User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
কর্ণাটক আর তামিলনাড়ু যেতে হবে। দক্ষিণের ত্রাস, দুর্ধর্ষ ডাকাত ভীরাপ্পনকে ধরতে। ওখানকার পুলিশ, বিএসএফ কিছুই করতে পারছে না। ভীরাপ্পান ডাকাতের কথা নিশ্চয় শুনেছেন। প্রায় পাঁচ শতাধিক হাতি মেরেছে সে, কোটি টাকার উপরে চন্দন কাঠ চোরাচালান করেছে। ওকে ধরার জন্য দুই রাজ্যের সরকারপ্রধান আমাকে ব্যক্তিগতভাবে অনুরোধ করেছেন। যদিও আমার অতটা ইচ্ছে ছিল না, কিন্তু যে ঋজু বোস বিদেশিদের এত সমস্যার সমাধান করে দিল সে নিজের দেশের একটা সমস্যার সমাধান করবেনা এটা কেমন কথা? জানের ভয় থাকলেও রাজি হতে হলো। আমি নিশ্চিত ঐ জঙ্গল থ...See More
#রকমারি_রিভিউ_প্রতিযোগিতা_ডিসেম্বর_২০১৮ বইয়ের নাম: ব্লাইন্ডনেস৷ লেখকের নাম: জোসে সারামাগো৷ ধরণ: উপন্যাস। ব্যক্তিগত রেটিং: ৯/১০। ক্যাটাগরি: অনুবাদ। অনুবাদক: মনজরু শামস । প্রথম প্রকাশ: ১৯৯৫ খ্রি. (জার্মান ভাষায়) ইংরেজী অনুবাদ প্রকাশ : ১৯৯৭ খ্রি. বাংলা অনুবাদ প্রকাশ :ফেব্রুয়ারি ২০১১ খ্রি: প্রকাশকনা : দি স্কাই পাবলিশার্স, ৩৮/২ক, বাংলাবাজার, ঢাকা - ১১০০, অনলাইন পরিবেশক : rokomari.com/ প্রচ্ছদ: মোবারক হোসেন লিটন । পৃষ্ঠা সংখ্যা: ২২০. মুদ্রিত মূল্য: ২৫০ টাকা। ISBN: 948-826-053- 6. #লেখক পরিচিতি:...See More
একজন সর্বকালের সেরা অভিনেতা চার্লি চ্যাপলিন, বলেছেন স্যার লরেন্স অলিভার। না কেবল অভিনেতা নন, নির্মাতাও তিনি। বিস্ময়কর সব সৃষ্টির একনিষ্ঠ দখলদার ছিলেন চ্যাপলিন। আজো মানুষ তাঁকে মনে করে ভালোলাগায়, তার সৃষ্টিতে বিমোহিত হয়। চ্যাপলিনের সৃষ্টিতে শিশুরা একাত্ম হয়, বৃদ্ধেরা প্রাণ ফিরে পান আর রসজ্ঞরা এর আদিমতায় বিচলিত হয়ে পরক্ষনেই একেবারে হতবাক হয়ে যান- রসবৈভবেরও অমোঘ প্ররোচনায়! এক সমীক্ষায় দেখা যায় যে গড়পড়তা হিসাব অনুসারে চ্যাপলিনের প্রত্যেকটি ছবি প্রায় ৩৫০ লক্ষ লোক দেখেছেন। মাত্র ছাব্বিশ বছর বয়সেই চ্য...See More
মোটিভেশনাল বইগুলোর মধ্যে আবদুল্লাহ আবু সায়ীদ স্যারের ‘স্বপ্নের সমান বড়’ চতুর্থ বই । মানুষ যে স্বপ্নের সমান বড় এই বইটি তার যথেষ্ট প্রমাণ। আবদুল্লাহ আবু সায়ীদ স্যার একজন সৃজনশীল মানুষ । তিনি সব সময় ছাত্রদের স্বপ্নের কথা, আলোর কথা, আদর্শের আর ভালোবাসায় উজ্জীবীত হবার কথা শুনাতেন।
মানুষ অদম্য। অপরাজেয়। শারীরিক প্রতিবন্ধকতাও তাঁকে নিরস্ত্র করতে পারে না। অর্থনৈতিক বাধা, সামাজিক বাধা, প্রাকৃতিক বাধা জয় করেই মানুষ এগুতে থাকে। আমাদের প্রত্যেকেরই আছে নিজস্ব বাধা পেরোনোর গল্প। তেমনি আমাদের চারপাশে আছে এমন মানুষ যাদের বাধা পেরোনোর গল্পটা সত্যিই অনন্য। অসাধারণ আর দারুণ উজ্জীবক প্রেরণাদায়ী। লেখকের ভাষায়- আমরা এসব বাধা পেরিয়ে এগিয়ে যাওয়া বিজয়ীদের কথা বলি, শুনি, শোনাই। আসলে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার প্রেরণা দেই। রংপুরের পায়রাবন্দের ছোট্ট বালিকাটি বাড়িতে বাংলা পড়া ছিল পাপ, আর ইংরেজি প...See More
Love it
Khob ninmo maner akta boi.
Good
"মানুষের জীবন কি চক্রের মত? চক্রের কোন শুরু নেই, শেষ নেই । মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে? শুরু নেই, শেষ নেই । চক্র ঘুরছে ।" 'অপেক্ষা' উপন্যাসে এ কথাগুলো কোথায় আছে তা আমি বলছি না । তবে এ কথাগুলোকে পুরো উপন্যাসের প্লট বলা যেতে পারে । কারণ এ বাস্তবতার উপর ভিত্তি করেই ইমন, ইমনের মা সুরাইয়া, বোন সুপ্রভা, ছোট চাচা ফিরোজ, বড় মামা জামিলুর রহমান, মামাতো বোন মিতুর জীবনকাহিনী । ইমনের পাঁচ বছর বয়স থেকে বিয়ে হওয়া পর্যন্ত এই উপন্যাসের বয়স । উপন্যাসটি একটি সমকালীন উপন্যাস । ...See More
অসাধারণ লেখনী। ভালো লেগেছে খুব।