User login
Sing In with your email
Send
Our Price:
Regular Price:
Shipping:Tk. 50
প্রিয় ,
সেদিন আপনার কার্টে কিছু বই রেখে কোথায় যেন চলে গিয়েছিলেন।
মিলিয়ে দেখুন তো বইগুলো ঠিক আছে কিনা?
Share your query and ideas with us!
হাতের মুঠোয় সব কিছু। দাম মাত্র ৯০ টাকা।
ইদানিং টাকা পয়সার খুব টানাটানি যাচ্ছে। নিয়মিত নেটে বসতে পারছিনা। নেটে বসতে হলেতো নেট চালু রাখতে হবে আর নেট চালু করতে গেলে লাগবে টাকা। ওটাইতো নেই। অথচ কত কত সাইট থেকে নিয়মিত নোট তৈরির জন্য কত তথ্য ডাউনলোড করতে হয়। কথা গুলো বলছিল আমার বন্ধু ফাহিম। ওর একমাত্র ছোট বোন মিফরা তখন ওর পাশে বসা। ব্যস সব সমাধান করে দিল সে। এই দেখ ভাইয়া এই বইটাতে তোমার সমস্যার সমাধান আছে। আমরা দুজন বইটা নিয়ে দেখি বইয়ের নাম"নানা কাজে মুক্ত সফটওয়্যার" বইয়ের একটা পাতা ও বের করে আমাদের চোখের সামতে মেলে ধরলো। সেখানে একটা সফটওয়্...See More
মুক্তিযুদ্ধকে জানার বই ; উপলব্ধি করার বই
লেখক মুক্তিযূদ্ধকে নিজের সাবলীল ভাষায় এতটুকু বিকৃত না করে প্রকাশ করেছেন তরুণ প্রজন্মের কাছে । যেকোন মানুষের জন্যই এই বইটি উপযুক্ত । বইটি যেন মনের মাঝে সৃষ্টি করে স্বাধীনতার তীব্র আবেগ । বইটি ছোট কিন্তু তার মাঝেই যতটুকু কন্টেন্ট লেখক নিয়েছেন তারপর কারো আরও জানার ইচ্ছা হলে রয়েছে রেফারেন্সগুলো । এক কথায় এটি লেখকের অন্যতম শ্রেষ্ঠ কাজ নিঃসন্দেহে ।
এসইও শেখার প্রাথমিক বিদ্যালয়
বর্তশান বিশ্ব এগিয়ে চলেছে তার সমান গতিতে। পিছিয়ে নেই বাংলাদেশও। এইতো আজই জানতে পারলাম বাংলা সার্চ ইঞ্জিন পিপীলিকার কথা। সেখানে নিজের নাম লিখে সার্চ দিতেই দেখলাম সব চলে এসেছে। বেশ ভাল লাগলো। এরকমই এ দেশের তরুনেরা যুবকেরা অনলাইন ইনকাম বা ফ্রিল্যান্সিং এর প্রতি বেশ আগ্রহী হয়ে উঠেছে। ফ্রিল্যান্সিং এর একটি অন্যতম কাজ এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশান। সাধারণত কোন একটা বিষয়ে গুগল বা অন্য সার্চ ইঞ্জিনে সার্চ করলে অনেক অনেক তথ্য আসে। গুগলে সার্চ করারর এই তালিকায় নিজের ওয়েব সাইটকে সবার ওপরে আনার জন্য যে ...See More
বইয়ের খোঁজ : ভাবনা ভাষান্তর - শাহাদুজ্জামান- লিখেছেনঃ অন্ধ আগন্তুক
শাহাদুজ্জামানের অনুবাদ প্রবন্ধ সংকলন “ভাবনা ভাষান্তর”। বিদেশী ভাষার কোন এক মানুষ ভাবছে, আর তার ভাবনার রূপান্তর করতে হচ্ছে নিজের ভাষায় যা অন্যদেরকেও ভাবাচ্ছে– কাজটা কঠিন। কথাশিল্পী শব্দটা যার জন্য হতে পারে সত্যিকারের পরিচয়, সেই শাহাদুজ্জামানের হাতে এমন কঠিন কাজটির ফলাফল হতে পারে এককথায় সুখপাঠ্য। “ভাবনা ভাষান্তর” নামের বইটিতে ভাবনার আঙ্গিকগত বিভিন্ন বিষয় এসেছে কৌতূহলোদ্দীপকভাবে যার মধ্যে রয়েছে ইতিহাস,মনস্তত্ব, সাহিত্য, চলচ্চিত্র, সঙ্গীত এবং নন্দনতত্ত্ব। প্রবন্ধগুলোর অধিকাংশই আকারে অতি বিশদ নয...See More
বসন্ত বিলাপ এবং অতঃপর
মুগ্ধতায় স্নিগ্ধ এক নিরাভরণ বসন্তের আগমনের আগেই বসন্ত বিলাপের এক অস্ফুট আর্তি যেন একটা থমথমে অবস্থার সৃষ্টি করছে চারপাশে।যাইহোক বইটা হাতে পাবার পর সেই বিলাপের সাথে যেন নিজেকেই একাত্মতা ঘোষণা করতে হল । মনে হল আর কটা দিন যদি থেকে যেতে পারতেন তাহলে হয়তোবা তিনিও নিজেকে সপে দিতেন সেই বিলাপে।যার কথা বলছি তিনি আর কেউ নন সবারই পরিচিত হুমায়ূন আহমেদ এবং তাঁর মৃত্যুর পর প্রকাশিত একটি বই “বসন্ত বিলাপ” এর। “বসন্ত বিলাপ” বইটি রচিত হয়েছে তার লেখা পত্রিকার বিভিন্ন বিভাগের বিচিত্র বিষয়ে,গল্প-উপন্যাস এর বাইরেও...See More
