User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
ছোটদের জন্য সেরা বই
দারুণ বই। এতো সুন্দর করে প্রকৃতির বর্ণনা করা হয়েছে যে,পড়লে মন ভালো হয়ে যায়। মনে হয় ইট পাথরের শহর ছেড়ে সেখানে গিয়ে বাস করতে। আর প্রিমিয়াম পাবলিকেশন্স এর বইয়ের লেখার মান এবং বইয়ের পাতা অনেক ভালো।
this is an excellent book.
বইটি ভালোই কিন্তু এটিতে কোনোরকম ভুল চেস নেই। ভুল চয়েস থাকলে গল্পটি আরো ইন্টােরস্টিং হতো। মোটকথা অন্তিক মাহমুদ বইটি খুব ভালো করেই লিখেছে, আপনাদের পছন্দ হলে নিতে পারেন প্যারা নাই?
লেখক তার লেখায় ২০২৪ এর গণহত্যার প্রেক্ষাপট ও দৃশ্যপট তুলে ধরেছেন। বর্ণনা করেছেন আকাশ ছোঁয়া দুর্নীতি।প্রকাশ পেয়েছে কর্মজীবন ও অবসর জীবনের বর্ণনা।সন্তানের বিশেষ করে কন্যা সন্তানের প্রতি তার স্নেহ মমতা প্রকাশ পেয়েছে।একজন বাবা তার কন্যার প্রতি কতটা দুর্বল তার বর্ণনা এ চিত্তের চেতনা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে। সন্তান এবং কন্যার সাফল্যে লেখক কতটা গর্বিত ও আনন্দিত তা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এছাড়াও তিনি ক্ষমতার দাপট, মানবতা স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি স্পর্শকাতর বিষয়গুলো সুন্দরভাবে...See More
সচিত্র সন্ধানী পত্রিকায় ‘তিন পয়সার জ্যোছনা’ উপন্যাসটি পড়ে অভিভূত হন ঢাকা মেডিকেল কলেজ পড়ুয়া আনোয়ারা বেগম। সেই থেকে তাঁর মনে বাসনা জাগলো এর লেখকের সাথে দেখা করার, কে এই সৈয়দ শামসুল হক? চিঠি লেখালেখি চললো। এরপর ৬৩ সালের জুন মাসের একদিন এলো, গুলিস্তানের চাইনিজ রেস্টুরেন্টে দেখা করলেন সৈয়দ হকের সাথে। প্রথম দেখাতে তিনি বেশ শঙ্কিত। এরকম ছিপছিপে, কালো, একহারা গড়নের লোক; তার উপর আবার ইন্টারের পর আর পড়ালেখা করেনি, লেখালেখির জন্য! এরকম একটা মানুষকে বেছে নেয়ার চিন্তা করাটা ঝুঁকির ব্যাপার হয়ে যা...See More
কোনো সম্পর্কের মূল ভিত্তি কী বলুন তো... ভালোবাসা? না হয়নি। উত্তরটা হবে ❝বিশ্বাস❞। বিশ্বাস যে সম্পর্কে থাকে না তা বেশিদিন টিকেও না আবার কোনোরকমে চললেও ভেতর থেকে ফাঁপা হয়ে যায়। কিন্তু এই কোনোরকমে বা জোর করে সম্পর্ক টেকানোর ফলাফল অনেকসময় এতোটাই বিভৎস হয়ে যায় যে শেষে নিজেকেই দোষ দেওয়া লাগে কেন এমনটা করতে গেলাম! কিন্তু নিজের দোষে যখন অন্যরা ভুক্তভোগী হয় তখন? নবগ্রামের রুলিং পার্টির মেম্বার মণিরঞ্জন হালদার এলাকার একজন নামি-দামি মানুষ। এককালে রেল স্টেশনের ম্যানেজারও ছিলেন। সম্প্রতি তিনি আবারও আলোচনায় ...See More
Phoenix Private University Admission Preparation Guide
সাদমান তাকি
Definitely a Life Saver..
এই কাব্যগ্রন্থে ২০২৪ সালের সৈরাচার বিরোধী আন্দোলনের বিবৎস চিত্র ফুটে উঠেছে।ছাত্র জনতা নিরীহ শিশু ও পথচারী সৈরাচারের নৃশংসতা থেকে রক্ষা পায়নি। এছাড়াও বইটিতে স্থান পেয়েছে দুর্নীতি,স্বজনপ্রীতি দ্রব্যমূল্যের আকাশছোঁয়া উর্ধ্ব গতি, সিন্ডিকেট মজুতদার ও দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদের দৌরাত্ম্য সম্পর্কে লেখক তার লেখা তুলে ধরেছেন। বইটি আমার নিকট অসাধারণ মনে হয়েছে।ইতিমধ্যেই আমি কয়েকবার পড়েছি। বারবার পড়তে ইচ্ছে হয়।বইটি সম্পর্কে আমার লিখতে ইচ্ছে হলো তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি লেখকের দীর্ঘায়ু কামনা করছ...See More
it is a transformative journey that enriches our lives in countless ways