User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
Was this review helpful to you?
or
বইটি পড়ে আমার খুব ভালো লেগেছে। প্রত্যেকটি কবিতাাই অত্যন্ত চমৎকার। বিশেষ করে সমসাময়িক প্রসঙ্গ গুলো নিয়ে এসেছেন। লেখকের আরো লেখা আশা করছি। লেখক এর দীর্ঘায়ু কামনা করি।
Was this review helpful to you?
or
I read this book. It seems excellent to me. I hope the writer will continue his writings.
Was this review helpful to you?
or
সমসাময়িক প্রসংগ নিয়ে লেখা চমৎকার অসাধারণ একটি বই। সামগ্রিকভাবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারি, সিন্ডিকেট, মুজুতদারী, ইত্যাদি সবকিছুই নিখুঁত ভাবে তুলে ধরেছেন। কিন্তু এথেকে পরিত্রাণ এর কোন পথ দেখাননি। ছাত্র জনতার বিল্পব বইটিতে স্থান পেয়েছে। এক কথায় বইটি আমার ভালো লেগেছে। লেখককে অভিনন্দন।
Was this review helpful to you?
or
বইটি অত্যন্ত চমৎকার। প্রত্যেকটি কবিতাই পড়েছি। আমার ভালো লেগেছে। বিশেষকরে ছাত্র-জনতার আন্দোলন এবং সৈরাচারের পতন কবিতার মাধ্যমে সুন্দরকরে বর্ননা করেছেন।অন্যান্য বিষয়ও কবি চমৎকার করে লিখেছেন। বইটি পড়ে আমি মুগ্ধ হয়েছি। লেখককে অনেক অভিনন্দন।
Was this review helpful to you?
or
এই কাব্যগ্রন্থের কবিতাগুলোর মূল বিষয়কে লেখক তার হৃদয়ের অত্যন্ত গভীর থেকে উৎসারিত করে পাঠকের মনে গেঁথেদিয়েছে। লেখক সত্য ও ন্যায়ের পূজারী। অসত্য, অন্যায় ও অসুন্দরকে তিনি অবজ্ঞা করেন। তার চিন্তা ও চেতনা জাগতিক জীবনের প্রতিটি ক্ষেত্রে বিরাজমান। তার লেখনীর মাধ্যমে তিনি তার চিন্তাধারাকে অত্যন্ত নিখুঁতভাবে পাঠকের সামনে তুলে ধরেছেন। গুরুত্ব পেয়েছে অসুস্থ রাজনৈতিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা। সমসাময়িক ঘটনা প্রবাহ ২০২৪ এর বিপ্লব তিনি অত্যন্ত হৃদয়গ্রাহী করে উপস্থাপন করেছেন। তরুন প্রজন্ম মুক্তচিন্তার পরিচ্ছন্নতায় তারুণ্যের অফুরান্ত প্রাণশক্তিকে জাগ্রত করুক, নিঃস্বার্থ দেশপ্রেম নিয়ে সকল কদর্যকে পদদলিত করে দেশমাতৃকাকে গড়ে তুলুক, কবির প্রত্যাশা তাই। তিনি মনে করেন তারুণ্যের শক্তিকে সঠিক পথে দিকনির্দেশনার প্রয়োজন। এক কথায় বইটি অত্যন্ত চমৎকার। এ মুক্ত মনের লেখকের আরও বই প্রকাশিত হউক সে প্রত্যাশায়।
Was this review helpful to you?
or
বইটি অত্যন্ত চমৎকার। স্পষ্টবাদী ও মুক্তচিন্তার লেখক। তার লেখায় বিভিন্ন উপাদান রয়েছে। দেশের প্রতি লেখকের অকৃত্রিম ভালবাসা ফুটে উঠেছে। প্রায় প্রতিটি কবিতাই স্পর্শকাতর। সমাজ জীবন, ব্যক্তিজীবন, শিক্ষাব্যবস্থা ও নৈতিক শিক্ষা ব্যবস্থা, অসুস্থ রাজনৈতিক অবস্থা ইত্যাদি বিষয়গুলো তিনি তার লেখায় আলোকপাত করেছেন ইদানীং সময়ে যা সচরাচর চোখে পড়ে না।ন্যায় ও সত্য কথা পারতোপক্ষে কেউ বলতে চায় না,এর পিছনে কারনও রয়েছে কিন্তু লেখক কিছুটা হলেও চেষ্টা করেছেন।লেখক তার চেষ্টা চালিয়ে যাবেন সেই আশা রাখি।
Was this review helpful to you?
