User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Owasiful Azam Saif

      29 May 2025 07:54 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ ❤️

      By Rakib Hasan

      20 Aug 2022 10:19 AM

      Was this review helpful to you?

      or

      আটলান্টিক মহাসাগরে তীর ঘেষে অঞ্চলের ইসলামের ইতিহাস এর অনবদ্য দলিল

      By Minhaz Uddin

      14 Aug 2022 02:41 PM

      Was this review helpful to you?

      or

      আন্দালুসের ইতিহাস রাগিব হাসানের অনবদ্য সৃষ্টি। আমাদের গৌরব ঊজ্জল সেই সোনালী দিনগুলোর ইতিহাস সবারই জানা ঊচিত। কেননা ইতিহাস থেকে নেয়া শিক্ষা ভবিষতের পথ দেখায়

      By Ahnaf Hasan

      06 Aug 2021 10:07 PM

      Was this review helpful to you?

      or

      onek valo boi.

      By Muhammed Siam

      26 Jan 2021 05:09 PM

      Was this review helpful to you?

      or

      সেরা লেখকের লেখা,ভালো তো হবেই।

      By ISRAT JAHAN

      05 Aug 2022 10:03 AM

      Was this review helpful to you?

      or

      Original print

      By Tanvir

      13 Oct 2024 06:53 PM

      Was this review helpful to you?

      or

      Alhamdulillah. ja asha korchila tai paichi...

      By Fatin Fuad Nabid

      20 Feb 2021 02:14 PM

      Was this review helpful to you?

      or

      স্পেনে মুসলমানদের ইতিহাস নিয়ে জানার অনেক দিনের ইচ্ছা ছিল, ইনশাল্লাহ এই বইটা তা পূরন করবে।

      By Nazmul Hasan Riaz

      01 Oct 2019 09:28 PM

      Was this review helpful to you?

