User login

Sing In with your email

Email Address
Password
Forgot Password?

Not Account Yet? Create Your Free Account

Send

Recipients:
Message:

Share to your friends

Copy link:

    Our Price:

    Regular Price:

    Shipping:Tk. 50

    • Size:
    • Color:
    QTY:

    প্রিয় ,

    সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
    মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?

    Please Login to Continue!

    Our User Product Reviews

    Share your query and ideas with us!

    Customer Reviews

      By Sakif Hasan Arefin

      19 Apr 2025 07:34 PM

      Was this review helpful to you?

      or

      good

      By IMRAN HOSSAIN

      23 Sep 2024 12:53 PM

      Was this review helpful to you?

      or

      কুরআনুল কারীমে আল্লাহ তায়ালা বলছেন, لَقَدْ كَانَ فِيْ قَصَصِهِمْ عِبْرَةٌ لِّاُولِي الْاَلبٰبِ অর্থাৎ- নিশ্চই তাদের ঘটনায় বোধসম্পন্ন ব্যক্তিদের জন্য রয়েছে শিক্ষা গ্রহণের উপাদান। (আলকুর আন)। তাতারীদের ইতিহাস অসাধারণ একটি বই। ইতিহাস প্রেমীদের অন্তরের খোরাক যোগাবে এই বইটি। লেখক এবং অনুবাদকের জন্য শুভকামনা রইলো...

      By শোয়াইব আহমেদ

      03 Nov 2023 11:35 AM

      Was this review helpful to you?

      or

      মাশা-আল্লাহ অস্বাধারণ লেখক। উনার বই পড়ে সত্যি অনেক কিছু জান্তে পারতেছি

      By MD TALHA

      04 Mar 2023 01:53 PM

      Was this review helpful to you?

      or

      বইটি আসলেই অনেক ভালো

      By Sayeed Bin Mozahid

      06 Feb 2023 09:12 PM

      Was this review helpful to you?

      or

      কোন সন্দেহ নেই, অসাধারন বিশেষনপূর্ন বই। বইটিতে লেখক তৎকালীন মুসলিম সমাজের পতনের কারনগুলো তুলে ধরছেন, সাথে শাসকদের ভালগুণগুলো যেমন বর্ননা করেছেন, তেমনি কিছু কিছু কাজের জন্য সমালোচনাও করেছেন। আবার ইতিহাসের সাথে বর্তমান সময়ের মিল ফুটাতেও ভুল করেন নি। বইটি পড়ার মার্ধ্যমে যেমন তাতারীদের নিয়ে ইতিহাস জানবেন, তেমনি একজন মুসলমান হিসেবে আপনার ঈমানও বাড়বে।

      By Jubayer Hussain

      02 Mar 2022 08:04 AM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ একটি গ্রন্থ , তাতারীদের পূর্ণাঙ্গ ইতিহাস গ্রন্থ এ রচিত হয়েছে । জাজাকল্লাহ

      By Al Walid

      21 Jan 2022 11:50 AM

      Was this review helpful to you?

      or

      good book

      By Rajib Talukder

      18 Oct 2021 07:31 PM

      Was this review helpful to you?

      or

      এক তরফা চিন্তাভাবনা

      By Muhammad Ragib Hasan Ruhan

      27 Sep 2021 11:17 PM

      Was this review helpful to you?