or
বইটি আমি পড়েছি। বহুবার পড়েছি। সহজ ভাষায় সহজ করে উপস্থাপন, যা পড়ার ক্ষেত্রে একটি আকর্ষণীয় আবেদন তৈরি হয়। এক একটি কবিতা অসাধারণ। সমসাময়িক বিষয়গুলো সহজ ভাষায় পরিমার্জিত ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন। লেখায় তিনি দেশের মানুষের প্রত্যাশা ও প্রত্যয় উপস্থাপন করেছেন। স্বৈরাচারের নৃশংস বিভীষিকাময় অধ্যায় তুলে ধরেছেন। ২০২৪ এর গণহত্যার প্রেক্ষাপট ও দৃশ্যপট বর্ণিত হয়েছে তার কবিতায়। বর্তমান সমাজ ব্যবস্থা, রাজনীতি, গণঅভ্যুত্থানের ধারাবাহিক বর্ণনা দিয়েছেন তিনি। যদিও বাস্তব অবস্থা ছিল আর বর্ণনার চেয়েও আরো ভয়ংকর ও বীভৎস। এছাড়াও রয়েছে প্রাত্যহিক জীবনের বাস্তবতার চিত্র। কর্মজীবন আর অবসর জীবন নিয়ে তার অভিজ্ঞতার কথা। কর্মজীবনে যারা আদর্শের উপর প্রতিষ্ঠিত থাকে আপামর সকলেই তাদের প্রতি আজীবন শ্রদ্ধাশীল থাকে, তা তিনি তুলে ধরেছেন। ক্ষমতার দাপট চিরস্থায়ী নয়। বিবেককে জাগ্রত করার কথা বলেছেন। মানবতা, স্বচ্ছতা ও জবাবদিহিতার নাজুক অবস্থা তুলে ধরেছেন যা মানুষের মনকে ভালো হওয়ার জন্য প্রভাবিত করবে। দ্রব্যমূল্যের হাহাকার, ও মানুষের অসহায়ত্ব লেখকের চোখ এরিয়ে যায়নি। স্বৈরাচারের নির্মম হিংস্র খাবা, আগস্ট ২০২৪ এর বিপ্লব ও গণঅভ্যুত্থানের চিত্র ফুটিয়ে তুলেছেন। ২০২৪ সালের ক্রম ঘটনাপ্রবাহ অত্যন্ত নিখুঁতভাবে চিত্রিত করেছেন বলে আমার মনে হয়। স্বৈরাচারের ও দায়িত্বশীলদের আকাশ ছোঁয়া দুর্নীতি, স্বজনপ্রীতি ও দুঃশাসন বর্ণিত হয়েছে। এছাড়াও প্রাত্যহিক জীবনের স্পর্শকাতের বিষয়গুলো যেমন স্নেহ মায়া মমতা, বিষাদ বিষন্নতা ব্যর্থতা, এগুলোও স্থন পেয়েছে তার লেখা গ্রন্থ "চিত্তের চেতনায়"। তার লেখা গুলো আমাকে এতটাই প্রভাবিত করেছে যে, বইটি সম্পর্কে কিছু লিখতে পেরে অনেকটা তৃপ্ত অনুভব করছি। লেখকের আরেকটি বই " অবারিত কথামালা" বইটিও আমি পড়েছি। কবি/লেখক পরিচিতিতে, তিনি কর্মজীবনে একজন ধান বিজ্ঞানী। ছাত্র জীবন থেকেই তার লেখালেখির অভ্যাস ছিল। প্রথম কাব্যগ্রন্থ "অবারিত কথামালায়" সে বর্ণনা রয়েছে। অবসর জীবনে এসে পুনরায় লেখালেখিতে মনোনিবেশ করেন। দুটি বইই তার অবসর জীবনে প্রকাশিত হয়। লেখকের আরোও লেখা ও বই দেখতে চাই। একান্তই মনের তাগিদে আমার এই দীর্ঘ বর্ণনা। আমি লেখকের সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।
Was this review helpful to you?
