস্ককে নিয়ে গিয়েছেন সেরা মাঝে মাত্র ১৫ বছরে। কিভাবে তিনি এসব করেছেন সেই বিষয়গুলোই বলা হয়েছে বইতে। গবেষণামূলক এই বইতে আধুনিক কালের মুসলিম বিশ্বের সমস্যা এরদোয়ানের ভূমিকা তুলে ধরা হয়েছে। পাওয়া যাবে তার দেশী রাজনীতিতে ব্যবহার করা অনেক কৌশল যা রাজনীতি সচেতন যে কারো জন্যেই মূল্যবান। বইটির আরও গুরুত্বপূর্ণ দিক হচ্ছে এরদোয়ানের সাথে কাজ করা মানুষগুলোর সরাসরি সাক্ষাতকার। এতে করে বইটি আরও মজার হয়েছে। বইটিতে যুক্ত হয়েছে কিছুদিন আগে হয়ে যাওয়া সামরিক ক্যু সম্পর্ক বিস্তর আলোচনা। যারা জানতে চান তাদের জন্য খুবই জরুরি কিছু তথ্য রয়েছে সেখানে। আরেও বলতে হলে বইতে একজন নেতা এবং রাজনীতিবিদ হবার জন্য অনেক গাইডলাইন রয়েছে। যা পড়লেই অনুধাবন করতে পারবেন। বইয়ের শেষে যোগ করা হয়েছে সকল উল্লেখিত তথ্যের সোর্স। এই বইটিকে আমি দিবো ৪/৫।
Was this review helpful to you?
or
"সত্যি কথা বলতে কি বইটি বেশ ভাল মানের একটি বই। বইয়ের কথা গুলো খুবি সরল-সহজ কিন্তু খুবি তথ্য নির্ভর। বইটির কভার আর পেজের মান আমার দেখা সবথেকে উন্নতমানের। লেখনীয় অনেকটা নির্ভুল যতদূর আমি পড়েছি। আমি এই বইয়ের লেখক জনাব হাফিজুর রহমান, প্রকাশনী গার্ডিয়ান পাবলিকেশন, সনামধন্য কিছু বিদেশী রাজনীতিক ব্যাক্তিবর্গ এবং যারা এই বইয়ের পেছনে নিরলশ কাজ করেছেন তাদের সবার মঙ্গল ও দীর্ঘায়ু কামনা করছি।
Was this review helpful to you?
or
বুক রিভিউ : অসাধারণ একটি বই। এরদোগান ও বর্তমান তুরস্কের চমৎকার স্ক্রেচ এঁকেছেন লেখক। পাশাপাশি উসমানী সালতানাতের পর থেকে বর্তমান সময় পর্যন্ত তুরস্কের ইতিহাস ও ঘটনা -প্রবাহ ও রাজনইতিক দলের উত্থান-পতন সংক্ষিপ্ত আকারে চমৎকার ভাবে স্থান পেয়েছে এই বইতে। এক নাগাড়ে পড়ে ফেলার মত বই।
Was this review helpful to you?
or
তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ানকে নিয়ে লেখা একটি তথ্যবহুল এবং সুপাঠেয় বই। বইটি পড়ার আগে ভেবেছিলাম যে, ইতিহাসের বই কেমন হবে পড়তে!! কিন্তু প্রথম কয়েক পৃষ্টা পড়ার পড়েই মজা পেতে শুরু করলাম। ইতিহাসের কিংবা রাজনীতির বই হলেও আমার কাছে তেমনটা মনে হয়নি অনেকটা গল্পের মতই মজা পেয়েছি। এরদোয়ানের মত একজন নেতার জীবনের খুটিনাটি বিষয়গুলো জানতে পেরে ভাল লেগেছে। কিছু বিষয় বেশ আবেগময় বিশেষ করে এরদোয়ানের কারগারের জীবন ও ক্যুয়ের ঘটনাগুলো পড়ে অশ্রুশিক্ত হয়েছি। পাশাপাশি তুরস্কের রাজনীতির আদ্যেপা্ন্তও রয়েছে বইটিতে। সংগ্রহে রাখার মত একটি বই।
Was this review helpful to you?
