User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
আপনাকে অনেক ধন্যবাদ যে এমন একটা বই উপহার দেওয়ার জন্য । আমি প্রায় সময় নিজেকে জিজ্ঞাসা করতাম আসলে আমাকে দিয়া কিছু হয় না কেন? নিজের ভুল গুল ধরতে পারতাম না যদি আমি এই বই না পড়তাম। এখন নিজেই বোঝতে পেরেছি কিভাবে নিজের সময় নিজেই ড্রেনে ফেলেছি। এখন নিজেই বুজতে পেরেছি কোথায় ফোকাস দিতে হবে.সত্যি অনেক অসাধারণ ছিলো একটা বই 3
Original Paracetamol, Vhalo kaj kore, Niomito khele Asa kori amar moto tomader o pera dur korte sahajjo korbe. [email protected]
Very touchy story. and captive writing. Best wishes for the writer, eagerly waiting for next write-up.
প্যারা ! প্যারা ! প্যারা ! প্যারা আমাদের জীবনে নিত্যদিনের সঙ্গী । সকালে ঘুম থেকে উঠা থেকে শুরু করে রাত অবধি ঘুমাতে যাওয়ার আগে পর্যন্ত আমরা এই শব্দটি প্রয়োগ করে থাকি জীবনের প্রতিটা মুহূর্ত মূল্যবান আর এই মূল্যবান মুহূর্তগুলো নষ্ট করা উচিৎ নয় । আমাদের তরুণ সমাজের জন্য এই বইটি সত্যিই খুব কাজে দিবে । সব শেষে অল দা বেস্ট বইটির লেখককে ( ঝংকার মাহবুব ) । 3 3 3
আশা করছি বাংলাদেশে উবুন্টু তথা লিনাক্স-এর জনপ্রিয়করণে বইটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বইয়ের ওয়েবসাইটে পাঠকদেরকে নজর রাখার অনুরোধ রইল - http://ubuntuforall.com/, এখানে ক্রমশ লিনাক্সের জন্য প্রয়োজনীয় তথ্য ও সংবাদ যোগ করা হবে।
বইটি বেশ ভালো লেগেছে আমার কাছে, মনে হল কোন বড় ভাই তার ছট ভাই কে উপদেশ দিচ্ছে। কোন বুঝুং ভাজুং মোটিভেশন দেয়ার চেষ্টা করেননি লেখক বইটি তে বরং তিনি স্টুডেন্টদের দইনিন্দিন জীবনের সমস্যাগুলো/ চিন্তাগুলোর সুন্দর কিছু কার্যকর সমাধান দিয়েছেন। হ্যাপি রিডিং।
ভালোই
পড়াশোনা বলতেই আমাদের প্রচলিত কাঠামো কিংবা অন্য যে কারণেই হোক, ছাত্র-ছাত্রীদের মাঝে এক ধরনের ভীতি কাজ করে। আর এই পড়াশোনার মতো পানসে ব্যাপারটাকেও সহজ ও আনন্দদায়ক করে ভাবতে শেখায় 'স্টুডেন্ট হ্যাকস' বইটি। কত সহজে আর কম সময়ে আমরা কত effective ভাবে পড়া গুছিয়ে নিতে পারি, এই বইয়ে সেটা চমৎকারভাবে ফুটে উঠেছে। সর্বোপরি লেখকদ্বয়কে ধন্যবাদ, প্রতিনিয়ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য অবদান রেখে যাওয়ার জন্য!
এই বইটি সাম্রাজ্যবাদী আমেরিকার অপকর্মের একটি অমূল্য দলিল। তারা নাকি আমাদের মানবতা শেখায়... বইটি সকলের পড়া উচিৎ ।
আমরা সবাই যে নেতা তা লেখক এই বইটা দ্বারা বোঝাতে চেয়েছেন। নেতা মনেই রাজনৈতিক নেতা নয়। যারা তাদের আশপাশের উপাদানের উন্নতি করতে পারে তারাও নেতা। বইটি পড়ে আমি নিজেকে কিছু একটা ভাবতে পেরেছি। কিভাবে আমরা নিজেই নিজের নেতা হয়ে উঠতে পারব, কিভাবে নিজেই নিজেকে পরিচালনা করতে পারব তা এই বই থেকে জানতে পারবো। সবার বইটি পড়া উচিত। আর জাভেদ ভাইয়া, চালিয়ে যান।?