      or

      মুসলিম আন্দালুস। বর্তমানের স্পেন ও পর্তুগাল। আমাদের গৌরব ও মর্যাদার এবং লাঞ্চনা ও লজ্জার ইতিহাস। প্রভাব ও দাপটের এবং হীনতা ও দুর্বলতার উপাখ্যান। ঐক্য ও সম্প্রীতির এবং বিভেদ ও বিসংবাদের আখ্যান। উত্থান ও বিজয়ের এবং পতন ও পরাজয়ের হিস্টোরি। অর্জন ও প্রাপ্তির এবং বিসর্জন ও অপ্রাপ্তির ডায়েরী। গড়ন ও বিনির্মানের এবং ভাঙন ও বিধ্বংসের ইতিকথা। চমৎকার বর্ণনাশৈলী ও ভাষার মাধুর্যতা দিয়ে উপর্যুক্ত প্রতিটি বিষয়ের অল্প-বিস্তর লেকচার সমগ্রের গ্রন্থবদ্ধ রুপ "আন্দালুসের ইতিহাস"। লেখক মিশরের মানিত নির্মোহ একজন ইতিহাস গবেষক। যার লেখার প্রতিটি ছত্র পাঠক-মনে উদ্দীপনার সঞ্চার করে হৃত গৌরব উদ্ধার করার, এবং হারানো ইতিহাস ফিরিয়ে আনার। ইসলামি ইতিহাসের প্রায় অর্ধেক অমূল্য রত্নে ঠাসা আলোচ্য গ্রন্থ জুড়ে বিদ্যমান পাঠকের দৃষ্টি আকর্ষণকারী এমন কিছু বৈশিষ্ট্য যা সাধারণত ইতিহাস গ্রন্থগুলোতে দুষ্প্রাপ্য। [১]প্রেক্ষাপটের সঙ্গে মিলিয়ে কোরআনের আয়াত ও রাসুল সসাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসসমূহকে এত সুন্দর করে উপস্থাপন করেছেন যে, পাঠকালে অনুভূত হয়-- প্রায় সাড়ে চৌদ্দশ' বছর আগের কোরআন এখনও কতটা জীবন্ত! হাদিসে রাসুল এখনও কতটা বাস্তব ও সত্য! [২]আন্দালুসের মাটিতে গড়ে উঠা প্রতিটি সাম্রাজ্য ও শাসক গোষ্ঠীর পতনের মৌলিক কারণ ও কার্যকারণ এমনভাবে চিহ্নিত করে আলোচনা করেছেন, যেন চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। [৩]আন্দালুস-ভুমি এমন অনেক মহান শাসক ও বীর যোদ্ধার পদভারে পূণ্যতা লাভে ধন্য হয়েছে যারা একদিকে ছিলেন তাকওয়া, পরহেজগারিতা ও ইসলামি অনুশাসন অনুসরণের প্রবাদ পুরুষ, অপরদিকে সামরিক কুশলতা ও রাষ্ট্র পরিচালনাগত দক্ষতায় অবিসংবাদিত। কিন্তু এরপরও তাঁরা তো মনুষ্য স্বভাবের উর্ধ্বে নন। তাই তাঁদের ত্রুটি বিচ্যুতি একদমই স্বাভাবিক। বর্তমানের অন্ধ-অনুকরণপ্রীয় ভক্তদের জন্য এই চিরসত্যটা মেনে নেয়া যেন অসম্ভব। লেখক নবি ও সাহাবা যুগ থেকে দৃষ্টান্ত পেশ করে সেই অসম্ভব্যতা দূর করার শতভাগ প্রচেষ্টা ব্যয় করেছে। তবে এর কারণে তাঁদের গায়ে সামান্য আঁচড় লাগতে দেন নি। [৪]আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হল, আন্দালুসের ইতিহাসে যত শাসক অতিক্রান্ত হয়েছে প্রত্যেক শাসকের আমলের প্রখ্যাত আলেম, ফকিহ, হাদিস বিশারদ ও আলেম বিজ্ঞানী ও দার্শনিকদের সম্পর্কে পরিচিতিমূলক আলোচনাও গুরুত্বের সঙ্গে স্থান পেয়েছে। তাদের আবিষ্কার ও দর্শণ সম্পর্কে মোটামুটি বিস্তারিত আলোচনাও উঠে এসেছে। পাশাপাশি বর্তমানের ইউরোপিয়ান ও পশ্চিমাপন্থী কথিত আবিষ্কারকদের মুখোশও উন্মোচনের বিষয়টি লেখক পাশ কাটিয়ে যান নি। [৫]আন্দালুস শাসনকারী প্রত্যেক গোষ্ঠীর পরিচিতি গোড়া থেকে তুলে ধরেছেন। যার ফলে নতুন কোন শাসককে চিনতে যেমন সমস্যা হয় না, তেমনি পড়ার গতিও শ্লথ বাধাগ্রস্ত হয় না। [৬]সত্যকে সত্য হিসেবে তুলে ধরতে সাধ্যের সবটুকু চেষ্টা ব্যয় করেছেন এই নির্মোহ ইতিহাস-গবেষক ও লেখক; যদিওবা তাতে উপস্থিত থাকে আমাদের দুর্বলতা ও নেতিবাচক ভাব আর শত্রুদের বিজয় ও ইতিবাচক প্রভাব। পুরো গ্রন্থটি জুড়ে সচেতন পাঠক এর বহু দৃষ্টান্ত খোঁজে পাবেন। তারিক বিন যিয়াদ কর্তৃক জাহাজ জ্বালিয়ে দেয়া অতঃপর জ্বালাময়ী ভাষণের ব্যাপারে লোকমুখে যা প্রসিদ্ধ তার ঐতিহাসিক বাস্তবতা একনিষ্ঠতার সঙ্গে লেখক তুলে ধরেছেন। আরো জানা যাবে, দিনদিন প্রভাব বৃদ্ধি পেতে থাকা খৃষ্টান শক্তির ভিতে কাঁপন ধরিয়ে দিয়েছে তাদের সঙ্গে বন্ধুত্ব স্থাপনকারী মুসলিম শাসকদ্বয়ের ক্ষণিকের ঈমানি চেতনা ও হুংকার। এযুগেও যদি এমন ঈমানি হুংকার ছাড়া যায় তাহলে আজও ইউরোপ, আমরিকা, রাশিয়া ও চীনের রাজপ্রাসাদে ও মাটিতে চূর্ণকারী ভুমিকম্প সৃষ্টি হওয়া সময়ের ব্যাপার মাত্র। ইতিহাস আমাদের এমনটাই শিক্ষা দেয়। এ বইটির যেই প্রসঙ্গ নিয়ে কিছু না বললেই নয় তা হল, মুসলিম শাসক কর্তৃক অপর মুসলিমি শাসকের বিরুদ্ধে চির শত্রু খৃষ্টানদের সহযোগিতা কামনা ও পরবর্তীতে তার কুফল। এতে লুকিয়ে আছে বর্তমানের মুসলিম শাসক ও জনগণের জন্য আন্দালুস ইতিহাসের সবচে' বড় ও গুরুত্বপূর্ণ শিক্ষা। এটা আন্দালুসের একবার দু'বারের ইতিহাস নয়। বরং সেখানকার আসমান-জমিন এ-জাতীয় অসহনীয় ও ঘৃণিত চরিত্রে বারংবার দুষিত হয়েছে। এত বেশি পরিমাণে দুষিত হয়েছে যে, তাদের কাছে এটা একদমই স্বাভাবিক বনে গেছে। বিশেষত, যখন সুবিশাল আন্দালুস ছোট ছোট বাইশটি রাষ্ট্রে বিভক্ত হয়ে পড়েছে তখন এর দৌরাত্মা চরমভাবে বেড়ে গিয়েছিল। তবে আরো নির্মম ও কল্পনাতীত লাঞ্চনাকর এবং মরনসম নির্লজ্জকর চিত্রও সে-যুগের মুসলমানদের সইতে হয়েছে, যখন আন্দালুসের তিন মুক্তির দূত হাজেব আল-মানসুর, মুরাবিতি সাম্রাজ্যের ইউসুফ বিন তাশফিন এবং মুওয়াহ্হিদি সাম্রাজ্যের উত্তরাধিকারী মহান শাসক ইয়াকুব আল-মানসুর আল-মারিনির বিরুদ্ধে যথাক্রমে আপন শশুর ও আন্দালুসের বীর সেনাপতি গালেব, সেভিল-শাসক মু'তামিদ বিন আব্বাদ ও গ্রানাডা-শাসক মুহাম্মাদ আল-ফকিহ ইবনুল আহমার খৃষ্টানদের কাছে সহায়তার ভিক্ষা প্রার্থনা করে যুদ্ধে অবতীর্ণ হয়। অথচ এসব শাসকদের প্রত্যেকেই আপন আপন বিরুধীদের ইতোপূর্বে খৃষ্টান শক্তির গ্রাস মুক্ত করেছেন খুব সফলভাবে। আহ! ক্ষমতার মোহ মানুষকে কতটা অন্ধ করে দেয়! আর কতটা করে বিবেকশুন্য ও আত্মমর্যাদাহীন!! এবার আসি অনুবাদ ও অনুবাদক প্রসঙ্গে। সুন্দরের তো কোন শেষ নেই। তারপরও নির্দ্বিধায় আমি ব্যক্তিগত মতামত পেশ করছি। আশা করি দ্বিমত পোষণকারীর সংখ্যা নেহায়তই কম হবে। অনুবাদ আসলে এমনই হওয়া উচিত। অনুবাদ পড়ে মনে হয়েছে---লেখক আরবি ও বাংলা উভয় ভাষাতেই যথেষ্ট কুশলী ও পারদর্শী, দায়িত্বশীল ও কাজের প্রতি যত্নবান। দায়সারা গোছের অনুবাদক তিনি নন। বইটি হাতে নিলে উপলব্ধি করতে পারবেন, কী পরিমাণ সততা, স্বচ্ছতা ও দায়িত্ব নিয়ে অনুবাদের কাজ সমাপ্ত করেছেন তিনি। আরো ঢেলেছেন কতটা শ্রম! সয়েছেন ধৈর্য ও অনুসন্ধানের ক্লান্তি। পড়েছি আর তাঁর গুণমুগ্ধও হয়েছি। পাঠকের বুঝতে সমস্যা হতে পারে এমন অনেক জায়গার জন্য টীকা সংযোজন করে বিষয়টি খোলাসা করে দিয়েছেন। পৃষ্ঠার নিম্নাংশে তুলে ধরেছেন বিভিন্ন দেশ ও সাম্রাজ্যের সংক্ষিপ্ত পরিচিত। সবশেষে অনুবাদক কর্তৃক যুক্ত হয়েছে প্রচ্যের কবির আনন্দালুসকে নিয়ে রচিত কবিতা ও তার অনুবাদ। পরিশেষে মাকতাবাতুল হাসানকে জানাই মোবারকবাদ এমন একটি তথ্য-নির্ভর মূল্যবান ইতিহাস গ্রন্থ উপহার দেয়ার জন্যে। আরো একটিবার শুকরিয়া জ্ঞাপন করি সঙ্গে একটি নোট বোক উপহার দেয়ার জন্য।