      or

      এত বাজে অনুবাদ! পড়ার মুডটাই নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু আমার আবার নেশা কোনো বই ধরলে শেষ করতেই হবে। তাই দাঁতে দাঁত চেপে পড়তে হচ্ছে। একটু করে পড়ছি, আর অনুবাদকের মূর্খামি দেখে শরীর জ্বলে যাচ্ছে। অনুবাদকের মনে হয় ভূগোল, ইতিহাস আর ইংরেজির জ্ঞান তেমন একটা নেই। ওই সময় তুরস্ক কোথায় পেলেন উনি? এক জায়গায় লিখেছেন “তুরস্কের প্রধানমন্ত্রী”। সম্ভবত আরবির “তুর্কি উজিরে আযম” শব্দগুলোকে অনুবাদ করেছেন এই ভাবে। আরো রাজা বাদশা, পোপের নাম তিনি আরবির মতই অমুক রাবে, তমুক তাসে এভাবে লিখেছেন। বাংলায় তো এ পর্যন্ত দেখে এসেছি অমুক প্রথম, তমুক দ্বিতীয়, যেমন “দ্বিতীয় উমর”, “দ্বিতীয় বাহাদুর শাহ” এভাবে লেখে। কিন্তু অনুবাদক কি মনে করে যে হুবহু আরবিটাই রেখে দিলেন, বুঝলাম না, উনি কি ওই নামগুলো আগে কোথাও পড়েননি, তাই জানেন না? নাকি কওমি মহলের জন্যই শুধু অনুবাদ করেছেন? জর্জিয়ার নাম আরবি অনুসারে জুজিয়াই রেখে দিয়েছেন। জোচি খানের ছেলে বাটু বা বটু বা বাতু খানের নাম আরবির ‘বা’ কে ‘প’ মনে করে পাতো অনুবাদ করেছেন। আমি তো প্রথমে দেখে ভাবছি পাতো আবার কে? আবার উনি ছোট ছোট শহরের শাসকের টাইটেল দিয়েছেন সম্রাট। মনে হয় সম্রাট শব্দটার ওজন উনি ঠিকমতো জানেন না। এছাড়াও এমন অনেক ভুল ভ্রান্তি চোখে পড়েছে। কিন্তু এখন সব মনে পড়ছে না, কারণ পড়া শুরু করেছি অনেকদিন আগে, কিন্তু এক নাগাড়ে এমন বাজে অনুবাদটা পড়তে ইচ্ছা করে না, মন বিষিয়ে উঠে। বলতে গেলে বইটার মাত্র এক তৃতীয়াংশ পড়েছি এখন পর্যন্ত, কিন্তু এত বিরক্ত লাগছে। মূল আরবি বইটা কেমন জানি না, কিন্তু এই অনুবাদক বইটা একেবারে নষ্ট করে ফেলেছেন। সম্পাদকের নামের জায়গায় তো দেখছি মওলানা যাইনুল আবিদীনের নাম , কিন্তু বিশ্বাস হতে চাচ্ছে না, উনার সম্পাদিত হলেও অনুবাদটা এমন বাজে হবে। উনাকে ভালো সাহিত্যিক বলেই জানতাম, কিন্তু সত্যি যদি উনার সম্পাদিত হয়, তাহলে তো সেটা ভুল প্রমাণ হয়ে গেল ।

      By Kamrul Hasan

      19 Sep 2021 10:28 AM

      Was this review helpful to you?

      or

      Good it

      By saiful islam

      19 Sep 2021 06:13 AM

      Was this review helpful to you?

      or

      খুব ভালো একটি বই

      By Shazid Chowdhury

      08 Sep 2021 09:43 PM

      Was this review helpful to you?

      or

      তাতারীদের নিয়ে অসম্ভব তথ্যবহুল একটা বই

      By Md Maruf Billah

      30 Apr 2021 12:25 AM

      Was this review helpful to you?

      or

      Tragedy

      By MUHAMMAD SOHEL RANA

      17 Oct 2020 06:48 PM

      Was this review helpful to you?

      or

      ভালো বই

      By Md. Syeed Abadin

      16 Jul 2020 05:08 PM

      Was this review helpful to you?

      or

      Excellent Book.

      By Tamjid Shajol

      24 Dec 2019 12:09 PM

      Was this review helpful to you?

      or

      লেখক ইতিহাসের নির্মোহ কথকের মত শুধু ঘটনা-ঘনঘটার বয়ান দিয়ে যান নি; তিনি জায়গায় জায়গায় বিরতি নিয়েছেন, ঘটনার কারণ বিশ্লেষণ করেছেন, আহাজারি করেছেন, বর্তমানকে অতীতের সাথে মিলিয়ে দেখিয়েছেন। বারবার বলেছেন ইতিহাস পুনরাবৃত্ত হয়। তাতারীদের আমরা অতীতের অচেনা কোন ভূমিতে রেখে আসিনি। তাতারদের পেছনে রেখে আসা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য, সত্যিকার অর্থে তাবৎ পৃথিবীর জন্যে এরা সার্বজনীন, সর্বকালের। লেখক তিরস্কার আর মমতার ছুরি দিয়ে আমাদের চেতনা ও অনুভূতিকে তুমুল আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন। বলতে চেয়েছেন উত্থান পতনই এই পৃথিবীর জীবনছন্দ এবং যুদ্ধে পরাজয় কোনো বীরের জন্যে সাময়িক অপমান হতে পারে; আবার সেটাই হতে পারে তার জাতির জন্যে বিজয়ের পাঠ ও পাঠশালা। তাতারীদের কাহিনী আমাদের তরুণদের দৃষ্টির আড়ালেই রয়ে গেছে। এটি আমাদের আলোচনায় আসা একান্ত দরকার। ‘আইনে জালূত’ আমাদের বিজয়ের মাঠ। ‘ইমাম কুতয’ আমাদের নায়ক নন; মহা নায়ক। আমাদের আদর্শ ও চেতনার অমর তেজস্বী শিক্ষক। অথচ আমরা তাকে চিনিই না।

      By Dr. Asif Shufian Arnab

      23 Dec 2019 11:28 PM

      Was this review helpful to you?

      or

      লেখক ইতিহাসের নির্মোহ কথকের মত শুধু ঘটনা-ঘনঘটার বয়ান দিয়ে যান নি; তিনি জায়গায় জায়গায় বিরতি নিয়েছেন, ঘটনার কারণ বিশ্লেষণ করেছেন, আহাজারি করেছেন, বর্তমানকে অতীতের সাথে মিলিয়ে দেখিয়েছেন। বারবার বলেছেন ইতিহাস পুনরাবৃত্ত হয়। তাতারীদের আমরা অতীতের অচেনা কোন ভূমিতে রেখে আসিনি। তাতারদের পেছনে রেখে আসা যায় না। ইসলাম ও মুসলমানদের জন্য, সত্যিকার অর্থে তাবৎ পৃথিবীর জন্যে এরা সার্বজনীন, সর্বকালের। লেখক তিরস্কার আর মমতার ছুরি দিয়ে আমাদের চেতনা ও অনুভূতিকে তুমুল আঘাতে রক্তাক্ত করতে চেয়েছেন। বলতে চেয়েছেন উত্থান পতনই এই পৃথিবীর জীবনছন্দ এবং যুদ্ধে পরাজয় কোনো বীরের জন্যে সাময়িক অপমান হতে পারে; আবার সেটাই হতে পারে তার জাতির জন্যে বিজয়ের পাঠ ও পাঠশালা। বইটি আমার কাছে ভালো লেগেছে।

      By Shopon

      13 Nov 2019 04:29 PM

      Was this review helpful to you?

      or

      তাতারীদের ইতিহাস ষষ্ঠ শতাব্দির মুসলিম সম্রাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত চমৎকার একটি বই। তাতারীদের বর্বরতার সঠিক ইতিহাস এই বইটিতে তুলে ধরা হয়েছে সেই সাথে মুসলিম সম্রাজ্যের দুর্বল শক্তি আর পরস্পর কোন্দলের কারণে তাতারী বাহিনী মাথাচাড়া দিয়ে উঠেছিল আর এক চেটিয়া সম্রাজ্যবাদ কায়েম করতে সক্ষম হয়েছিল। যার ফলে তাতারীরা হয়ে উঠেছিল বর্বর এবং পাশবিক আর অপরদিকে মুসলিম শক্তি হয়ে উঠেছিল দুর্বল।

      By Galib shawn

      01 Apr 2023 01:33 AM

      Was this review helpful to you?

      or

      ভাল বই! তবে হতাশ করেছে আমাকে। আমি হয়তোবা তাতাররা কিভাবে মুসলিম হলো এই পার্টটাকে বেশি ফোকাস দিয়েছি বলে মেবি হতাস হয়েছি। এই পার্ট খুবই সংক্্ষেপে লেখা যেটা অনেক বিস্তারিত লেখা যেত। যেমন তাতারদের হিসেবে পুরো রাশিয়ার দাগেস্তান, তাতারস্তান, বসনিয়া, মধ্য এশিয়া, পূর্ব তুর্কিস্তান, আনাতোলিয়া মুসলিম কিভাবে হলো এইগুলো এর অন্তর্ভুক্ত হওয়া উচিত ছিল যা হইনি! মেইন ফোকাস তাতাররা মুসলিমদের কিভাবে মারা দিলো আর পরে কিভাবে মারা খাইলো!!!!

      By nurullah

      09 Feb 2022 04:32 PM

      Was this review helpful to you?

      or

      good...one of the best book i have readen.. must read it

      By Mujahid Sifat

      14 Jan 2022 11:37 PM

      Was this review helpful to you?

      or

      An Impressive book, that I know before. And writer too much.

