User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
তাতারিদের ইতিহাস -- ড. রাগেব সারজান (রিভিউ) তাতারদের নিয়ে লিখা নিয়ে আমার পড়া সব চাইতে ভালো এটি। এই বই পড়ে আমি যা জেনেছি। কেন কুতুজ কে এতো সন্মান দেয়া হয় এই বই পড়েই জানলাম দল মত নির্বিশেষে সবাইকে এক করা ছিল তার সব চাইতে বড় অবদান। জালালুদ্দিন একজন মুজাহিদ হয়েও পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট ভ্রাতৃত্ব সংঘাতে জড়িয়ে ছিলেন এবং অনেক মুসলিম হত্যায় জড়িত ছিলেন। চেঙ্গিস খান কোন এলাকা দিয়ে মুসলিম সাম্রাজ্যে ঢুকেছিলেন এবং কি হয়েছিল সে শহর গুলির তার বিস্তারিত বিবরণ জেনেছি এই বই পড়ে। পতনের সেই সময় ও যে কিছু মুসলিম...See More
আন্দালুসের ইতিহাস : ৮০ র দশকে স্পেনের ইতিহাস সম্পর্কে সর্বপ্রথম বই পড়ি নাসিম হিজাজের আধার রাতের মুসাফির। কিছুদিনপর আবারো যখন তার লিখা ইউসুফ বিন তাসফিন পড়ি তখন জানলাম স্লেনের মুসলিমরা দ্বিতীয় জীবন পেয়েছিলো। তারপর তারা আবার কিভাবে স্বাধীনতা হারালো সে কৌতূহল ছিল। জানার জন্য কিছু মিথ্থাবাদীদের সংকলিত ডিগ্রির ইতিহাস বই পড়লাম সেখানে জানলাম ইউসুফ বিন তাসফিন ওই দুষ্ট শাসকদের সরিয়ে নিজেরাই শাসন ভার গ্রহণ করেন।তাহলে মুররা আবার কিভাবে ক্রিশ্চিয়ানদের দ্বারা পরাজিত হলো সেই প্রশ্ন ছিল মনে কিত্নু উত্তর পাইনি ...See More
আন্দালুসের ইতিহাস : ৮০ র দশকে স্পেনের ইতিহাস সম্পর্কে সর্বপ্রথম বই পড়ি নাসিম হিজাজের আধার রাতের মুসাফির। কিছুদিনপর আবারো যখন তার লিখা ইউসুফ বিন তাসফিন পড়ি তখন জানলাম স্লেনের মুসলিমরা দ্বিতীয় জীবন পেয়েছিলো। তারপর তারা আবার কিভাবে স্বাধীনতা হারালো সে কৌতূহল ছিল। জানার জন্য কিছু মিথ্থাবাদীদের সংকলিত ডিগ্রির ইতিহাস বই পড়লাম সেখানে জানলাম ইউসুফ বিন তাসফিন ওই দুষ্ট শাসকদের সরিয়ে নিজেরাই শাসন ভার গ্রহণ করেন।তাহলে মুররা আবার কিভাবে ক্রিশ্চিয়ানদের দ্বারা পরাজিত হলো সেই প্রশ্ন ছিল মনে কিত্নু উত্তর পাইনি ...See More
পুরাই ফালতু। অতিরিক্ত কোনো উদাহরন দেয়া নাই।খালি mcq আকারে দেয়া।
Heart-wrenching book that explores one of the greatest evils of humanity.
বইটি নাস্তিকদের জন্য যন্ত্রণা,মোমিনদের জন্য অস্ত্র,আমার জন্য মহাকাব্য,জ্ঞানভান্ডার।
বই: প্রজেক্ট প্রজেক্টাইল (বৈজ্ঞানিক কল্পকাহিনী) লেখকঃ মোহাম্মদ সাইফূল ইসলাম প্রচ্ছদঃ আসিফ সিদ্দিকী উপন্যাস প্রকাশন - Uponnash Prokashon প্রথম প্রকাশঃ মে, ২০১৮ পৃষ্ঠা সংখ্যাঃ ১১২। মুদ্রিত মূল্য : ২৩০ টাকা। "সবচেয়ে মৌলিক ও আদি বাদ্যযন্ত্র হচ্ছে আমাদের কণ্ঠ। তারপরেই আবির্ভাব হয়েছে বাঁশির। সুরের প্রতি মানুষের সেই যে টান লক্ষ বছরের বংশপরম্পরায় এখনো তা বিদ্যমান, এখনও সুরের টানে ঘর ছাড়ে মানুষ। মানুষ কাঁদে, মূর্ছা যায় এই সুরের কুহকে।" - কথাগুলো ক্লাসিকাল বংশীবাদক প্রবালের। ভাবছেন, সায়েন্স ফিকশনে সঙ্গ...See More
অসাধারণ একটি বই । “মা” পৃথিবীর শ্রেষ্ঠতম এবং সবচেয়ে সুন্দর শব্দ । স্যার আনিসুল হকের “মা” উপন্যাসের মা সাফিয়া বেগমের প্রতি বিনম্র শ্রদ্ধা ও ভালোবাসা জ্ঞাপন করছি ।
solpo mulo alpote namajer dolil but bitorko erabar jonno porjapto na tobe kaj chole jabe :)
aro bistarito thoto bahul hole valo hoto