or
বইটাতে মূলত এরদোয়ানের প্রাথমিক জীবন, আধুনিক তুরস্কের রাজনৈতিক ইতিহাস, এরদোয়ানের রাজনৈতিক জীবনের শুরু এবং ইস্তাম্বুল প্রদেশের সভাপতি, ইস্তাম্বুলের মেয়র হিসেবে দায়িত্ব পালনের সময়গুলো, কারাগার ও অনিশ্চত জীবনের সময়গুলো, একে পার্টির প্রতিষ্টা, সংগঠন কাযেম ও সরকার গঠন থেকে শুরু করে ২০১৭ সাল পর্যন্ত নতুন তুরস্কের নানা দিক আলোচনা করা হয়েছে। তুরস্ককে কিভাবে পরিবর্তন করে বিশ্বের নিকট মর্যাদাসম্পন্ন দেশে পরিণত করেছেন, সে ব্যাপারে এই বইতে আলোচনা করা হয়েছে। কোন কোন সেক্টরে বড় ধরনের পরিবর্তন হয়েছে, তার ডাটা গুলি রয়েছে। একে পার্টির প্রতিষ্ঠাতা ও সরকার পরিচালনায় যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করেছেন, বিষয়গুলি নির্মলভাবে তু্লে ধরেছেন লেখক। সর্বশেষ বড় চ্যালেঞ্জ হিসেবে ১৫ জুলাই ক্যূ নিয়ে বিশদ বর্ণনা দেয়া হয়েছে। এরদোয়ানের ডায়নামিক নেতৃত্বের কিছু বৈশিষ্ট্য ও তার সরকার পরিচালনার পদক্ষেপ নিয়ে আলোচনা করা হয়েছে সাবলিলভাবে।
Was this review helpful to you?
or
ইস্তাম্বুলের রাস্তায় রুটি আর শরবত ফেরী করে বিক্রি করছে এক সুদর্শন যুবক। বিক্রির এই টাকা দিয়ে নিজের পড়াশুনার খরচ সাথে ছোট ভাইদের পড়ার খরচ চলবে। তারপরও যদি সেখানে কিছু টাকা বেঁচেই যায়, তবে সেই টাকা দিয়ে বই কেনা হবে। নিজের ব্যক্তিগত লাইব্রেরীর জন্য বই। একসময় এই ফেরীর টাকা দিয়েই, সেই যুবক সমৃদ্ধ এক পাঠাগার তৈরী করে ফেলেন। সেই ফেরী করে শরবত বিক্রি করা ছেলেটি কে জানেন? সেই ছেলেটিই আজকের তুরষ্কের প্রেসিডেন্ট রিজেব তাইয়্যেপ এরদোয়ান। ছাত্র জীবনে তিনি তুখোড় মেধাবী ছাত্র ছিলেন, এমন গতবাধা কথা আমি বলব না। তবে তরুণ বয়সে তিনি যে একজন তুখোড় ফুটবলার ছিলেন, তা বলতে পারি। তাঁকে দলে নেবার জন্য তুরষ্কের সেসময়ের অনেক ক্লাবই ভালো রকমের চেষ্টা চালিয়েছিলেন। কিন্তু এরদোয়ানের বাবা চান নি বলে, এরদোয়ানের ইচ্ছে থাকা স্বত্বেও ফুটবল জগতে ক্যারিয়ার গড়া হয় নি। কে জানে, তিনি যদি ফুটবলার হতেন তবে ইতিহাস হয়তো ভিন্নভাবে রচিত হত... বিপুল ভোটে নির্বাচিত হয়ে তিনি ইস্তাম্বুলের মেয়র হলেন। তিনি যখন মেয়রের দায়িত্ব গ্রহণ করেন, তখন ইস্তাম্বুল শহরটির ভগ্ন দশা। শহরের মোড়ে মোড়ে ময়লার স্তুপ, পানি সরবরাহ প্রায় বন্ধ। সেসময় অবস্থাটি এমন ছিল যে, ইস্তাম্বুলের