      By রায়হান রিফাত

      11 Sep 2021 07:12 PM

      Was this review helpful to you?

      or

      একটা বই ঠিক কতটা ভাল লাগতে পারে তার মানদন্ড হিসেবে আমি এই বইটি ব্যবহার করবো।। ইতিহাসের রাস্তায় একটা অসাধারণ রোলার কোস্টার রাইড দিয়ে আসলাম।। কত সুন্দর ভাবে "জিহাদ ফি সাবিলিল্লাহ" কে উপস্থাপন করা হয়েছে,মাশাল্লাহ!! কত সুন্দর ভাবে আমাদের পরিণতি,আমাদের ইতিহাস,আমাদের সোর্য-বীর্য উপস্থাপন করা হয়েছে,মাশাল্লাহ‌!! মুসলমানদের তাদের অতীত ইতিহাস,তাদের বীরদের জানার জন্য এমন বই পড়া উচিত!! অন্তত মুসলমানদের জন্য মাস্ট রিড একটা বই!! আর ইতিহাস প্রেমীদের জন্য টপ নচ বই এটি ?

      By MD. ABU SAYEM

      01 Aug 2021 12:37 AM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ বইটা পড়ে অনেক ভালো লাগলো

      By JAHIDUL ISLAM

      01 Apr 2021 12:25 PM

      Was this review helpful to you?

      or

      এক কথায় অসাধারণ। পবিত্র কুরআন-হাদীসের আলোকে মুসলিম সাম্রজ্যের পতন ও উত্থান এর সূক্ষ্ম বিশ্লেষণ, তাতারী তথা চেঙ্গিস খানের আক্রমন, তাদের পরাজয় বরণ এবং সাইফুদ্দিন কুতয রা. এর অসাধারণ নেতৃত্ব প্রত্যেক মুসলমানের পড়ে দেখা উচিত।

      By Mayeenul Islam

      29 Jul 2020 06:01 PM

      Was this review helpful to you?

      or

      অনুবাদ ভালো। কিন্তু মূল লেখাতেই সমস্যা। বইটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি থেকে লেখা না। মানুষ ইতিহাস বই পড়তে বসে ইতিহাসের ঘটনার ঠাসবুনন চাইবে - কিন্তু এখানে একটু ইতিহাস বলার পর: আহা মুসলমান, আহা ইসলাম - এজাতীয় রোনাজারি অসুন্দর। এখানে তাতারীরা মুসলমানদেরকে নির্যাতনের ঘটনা একটার পর একটা বর্ণনা করে গেলে কি যে-কেউই বুঝতে পারতো না - কে নির্যাতনকারী, আর কে নির্যাতিত? তাছাড়া, তাতারীরাইবা কেন এতো তেতে আছে, সেই অতীত অনুসন্ধানের চেষ্টা বইটিতে নেই, কিংবা খুব অল্প কথায় বলে যাবার চেষ্টা করা হয়েছে। আমি কিছুদূর পরে রেখে দিয়েছি। আগ্রহ পাচ্ছি না। বইটা ধরে রাখতে পারেনি আমাকে। :(

    • Was this review helpful to you?

      or

      গ্রন্থটিতে হিজরী সপ্তম শতাব্দীতে মুসলিম সম্রাজ্যের উপর তাতারীদের যে আক্রমণ হয়েছিল তার বিস্তারিত ইতিহাস লিপিবদ্ধ করা হয়েছে।এই পুস্তকে তাতারীদের হামলার সময় মুসলিম বিশ্বের অবস্থা,হামলার কারণ, ফলাফল ও মুসলমানদের ঘুরে দাঁড়াবার বিস্তারিত ইতিহাস তুলে ধরা হয়েছে।তাই তাতারী ইতিহাস সম্পর্কে জানতে আগ্রহী যে কেউ এই পুস্তক থেকে উপকৃত হতে পারেন।বইটির অনুবাদে কিছু ভুল-ত্রুটি লক্ষ্য করা যায়, আশা করি পরবর্তীতে তা সংস্কার করা হবে।

      By Moinuddin Ahmed

      30 Sep 2019 09:27 PM

      Was this review helpful to you?