      By Roman Rahim

      10 Jun 2018 02:33 PM

      Was this review helpful to you?

      or

      আন্দালুসের ইতিহাস : ৮০ র দশকে স্পেনের ইতিহাস সম্পর্কে সর্বপ্রথম বই পড়ি নাসিম হিজাজের আধার রাতের মুসাফির। কিছুদিনপর আবারো যখন তার লিখা ইউসুফ বিন তাসফিন পড়ি তখন জানলাম স্লেনের মুসলিমরা দ্বিতীয় জীবন পেয়েছিলো। তারপর তারা আবার কিভাবে স্বাধীনতা হারালো সে কৌতূহল ছিল। জানার জন্য কিছু মিথ্থাবাদীদের সংকলিত ডিগ্রির ইতিহাস বই পড়লাম সেখানে জানলাম ইউসুফ বিন তাসফিন ওই দুষ্ট শাসকদের সরিয়ে নিজেরাই শাসন ভার গ্রহণ করেন।তাহলে মুররা আবার কিভাবে ক্রিশ্চিয়ানদের দ্বারা পরাজিত হলো সেই প্রশ্ন ছিল মনে কিত্নু উত্তর পাইনি উপুযুক্ত সোর্সের অভাব অথবা জীবন যুদ্ধের ব্যস্ততার জন্য। কিছুদিন আগে যখন রাগিব সারজিনের তাতারদের ইতিহাস বইটা যখন পড়ি তখন ওই বইয়ে দেখলাম স্পেনের উপর লিখা তার বই আছে মনে হলো আহা ওই বইটি যদি অনুবাদিত হতো। খুব খুশি হলাম যখন দেখলাম সেটা ইতিমধ্যে অনুবাদ হয়েছে তাড়াতাড়ি কিনে আনলাম। স্পেনের মুসলিম বিজয় শাসন ও পরাজয় সম্পর্কে যত প্রশ্ন ছিল এতদিনে তার উত্তর পেলাম অনেক দুঃখ পেলেও মনটা শান্ত হলো। প্রথম খন্ড পড়ে মনে হয়েছে বইটি একটু দীর্ঘ এবং বিস্তারিত বিবরণ সম্বলিত অনেকটা টেক্সট বইয়ের মতো আবার যখন দ্বিতীয় খন্ড পড়লাম তখন মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। অনুসন্ধিৎসু মনের মানুষদের জন্য এটা একটা চমৎকার অবশ্যই পাঠ্ঠ বই। আল্লাহ প্রকাশককে ও অনুবাদককে ইহকালে এবং পরকালে উত্তম প্রতিদান দিক এতো ভালো একটা কাজের জন্য । সবচাইতে কষ্ট লাগলো এই ভেবে যে আমাদের দেশের ভবিষ্যত দেখতে পেলাম ওই বইয়ে। আমাদের শাসকদের কারণে আমরাও হিন্দু ভারতের বেশ্যা রাষ্ট্রে পরিণত হয়েছি। খ্রিস্টানরা যেমন খুন ধর্ষণ নির্মূল অভিযান চালিয়েছিল তেমনি এখন আমাদের অবস্থা, ভারত এবং আমাদের শাসকরা সেই দিকে নিয়ে যাচ্ছে।

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!