মানুষরা পানির অভাবে সপ্তাহে মাত্র একদিন গোসল করতে পারতেন! এরদোয়ান রাষ্ট্রিয় কর্মচারী, দলের কর্মী এবং স্বয়ং নিজেই রাস্তায় নেমে গেলেন। প্রথমেই পয়:নিষ্কাশন ব্যবস্থার সমাধান করলেন। তারপর পানি। বছর খানিকের মধ্যে এরদোয়ান ইস্তাম্বুলের চেহারা প্রায় রাতারাতি পরিবর্তন করে ফেললেন। এরদোয়ানের এই সফলতার পিছনের কারণটি হল জবাবদিহিতা। এরদোয়ান তাঁর অফিস স্টাফদের সাথে নিয়ে পার্টি অফিসে উপস্থিত হতেন। তারপর সেখানে পার্টির শীর্ষস্থানীয় নেতাদের কাছে নিজের সহকর্মীরাসহ জবাব প্রদান করতেন। এভাবেই ধীরে ধীরে এরদোয়ান ইস্তাম্বুলকে অন্যতম পরিষ্কার শহরের রূপান্তর করলেন এবং পর্যটন খাতে ব্যাপক উন্নতি সাধন করলেন। উল্লেখ্য, পৃথিবীর পর্যটন প্রধান শহরগুলোর মধ্যে ইস্তাম্বুল অন্যতম। ‘এরদোয়ান দ্যা চেঞ্জ মেকার’ বই থেকে প্রথম তিনটি অধ্যায় লিখতেই লেখাটি বিরাট বড় হয়ে গেল। আর দির্ঘ করব না, শুধু একটি অধ্যায় নিয়ে বলি। এই অধ্যায়টি পড়তে গিয়ে আমি অনেকবার শিহরিত হয়েছি, কখনো মনের অজান্তেই চোখের কোনা বেয়ে জল গড়িয়ে পড়েছে। আর খুব সম্ভবত এই অধ্যায়টিই বইটির অন্যতম স্পর্শকাতর অধ্যায়। ২০১৬ সালের ব্যর্থ সেনা কূয়্যে শহীদ এবং গাজীদের ঘটনা পড়তে গিয়ে আমি হতভম্ব হয়েছি। যে জাতির বাবারা তাঁদের সন্তানকে সাথে নিয়ে শহীদ হয়, যে জাতির মায়েরা দুধের শিশুকে ঘরে রেখে জালিমের বিরুদ্ধে রাস্তায় দাঁড়িয়ে যায়, সেই জাতি সত্যিই মহান। এই জাতির সার্বভৌমত্ব কেয়ামতের আগ পর্যন্ত অক্ষুন্ন থাকবে বলে আমি বিশ্বাস করি। লেখক হাফিজুর রহমান ভাই রচিত ‘এরদায়ান দ্যা চেঞ্জ মেকার’ বইটি পড়ে কিন্তু একবারের জন্যও মনে হয় নি, এটিই লেখকের প্রথম বই। মনে হচ্ছিল, এ বহু অভিজ্ঞ এক শানিত হাতের লেখা। আল্লাহ আপনার লেখার যোগ্যতাকে আরো বাড়িয়ে দিন। আর বই এর প্রচ্ছদ,গেটআপ,মেকআপ এবং বাইন্ডিং নিয়ে শুধু একটা কথাই বলব- গার্ডিয়ান থেকে প্রকাশিত এ যাবতকালে সব বইয়ের চেয়ে এই বইটির প্রচ্ছদ এবং বাইন্ডিং চোখে পড়ার মত হয়েছে। তবে তাতেও আমি সন্তুষ্ট নই। এর চেয়ে আরো ভালো কাজ হওয়া উচিত।
Was this review helpful to you?
or
ভাই আপনাকে কি বলব জানি না। এই বইটা অনেক ভাল লাগছে। মনে মনে এই রকম একটা বই চাই ছিলাম । ভাই আপনি তুরস্কের অটোমান সাম্রাজ্য নিয়া আরেকটা বই লেখেন আমরা তাদের নিয়া আরো বেশি জানতে চাই