      or

      তাতারীদের ইতিহাস গ্রন্থটি মুসলিম সাম্রাজ্যের উপর ধেয়ে আসা তাতারী আগ্রাসনের ইতিহাস নিয়ে রচিত একটি অনবদ্য গ্রন্থ। বিখ্যাত ইতিহাসবিদ ড. রাগেব সারজানির অনন্য সৃষ্টি এই গ্রন্থটির আলোচ্য বিষয় বর্বর তাতারীদের ঘৃন্য জঘন্য ইতিহাস। লেখক প্রতিষ্ঠিত সত্যের পাটাতনে দাঁড়িয়ে বলে গেছেন ইতিহাসের দাস্তান। সেই সঙ্গে মুসলিমদের রক্তে নির্মিত ঐতিহ্য ও আদর্শের প্রতি যত্নবান থেকেছেন পূর্ণ সতর্কতায়। লেখকের গদ্য বড় অদ্ভুত সুন্দর। সহজ। সুখপাঠ্য। শক্তিমান ও প্রাঞ্জল। ইতিহাসের গ্রন্থ বলে শব্দ ব্যবহারে ভাষা প্রাচুর্যও লক্ষণীয়। সবমিলিয়ে ‘তাতারীদের ইতিহাস’ একটি বর্ণাঢ্য রচনা।

      By Hasibul Hasan

      16 Sep 2018 09:22 AM

      Was this review helpful to you?

      or

      Very good book

      By Mohammad Hasibul Haque

      05 Aug 2019 10:00 PM

      Was this review helpful to you?

      or

      আলহামদুলিল্লাহ অসাধারণ।।।

      By Mehedi Hassan

      31 Aug 2019 12:08 PM

      Was this review helpful to you?

      or

      লেখক ইতিহাসের বদলে বিশ্লেষণ বেশি করছে। ইতিহাসের বইগুলোতে ইতিহাস নিয়ে লেখায় ভাল। বেশি বিশ্লেষণ করলে পড়ার মোডটা খারাপ হয়ে যায়।

    • Was this review helpful to you?

      or

      ইতিহাস সাধারণত শুষ্ক রসকষহীন কিছু ঘটে যাওয়া গতানুগতিক বিবরণের নাম বলেই আমরা জানি। অথচ ইতিহাস প্রাঞ্জল বর্ণনা, হৃদয়ের আবেগ, সুক্ষ চুলচেরা বিশ্লেষণ দিয়ে তুলির আঁচড়ে কত সুন্দর হতে পারে তার বাস্তব উদাহরণ হচ্ছে বক্ষ্যমাণ গ্রন্থ। এই লিখক দেখিয়ে দিয়েছনে ইতিহাসের সাথে জড়িত থাকে সেই যুগের মানুষের দুঃখ কষ্ট, নির্যাতনের অনুভুতি, পরাজয়ের আহাজারি, বিজয়ীয়ের সীমালঙ্ঘন আর সীমাহীন অহংকার। এটা সাধারন ইতিহাস গ্রন্থ নয়। ইসলামের ইতিহাস। এখানে লিখক ইতিহাসের সাথে কুরআনের ও হাদিসের যে অপূর্ব সংমিশ্রণ ঘটিয়েছেন তা বিরল। এই জন্য প্রয়োজন ইতিহাসের জ্ঞান, মানব সমাজের অনুভুতি, কুরআন আর সুন্নার ব্যাপক গভীরতা। লিখক এই সবের সমন্বয় ঘটিয়ে বক্ষ মান গ্রন্থ খানিকে অসাধারণ রূপে সজ্জিত করেছেন। সে সাথে যিনি অনুবাদ করেছেন, তিনি কত উচুমাপের অনুবাদ ভাবতেই অবাক লাগছে। এই গ্রন্থ খানার বহুল প্রচার করছি।

      By Abdullah Masud

      14 Sep 2019 07:48 PM

      Was this review helpful to you?

      or

      অসাধারণ বই। অনেক আগে আরবিটা পড়েছিলাম। মুগ্ধ হয়েছিলাম। লেখক খুব কুশীলতার সাথে হারানো বা বিস্মৃত ইতিহাস গুলো সুনিপুণ ভাবে তুলে ধরেছেন। বইয়ের আঙ্গিক এতই চমৎকার যে মুগ্ধ হতে হয়। অনুবাদক খুব চমৎকার অনুবাদ করেছেন। অনুবাদ যথেষ্ট সাবলীল এবং প্রাঞ্জল হয়েছে। বইটা পড়ুন, ইসলামের সেই সোনালী দিন গুলোর কথা জানুন।