বই রিভিউ : ফাউন্ডেশন লিখেছেনঃ ক্লান্তিহীন পথচারী
সায়েন্স ফিকশন হল আধুনিক যুগের রূপকথা।- সূনীল গঙ্গোপাধ্যায়। আর এই রূপকথার সবচেয়ে বড় কথক হলেন আইজ্যাক আসিমভ। বলা হয়ে থাকে আইজ্যাক আসিমভ হলেন সর্বকালের সর্বশ্রেষ্ট কল্পকাহিনী লেখক, 'গ্র্যান্ডমাস্টার অফ সায়েন্স ফিকশন।' সম্পূর্ণ অবাস্তব এক জগৎকেও পাঠকের কাছে বাস্তব করে তোলার এক অসামান্য দক্ষতা আছে আইজ্যাক আসিমভের। তার বইগুলোতে নতুন এক বাস্তবতা কল্পনা করা হয়, যেখানে আমাদের বর্তমান বাস্তব এর ছিঁটেফোটা খুঁজে পাওয়া গেলেও তা শেষ পর্যন্ত হয়ে ওঠে সেই নতুন বাস্তবেরই এক অবিচ্ছেদ্য উপকরন। আইজ্যাক আসিমভের...See More
ওডেস্ক অ্যান্ড আউটসোর্সিং প্র্যাকটিক্যাল আউটসোর্সিং (সিডি সহ)
মিজানুর রহমান (ইঞ্জি:)
Book Summary
আমি বই টি কয়েকদিন আগে সংগ্রহ করলাম। যারা ওডেস্কে একেবারেই নতুন তাদের বই কাজে লাগবে। তবে ওডেস্কে সাফল্য পেতে হলে শুধুমাত্র এ বইটির উপর নির্ভরশীল হলে হবে না,কারন লেখক পুরোবই জুড়ে কেবল কিভাবে ওডেস্কে কিভাবে প্রোফাইল আপডেট করতে হয় এব্যাপারে জোর দিয়েছেন। কিন্তু কাজের ধরন,কাজের বর্ণনা বা কোন কাজ কিভাবে শুরু করতে হয় এসব ব্যাপারে তেমন আলোচনা নাই,তাহলে শুধু মা্ত্র প্রোফাইল তৈরি করে রেখে কি হবে ? আর সবাই বলবো বই কেনার সময় যে টিউটোরিয়াল সিডি দেয়া হয়,আপনারা পারলে তা একবার চেক করে নিবন ।কারন বইয়ের সাথে দেয়া...See More
কাব্যগ্রন্থ- পরাণের গহীন ভেতর কবি- সৈয়দ শামসুল হক. লিখেছেন- মুরাদ_ইচ্ছামানুষ
এ বড় দারুণ বাজি, তারে কই বড় বাজিকর যে তার রুমাল নাড়ে পরানের গহীণ ভিতর (পরাণের গহীন ভিতর-১) মনে হয় আমার থিকাও একা বৃক্ষের পরাণ আমার থিকাও দু;খী যমুনা নদীর কিনার আমার তো গ্যাছে এক, কত কোটি লক্ষ গ্যাছে তার (পরাণের গহীন ভিতর-৭) তাই কি ছাড়ান দিমু বিহানের ধবল দোহন? কামারের কাছে বান্ধা দিমু এই রুপার লাঙল? আমার বৃক্ষেরে তাই দিতে কমু জহরের ফল? (পরাণের গহীন ভিতর-২৫) তয় কি তোমারে আমি ফাঁকি দিয়া পিছন বাড়িতে যামু তার লগে কও আমারে যে দিতে চায় পান? অথবা জিগার ডালে ফাঁসি নিয়া নিজের শাড়ি তে ভ...See More
শোকার্ত শহরের নাগরিক কানাঘুষা
টোকন ঠাকুর অতীত, অতীত নয় লেখক হারুন রশীদ প্রকাশক সূচিপত্র প্রকাশকাল ফেব্রুয়ারি ২০১৩ পৃষ্ঠা ৪৪০ টাকা মূল্য ১৫০ টাকা প্রচ্ছদ মোমিন উদ্দিন খালেদ নানান বর্ণের মন, মূলত মেট্রোপলিটন মন একীভূত হয়ে মুদ্রিত_ 'শোকের শহরে' উপন্যাসে। এ উপন্যাসের নাম শীর্ষকতার মধ্যে উস্কে ওঠা শোক একটি অনাকাঙ্ক্ষিত মৃত্যুকে ঘিরে। কারণ খ্যাতিমান সাহিত্যিক, নাট্যকার, জনপ্রিয় অভিনেতা ও নির্মাতা বদরুল পাশার প্রবাসে আকস্মিক রোড অ্যাক্সিডেন্টে মৃত্যুর পর দুম করে পাল্টে যায় শহরবাসীর মন, প্রিয়জন বা চেনা মানুষের মূল্...See More
sobaike janate chai
asole kono boi na dekhe kinle khub loss hoy.boita rokomarir best seller dekhe kinesilam.kintu amar mone hoy lekhok khubi anari.tar experience amra jara notun kaj siksi tader motoi.boi pore kisu sikte peresi bole mone hoina.page k page pore jaben kintu lekhai kisui sikhonio khuje paben na.boita kinte chaile sorasori dekhe posondo hole kinben.amar moto dora khaben na.