User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
অসাধারণ একটা
Was this review helpful to you?
or
প্রথমদিকে পড়তে ভালো লেগেছে কিন্ত শেষের দিকে ভালো লাগে নাই।
Was this review helpful to you?
or
বরাবরই মুসলিম ইতিহাসের বিকৃতি দেখেছে বিশ্ব। খুব কম সংখ্যক বই ই পাওয়া যায় যেখানে ইতিহাসকে ইতিহাসের আলোকেই লিখা হয়েছে। বাংলায় তো সে হিসেবে ইতিহাস নিয়ে লিখা কোন বই পাওয়া দুষ্কর। মৌলিক গ্রন্থ না হলেও অনুবাদ হিসেবে এবং ইতিহাস গ্রন্থ হিসেবে অনেক উপরের দিকেই থাকবে বইটি। সব মিলিয়ে খুব ভালো একটি বই এবং আকাঙ্খিত কিছু কথার প্রতিফলন এসেছে ।
Was this review helpful to you?
or
আন্দালুসের ইতিহাস : ৮০ র দশকে স্পেনের ইতিহাস সম্পর্কে সর্বপ্রথম বই পড়ি নাসিম হিজাজের আধার রাতের মুসাফির। কিছুদিনপর আবারো যখন তার লিখা ইউসুফ বিন তাসফিন পড়ি তখন জানলাম স্লেনের মুসলিমরা দ্বিতীয় জীবন পেয়েছিলো। তারপর তারা আবার কিভাবে স্বাধীনতা হারালো সে কৌতূহল ছিল। জানার জন্য কিছু মিথ্থাবাদীদের সংকলিত ডিগ্রির ইতিহাস বই পড়লাম সেখানে জানলাম ইউসুফ বিন তাসফিন ওই দুষ্ট শাসকদের সরিয়ে নিজেরাই শাসন ভার গ্রহণ করেন।তাহলে মুররা আবার কিভাবে ক্রিশ্চিয়ানদের দ্বারা পরাজিত হলো সেই প্রশ্ন ছিল মনে কিত্নু উত্তর পাইনি উপুযুক্ত সোর্সের অভাব অথবা জীবন যুদ্ধের ব্যস্ততার জন্য। কিছুদিন আগে যখন রাগিব সারজিনের তাতারদের ইতিহাস বইটা যখন পড়ি তখন ওই বইয়ে দেখলাম স্পেনের উপর লিখা তার বই আছে মনে হলো আহা ওই বইটি যদি অনুবাদিত হতো। খুব খুশি হলাম যখন দেখলাম সেটা ইতিমধ্যে অনুবাদ হয়েছে তাড়াতাড়ি কিনে আনলাম। স্পেনের মুসলিম বিজয় শাসন ও পরাজয় সম্পর্কে যত প্রশ্ন ছিল এতদিনে তার উত্তর পেলাম অনেক দুঃখ পেলেও মনটা শান্ত হলো। প্রথম খন্ড পড়ে মনে হয়েছে বইটি একটু দীর্ঘ এবং বিস্তারিত বিবরণ সম্বলিত অনেকটা টেক্সট বইয়ের মতো আবার যখন দ্বিতীয় খন্ড পড়লাম তখন মনে হলো খুব তাড়াতাড়ি শেষ হয়ে গেলো। অনুসন্ধিৎসু মনের মানুষদের জন্য এটা একটা চমৎকার অবশ্যই পাঠ্ঠ বই। আল্লাহ প্রকাশককে ও অনুবাদককে ইহকালে এবং পরকালে উত্তম প্রতিদান দিক এতো ভালো একটা কাজের জন্য । সবচাইতে কষ্ট লাগলো এই ভেবে যে আমাদের দেশের ভবিষ্যত দেখতে পেলাম ওই বইয়ে। আমাদের শাসকদের কারণে আমরাও হিন্দু ভারতের বেশ্যা রাষ্ট্রে পরিণত হয়েছি। খ্রিস্টানরা যেমন খুন ধর্ষণ নির্মূল অভিযান চালিয়েছিল তেমনি এখন আমাদের অবস্থা, ভারত এবং আমাদের শাসকরা সেই দিকে নিয়ে যাচ্ছে।