      By Md. Robiul Islam Robi

      12 Oct 2017 11:24 AM

      Was this review helpful to you?

      or

      মুসলিম জাতির ওপর ওই সময় যত বিপদ ও দুর্যোগ নেমে এসেছে, তার মধ্যে বর্বর তাতারী জাতির হামলাই ছিল সবচেয়ে ভয়াবহ ও নির্মম। তাতারী শক্তি ছিল প্রথিবীর ইতিহাসের সবচেয়ে নিকৃষ্ট ও বর্বর শক্তি। আকস্মিক আবির্ভূত এক পরাশক্তি।অন্যের ওপর বিজয় লাভ ও প্রভাব বিস্তার করার মতো তাদের কোনো সভ্যতা, সংস্কৃতি কিংবা ধর্ম ছিল না। ফলে বর্বরতা ও পাশবিকতাই ছিল তাদের একমাত্র অবলম্বন।

      By Roman Rahim

      10 Jun 2018 02:34 PM

      Was this review helpful to you?

      or

      তাতারিদের ইতিহাস -- ড. রাগেব সারজান (রিভিউ) তাতারদের নিয়ে লিখা নিয়ে আমার পড়া সব চাইতে ভালো এটি। এই বই পড়ে আমি যা জেনেছি। কেন কুতুজ কে এতো সন্মান দেয়া হয় এই বই পড়েই জানলাম দল মত নির্বিশেষে সবাইকে এক করা ছিল তার সব চাইতে বড় অবদান। জালালুদ্দিন একজন মুজাহিদ হয়েও পাশাপাশি স্বার্থ সংশ্লিষ্ট ভ্রাতৃত্ব সংঘাতে জড়িয়ে ছিলেন এবং অনেক মুসলিম হত্যায় জড়িত ছিলেন। চেঙ্গিস খান কোন এলাকা দিয়ে মুসলিম সাম্রাজ্যে ঢুকেছিলেন এবং কি হয়েছিল সে শহর গুলির তার বিস্তারিত বিবরণ জেনেছি এই বই পড়ে। পতনের সেই সময় ও যে কিছু মুসলিম জিহাদের পতাকা তুলে ধরেছিলো এবং চেঙ্গিসের মতো মানুষ ও তাদের মোকাবেলা করতে সাহস পায়নি এইটা জেনে খুব ভালো লাগলো কারণ বর্তমান এই সময়ে ও সেরূপ কিছু নমুনা দেখি ইরাক ও সিরিয়াতে। শেষ আয়ুবী সুলতানদের কুকীর্তি। সবচাইতে যেটা বেশি ভালো লেগেছে তা হলো আমার অনেক সময় মনে হয়েছে এটা কেন হলো কিভাবে হলো ওটা কেন হলো কিভাবে হলো তখন কার মুসলমানরা কেমন করে এই গুলি সহ্য করলো লেখক তার বিশদ বিবরণ দিয়েছেন ঈমানের আলোকে ধর্মের আলোকে যদিও বর্তমান পৃথিবীর বাসিন্দা হয়ে এবং সারা পৃথিবীতে মুসলমান্দের মার্ খাওয়ার পর ও পশ্চিমের গোলামী মানসিকতার মদ্ধে জীবন কাটানোর পর তা আর বুঝতে বাকি নেই তবুও লেখকের মাধ্যমে আরো অনুধাবন করতে পেরেছি। ধন্যবাদ লেখক অনুবাদক ও প্রকাশককে আল্লাহ তাদের উত্তম প্রতিদান দিক ও আমাদেরকে এই ইতিহাস থেকে সঠিক শিক্ষা নেয়ার তৌফিক দেন করুন

    •  

    Recently Viewed


    Great offers, Direct to your inbox and stay one step ahead.
    • You can pay using


    JOIN US

    icon Download App

    Rokomari.com is now one of the leading e-commerce organizations in Bangladesh. It is indeed the biggest online bookshop or bookstore in Bangladesh that helps you save time and money. You can buy books online with a few clicks or a convenient phone call. With breathtaking discounts and offers you can buy anything from Bangla Upannash or English story books to academic, research or competitive exam books. Superfast cash on delivery service brings the products at your doorstep. Our customer support, return and replacement policies will surely add extra confidence in your online shopping experience. Happy Shopping with Rokomari.com!