or
লেখক তার লেখায় ২০২৪ এর গণহত্যার প্রেক্ষাপট ও দৃশ্যপট তুলে ধরেছেন। বর্ণনা করেছেন আকাশ ছোঁয়া দুর্নীতি।প্রকাশ পেয়েছে কর্মজীবন ও অবসর জীবনের বর্ণনা।সন্তানের বিশেষ করে কন্যা সন্তানের প্রতি তার স্নেহ মমতা প্রকাশ পেয়েছে।একজন বাবা তার কন্যার প্রতি কতটা দুর্বল তার বর্ণনা এ চিত্তের চেতনা কাব্যগ্রন্থে প্রকাশ পেয়েছে। সন্তান এবং কন্যার সাফল্যে লেখক কতটা গর্বিত ও আনন্দিত তা অত্যন্ত সুন্দরভাবে উপস্থাপিত হয়েছে। এছাড়াও তিনি ক্ষমতার দাপট, মানবতা স্বচ্ছতা ও জবাবদিহিতা ইত্যাদি স্পর্শকাতর বিষয়গুলো সুন্দরভাবে ফুটাইত করেছেন। স্নেহ মায়া, মমতা, বিষাদ, বিষন্নতা ও ব্যর্থতা এগুলোও স্থান পেয়েছে তার কবিতায়।লেখকের ছাত্র জীবন থেকেই তার লেখালেখির অভ্যাস ছিলো।তার অবসরে এসে পুনরায় লেখায় মনোনিবেশ করে। তার এই সুন্দর লেখনি অবিচল থাকুক সেই আশা ব্যক্ত করছি।
Was this review helpful to you?
or
এই কাব্যগ্রন্থে ২০২৪ সালের সৈরাচার বিরোধী আন্দোলনের বিবৎস চিত্র ফুটে উঠেছে।ছাত্র জনতা নিরীহ শিশু ও পথচারী সৈরাচারের নৃশংসতা থেকে রক্ষা পায়নি। এছাড়াও বইটিতে স্থান পেয়েছে দুর্নীতি,স্বজনপ্রীতি দ্রব্যমূল্যের আকাশছোঁয়া উর্ধ্ব গতি, সিন্ডিকেট মজুতদার ও দুর্নীতি পরায়ণ রাজনীতিবিদের দৌরাত্ম্য সম্পর্কে লেখক তার লেখা তুলে ধরেছেন। বইটি আমার নিকট অসাধারণ মনে হয়েছে।ইতিমধ্যেই আমি কয়েকবার পড়েছি। বারবার পড়তে ইচ্ছে হয়।বইটি সম্পর্কে আমার লিখতে ইচ্ছে হলো তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস, আমি লেখকের দীর্ঘায়ু কামনা করছি
Was this review helpful to you?
or
সমসাময়িক বিষয়গুলো নিয়ে বিশেষ করে ২০২৪ এর সৈরাচার বিরোধী আন্দোলনের ক্রমধারাবাহিক ভাবে বিভিন্ন বর্ণনা ও নৃশংস গণহত্যার বর্ণনা এই চিত্তের চেতনা গ্রন্থে বর্ণিত হয়েছে।যার ফলে আমার মনে হয় এই বইটি ২০২৪ সালের গণঅভ্যুত্থানের সাক্ষী হয়ে রইলো যা ভবিষ্যৎ প্রজন্ম এই বই থেকে জানতে পারবে।প্রত্যেকটি কবিতাই খুব পরিচ্ছন্ন ও সহজ ভাষায় লিখিত হয়েছে।আমি মনে করি লেখক হিসেবে তিনি একজন পরিচ্ছন্ন লেখক।এছাড়াও বিভিন্ন সামাজিক ও বাস্তব জীবনের বিভিন্ন প্রেক্ষাপট তিনি সুন্দর করে তুলে ধরেছেন তার কবিতায় যা সমাজ পরিবর্তনে ভূমিকা রাখবে।আমি লেখকের আরো লেখা ও আরো বই আশাকরছি।নতুন বইয়ের অপেক্ষায় রইলাম।